নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইচ্ছে থাকলে উপায় হয়।আর যার ইচ্ছে নেই তার কি হবে?

জহিরুল ইসলাম (রেহান)

মানুষ কখনো নিজের ভুল বুঝার চেষ্টা করে না। আর আমি চাই সবাই সবার ভুলটা বুঝুক

জহিরুল ইসলাম (রেহান) › বিস্তারিত পোস্টঃ

গ্রাফিক্স শিখুন খুব সহজে

০৩ রা মে, ২০১৬ রাত ৯:৫২


আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই । আশা করি জানাবেন। আমি ৩মাস হয়েছে গ্রাফিক্স শিখলাম। বলতে পারেন এই জগতে আমার নতুন আবিরভাব। প্রথমে আমি কাজ শেখার পর ফ্রিলেন্সার এ কাজ করেছি।এর পর একটা ছোট খাটো চাকরি পেলাম বাড্ডাতে(আলহামদুলিল্লাহ)। যাই হোক আমি চাকরিটা এখন করছি। তো আমি যেটা বলতে চাই সেটা হলো এখন আমাদের দেশের আইটি সেক্টরে অনেক লোক জনই কাজ করে আর তারা এটা দিয়েই আজ জীবনে উন্নয়ন করছে।
ঠিক আমিও এমই কিছু করতে চাই।
আর আমি চাই আমার পাশা পাশি যেন অন্যরাও এই কাজ করতে পারে শিখতে পারে সেই জন্য আমি একটা সিদ্ধান্ত নিয়েছি ।
যারা গ্রাফিক্স শিখতে আগ্রহি আমি তাদের কে অনলাইনে গ্রাফিক্স শিখাব।আর এমন কেও যদি থাকেন যে তারা গ্রাফিক্স শিখতে চান তাহলে আমাকে যানান।
বিশ্বাস করতে পারেন আমাকে।
আমি বলব না ভাই আমাকে আপনি টাকা পয়সা দেন। আবার বলব না ওমুক ভিডিও দেখুন ওমুক সাইটে যান। আমি চাই আমার ও চর্চা আপনারাও শিখেন। আর এটাতেই আমার সার্থকতা।
জীবনে কতো মানিষেরইতো কথা শুনে নতুন কিছু করার ইচ্ছা জাগে।দেখেন এইটা আপনার ভালো লাগতে কিনা।তবে এতুটুকু বলতে পারি আল্লাহর রহমতে কোন গ্রাফিক্স ডিজাইনার না খেয়ে মারা জায় না।
আমি আপনাদের কে ঘরে বসে ইস্কাইপ এ সব কিছু দেখাব।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৩ রা মে, ২০১৬ রাত ১০:৪৪

সুমন কর বলেছেন: শুভ ব্লগিং....... !:#P

সময় পেলে দেখবো। শুভেচ্ছা।

০৩ রা মে, ২০১৬ রাত ১০:৫০

জহিরুল ইসলাম (রেহান) বলেছেন: জি আপনাকে অনেক ধন্যবাদ.।.।আশা করি আমার সাথে ই থাকবেন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.