নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি জহুরুল ইসলাম

আমি জহুরুল

আমি জহুরুল › বিস্তারিত পোস্টঃ

৭.৫% ভ্যাটের পক্ষে যারা কথা বলছেন তাদের একজনের প্রশ্নের জবাব দিলাম

১৩ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:৪১

কালকে একটা লেখা লিখেছিলাম তার নিচে এক ভাই মন্তব্য করছেন তার জবাবটা সেখানে দিতে চেষ্টা করছি এর এখানে লেখছি তাদের মত যারা ভ্যাট এর পক্ষে কথা বলছেন তাদের জন্য। তবে তার আগে তিনি কি লখেছেন তা এক ব্যাকে যদি বলি তাহলে লাইনটা এমন হবে যে সরকার তার যতজন লোকবল দরকার সে উনুযায়ি শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করেছে সেখানে যারা পরে তারে সেই যোগ্যতা অর্জন করে পরে আর আমরা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা সেখানে টাকার জোরে জাইগা করতেছি। এবং তিনি ২টা প্রশ্ন করছেন যেগুলোর জবাব আমি নিচে দিব আগে আমি কিছু কথা বলি।

আমি একটা সরকারি পলিটেকনিক ইন্সটিটিউট থেকে কম্পিউটার বিষয়ে ডিপ্লোমা করেছি আপনে জানেন বাংলাদেশে শুধু সরকারি ৪৭ টা পলিটেকনিকে কম্পিউটার সাবজেক্ট আছে যেখান থেকে প্রতি বছর ৪৮ জনে ৩০ জন পাস করে বের হয়, মোট ৩০ গুন ৪৭ করলে হয় ১৪১০ সেখানে আবার ২ তা শিফট আছে মানে সর্ব মোট প্রতিবছর কম্পিউটারে ডিপ্লোমা করে বাহির হয় ২৮২০ জন( আমি বেসরকারির হিসাব বাদ দিয়েছি বেসরকারির হিসাব করলে পরিমাণটা আরও বেশী হবে ) তাদের জন্য শিক্ষা প্রতিষ্ঠান কতো গুল আছে জানেন ১ টা (ডুয়েট) যেখানে কম্পিউটার সাবজেক্ট এ আসন সংখ্যা মাত্র ৭০ জনের। সেখানে লং এবং শর্ট মিলিয়ে কত জন পরীক্ষা দায় আপনে খোঁজ নিলে জানতে পারবেন। এখন উনার কথা মত সরকারের লাগবে ৭০ জন তাহলে সরকার এতো গুল ডিপ্লোমা প্রকৌশলী কেন তৈরি করল ১০০ জন করলে পারত। নাকি যারা ডিপ্লোমা করবে তাদের উচ্চ শিক্ষার অধিকার নেয়?

