![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
Engr. Zunaid Ahmed (Bengali: প্রকৌশলী জুনায়েদ আহমেদ (ডাকনাম: সৈকত)) is an Engineer, Author, Social Worker and Human Rights Activist.
এখন আম, লিচু, কাঁঠাল, জাম খাবার মওশুম। তাই অনুরোধ আম, লিচু, কাঁঠাল, জাম খাবার পর তার বীজ/আঠি/বিচি/দানা/seeds গুলোকে ফেলে দেবেন না। সেগুলো ভালো করে পানিতে ধুয়ে, শুকিয়ে একটা কাগজে মুড়ে রেখে দিন। যদি কখনও কোথাও গাড়িতে করে দূরে ঘুরতে যান তবে সেই বীজগুলো অবশ্যই রাস্তার ধারের ফাঁকা জমিতে একে একে ছড়িয়ে দিন। আসছে বর্ষার মৌসুমে সেই বীজ থেকে নতুন চারাগাছ জন্ম নেবে। যদি এদের মধ্যে একটা গাছ ও বেঁচে থাকে তবে সেটাই হবে এই পৃথিবীকে আপনার দেওয়া সবথেকে বড় উপহার।
.
ফলের গাছ শুধু পরিবেশকে অক্সিজেন দিয়ে সতেজই রাখে না, ফল খাবার লোভে অনেক পাখি আসে গাছে গাছে। যার ফলে পরিবেশের হারিয়ে যাওয়া ভারসাম্য রক্ষা হয়। ভারত সহ পৃথিবীর অনেক দেশই এই ভাবে গাছ লাগিয়ে পরিবেশ বাঁচানোর কাজে এগিয়ে এসেছে।
.
তাই আসুন আমরাও সাধ্য মতো চেষ্টা করি এই প্রকৃতিকে ভালো রাখার, আসুন গাছ লাগাই, পুকুর গুলো কে পরিস্কার রাখি, পরিবেশ অধিদপ্তর বা সরকারের উপর সব দায় না চাপিয়ে নিজেরা সচেতন হই, প্রকৃতিকে ভালবাসি।
.
আর সওয়াবের কথা বিবেচনা করলে এটি তো সদকায়ে জারিয়াহ হিসেবে সওয়াব সবসময় পেতেই থাকবেন।
[link||view this link]
২| ২৯ শে মে, ২০১৭ দুপুর ১২:২২
খরতাপ বলেছেন: এগুলো থেকে কোন গাছ হবেনা। চারা হবার পরেই ছাগলে মুড়ে খেয়ে ফেলবে। ফলের গাছ খুব খানদানি। উপযুক্ত যত্ন আত্তি ছাড়া এরা কারো উপকারে আসেনা।
©somewhere in net ltd.
১|
২৯ শে মে, ২০১৭ সকাল ১১:৩০
Abdullah Bbd বলেছেন: খুব সুন্দর কথা!