![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মানুষ কখনো নিজের ভুল বুঝার চেষ্টা করে না। আর আমি চাই সবাই সবার ভুলটা বুঝুক
আমাদের সমাজে কিছু রোগ দিন দিন বেড়েই চলছেে । আর সেটা হোলো ইভটেজিং,নারী নির্যাতন,নারী পাচার,নারীদের ইজ্জত লুনঠোন ইত্যাদি। এক কথায় নারী স্বাধীনতার নামে চলছে নারীর সম্মান হানির কাজটি।
প্রথমে আসাজাক ইভটেজিং এর বেপারেেআমাদের দেশের যারা মেয়েদের স্বাধীনতা নিয়ে কাজ করছে তাদেরই কারো হাতে হেনস্ত হচ্ছে নারীরা। তারা ধরা ছোয়ার বাহরি থাকে বলে তাদের কে বিচারের মুখ মুখি করা হচ্ছেনা। হয় তারা সরকার দলীয় লোক আর না হয় সমাজের প্রভাবশালী লোক।তবে সরকার দলীয় লোকই এই কাজ গুলো বেশি করছে।
বাংলাদেশ একটি মুসলিম দেশ হিসেবেই জানে সবাই। কিন্তু দেশের শাসক গোষ্ঠি নিজেদের ইচ্ছে মত যেই ভাবে দেশ পরিচালনা করছে আর যেই ভাবে সংবিধান সংশোধন করছে তা তে মানুষ নামের হায়নাগুলো আরো সুবিধা ভোগ করছে এবং নারী নির্যাতন ,নারী পাচার,নারীদের ইজ্জত লুনঠোন ইত্যাদি কাজগুলো হরহামেশায করেই চলছে তাদেরক কোন ভাবেই থামান যাচ্চে না।
আর আমি সরকার বা শাসক গোষ্ঠির উপর সব দেষ দিচ্ছিনা এই জন্য আমাদের পুরুষ আর নারীর দায়টাই সবচেয়ে বেশি। একজন বাবা হিসেবে যদি সে তার মেয়েকে ছোট বেলা থেকে নৈতিকতা শিক্ষা দেয় , ইসলাম অনুযাই চলতে সাহায্য করে আর ন্যায় পরায়ণতার শিক্ষা দেয়। তাহলে সে বড় হলে হয়ত একজন আদর্শ নারী হত।
আর যদি মা হিসেবে সে তার প্রানের টুকরা ছেলেটিকে ছোট বেলা থেকে ইসলামের আদর্শে বড় করত তাহলে সেও বড় হয়ে একজন আদর্শ পুরুষ হিসেবে তৈরী হত।
০৩ রা মে, ২০১৬ রাত ১২:৫৫
জহিরুল ইসলাম (রেহান) বলেছেন: ধন্যবাদ ভাই
২| ০৩ রা মে, ২০১৬ রাত ১২:৫০
পথে-ঘাটে বলেছেন: প্রতিবাদী লেখকের জন্য শুভ কামনা,
হ্যাপি ব্লগিং......।
০৩ রা মে, ২০১৬ রাত ১২:৫৪
জহিরুল ইসলাম (রেহান) বলেছেন: ধন্যবাদ ভাই
©somewhere in net ltd.
১|
০২ রা মে, ২০১৬ সন্ধ্যা ৭:৩৫
খন্দকার আঃ মোমিন বলেছেন: কজন বাবা হিসেবে যদি সে তার মেয়েকে ছোট বেলা থেকে নৈতিকতা শিক্ষা দেয় , ইসলাম অনুযাই চলতে সাহায্য করে আর ন্যায় পরায়ণতার শিক্ষা দেয়। তাহলে সে বড় হলে হয়ত একজন আদর্শ নারী হত।
আর যদি মা হিসেবে সে তার প্রানের টুকরা ছেলেটিকে ছোট বেলা থেকে ইসলামের আদর্শে বড় করত তাহলে সেও বড় হয়ে একজন আদর্শ পুরুষ হিসেবে তৈরী হত
১০০% সহমত