এইবার আমার কথা বলি আমি এস এস সি তে ভাল ফল করে মেরিট লিস্টের ২ হয়েছিলাম আমার যোগ্যতা বলে। যখন ডিপ্লোমা পাস করি আমার ইন্সটিটিউটে আমি ফলের দিক থেকে ৩য় হয়েছিলাম কিন্তু জানেন (ডুয়েটে) একজন ছাত্রের ভর্তি হওয়ার জন্য থাকা খওয়া কোচিং সব মিলিয়ে সর্ব নিম্ন কত খরচ পরে ৫০০০০/- টাকারও বেশী। এখন আমার বাবার ৫০০০/- টাকা দেবার সামর্থ্য নেয় এবং কোন চাকরি আমি করতে পারবোনা এখন প্রতিযোগিতাতে নামা দূরের থকালো নিজের অর্থের যোগান দিতে চাকরি খুজলাম এবং বেসরকারিতে ভর্তি হলাম। আমি চাকরি পেয়েছি খুব সহজে কিন্তু আমার মত সবার কপাল এতো ভাল না ২৮২০ জনে কত জন চাকরি করে পরে আর কত জন ঝরে যায় তার খোঁজ কউ রাখেনা।
৭.৫% ভ্যাট যত বড় কথা নয় তার থেকে বড় কথা শিক্ষার উপড়ে ভ্যাট কথাটা। সেখানে অনেকে বলছেন আপনি টাকা দিয়ে সার্ভিস নিচ্ছেন ভ্যাট দিবেন না ভাই বিয়ে করতেও কাবীনের টাকা দিতে হয় তার মানে কি আপনি টাকা দিয়ে বউ কিনছেন? যদি তাই হয় তাহলে তার উপড়ে ভ্যাট নয় কেন? এখন সেই ভাইয়ের একটা প্রশ্নের উত্তর দিতে চাই প্রশ্নটা ছিল
“আপনি বলছেন, " শিক্ষা ভবিষ্যৎ বিনিয়োগ। "" এখানেই আপনি পরিচয় দিয়ে দিয়েছেন।।। শিক্ষা নিজেকে আলোকিত করার জন্যে।।। এজন্যেই সরকারি বিশ্ববিদ্যালয় গুলোতে বাংলা,, ফারসি,,,, ইত্যাদি বিষয় থাকে।।।। অলাভজনক বিষয়।।। কেন এগুলো তারা চালু করে না।।।???”
এর উত্তরটা এমন, আমরা বলছিনা যে আমাদের প্রতিষ্ঠান অনেক ভাল তারা বাণিজ্য করছেনা, তারা সারাদিন ধান্দায় থাকে কিভাবে ছাত্রদের নিকট হতে টাকা খোলা যায় যেমন রেজিস্টেশনের ডেট মিস করলে ৫০০/- রেজিস্টেশনের টাকা জমা দিতে লাটে করলে ৫০০/- প্রিরেজিস্টেশন করতে দেরি করলে ৫০০/- টিউশন ফীর ডেট মিস করলে ৫০০/- আর প্রতি বছর যেভাবে টিউশন ফী বাড়ছে সেটা কল্পনার বাহিরে আর কথায় কথায় শুধু জরমিনা, ১০০/- টাকা বাকি থাকলেও পরীক্ষা হলে বসতে দিতে চায় না। এতো প্রতিবন্ধকতার মধ্যে সরকার আমাদের পক্ষে কোন পদক্ষেপ না নিয়ে কি করল ভ্যাট বসিয়ে দিল। এখন বলবেন সরকার শিক্ষা প্রতিষ্ঠানের উপড়ে ভ্যাট বসিয়েছে ছাত্রদের উপড়ে না। এখানে ২ টা কথা আছে
১ সেটা এখনও পরিষ্কার না। অর্থ মন্ত্রী এক এক দিন এক এক কথা বলেন। আর বিশ্ববিদ্যালয় সমিতি বলেছে এই টাকা যে ভাবে হোক ছাত্রদের দিতে হবে।
২ প্রতিষ্ঠানের উপড়ে ভ্যাট হয়না যে টা হয় সেটা ট্যাক্স, যেমন আপনার যদি দোকান থাকে আপনাকে সরকারকে ট্যাক্স দিতে হবে আর আপনার দোকান থেকে যে পুণ্য কিনবে সে দিবে ভ্যাট। এবার, বেসরকারি বিশ্ববিদ্যালয় যত লাভ করুক আইন অনুযায়ী তার অলাভজনক প্রতিষ্ঠান এবং তার একটা নিজের পকেটে ঢুকাতে পারেনা আইন অনুযায়ী ( যদিও কটি কটি টাকা দিয়ে পকেট ভরছে ) এখন যদি সরকারকে প্রতিষ্ঠান থেকে কিছু নিতে হয় তাহলে বলতে হবে ট্যাক্স ভ্যাট না এবং সরকারকে তার আইন সংশোধন করতে হবে এবং তাদের মোট আয় অনুযায়ী ট্যাক্স নিতে হবে ছাত্রদের টিউশন ফী অনুযায়ী নয়। আপনারা তাদের অ্যাঁয়ের অর্ধেক নিয়ে যান আমাদের কোন সমস্যা নেয় কিন্তু আমরা এমনিতে বিশ্ববিদ্যালয়ের অত্যাচারে বাচতেছিনা আমাদের উপড়ে আর নতুন করে বোঝা চাঁপায় দিয়েন না।

