নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আহাম্মেদ জুবায়ের করিম ( সৌরভ )

আমি একজন সাধারণ মানুষ ।

আহাম্মেদ জুবায়ের করিম ( সৌরভ ) › বিস্তারিত পোস্টঃ

ছাগু মানে কি ?

২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৩

সামহ্যার , ফেসবুক , ব্লগ ও বিভিন্ন পেপার গুলো তে ছাগু শব্দটির বহুল ব্যবহার আমি দেখতে পারছি , কিন্তু আমার এই ছাগু শব্দের অর্থ জানা নেই ।



- ছাগু মানে কি ?

- কাদের কে ছাগু বলা হচ্ছে ?



আশা করি সঠিক উত্তর পাবো । :)



ধন্যবাদ ।

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৪

তাজ ইউ আহমেদ বলেছেন: এই লিঙ্কে আপনার প্রশ্নের উত্তর পাবেন আশা করি
http://www.sachalayatan.com/suman/47877

২| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৭

তাজ ইউ আহমেদ বলেছেন: Click This Link

এই লিঙ্কটাও কাজে দিতে পারে।

৩| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:১২

বাকরুদ্ধ আমি বলেছেন: কেউ আসল কথা বলতে চায় না । আপনার অবগতির জন্য জানাচ্ছি ।

মূলত ইসলামিক মাইন্ডের মানুষদেরকে ছাগু বলা হয় ।

ইসলামী মাইন্ডের মানুষ জন্ম নিয়ন্ত্রণ ব্যবস্থা ব্যবহার করতে চায় । হুজুরদের বাচ্চা কাচ্চা বেশি হয় নাকি এই জন্য । তাই নাস্তিকরা এই টা নিয়ে বিদ্রুপ করার জন্য ইসলামিক মাইন্ডের মানুষজনকে ছাগু বলে । ছাগল যেমন বাচ্চা দেয় গণ্ডায় গণ্ডায় তেমনি নাকি মুসলিমরা তাই দেয় ।

এই ছাগু ট্যাগের মূল উদেশ্য এইটা । বাকি যে যা বলে ভিন্য কথা বলে

৪| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫৪

মামুন হিমু বলেছেন: (ছাগুরামের ভাষ্য রপ্ত করা দরিদ্র মুখফোড়ের জন্য দুঃসাধ্য। তবুওগরীবের এই সামান্য কোশেশ...।)
ছাগুরাম জড়োসড়োগোবেচারা নহে
যাহাই উচিত বলে মনে করে, কহে।
বুঝুক বা না বুঝুক, বক্তব্যে সে বীর
সঙ্গে হানে ঘনঘন রেফারেনসেতীর।
লক্ষবস্তু ভেদ নয়, বাণনিক্ষেপে পটু
মাঝে মাঝে ঘন ঘন ব্যা ব্যা করে কটু।
কাঁঠালপাতার তাপে আস্ফালিয়াওঠে
এলিপসিসে পুষ্টপত্রে অগি্নধারা ছোটে।
তিন বাহুতে পেশী ঝলকে, বুঝি দেবে মাইর!
শেষ মূহুর্তে সামলে বলে, যাজাকুল্লা খাইর।
ছিলো ছাগু নির্বিরোধী, পনসপূজারী
পাতা খেয়ে লতা খেয়ে ফূর্তি ছিলো ভারি।
লাদি ছাড়ে গুটি গুটি ধন্বন্তরীবড়ি ...
কবিরাজি পাতা খেয়ে বায়ু গেলো চড়ি।
হঠাৎ ক্ষেপিয়া শেষে ব্লগে হানে বাজ
ভিন্নমতাবলম্বীরে দেখে নোবো আজ।
জানি না বুঝি না তাতে কী হয়েছে, ধিক,
আমি যাহা বিশ্বাস করি, তাহা শুধু ঠিক।
না পারি বিতর্ক, তবু গলে আছে জোর
কুতর্কে আবদ্ধ হতে দ্্বিধা নেই মোর।
যুক্তির বদলে দেবো উদ্ধৃতি দুইচাইর,
আগে পিছে বলে নোবো, যাজাকুল্লা খাইর।
এমত বিশ্বাসে ছাগু নিত্য দ্্বন্দ্বে রত
সহজসরল লোকে গুঁতা খাইলো কত।
রাশি রাশি মন্তব্য বা গাদা গাদা ল্যাখা
ছাগুরাম চলে কভু সোজা কভু ব্যাঁকা।
বন্ধুসাথী জুটিয়াছে ছাগাপাঁঠী বহু
অপূর্ব বাহিনী তাহা, বর্ণনে কী কহুঁ?
ব্লগলাদ্যে বাংলাপাড়া বিপর্যস্ত প্রায়
ম্যা ম্যা শুনে লোকে কাঁদে, ছাগুরাম যায়।
ছাগুর দাপটে সবে অন্দরমহলে
চুপিসাড়ে বসি যতো কটূবাক্য বলে।
ছাগুদল হামলে চলে ভিতরবাইর
বলো সবে মহামন্ত্র, যাজাকুল্লা খাইর।http://www.somewhereinblog.net/blog/mukhforrblog/10350

৫| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:০৭

েতলবাবু বলেছেন: যারা এই ছাগু শব্দটা ব্যবহার করে আমি নিশ্চিত করে বলতে পারি তারা মানুষের জন্ম নয়

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.