নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আহাম্মেদ জুবায়ের করিম ( সৌরভ )

আমি একজন সাধারণ মানুষ ।

আহাম্মেদ জুবায়ের করিম ( সৌরভ ) › বিস্তারিত পোস্টঃ

বর্তমান রাজনৈতিক সমস্যা সমাধানের একমাত্র পথ ( না পড়লে মিস করবেন )

২৮ শে নভেম্বর, ২০১৩ রাত ১:৩৭

বাংলাদেশের রাজনীতির বাজার বেশ কিছুদিন ধরেই অনেক গরম । হরতাল মারামারি ও রাজনৈতিক প্রতিহিংসার কারনে ক্ষতিগ্রস্থ হচ্ছে এদেশের অনেক সাধারণ ও খেটে খাওয়া মানুষ । প্রতিবাদের আগুন বাঙলার আকাশে যেন দাউদাউ করে জ্বলছে । দেশের সকল চিন্তাবিদগণ একযোগে চিন্তা করছেন যে কিভাবে এই সংকটময় অবস্থা থেকে রক্ষা পাওয়া যায় । ঠিক সেই মুহুরতে আমার মাথায় আসল একটা চরম বুদ্ধি । আবারে আসুন আপনাদের সাথে শেয়ার করি । :-)



আমাদের এখন প্রধান সমস্যা কি ?

উত্তর ঃ- দেশটা দুই দলে ভাগ হয়ে গেছে ।

( আওয়ামীলীগ ও বিএনবি ) এদের জড় বেশি তাই এই দুই দলের পাশে বাম দল গুলোকে চোখে দেখা যায়না। তাই ধরে নিলাম দেশটা দুই দলে ভাগ হয়ে গেছে । :-)



ছোটবেলায় টিপুসুলতান দেখতাম সেখানে দেখা যেত ,এক রাজ্যের রাজা অন্য রাজ্য দখল করার জন্য , দলবল নিয়ে যুদ্ধ করতে ফাঁকা মাঠে অবস্থান নিত সেই ফাঁকা মাঠে দুই দলের দুই রাজা হাতির পিঠে চড়ে বলত আক্রকম । ঠিক সেই সময় দুই দলের মধ্যে শুরু হতো তুমুল যুদ্ধ । যারা বেঁচে থাকে তারাই বিজয়ী হন এবং সেই রাজ্যের মালিক হন ।



এখনও ঠিক তাই হওয়া উচিৎ , আওয়ামীলীগ ও বিএনপির চাপ্টেনদের হাতির পিঠে চড়িয়ে দিতে হবে । তিনি থাকবেন সবার পেছনে । তার সামনে থাকবেন মন্ত্রিরা ঠিক তার সামনে থাকবে মাঠকর্মী ও অন্য সকল রাজনৈতিক নেত্রীবিন্দু সোলজার এর মত । কারো হাতে কোন অস্ত্র থাকবে না , সমানে কিলাকিলি করবেন সবাই , যেই দল সবাইকে মেরে টিকে থাকতে পারবে তারাই বিজয়ী হবেন । ঠিক রাজাবাদশাদের মত । তারাই রাজ্য চালাবেন । আর এই যুদ্ধটি লাইভ টিভিতে দেখানো হবে । দেশের সাধারণ জনগণ যারা কোন দলের হয়ে কাজ করেন না শুধুই দুর্ভোগ পোহান তারাই লাইভ ঘরে বসে যুদ্ধ যুদ্ধ খেলা দেখবে। আর ঘরে বসে দোয়া করবেন যে, আল্লাহ্‌ যেই মানুষ গুলো সত্যি দরকার তাদেরকে তুমি বাঁচিয়ে রাখো । এই যুদ্ধের খেলাটি হতে হবে যেকোনো একটা ইস্টেডিয়ামে ।

এর ফলে যা হবে ।

* দেশে নতুন শাসন বাবস্থা চালু হওয়ারা সম্ভবনা দেখা দিবে।

* দুর্নীতি ও হরতাল মুক্ত জীবন ।

* ক্ষমতার লড়াই কমে যাবে ।

* সাধারণ মানুষের মুখে হাসিফুটবে ।

আরও অনেক কিছুই হবে যা আমার আপনার চিন্তার বাহিরে ।



ভুলত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন । :)

সবাই বলে আলোচনার মাধ্যমে সমাধান ইত্যাদি ইত্যাদি ।

আমার কাছে এইটাই উত্তম সমাধান মনে হয়েছে যদি বাস্তবে সম্ভব নাহ ।



মন্তব্য ৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ২৮ শে নভেম্বর, ২০১৩ রাত ১:৫৬

মুহামমদ মিনহাজ বলেছেন: দেশে শান্তি আর আইবো না :D

২৮ শে নভেম্বর, ২০১৩ রাত ২:২০

আহাম্মেদ জুবায়ের করিম ( সৌরভ ) বলেছেন: তাহলে আসবেটা কি ?

২| ২৮ শে নভেম্বর, ২০১৩ রাত ২:৪৪

বাঁশ আর বাঁশ বলেছেন: Like

২৮ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১২:৫৩

আহাম্মেদ জুবায়ের করিম ( সৌরভ ) বলেছেন: ধন্যবাদ ।

৩| ২৮ শে নভেম্বর, ২০১৩ রাত ২:৫০

ভোরের সূর্য বলেছেন: দুই অশুভ শক্তি যুদ্ধ করে একটি অশুভ শক্তি জয়লাভ করবে!!!!! তারপর তারা একাই লুটেপুটে খাবে!!!! আপনি এসব কি বলছেন!!!!

২৮ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১২:৫২

আহাম্মেদ জুবায়ের করিম ( সৌরভ ) বলেছেন: তারপরে আবার জনগণ বনাম অশুভ শক্তির লড়াই হবে তখন শুভ শক্তির জয় হবে । তখনই আমরা সোনার বাংলাদেশ পেতে পারব । কি বলেন ? তাইনা ?

৪| ২৮ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১:২৮

ভোরের সূর্য বলেছেন: ততদিন সুযোগ দিবেন কেন? এখনই তো লড়াই করে শুভ শক্তির জয় হওয়া উচিৎ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.