মন্তব্য ২৪ টি রেটিং +১১/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:১২

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: ভাল লিখেছেন, সহমত।

১৩ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:৩৫

আমি জহুরুল বলেছেন: ধন্যবাদ।

২| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:৫৫

মোগল সম্রাট বলেছেন: বেসরকারী বিশ্ববিদ্যালয়ে যারা পড়ে তারা অধিকাংশ বড়লোকের সন্তান। গরিবের সন্তানরা তো ধারে কাছেই আসতে পারেনা । দুই চারজন মধ্যবিত্তের সন্তান যারা বেসরকারীতে পড়ে তারা অবশ্যই তাদের মা বাবার প্রতি জুলুম করছে। বেচারা মা বাবা তার আদরে আর দুই তিনটা বেসরকারী বিশ্ববিদ্যালয় ছাড়া বাকি গুলাতো শিক্ষার মান সবাই জানে। সো বড়লোকের পোলাপাইন না বুইজা আন্দোলন করতেছে ...................................

৩| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:৪০

ঘুড্ডির পাইলট বলেছেন: +++++++++++++++++++ দিলাম

৪| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ২:৩৫

রামন বলেছেন: যে প্রতিষ্ঠানে লেন দেন হয় সেখানেই ভ্যাট দেয়া বর্তায়। বেসরকারী বিশ্ববিদ্যালয় অলাভজনক প্রতিষ্ঠান সেটা মুখে বললে তো হবে না - যেখানে তারা লক্ষ লক্ষ টাকা ফি হিসেবে আদায় করে ৷ তারা কি আয়কর দেয়? যদি বাত্সতিক আয়কর ঘোষনা না করে তাহলে তারা অবৈধভাবে ব্যবসা চালাচ্ছে বোঝা যাবে। অলাভজনক প্রতিষ্ঠান তাদেরকে বলে যারা দান খয়রাতে চলে৷ অঢেল টাকার মালিক বেসরকারী বিশ্ববিদ্যালয় থেকে ভ্যাট আদায় করা ১১০% হালাল।

১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১০:২৪

আমি জহুরুল বলেছেন: ভাই আমি আমার লেখাতেও বলেছি বিশ্ববিদ্যালয় আয় করছে তাদের কাছে থেকে ট্যাক্স নিক কিন্তু আমাদের মত নিরীহ ছাত্রদের রেহায় দিক। আপনারা সরকাকে আইন পরিবর্তন করে বিশ্ববিদ্যালয় গুলকে লাভজনক প্রতিষ্ঠান ঘোষণা করতে বলেন তাদের নিকট হতে ট্যাক্স নিন আমাদেরকে রেহায় দিন।
আপনার মনে আছে কিনা জানি ২ টাকার জন্য কিন্তু পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা আন্দোলন করেছিল, আপনারা এত টাকা ফ্রি তে পরছেন আর ২ টাকা অতিরিক্ত দিতে পারেন নায়, আমারা ভাই হাজার হাজার টাকা দিব কিভাবে। সত্যি কথা জানেন কি নতুন সেমিস্টারের টিউশন ফী কিভাবে দিব সেইটা নিয়ে খুব দুশ্চিন্তাতে আছি সেখানে ভ্যাট দেয়া অসম্ভব। আর ভাই আমি আমার লেখাতেও বলেছি আপনি টাকা দিয়ে বিয়ে করছেন তাইলে সেখানেও লেন দেন হচ্ছে আপনি সেখানে ভ্যাট দিচ্ছেন না কেন।
সরকার যদি করা কাছে থেকে টাকা নিতে হয় সেটা নিতে হবে বিশ্ববিদ্যালয় থেকে সেই সাথে দেখতে হবে বিশ্ববিদ্যালয় গুল যাতে টিউশন ফী ব্রদ্ধি না করতে পারে কিন্তু জানেন সরকার সেটা কখন করবে না কারন বিশ্ববিদ্যালয় গুল যত বেশী টিউশন ফী নিবে সরকার ততবেশি টাকা পাবে। আপনার কেন এই বিষয় গুল বুঝতে চানা না নাকি বুঝেও বুঝেনা না আল্লাহ্‌ তায়ালা ভাল জানেন।

৫| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ২:৫২

আলেক্সান্ডার বলেছেন: @রামন

শুধু টাকা লেনদেন হলেই সেখানে ভ্যাট বর্তায় এমন অস্বাভাবিক ধারনা কোথথেকে পেলেন? আপনার পড়ালেখা কত অব্দি ? অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে লাখ লাখ টাকা লেনদেন হয়, আপনার কথামত তাহলে সেখানেও ভ্যাট বসানো উচিত । এতদুর কেন যেতে হবে, বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাংগীরনগর বিশ্ববিদ্যালয়েও যেহেতু ভর্তিকালে টাকা পয়সা লেনদেন হয়, সুতরাং সেখানেও ভ্যাট বসানো উচিত । নাকি এগুলোর ব্যপার আলাদা ?

