নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি নিরপেক্ষ নই, আমি মুক্তিযুদ্ধের পক্ষে।

রাফা

ভালবাসি জন্মভুমি বাংলাদেশ ।অসহ্য মনে হয় যে কোন অন্যায়-কে।অসততার সাথে আপোষ নয় কখনই।গালি সহ্য করার মানসিকতা শুণ্যের কোঠায়।রাজাকার,আলবদর ,আল সামস মোট কথা বাংলাদেশের বিরোধী যে কোন শক্তিকে প্রচন্ড রকম ঘৃণা করি। তার চাইতে বেশি ঘৃণা করি নব্য ছাগিয়তাবাদিদের। যারা আশ্রয় প্রশ্রয় দেয় যুদ্ধাপরাধীদের ।

রাফা › বিস্তারিত পোস্টঃ

কতটা নির্লজ্জ হোলে প্রশ্ন করা যায়! বি,এন,পি জামাতের সাথে জোট করেছে এটা কি অপরাধ?

০২ রা জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:০৯

কোন স্বনামধন্য ব্লগার যদি তার পোস্টে এরকম প্রশ্ন উথ্থাপন করেন তাকে আপনি কি বলবেন?



আমি শুধু বলবো এটা কোন সাধারণ অপরাধ নয়।ঘোরতর মহাপাপ।এখন হয়তো প্রশ্ন উঠবে আমি পুরো পোস্টের বিষয় নিয়ে আলোচনা না করে শুধু বিকৃতভাবে ওটুকু নিয়ে আলোচনা করছি কিনা।না আমি তার পোস্ট নিয়ে ওখানেই আলোচনা করতাম।কিন্তু উনি ঐ পোস্টে শধু জাতিয়তাবাদিদেরই আশা করছেন।তাই বাধ্য হোয়ে আমাকে পৃথকভাবে পোস্ট দিতে হোলো।

চুপ করে থাকলে তাদের অন্যায়কেই মেনে নেওয়া হয়।



বাংলাদেশে যেমন জামাতিরা প্রচার করে তারা ইসলামের একমাত্র এজেন্ট।ঠিক তেমনি এরাও মনে করে ঝাতিয়তাবাদের ঝান্ডার উত্তরাধিকার একমাত্র তাদেরই!



গাধা আর ঘোড়ার শংকর যেমন খচ্চর।ঠিক তেমনি একটি শংকর প্রজাতি আছে আমাদের রাজনীতির ময়দানে।তা তৈরি হোয়েছে ছাগু এবং তথাকথিত ঝাতিয়তাবাদি মিলে যাকে সংক্ষেপে ছাগিয়তাবাদি বলা হয়।এদের মতের বিরুদ্ধে তাদের পোস্ট কোন মতামত দেওয়া যাবেনা।যদি আপনি তা করেন তাহোলে হয় আপনি ভাদা,আদা কিংবা অন্য গোস্ঠির অন্তর্ভুক্ত।আর এদের মতের সাথে একাত্ততা প্রকাশ করলে আপনি ছাগু নেতা হোলেও মারহাবা পাবেনই পাবেন।এরা আপনাকে মুক্তযুদ্ধ,মুক্তিযোদ্ধা,স্বাধীনতা দিবসের তাৎপর্য নিয়ে নতুন উতিহাস জানাবে।সেই ইতিহাস বিশ্বাস করেই আপনাকে ঝাতিয়তাবাদে আস্থা স্থাপন করতে হবে।যদি বিরোধীতা করেন হয় ব্লক অথবা জিবনেও এর উত্তর পাবেন না।না হয় বলা হবে এখন সময় নাই।অর্থাত জামাতি ছাগুরা যেমন পিছলায়,সঙ্গদোষে এরাও তেমন পিছলিয়ে যায়।



কিছু কিছু নব্য জাতিয়তাবাদিরাতো না বুঝে আবার ছাগু ফাইটারদেরকেই ছাগু বানিয়ে দেয়।যা তাদের সাম্প্রতিক পোস্টেই দেখা গেছে।ছাগুরা যেহেতু ছাগিয়তাবাদিদের কৃপা পাওয়ার জন্য সদা সচেস্ট তাই এদের পোস্টে ছাগুদের কমেন্টের বন্যা বয়ে যায়।আর এতেই এরা আহ্লাদিত হোয়ে কস্ঠিপাথরে যাচাইকৃত ছাগুদেরও ঝাতিয়াবাদির সার্টিফিকেট দিয়ে দেয়।



