নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জেডআরএফ

হায় আমি জিল্লুর রহমান ফয়সাল

জেডআরএফ › বিস্তারিত পোস্টঃ

আপনার ব্রডব্যান্ড কানেকশানকে রূপান্তর করুন ওয়াইফাই জোনে…

১১ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:৪৩

এই মাসে বাসা বদল করলাম।চিন্তা করলাম এবার ওয়াইফাই করে নেট ব্যাবহার করব।বাজারে শুনলাম বিভিন্ন কোম্পানির ব্রডব্যান্ড-টু -ওয়াইফাই রাওটার পাওয়া যায়।মাল্টিপ্লান থেকে টিপি লিঙ্ক এর ৫৪ এমবি স্পীড এর একটা রাওটার কিনলাম।দাম পরল ১৪৫০ টাকা।বাসায় এসে দীর্ঘ ৬ ঘণ্টা নষ্ট করে কনফিগার করলাম।বলতে ভুলে গেছি,কানেকশান নিলাম ৩২০ কেবি।কনফিগার করার পরতো মজাই মজা। মোট ২ টা ল্যাপটপ, একটা ডেস্কটপ,৪ টা ওয়াইফাই এনাবল মোবাইল একসাথে ব্যাবহার করলাম। স্পীড খুবই ভাল।ব্রাউস করতে কারো কোন প্রবলেম হয়নাই।



আসল কথা হল আমি স্কাইপ ব্যাবহার করে কথা বললাম কোন ধরনের ঝামেলা ছাড়াই!!!



আমার সবচেয়ে বেশী উপকারটা হল আগে আমি একাই নেট ব্যাবহার করতাম।মাসে খরচ পড়ত ১০০০ তাকা।এখন সবাই মিলে টাকা শেয়ার করায় মাসে খরচ যাবে মাত্র ২০০ টাকা।



ওয়াইফাই করতে আপনার যা লাগবেঃ



১। ব্রডব্যান্ড কানেকশান।(৬ জন ব্যাবহার করলে ৩২০ কেবি যথেষ্ট)



২। ওয়াইফাই রাওটার।(বিভিন্ন দাম এবং রেঞ্জে পাওয়া যায়)



৩। কনফিগারেশান।(ইউজার ম্যানুয়াল দেখেই করা যায়।অথবা আপনার কানেকশান যে দিবে সেই করে দিবে )



আমার ৫৪ এমবি রাওটারে ৩ রুম খুব ভালভাবে কাভার করে।তবে খুব ভাল হয় যদি এন্টেনা সহ রাওটার কিনেন।



এটা নিয়ে হয়তবা আগে পোস্ট হতে পারে।আমার সিস্টেমটা অসাধারন লাগল।আমার মত যারা মেসে থাকেন তাদের উপকার হবে ভেবে পোস্টটা দিলাম।ভাল লাগলে জানাবেন।উপকার হলে নিজেকে ধন্য মনে করবো।

মন্তব্য ৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১১ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:৪৮

মদন বলেছেন: অবশ্যই কাজের পোষ্ট

২| ১১ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:৫৫

ইখতামিন বলেছেন: +++++

৩| ১১ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:০৫

এস.কে.ফয়সাল আলম বলেছেন: ৬ জন ব্যাবহার করলে ৩২০ কেবি যথেষ্ট

................ :D :D :D =p~

কন কি !!!

আমার একার ৫১২ কেবি দিয়েই চলে না... আর ৬ জনে মিলে ৩২০ !!!!

৪| ১১ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:০৬

নাফীস কাজী বলেছেন: ধন্যবাদ শেয়ার করার জন্য।
ল্যাপটপে ও মোবাইলে ওয়াইফাই আছে। কিন্তু ডেস্কটপেতো ওয়াইফাই নাই। ডেস্কটপ চালাইলেন ক্যামনে ??

৫| ১১ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:১৪

কোডব্লকার বলেছেন: ৬ জন ব্যাবহার করলে ৩২০ কেবি যথেষ্ট :-/ :-/ :-/

ভাই আমার ১এমবি, সেটাও মাঝে মাঝে কম মনে হয়

৬| ১১ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:২৭

রিফাত হোসেন বলেছেন: e প্রোভাডাইর কে বল্লে তারাই করে দিবে কিছু পয়সার বিনিময়ে, আর ৩০০ আপ কেবি জনেও যথেষ্ট না অন্তত ওয়াইফাই প্রবাহ হিসেবে,

৭| ১১ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:৪৭

বৃষ্টি ভেজা শিকারী বলেছেন: ২। ওয়াইফাই রাওটার।(বিভিন্ন দাম এবং রেঞ্জে পাওয়া যায়
ভাই, রাউটার এর দাম আসলেই কেমন, কোনই ধারনা নাই, কিছু আইডিয়া দেন প্লিজ।

৮| ১১ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৩৮

স্পেলবাইন্ডার বলেছেন: হা হা হা...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.