আপনার সাথে প্রথম আলাপেই কড়া কথা বলায় দু:খিত ।

৬| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৩:৩০

রামন বলেছেন:

@আলেক্সান্ডার
বিশ্ববিদ্যালয়ে টিউশন ফি বাবদ টাকা নিয়ে যে বিলটি ছাত্রকে দেয়া হয় সেখানে ভ্যাট সংযোজিত করেই দেয়া হয়, যদিও তারা সেটা উল্লেখ করেনা। যখন বিশ্ববিদ্যালয়ে EDF বা E.ON কোম্পানী থেকে বিদ্যুত বিল আসে সেখানে তাদেরকে ৫% হিসেবে ভ্যাট দিতে হয়। আমি এইজন্যই বলেছি যেখানে লেনদেন, সেখানেই ভ্যাট। বাংলাদেশের উদারণ টেনে লাভ কী ? এদেশে অনেক ক্ষেত্রেই অনিয়ম চলে।

না আপনার কথায় আমি মাইন্ড করি নাই।

৭| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:০৫

জেকলেট বলেছেন: @রামন: আপনি দুইবারই না জেনে কথা বলছেন। বিশ্ববিদ্যালয়ে টিউশন ফি বাবদ টাকা নিয়ে যে বিলটি ছাত্রকে দেয়া হয় সেখানে ভ্যাট সংযোজিত করেই দেয়া হয়!!! কোথা্য় পাইছেন??? সরকার ডিক্লেয়ার না করলে কেউ ই কোন খাত থেকে ভ্যাট নিতে পারেনা। নিলে তো নিজেরাই আইনি গ্যাড়াকলে পড়বে। আর আপনার কথা্য যদি ভ্যাট নি্য়া থাকে আর সরকার পায় তাহলে এত গ্যাড়াকল কেন??? সরকারকে অবশ্যই ভ্যাট নিতে হলে খাত ঘোষনা করে নিতে হবে। আপনি যেটা বলছেন তা ইংলিশ মিডিয়াম স্কুলের ক্ষেত্রে। আর বিদ্যুত বিলের যে ভ্যাট প্রদান করা হয় তা হচ্ছে বিদ্যুত একটা কনজিউমার আইটেম বা পন্য এবং আপনি যখন তা ব্যাবহার করছেন তার উপর ভ্যাট হচ্ছে। আর আপনার শেষ কথার উত্তর: কেন আমাদের দেশের অনিয়ম নিয়া কথা বলতে পারবনা কেন??? নাকি এটা পাবলিক ইউনিভার্সিটি বলে অনিয়ম প্রাইভেট হলে ঠিক আছে???
আপনি প্রথম কমেন্টস এও একি টাইপের না জেনে কমেন্টস দিয়েছেন। "অলাভজনক প্রতিষ্ঠান তাদেরকে বলে যারা দান খয়রাতে চলে" অলাভজনক প্রতিষ্ঠানের এই ডেফিনেশন কোন উর্বর মস্তিষ্কের ডেলিভারি জানতে খুব ইচ্ছে করছে। বেসরকারী বিশ্ববিদ্যালয় সরকারি গেজেট দিয়ে অলাভজনক ডিক্লেয়ার করেছে। এখানে যদি কোন অনিয়ম হয় তাহলে সরকারকেই এর ব্যাপারে তদন্ত করে দোষীদের শাস্তির আওতায় আণতে হবে। আনিয়ম হচ্ছে বলে কি ভ্যাট দিতে হবে??
@ মোগল সম্রাট: সম্রাট সাহেব সম্রাটি বাদ দিয়া সাধারন মানুষের কতারে নেমে দেখুন কয়জন বড়লোকে সন্তান আর কয়জন সাধারন মানুষের সন্তান বেসরকারীতে পড়ছে। বেসরকারী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের মা-বাবার কথা একবার চিন্তা করেন। এরা সরকারকে ইনকামের উপর টেক্স দেয়া যেটা দিয়া সরকার পাবলিক ইউনিভার্সিটির ভর্তুকি কাবার করে আবার নিজের সন্তানকে ইউনিভার্সিটিতে পড়ানোর জন্য হাই টিউশন ফি দিতে হয়। তার উপর আবার ভ্যাট।একজনকে আর কয়ভাবে জবাই করবেন। যাদের টাকায় পড়ছেন অন্তত তাদের কিছু হলেও গুনগান করেন।

