![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সরকারের বিরধিতা করছিনা কিন্তু অর্থ মন্ত্রীর কিছু সমালোচনা করতে চাই, এতে ICT এর ৫৬ নং ধারায় পরে কি না কে জানে।
আমি একটা নিম্ন মধ্যবিত্ত ঘরের ছেলে। BSc করার জন্য ঢাকা এসেছি ২০১৪ সালে নিজের খরচ নিজেকে চালাতে হয় সাথে পড়া লেখা। ছোট্ট একটা চাকরি করি চলে যায় কোন ভাবে, দিনে না সপ্তাহে হয়তো ১০০/২০০ টাকা হাত খরচ করার ক্ষমতা রাখি তাও অনেক কষ্ট করে। আমার জানা নেয় অর্থ মন্ত্রী কোন ৩০ টা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের নিয়ে সার্ভে করছে যেখানে আমার তথ্য গুল ছিল না, সেখানে যাদের তথ্য ছিল তারা দিনে ১০০০/- টাকা খরচ করে, আর আমি দিনে ১০০০/- টাকা আয়ও করিনা। আমি আসলে বুঝিনা তিনি কি বয়সের ভারে উল্টা পাল্টা কথা বলেন নাকি আগে থেকে এমন? যখন ডঃ মোহাম্মদ ইউনুসকে গ্রামীণ বাংক থেকে বিতাড়িত করা হয় তখন তাকে বিতাড়িতর অনেক গুলা কারনের মধ্যে একটা ছিল তার বয়স ৭০ বছর পেড়িয়ে গেছে আমার প্রশ্ন হোল ৭০ বছরের বেক্তির যদি একটা দেশের একটা বাংক চালানোর যোগ্য না থাকে তাহলে একজন ৮০ বছরের বেক্তি ঐ দেশের অর্থনীতি কিভাবে পরিচালনা করেন?
যেখানে ২১ লক্ষ সরকারী চাকুরীজীবীদের বেতন দিগুণ করা হচ্ছে সেখানে আমার মনে হয় বাংলাদেশের বেকারের সংখ্যা ২১ লাখের কম হবেনা। একদিকে সরকারী প্রতিষ্ঠানের ছাত্ররা পড়ালেখা করে ফ্রিতে অন্য দিকে আমাদের মানে বেসরকারির ছাত্রদের কোন দিন খোঁজ রাখার প্রয়োজন মনে করেনি কেউ যে কোন বিশ্ববিদ্যালয় কত টিউশন ফী নিতেছে তাদের সব কিছু ভাল করে পরিচালিত হচ্ছে কিনা বরং উল্টা তাদের উপড়ে ৭.৫% ভ্যাট বসানো হোল। আর অর্থ মন্ত্রী প্রশ্ন করেন আমার উপড়ে চাপ বারছে আমি এত রাজস্ব পাবো কথায়? এর উত্তরে আমি শুধু মাত্র প্রথমআলোর একটা লিংক নিচে দিলাম করের টাকায় আবারও ব্যাংক বাঁচানোর চেষ্টা