ব্লগের ঝাতিয়তাবাদিরা এখন সবকিছুতেই শুধু আ. লীগ আর ছাত্র লীগ ছাড়া কিছু চোখে দেখেনা।এর বাইরেও যে আরও লক্ষ কোটি জনতা রয়েছে তাদের গোনায়ই ধরতে চায়না।



ভালো করে শুনে রাখুন তথাকথিত ঝাতিয়তাবাদিরা দেশ প্রেমের নমুনা স্বরুপ রাজাকারদের বিরুদ্ধে আপনাদের কোন পোস্টই দেখা যায়না ব্লগে।কাজেই আপনারা যে ছাগবান্ধব এটা বুজতে কারো কস্ট হয়না।গত ৫/৬ বছরের পোস্ট পর্যালোচনা করলেই অনেক কিছু পরিস্কার হোয়ে যায়।



তাই বিভিন্ন বাহানা না করে ছাগুমুক্ত হোয়ে তারপর দেশপ্রেম দেখান।



যুদ্ধাপরাধি/জামাত/শিবির নিপাত যাক।ছাগিয়তাবাদিরা ধংস হোক।

মন্তব্য ৬৭ টি রেটিং +৭/-০

মন্তব্য (৬৭) মন্তব্য লিখুন

১| ০২ রা জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:২৮

দায়িত্ববান নাগরিক বলেছেন: ছাগু ও ছাগিয়তাবাদ এখন এক হয়ে গেছে। ছাগুরা ডাক দিলে ছাগীয়তাবাদীরা যায় আর ছাগীয়তাবাদীরা ডাক দিলে ছাগুরাও সাথে ম্যা ম্যা ডাক শুরু করে। এই হল এদের অবস্থা। কিছু আছে ভালো। তবে মেইন স্ট্রীম ছাগীয়তাবাদিতাকেই বেছে নিয়েছে।

একটা জাতিয়তাবাদীকেও দেখলাম না ছাগুদের ঝারি দিতে। বরং এসে ছাগবান্ধব সাজে। ছাগু ও জাতিয়তাবাদীদের আলাদা করা খুব মুস্কিল। ঝারি দিতে গিয়ে মাঝে মাঝেই মাথা আউলিয়ে যায়। ছাগবান্ধব হলে কেনো ছাগু বলা যাবে না?

০২ রা জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫৭

রাফা বলেছেন: ছাগু আর ছাগিয়তাবাদি একাকার হোয়ে গেছে।এদের যুক্তি দেখেন বি,এন,পি-কে দুর্বল করার জন্য নাকি আ. লিগ যুদ্ধাপরাদের বিচার করছে।ঘুরে ফিরে শেখ হাসিনার বেয়াই রাজাকার।আরে শেখ হাসিনার বিয়াই যদি রাজাকার হয় তাহোলে তোরা ক্ষমতায় এসে বিচার করিস।

ধন্যবাদ

২| ০২ রা জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪৩

দেশী মামা বলেছেন: শুনরে হাম্বা বলদ -

ঘরের মেয়েরে রাজাকারের পরিবারে বিয়া দিলে প্রজননের মাধ্যমে নতুন জাতের রাজাকার তৈরি হয় ।

এদের নামকরন করা যায় ছাগু + হাম্বা খাটাশ = ছাম্বা খাটাশ বলে , দেশপ্রেমিক না ।

একদম পিওর ছাগু রক্তের ধারক ও বাহকের গোলামি ও দালালী করার জন্য ট্রেনিং নিতে থাক ।

কতটুকু মোনাফেক হলে কোন হাম্বা শুয়োরের বাচ্চা এই নিয়ে একটা কথাও উচ্চারণ করে না । /:) /:)

০২ রা জানুয়ারি, ২০১৩ দুপুর ১:২৬

রাফা বলেছেন: ঘেউ ঘেউ করা ছাড়া কোন কাজ নেই তোদের।তোকে কেউ বাপের শালা বানাবে না।তোর নিজের শরিরে দুষিত রক্ত প্রবাহিত হোচ্ছে।তাই সবাইকে তোর মত কুলাঙ্গার মনে করিস।

তোরাই যে আসল ছাগিয়তাবাদে বিশ্বাস করিস এর কি কোন প্রমাণ লাগে?