৮| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:৪৯

খোলা মনের কথা বলেছেন: ভাই অনেক ভাল লিখেছেন। তবে আপনার লেখা দেখে আমি খুুব মর্মহত। ভ্যাটের পাশাপাশি বাংলা লেখার ( বাংলা বানান ) করুণ দৃশ্য ও এখানে দারুণ ভাবে ফুটে ওঠেছে। যদিও আপনি নিজেকে এখানে অনেক কোয়ালিফাইড হিসেবে তুলে ধরেছেন।

১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:০৭

আমি জহুরুল বলেছেন: ভাই দুঃখিত বাংলাতে ভাল কোন দিন করতে পারি নায়। বরাবর বাংলাতে সব থেকে কম নাম্বার পাইছি এমনকি এস এস সি তে বাংলাতে প্লাস পাই নাই। আর এখনত আর বাংলা পড়া ও হয় না

৯| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:০০

খোলা মনের কথা বলেছেন: শুধু প্রথম কলম থেকে তুলে ধরলাম
লখেছেন= লিখেছেন
ব্যাকে= বাক্যে
উনুযায়ি= অনুযায়ি
যারা পরে তারে সেই যোগ্যতা অর্জন করে পরে= যারা পড়ে তাকে সেই যোগ্যতা অর্জন করে পড়ে
জাইগা = জায়গা
( দু:খিত ভুল ধরার জন্য )

১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:০৯

আমি জহুরুল বলেছেন: না ভাই আপনাকে ধন্যবাদ। চেষ্টা করব এধরণের ভুল আর না করার।

১০| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:২১

কুট্টুশ বলেছেন: পাবলিক বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ স্টুডেন্ট সরকারি হাজার হাজার টাকা খরচ করে (আমি বলি অপচয় করে) যখন অনার্স মাস্টার্স পাশ দিয়ে প্রায়মারি স্কুলের চাকরির জন্য যখন লাইনে দাঁড়ায় তখন লজ্জায় মারা যেতে ইচ্ছে করে।আর তেনারাই যখন এখানে সেখানে বড় বড় লেকচার দেন তখন খুবি হাসি পায়।আপনারা ২ টাকা কমানোর জন্য আন্দোলন করতে পারেন,আমরা কিছু বলেছি তখন?আর আমাদের আন্দলনে কতটা গাড়ি ভেঙ্গেছে?আর আপনারা কি করে আন্দোলন করেন তা সবার জানা। নাকি আপনাদের
So called পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভদ্রতাও শেখায় না।আমার বাবা একজন মধ্যবিত্ত মানুষ আমি তার একটাই মাত্র ছেলে সে আমাকে পাবলিকে এ্যডমিশনই দিতে দেইনি কারন কখন কোন দলের গোলাগুলির ভিতরে পরে গিয়ে তার ছেলেকে জীবন দিতে হয়।অনেক কষ্ট করে সে আমাকে সিভিল ইঞ্জিনিয়ার বানাচ্ছে এর পর যদি আবার এতো টাকা ভ্যাট তার ঘাড়ে চাপে জানি না কি হবে।

১১| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:৪৯

অপু তানভীর বলেছেন: রামন সাহেব সম্ভবত ট্যাক্স আর ভ্যাটের ভেতরে পার্থক্য বুঝে না ! না বুঝেই এতো বড় মন্তব্য করে ফেলছে । যদি তার জানা থাকতো সরকার ভ্যাট কার থেকে আদায় করে এবং ট্যাক্স কারা দেয় তাহলে হয়তো এই মন্তব্য করতেন না !
রামন সাহবে কে রেস্পেক্ট ! B-))