যেখানে মেরে খওয়া বাংক গুলোকে বাঁচানোর জন্য বরাদ্দ রাখা হয়েছে ৫০০০ কটি টাকা। তারা যে অর্থ চুরি করে মূলধন নষ্ট করছে সেই মূলধন ঘাটতি পূরণের জন্য প্রতি বছর হাজার হাজার কটি টাকা খরচ করা হচ্ছে সেখানে টাকা উনি কথায় পাবে? সরকার যখন বৃদ্ধি করে তখন করে ১০০% যেমন ট্রেনের ভাড়া সরকারী চাকরিজীবীদের বেতন, সেখানে আমাদের ভ্যাট কেন ৭.৫% আমাদের ভ্যাট বৃদ্ধি করে ১০০% করা হোক আমরা তাই পরিশোধ করি এতে সরকারের আয় আর একটু বাড়বে। সপ্তাহে ৬ দিন চাকরি করি আর রাতের বেলায় ক্লাস করি একদিন অফিস ছিটি কিন্তু ক্লাস করতে হয় সারাটা দিন। এতো কষ্টের টাকা দিয়ে বর্ধিত বিদ্যুৎ বিল দেই, বর্ধিত গ্যাস বিল দেই, বাড়িভাড়ার উপড়ে নাকি ট্যাক্স দিতে হবে, সবকিছু বেশী দামে খেতে হয়, যানবাহনে চরলে সীমাহীন ভোগান্তি দেখবার কউ নেয় এত কিছু মেনে নিয়ে কুৎসিত এই ঢাকা শহরে শুধু মাত্র একটু পড়াশোনা করে নিজের ভবিষ্যৎ টাকে সুন্দর করার উদ্দেশে যে শিক্ষা গ্রহণ করছিলাম সেই মৌলিক অধিকার টাকে পুণ্য বানিয়ে তার উপড়ে ভ্যাট বসানো কিভাবে যক্তিক হয় আমাদের মত ছাত্রদের যখন বুঝে আসেনা তখন অর্থ মন্ত্রী আমাদের আন্দোলনের যক্তিক্তা খুঁজে পাচ্ছেননা।
সেখানেও মন্ত্রী বলেন ভ্যাট অনেক কম রেখেছি মাত্র ৭.৫% যেখানে সবখানে ১৫% মানি কি শিক্ষা কি পুণ্য? কোন বেক্তির মানসিক ভারসম্য ঠিক থাকলে এমন কথা বলতে পারেনা অন্য যত কিছু বৃদ্ধি করেছেন বাধ্য হয়ে তা দিচ্ছি কিন্তু শিক্ষাখাতে ভ্যাট আমারা দিবনা। যদি বিশ্ববিদ্যালয়কে ভ্যাট দিতে হয় তবে তা ভ্যাট কেন থাকবে তার নাম হতে হবে ট্যাক্স আইন পরিবর্তন করুন বিশ্ববিদ্যালয় গুলোকে বাণিজ্যিক বিদ্যালয় বানানা বেশী বেশী ট্যাক্স সংগ্রহ করুন বড়লোককে আরও বড়লোক করুন গরীবের পেটে লাথি মারুন শিক্ষা দিয়ে কোন জাতি উন্নতি করতে পেরছে? উচ্চ শিক্ষার দরকার নেয় আমিনিতে প্রতিবছর এতো A+ পাচ্ছে এটাই যথেষ্ট। সব কথার এক কথা ভ্যাট পারলেও দিমু না।
NO VAT ON EDUCATION
১৩ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:৪৭
আমি জহুরুল বলেছেন: শিক্ষা যদি পুণ্য তবে এই পুণ্য এক অংশ ফ্রি পাচ্ছে কেন আমার আয়ের ট্যাক্সের টাকাই তারা পড়ছে আবার আমি পড়তে গেলে নাম বদলীয়ে ভ্যাট দিচ্ছি। ভাই চিন্তার শক্তি বৃদ্ধি করুন শিক্ষা ভবিষ্যৎ বিনিয়োগ এটা পুণ্য না।
২| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ২:১৭
বিপরীত বাক বলেছেন: আমি জহুরুল বলেছেন: শিক্ষা যদি পুণ্য