৩| ০২ রা জানুয়ারি, ২০১৩ দুপুর ১:০১

দায়িত্ববান নাগরিক বলেছেন: শেখ হাসিনার বেয়াইকে ফাসিতে ঝোলানোর জন্য জাতিয়তাবাদীদের আন্দোলনে নামার অনুরোধ করব। পাশে পাবেন। কিন্তু জামাতিদের মাথায় নিয়ে নাচা বন্ধ করুন। কদিন পর আলাদা করা খুব মুস্কিল হয়ে যাবে।

০২ রা জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৩৫

রাফা বলেছেন: এদেরকে বলে লাভ নেই।আপনি ১০টা পোস্ট দেন দেখবেন একই কমেন্ট করবে সব পোস্টে।

ছাগুরা যেমন পরিত্রন পাওয়ার জন্য শেখ হাসিনার সাথে মইত্যা রাজাকারের ছবিকে ওহি হিসেবে গ্রহণ করেছে।ঠিক এরাও জপতে থাকবে শেখ হাসিনার বেয়াই রাজাকার।

৪| ০২ রা জানুয়ারি, ২০১৩ দুপুর ১:০৮

দেশী মামা বলেছেন: @ দায়িত্ববান নাগরিক

এস্কেপিজম ভালো না । কোন রাজাকার শুয়োরের বাচ্চার ছেলের গাড়িতে জাতীয় পতাকা দেখলে আপনাদের স্বাধীনতার চেতনায় কি কোন সুড়সুড়ি জাগে না । নাকি তখন চোখ বন্ধ থাকে ?

৫| ০২ রা জানুয়ারি, ২০১৩ দুপুর ১:১৩

দায়িত্ববান নাগরিক বলেছেন: বললাম তো ফাসিতে ঝোলাতে প্রতিবাদ করুন, ফাসি দেয়া বন্ধ করতে নয়। সব রাজাকারদের ফাসিতে ঝোলানো হোক। আপনি কি করছেন সেটা আমি দেখছি না, জাতীয়তাবাদী দল কি করছে সেটা দেখছি, রাজাকারদের সাপোর্ট দিচ্ছে। এটাই সমস্যা।

০৯ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৮:০৭

রাফা বলেছেন: এটা করবেনা।প্রোগ্রাম সেট করা হোয়ে গেছে (আমরাও বিচার চাই সত্যিকারের যুদ্ধাপরাধীদের)।কিন্ত ৫জন রাজাকারের নাম বলতে বলেন দেখবেন পিছলানো কত প্রকার তা আপনার সামনে সংজ্ঞা সহ হাজির করবে।

৬| ০২ রা জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৩৮

চলতি নিয়ম বলেছেন: জায়গা মত লাগছে। =p~ =p~

০২ রা জানুয়ারি, ২০১৩ দুপুর ২:২২

রাফা বলেছেন: যেমন কুকুর তেমন মুগুর! =p~ =p~ কিন্তু এখানে তাদের দেখা পাবেন বলে মনে হয়না।

তারা এখন ঝাতিয়তাবাদ উদ্ধারে ব্যাস্ত।নিবেদিত প্রাণ ঝাতিয়তাবাদির পোস্তে গেলে ছাগুদেরও পেয়ে যাবেন।

ধন্যবাদ

৭| ০২ রা জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৪৩

চলতি নিয়ম বলেছেন: এইরকম একটা পোস্ট আশা কর্ছিলাম++

এই পোস্টে যতগুলা ছাগিয়তাবাদি (জাতীয়তা বাদী না) আসবে তাগো কাছে একটা প্রশ্ন করুম কিছুক্ষণ পরে। =p~

০৪ ঠা জানুয়ারি, ২০১৩ সকাল ৮:২০

রাফা বলেছেন: আমারো কিছু প্রশ্ন ছিলো ।কিন্তু তারা নিরবে এসে চলে যাচ্ছেন ।সত সাহসের খুব অভাব দেখতে পাচ্ছি।