১২| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:০৯

ফা হিম বলেছেন: রামন সাহেবের মত লোকের অভাব নাই। এদের নিয়া বড়ই ঝামেলায় আছি, কিছুই বুঝতে চায় না। পড়াশুনা না করেই তর্ক করতে আসে, আর ভুল ধরিয়ে দিতে গেলে বলে তালগাছটা আমার।

১৩| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:৩৫

রামন বলেছেন:

অপু তানভীর @
সরকার যখন সিদ্ধান্ত নিয়েছে বেসরকারী বিশ্ববিদ্যালয় থেকে ভ্যাট আদায় করা হবে না তখন এই বিষয় নিয়ে সংলাপ না চালানোই শ্রেয় মনে করি৷ এরপর আপনার মন্তব্যের বিপরীতে ভ্যাট ট্যাক্স সংক্রান্ত আমার অজ্ঞতা শেয়ার না করে পারছি না৷ আমার ধারণা অনুযায়ী ট্যাক্স এবং ভ্যাট হচ্ছে একই মুদ্রার এপিঠ ওপিঠ। মানে একই গোয়ালের গরু, ঘুরে ফিরে সেই কথিত কোষাগারে তার শেষ গন্তব্যস্থল। এখন আসল কথায় আসি; একজন ছাত্র সে যখন বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করে, সে সেখানে শুধুমাত্র শিক্ষা লাভ করার সেবা পায় না, একই সাথে বিদ্যুত সেবা, গ্যাস সেবা, হাইজেনিক সেবা, নিরাপত্তা সেবা ইত্যাদি নানা ধরনের সেবা ছাত্রটি ভোগ করে৷ বিশ্ববিদ্যালয়কে এসকল সেবা নিশ্চিত করতে ভ্যাট সহকারে প্রভাইডারদের মূল্য পরিশোধ করতে হয়৷ আর বিশ্ববিদ্যালয় টিউশন ফি বাবদ যে টাকা আদায় করে তার মধ্যে ঐ সমস্ত পরিশোধিত সেবা মূল্য অন্তর্ভুক্ত থাকে। এখন যেহেতু ছাত্ররা হচ্ছে প্রান্তিক ভোক্তা সুতরাং যুক্তিসঙ্গতভাবেই এই ভ্যাট পরিশোধ করার দায়ভার ছাত্রদের উপর বর্তায়। এবং আইনগতভাবে সরকার এই কর বিশ্ববিদ্যালয় ও ছাত্রদের থেকে আদায় করার অধিকার রাখে। এরপর সরকার যদি কেউকে রাষ্ট্রের কর প্রদান করা থেকে মাফ করে দেয় তার জবাবদিহিতা সরকার নিজেই দিবে।

ভাই আমি এমন এক দেশে ছিলাম যেখানে ভ্যাট আর ট্যাক্স দিতে গিয়ে আমার ওষ্ঠ শুকিযে যেত৷আমাকে নিম্নে ৪ % থেকে শুরু করে ২১% পর্যন্ত ভ্যাট , প্রতি তিন মাস অন্তর ভিন্ন ভিন্ন খাতে কর, বছরের শেষে ভ্যাট সামারি এবং আয়কর ডিক্লেয়ার করতে হত৷ সেখানে হাত পা ধরে বা বিক্ষোভ করে মাফ পাওয়ার কোন সুযোগ ছিল না৷

১৪| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:২২

মোহাম্মদ আলী সৈয়দপুরী বলেছেন: বেসরকারী বিশ্ববিদ্যালয়ের মালিকগন ছাত্র-ছাত্রীদের কাছ থেকে টিউশিন বাবদ যে লাখ লাখ টাকা নিচ্ছে তা থেকে সরকার কয় টাকা পাচ্ছে?