তবে এই পুণ্য এক অংশ ফ্রি পাচ্ছে কেন
আমার আয়ের ট্যাক্সের টাকাই তারা
পড়ছে আবার আমি পড়তে গেলে নাম
বদলীয়ে ভ্যাট দিচ্ছি।
সরকার তার চাহিদা মোতাবেক পেশাজীবি গড়তে বিভিন্ন পেশার বিষয়ে তার স্থাপিত প্রতিষ্ঠানে পড়াচ্ছে।।। এর জন্যে প্রতিযোগিতা সৃষ্টি করে রেখেছে।। যেন তারা অধিকতর ভালো যোগ্যতা সম্পন্ন লোক পায়।।। এখন ধরেন,, " সরকারের মাষ্টার মেরিনার নাকি জাহাজচালক লাগবে ২০ জন প্রতিবছর।। সরকার প্রতিষ্ঠান খুলে ১০০ জনের পড়ার ব্যবস্থা করলো।। সিস্টেম লস, ঝরে পড়া,, ওয়েস্টেজ ইত্যাদি সবমিলিয়ে ৬৫ জন থাকলো না।। বাকি ৩৫ জনের মধ্যে তীব্র প্রতিযোগিতা করে ২০ জন সুযোগ পাবে।।।
ওই ১০০ টা সুযোগ নিতে হবে প্রতিযোগিতা।।। আর পরের ২০ টা সুযোগ নিতে হবে তীব্র প্রতিযোগিতা।।।
এখন ধরেন ওখানকার এক ব্যবসায়ী র অনেক টাকা।।। কিন্তু
তার ছেলে প্রথম ১০০ তে ছিল না তাই পরের ২০ এর রাস্তায় তার থাকার কথা নয়।। কিন্তু তার এতই টাকা যে সে মাষ্টার তৈরির কারখানা খুলে সেটার অনুমোদন নিয়ে আসল যেন ঘুরাপথে তার ছেলে ২০ জনের রাস্তায় থাকে।।
কিন্তু এক্ষেত্রে যেহেতু টাকার যোগ্যতা তাই মুদির দোকানদার ভাবলো আমিও দেখি না ট্রাই করে।। এমনি করে ওই ব্যবসায়ী র মাষ্টার তৈরির কারখানায় ১০০০ জন আসলো ট্রাই করার ধান্দায়।।
তাহলে কি হলো??? পরের ২০ জনের রাস্তায় দৌড়ানো শুরু করলো ১০২০ জন।।। কিন্তু সরকারের জাহাজ তো ১৬ টা।।। সরকার তো সেভাবেই পরিকল্পনা করেছে।। সে বলল।।। আমার আর জাহাজ নাই।।।
পরের ১০০০ জন বলল জাহাজ নাই তো কি হইছে শালা।। জাহাজ বানায় ল।। আমরা চালামু না।।।
ভাই রে,,, ব্লগ মুক্ত আলোচনার জায়গা।। চেইতেন না।।।
এখন দু'টা কথা কই।।।
১///
আপনি বলছেন, " সেই পণ্য এক অংশ ফ্রি পাচ্ছে ""..
তারা তো ভিক্ষা নিচ্ছে না।। যোগ্যতার বদলে আদায় করে নিচছে।।।।
আপনি পাবলিক এর ছেলেমেয়েদের দয়ার পাত্র বলছেন।।
২////
আপনি বলছেন, " শিক্ষা ভবিষ্যৎ বিনিয়োগ। "" এখানেই আপনি পরিচয় দিয়ে দিয়েছেন।।। শিক্ষা নিজেকে আলোকিত করার জন্যে।।। এজন্যেই সরকারি বিশ্ববিদ্যালয় গুলোতে বাংলা,, ফারসি,,,, ইত্যাদি বিষয় থাকে।।।। অলাভজনক বিষয়।।। কেন এগুলো তারা চালু করে না।।।???
