নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি জহুরুল অপূর্ব। ভেসে বেড়াই ফ্যান্টাসির জগতে। হাঁটতে ভালোবাসি, হোক তা পিচ ঢালা রাস্তা, সোঁদা গন্ধে ভরা মেঠো পথ, রেলপথ কিংবা ইট বিছানো খোয়া পথ। এই পথেরাই জানে আমার না বলা সব গল্পকথা। ঘুরে বেড়াবো এই পৃথিবীর পথে। তা ছাড়িয়েও অনেক দূর, বহুদূর।

জহুরুল অপূর্ব

ঘুরে বেড়াবো এই পৃথিবীর পথে। তা ছাড়িয়েও অনেক দূর, বহুদূরে!

জহুরুল অপূর্ব › বিস্তারিত পোস্টঃ

অসহায় আর্তনাদ

১৪ ই জুন, ২০১৭ দুপুর ২:২৭

হবিগঞ্জের সুখিয়া রবিদাস নামের এক নারী যাকে সম্প্রতি ধর্ষণের পর হত্যা করা হয়েছে। রাস্তায় ফেলে, খোলা আকাশের নিচে। ধর্ষণকালীন সময়ে মহিলা একফাঁকে পালিয়ে যেতে চাইলেও তাঁকে ধরে রাস্তায় ফেলে উপর্যুপরি লাঠি দিয়ে আঘাত করে ঠিক মৃত্যু নিশ্চিত না হওয়া পর্যন্ত মারতে থাকে। এই লেখাটি কয়েকজনের পোস্টে পড়তে পড়তে মূল পোস্টে জয়নাল আবেদিনের টাইমলাইনে গেলাম। পুরোটা আবার পড়লাম, আরও একবার।

আট বছর আগে এই হত্যাকারীই সুখিয়া রবিদাসের স্বামীকে হত্যা করে, যার কোন বিচারই হয়নি। বিচার চাইতেও যে টাকা লাগে। আমাদের সমাজব্যবস্থায় যার টাকা আছে তার বিচার পাওয়ার সম্ভাবনা আছে, যার নেই তার কিছুই নেই।
স্বামী হারিয়েও বেচারার শান্তি আসেনি, ছোট ভাইকে নিয়ে চাচার আশ্রয়ে উঠলেও চার বছর আগে একই হত্যাকারী তাঁর চাচাকেও হত্যা করে। এবং সূত্রমতে ঐ বিচারও স্থবির হয়ে আছে।
সুখিয়ার ছোট ভাইয়ের বক্তব্য অনুযায়ী হত্যাকারী প্রায়ই জোরপূর্বক তাদের ঘরে ঢুকে পড়তো। সর্বশেষ এখন ধর্ষণ শেষে হত্যা।
জয়নাল আবেদিন আক্ষেপ করে বললেন, মেইনস্ট্রিম মিডিয়াতে এ নিয়ে কোন সংবাদ আসেনি। আমি নিজেও ফেইসবুকে এ সম্পর্কে জেনেছি। মেনস্ট্রিম সংবাদ মাধ্যম তো দূরের কথা ছড়িয়ে ছিটিয়ে থাকা নিউজপোর্টাল গুলোতেও এ নিয়ে কিছু আসেনি। সংবাদ আসলেই কি আর না আসলেই বা কি! এসবের কোন বিচার হবে না, ধরে নেয়া যায়। প্রায় প্রতিদিনই ধর্ষণ আর হত্যাকাণ্ডের খবর আসছে। কোনটারই চূড়ান্ত নিষ্পতি হচ্ছে না, বরং ভুক্তভোগীর নিজেকে বা তার পরিবারকেই প্রতিনিয়তই হয়রানির শিকার হতে হচ্ছে।
.
সুখিয়া রবিদাসদের জীবন পরিক্রমা নিয়ে এক প্রহসনের উপর এগিয়ে চলছে আমাদের সমাজব্যবস্থা। একটা সমাজের সামাজিক জীবের সমাজ ব্যবস্থাপনা আর সভ্যতার যে নমুনা থাকার কথা তার থেকে আমরা প্রতিনিয়তই সভ্য সমাজব্যবস্থার থেকে দূরে সরে দিন দিন অসভ্য সমাজের এক নিদর্শন হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করে চলেছি।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৪ ই জুন, ২০১৭ দুপুর ২:৩৬

বিজন রয় বলেছেন: আমাদের আজগুবি সমাজ বলে কথা।

২| ১৪ ই জুন, ২০১৭ দুপুর ২:৩৯

দ্যা ফয়েজ ভাই বলেছেন: দেখুন,তাদের টাকা নেই তাই তাদের নিয়ে মাতামাতিও নেই।ধর্ষণ করে পার পেয়ে যাচ্ছে।তাই ধর্ষক বেড়েও যাচ্ছে।

৩| ১৪ ই জুন, ২০১৭ বিকাল ৫:১৭

জগতারন বলেছেন:
আট বছর আগে এই হত্যাকারীই সুখিয়া রবিদাসের স্বামীকে হত্যা করে, যার কোন বিচারই হয়নি।
বিচার চাইতেও যে টাকা লাগে।
আমাদের সমাজব্যবস্থায় যার টাকা আছে তার বিচার পাওয়ার সম্ভাবনা আছে, যার নেই তার কিছুই নেই।


কি নির্মম!!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.