১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:৫০

আমি জহুরুল বলেছেন: সেই জন্য সরকার তা নিয়ন্ত্রণ না করে ছাত্রদের উপড়ে ভ্যাট বসাবে?? আপনাদের কথার যুক্তি খুঁজে পাইনা ভাই।

১৫| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:৫৮

জেকলেট বলেছেন: @রামন: আপনি আবার না বুঝে আরেকটা পোস্ট দিলেন।

১৬| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:০৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: @ অপু তানভীর
রামন সাহেব মনে হয় মান্যবর মন্ত্রী মহোদয়ের মতোই ভুলেই গেছেন তারা নিজেরাই নিজেদের বিরোধীতা করছেন।

তাদের প্রকাশীত ভ্যাট আইন এর ভিলিউম ২৯ এর ৮২-৮৩নং পাতায় স্পষ্ট করে উল্লেখ আছে ভঅেটের আওতা মুক্ত প্রতিষ্ঠান সমূহের তালিকা..
@ অপু তানভীর
রামন সাহেব মনে হয় মান্যবর মন্ত্রী মহোদয়ের মতোই ভুলেই গেছেন তারা নিজেরাই নিজেদের বিরোধীতা করছেন।

তাদের প্রকাশীত ভ্যাট আইন এর ভিলিউম ২৯ এর ৮২-৮৩নং পাতায় স্পষ্ট করে উল্লেখ আছে ভঅেটের আওতা মুক্ত প্রতিষ্ঠান সমূহের তালিকা..


এর পরও তারা কিভাবে এত বড় স্ব-বিরোধী সিদ্ধান্ত নিল- তারা নিজেরাই জানেনা বোধ করি।

১৭| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৩১

রামন বলেছেন:
বিদ্রোহী ভৃগু
ভাই মাফ করবেন, আইনটি পবিত্র কোরআনের আয়াত নয় যে পরিবর্তন/ পরিবর্ধন করা যাবে না৷. সরকার যদি চায় আগামী কাল সংসদে অধ্যাদেশ এনে বিলটি পাশ করিয়ে নিতে পারবে৷

১৮| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:৪৫

অপু তানভীর বলেছেন: রামন সাহেবকে আবারও রেস্পেক্ট শিক্ষা কে আলু পটল আর প্রান গুড়া মশলার ক্যাটাগরিতে এনে বিচার বিশ্লেষন করার জন্য! রামন সাহেবের কথার প্রেক্ষিতে অনেক বেশি কিছু লেখা যায় কিন্তু এখন লিখতে ইচ্ছে করছে না! কেবল এই কথাটুকু বলি যে মাল মুহিত সাহেবের মত নাইন টেনের অর্থনীতির বইয়ের অর্থনীতি জ্ঞান দিয়ে যদি আপনি পুরো দেশের অর্থনীতিকে বিশেষ করে আমাদের মত উন্নয়নশীল দেশের অর্থনীতিকে বিচার বিশ্লেষণ করতে চান তাহলে তো বিপদের কথা।
আপনার বিশ্লেষন ঠিক আছে যদি কেবল মাত্র ভোগ্যপণ্য হয়ে থাকে! কিন্তু আপনাকে বুঝতে হবে দ্রব্য কেবল ভোগ্য নয় বরং সেবা মূলক হয়ে থাকে, সেই সাথে কনজিউমার গুড আর ডেভোলাপমেন্ট গুডের মধ্য পার্থক্য আপনাকে বুঝতে হবে। কেন ডেভলাপমেন্ট গুডের উপর ভ্যাট বসানো ঠিক নয় সেটা বুঝতে হলে খুব বেশি দুরে যাওয়ার দরকার নেই! আমাদের হিউম্যান রিসোর্স ছাড়া বলতে গেলে আর কোন উপায়ই নেই দেশের অর্থনীতি কে উন্নত করার। আর সুদক্ষ জনশক্তি তৈরির মুল হাতিয়ারের উপরে যখল আলু পটল আর প্রান গুড়া মশলার মত ভ্যাট বসানো হয় তখন বুঝতে কষ্ট হয় না কত বড় মালের হাতে পরেছে এদেশ!
আর আপনি যে দেশে ছিলেন, সেটা নিশ্চিত ভাবেই উন্নত বিশ্বের একটা দেশ, তার সাথে আমাদের দেশের তুলনা করাটা খানিকটা হাস্যকর নয় কি!!

এতো কথা আমি কোন দিনই বলতাম না যদি না এটা আমার পড়াশোনার ক্ষেত্র না হত!! ভাল থাকুন সুস্থ থাকুন!!

১৯| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:৪৭

অপু তানভীর বলেছেন: বিদ্রোহী ভৃগু ভাই,

তার নামের মধ্যে এমনি এমনি তো মাল নাই B-))

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.