![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি কামনা করি মানুষের ভিতর স্বপ্নরা আসা যাওয়া করবে। মানুষ তার স্বপ্ন পূরণের জন্য যুদ্ধ করবে।
দেখি আর অবাক হই । অবাক হতে নেই । আমাদের প্রগতীশীল বিপ্লব, আন্দোলন, সংগ্রাম, পরিবর্তনের পথ প্রদশক, আহবায়ক বা নেতাদের দেখে অবাক হই । তারা কখনও এক হতে পারে না । যদি সমাজতান্ত্রিকদের কথা ধরি সেখানে কত ভাগ। কিন্তু কেন?!!! কেউ খাবে কেউ খাবে না/সবার জন্য সমান সম্মান- এইতো সমাজ তন্ত্র ?! তাহলে কোন তত্বে এত ভাগ?!!
অন্যদিকে যদি আমরা ডান পন্থী, মৌলবাদীদের দেখি । তারা কিন্তু এক । আলাদা আলাদা সংগঠন হলেও “সব রসুনের গোড়া এক” তত্ব তাদের ক্ষেত্রে শত ভাগ খাটে ।
প্রগতীশীলরা কেন এমন এক হতে পারে না? বরং বিভিন্ন সময় দেখা গেছে তাদের অণৈক্যর জন্যই অপশক্তিগুলো জিতে গেছে । অনেক সময় অন্যকে হারাতে প্রগতীশীলরাই অপশক্তিগুলোকে সরাসরি সহযোগীতা করেছে । এর উদাহরণ হাতের কাছে অনেক।
কিন্তু প্রগতী শীলতার বিপরীতে দাড়ানো দল, মানুষগুলো এক.... এক...... এক। কেউ নিশ্চয় দ্বিমত করবেন না ।
আভিজিৎ খুন হওয়ার পর প্রগতীশীলদের আচরণে আমি স্তম্ভিত । অভিজিৎ এর রক্ত শুকানোর আগেই ইনিয়ে বিনিয়ে অভিজিৎ এর দোষ ধরা শুরু হয়েছে । পক্ষান্তরে তার খুনকে খুবই কোমল, নরম ভাবে জায়েজ করার চেষ্টা । কিন্তু কেন? কেন? কেন? এতে কার সুবিধা হলো?!!!
আমরা যারা এখনও এমন দলাদলি করছি বিবিধ কারণে তাদের ভিতর কে বুকে হাত দিয়ে বলতে পারবেন তিনি শত ভাগ নিরাপদ ।
আমার কখনও কখণও মনে হয় প্রগতীশীলতা একটা ব্যাবসা । আসল প্রগতীশীলরা পর্দার সামনে নাই । আড়ালে থাকে । আর পর্দার সামনে তো আলো, ছায়া, চরিত্র পরিবর্তণ হবেই। পর্দাতো সে জায়গাটা । প্রগতীশীলতার বাণিজ্যে মূল দ্রব্য স্বাধীণতার চেতনাকে তেনা করে আমরা পর্দা বানিয়েছি। রঙ্গমঞ্চ!
০৫ ই মার্চ, ২০১৫ সকাল ৮:৪৩
জহিরুলহকবাপি বলেছেন: খারাপ বলেন নাই
০৫ ই মার্চ, ২০১৫ সকাল ৮:৪৩
জহিরুলহকবাপি বলেছেন: খারাপ বলেন নাই
©somewhere in net ltd.
১|
০৩ রা মার্চ, ২০১৫ রাত ১১:৩০
ফাহিম বেয়াদব বলেছেন: ধর্ম আর চেতনার ব্যবসায় বাঙ্গালি জাতি পুরো পৃথিবীর মধ্যে শীর্ষে।