নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইচ্ছে থাকলে উপায় হয়।আর যার ইচ্ছে নেই তার কি হবে?

জহিরুল ইসলাম (রেহান)

মানুষ কখনো নিজের ভুল বুঝার চেষ্টা করে না। আর আমি চাই সবাই সবার ভুলটা বুঝুক

জহিরুল ইসলাম (রেহান) › বিস্তারিত পোস্টঃ

ভালোবাসা

০৪ ঠা মে, ২০১৬ সকাল ১০:২৯



আমি যানি না সত্যি কারের ভালবাসা কাকে বলে । কিন্তু আমি জানি কি করে একজন মানুষ্কে মন থেকে ভালবাসতে হয় ।
আমি জানি না মানুশকে কিভাবে ঠকাতে হয় কিন্তু আমি শিখেছি মানুষকে কিভাবে বিশ্বাস করতে হয়।
আমি এটাও জানি না মানুষের ভালবাসা কি করে পেতে হয় কিন্তু আমি জানি একজন মানুষকে কতুটুকু ভালবাসলে তার সে আপন হতে পারে।
আমি শিখিনি কিভাবে মানুষের ক্ষতি করতে হয় কিন্তু আমি জানি মানুষের উপকারে কিভাবে এগিয়ে যেতে হয়। মানুষকে ভালবাসলেই হয় না তার ভালবাসার দামও দিতে হয়।
আর ভালবাসার সেই অন্ধ বিশ্বাস এর প্রতি শ্রদ্ধা না দেখিয়ে যে অন্ধ ভালবাসার বুকে ছুরিঘ্যাত করে সে কখনো ভাল মানুশ হতে পারে না।
আমি মনে করি প্রতিটা মানুষের এমন হয়া উছিত সে কার উপর নির্ভরশীল হবে না,কিন্তু তার উপর হাজার মানুশ যেন নির্ভরশীল হয়।
প্রতিটা মানুষের মধ্যে একটা ভিন্য মানুষত্ব থাকে, সবারই উচিত এই মানুষত্বাকে পরের কল্যানে নিয়জিত রাখা।
মানুষ যেমন ইচ্ছে করলেই ইজেকে বদলে ফেলতে পারবে না। ঠিক কোন সমাজ বা জাতিকে যে কোন কেও ইচ্ছে করলেই বদলে ফেলতে পারে না।
তবে মানুষকে ভালবেসে অনেক কিছুই পরিবর্তন করা সম্ভব।
তাই আমার মনে হয় কোন মানুষের মধ্যে নিজের মত করে পরিবর্তন আনতে হলে আগে তাকে মন থেকে ভালবাসতে শিখতে হবে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.