১৩ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১০:৪৭
আমি জহুরুল বলেছেন: বিপরীত বাক ভাই ধন্যবাদ আপানর মন্তব্বের জন্য। আমার মনে হয় আপনি বাংলাদেশে বাস করেন না অথবা বাস্তবতা থেকে অনেক দূরে থাকেন।
আমি আমার কিছু কথা বলি আসা করি উত্তরটা পাব আপনার নিকট হতে। আমি একটা সরকারি পলিটেকনিক ইন্সটিটিউট থেকে কম্পিউটার বিষয়ে ডিপ্লোমা করেছি আপনে জানেন বাংলাদেশে শুধু সরকারি ৪৭ টা পলিটেকনিকে কম্পিউটার সাবজেক্ট আছে যেখান থেকে প্রতি বছর ৪৮ জনে ৩০ জন পাস করে বের হয় মোট ৩০ গুন ৪৭ করলে হয় ১৪১০ সেখানে আবার ২ তা শিফট আছে মানে সর্ব মোট প্রতিবছর কম্পিউটারে ডিপ্লোমা করে বাহির হয় ২৮২০ জন( আমি বেসরকারির হিসাব বাদ দিয়েছি ) তাদের জন্য শিক্ষা প্রতিষ্ঠান কতো গুল আছে জানেন ১ টা (ডুয়েট) যেখানে কম্পিউটার সাবজেক্ট এ আসন সংখ্যা মাত্র ৭০ জনের। সেখানে লং এবং শর্ট মিলিয়ে কত জন পরীক্ষা দায় আপনে খোঁজ নিলে জানতে পারবেন। এখন আপনার কথা মত সরকারের লাগবে ৭০ জন তাহলে সরকার এতো গুল ডিপ্লোমা কেন তৈরি করল ১০০ জন করলে পারত। নাকি যারা ডিপ্লোমা করবে তাদের উচ্চ শিক্ষার অধিকার নেয়?
এইবার আমার কথা বলি আমি এস এস সি তে ভাল ফল করে মেরিট লিস্টের ২ হয়েছিলাম আমার যোগ্যতা বলে। যখন ডিপ্লোমা পাস করি আমার ইন্সটিটিউটে আমি ফলের দিক থেকে ৩য় হয়েছিলাম কিন্তু জানেন (ডুয়েটে) একজন ছাত্রের ভর্তি হওয়ার জন্য থাকা খওয়া কোচিং সব মিলিয়ে সর্ব নিম্ন ৫০০০০/- টাকা খরচ হয়। এখন আমার বাবার ৫০০০/- টাকা দেবার সামর্থ্য নেয় এবং কোন চাকরি আমি করতে পারবোনা এখন প্রতিযোগিতাতে নামা দেরে থকালো নিজের অর্থের যোগান দিতে চাকরি খুজলাম এবং বেসরকারিতে ভর্তি হলাম।
এখন বলেন আমার জায়গাই আপনে থাকলে কি করতেন?
ভাই আমারা এ দেশের নাগরিক আমার বাবা হয়তো আপনার বাবার মত ট্যাক্স পে করতে পারেনা কন্তু এই দেশের জন্য রক্ত আমার গোষ্ঠরও ঝরেছে। আপনি অন্য কোন দেশে এই রকম বৈষম্য পাবেন না। আর হইত টাকা গুল ভাল কাজে লাগলে দিতে আপত্তি হয়ত এতো করতাম না টাকা লাগবে কথায় জানেন একটা নমুনা উপরে দিয়েছিলাম দোয়া করে একবার পরে আসেন। ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
১৩ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:১৫
বিপরীত বাক বলেছেন: ঘুরে ফিরে একই কথা আসছে।। আপনি চাকুরী জীবি।। ছোট হোক বড় হোক।।।
আপনি ভ্যাট দিতে পারবেন।।।
যদি কোনকিছু সবার জন্যে বরাদ্দ হয় তবে সেটা সুযোগ নয়।।।
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে কথাটি খাটে।।
এখানে আপনি পড়ছেন কারণ আপনি টাকা দিচ্ছেন তাই।।
এটা আপনার অর্জন নয় তাই এটা কোন সুযোগ নয়।।। এখানে আপনি কোন প্রতিদ্বন্দ্বিতা করেন নি।।
তাই এটা পণ্য কেনার মতই।। আপনি সরাসরি ভোক্তা।।। টাকা
দিয়ে সার্ভিস কিনছেন।।। ভ্যাট প্রযোজ্য।।।