নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

... নির্ভীক অথচ সত্য ...

যুকরুফা ০৭

সাধারণ মানুষেরা খুব সাধারণ জীবন চায় । তেমনি আমিও খুব সাধারণ একজন মানুষ হিসেবে বেঁচে থাকতে চাই । আল্লাহর দেয়া বিধান মেনে চলে জীবন কে গড়তে চাই । ভালোবাসতে চাই ইসলামকে, আর ইসলামের সুশীতল ছায়াতেই নিজের আশ্রয় গড়ে নিতে চাই ...

যুকরুফা ০৭ › বিস্তারিত পোস্টঃ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ছাএরা কি সমাবর্তন পাওয়ার যোগ্য নয়?

১০ ই এপ্রিল, ২০০৮ রাত ৮:২২

শুধুমাএ জাতীয় বিশ্ববিদ্যালয় ছাড়া আমাদের দেশের আর বাকি সব বিশ্ববিদ্যালয়ে ছাএ ছাত্রীদের সমাবর্তনের আয়োজন করা হয় । ছাএ ছাত্রীরা দীর্ঘ সময় পড়াশোনা করে বের হয় । অথচ তাদের জন্য কোন সমাবর্তন অনুষ্ঠানের আয়োজন জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে করা হয় না । তাহলে কি ধরে নেয়া যায় যে ওরা এদেশের কোন বিদ্যাপিঠের ছাএ নয়? দেশের বাকি সব সরকারী বিশ্বিবিদ্যালয়, প্রাইভেট বিশ্ববিদ্যালয়, মেডিক্যাল কলেজ, ইন্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ে সমাবর্তনের আয়োজন যদি করা যেতে পারে তবে শুধুমাএ একটি বিশ্ববিদ্যালয়ে কেন এর ব্যতিক্রম হবে ? তাহলে কি জাতীয় বিশ্ববিদ্যলয় কোন বিশ্ববিদ্যালয়ই নয়? নতুবা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ছাএদেরকে ওদের চেয়ে অনেক নিচুমানের ভাবা হয় আর এটাই এই ব্যতিক্রমের কারণ?



আমাদের দেশের জাতীয় বিশ্ববিদয়ালয়েই সব চেয়ে বেশি সংখ্যক ছেলেমেয়ে পড়াশোনা করে । এই বিদ্যাপিঠের পড়াশোনার মান খুব বেশি ভালো নয় । অনেক বিশ্ববিদ্যালের চেয়েই অনেক খারাপ । তবে গুটিকয়েক তথাকথিত নামধারী বিশ্ববিদ্যালয়ের চেয়ে অবশ্যই ভালো । তবুও যেহেতু নামে বিশ্ববিদ্যালয় তাই এই বিশ্ববিদ্যালয়ের অধীনে সকল কলেজের একত্রিত হয়েও অন্তত বছরে একটি সমাবর্তন অনুষ্ঠানের আয়োজন করা উচিত ।



দেশের সব শিক্ষা মাধ্যমে কিছু কিছু ক্ষেত্রে অন্তত একই নিয়ম প্রয়োগ করা উচিত । নয়তো একই দেশের মানুষদের মাঝে জটিল ব্যবধান তৈরী হতে খুব বেশি দেরী নেই ।

মন্তব্য ৫ টি রেটিং +৪/-৪

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১০ ই এপ্রিল, ২০০৮ রাত ৯:০৪

ঝড়ো হাওয়া বলেছেন: ভালো পোষ্ট !
আপনার সাথে এক মত।

১১ ই এপ্রিল, ২০০৮ দুপুর ১:০৭

যুকরুফা ০৭ বলেছেন: ধন্যবাদ ।

২| ১০ ই এপ্রিল, ২০০৮ রাত ১১:৫৪

মাইনুল বলেছেন: একমত আপনার সাথে। ধন্যবাদ।

১১ ই এপ্রিল, ২০০৮ দুপুর ১:০৭

যুকরুফা ০৭ বলেছেন: ধন্যবাদ ।

৩| ১০ ই এপ্রিল, ২০০৮ রাত ১১:৫৫

হ্যারি সেলডন বলেছেন: মাইনুলরে তোলারাম থেকে সমাবর্তন দেয়নাই?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.