ধন্যবাদ

৮| ০২ রা জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৫১

দেশী মামা বলেছেন: রাফা শোন ,

বিচির চাইতে ব্রেইনের সাইজ ছোট হলে তার সাথে রাজনৈতিক আলোচনা করা যায় না ।

তোর বিচির সাইজ মটর দানার সমান । ব্রেইনের সাইজ সেই অনুপাতে । তোর সাথে আলোচনা করা যায় ওয়ালমার্টে কত পার্সেন্ট ডিসকাউন্ট দিছে এই নিয়ে ।

আগামি নির্বাচনে জনগন যেই পরিমানে আওয়ামী চেতনার মুখে মুতে দেবে সেই স্বাদ তুই সুদুর আমেরিকায় বসেও নিজের জিভে অনুভব করবি ।

ভালো করে দাঁত ব্রাশ করে প্রস্তুত হ ।

০২ রা জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৫৯

রাফা বলেছেন: তজবি নিয়ে জপতে থাক.....কিছুক্ষন পরে হয়তো বলবি গো.আজম,মইত্যা, সাকা বীর মুক্তিযোদ্ধাদের মুক্তি চাই।

৯| ০২ রা জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৫৫

দায়িত্ববান নাগরিক বলেছেন: দেশীমামা@

আপনার লেখককে ব্যাক্তিগত আক্রমন আপনার হিনমন্যতার পরিচয় দিচ্ছে। দু:খিত আপনাকে আর কখনো সম্মান করে কথা বলা আমার হয়ে উঠবে না।

০২ রা জানুয়ারি, ২০১৩ দুপুর ২:০৩

রাফা বলেছেন: আমি এদের পরিচয় জানি।দশটা মাল্টি নিক নিয়ে ব্লগিং করে।এদের সাথে আপনি ইচ্ছে থাকলেও ভালো আচরন করতএ পারবেন না।

এক সময় না এক সময় ধৈর্যচ্যুতি ঘটবেই।আমি এদেরকে মানুষ মনে করিনা।

ধন্যবাদ

১০| ০২ রা জানুয়ারি, ২০১৩ দুপুর ২:০০

দেশী মামা বলেছেন: @ দায়িত্ববান নাগরিক

একজ্যাক্টলি আমিও তাই বলতে চাই ।

আমারা দেখলাম আওয়ামীলীগ জামাতের রাজাকারদের বিচি চিপ দিয়ে ধরল । নিজের রাজাকারদের গাড়িতে পতাকা দিল ।

বোঝাগেল স্বাধীনতার চেতনা আর যুদ্ধাপরাধীদের বিচার আওয়ামী ব্যাবসার একটা মার্কেটিং পলিসির বাইরে কিছুই না ।

একটা ছোট্ট টিপস দেই -

অমি পিয়াল সব জায়গার রাজাকার নিয়ে গবেষণা করে , কিন্তু ফরিদপুর নিয়ে করে না । কেন বলেন তো ?

১১| ০২ রা জানুয়ারি, ২০১৩ দুপুর ২:০৪

দায়িত্ববান নাগরিক বলেছেন: জি সেটাই আপনকে প্রথম থেকে বলছি, আপনি ঐ রাজাকারের বিচার চান, আন্দোলন করুন। আপনি কেনো ছাগুদের সাথ দিচ্ছেন?

০৭ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৬:৫৮

রাফা বলেছেন: কারণ পুর্বে ছিলো বিএনপি/জামাত আর এখন হোয়েছে জামাত/বিএনপি!

তো বুঝতেই পারছেন ,সেই সুরেইতো কথা বলবে তারা।

ধন্যবাদ

১২| ০২ রা জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৪৬

চলতি নিয়ম বলেছেন: @দেশিমামা,

ফরিদপুরের শেখ হাসিনার বেয়াইয়ের পিতা নুরুমিয়া রাজাকার।

এইবার আপনি বলেন ফরিদপুরের ই আলী আহসান মুহাম্মদ মুজাহির আর মাউলানা আবুল কালাম আজাদ ওরফে বাচ্চু, রাজাকার কিনা? অধ্যাপক গোলাম আজম, সাকাচৌ, আল্লামা দেলোয়ার হোসেন সাইদী, মতিউর রহমান নিজামী, কাদের মোল্ল্যা.....এরা রাজাকার কি না? এদের বিচার চান কি না? (প্রকৃত দোষী হইলে বিচার চাই, এই লাইনটা বাদে =p~ )

আওয়ামী রাজাকার দের নিয়ে আপনি/ আপনারা লিখুন আমাকে সাথে পাবেন। তবে চিন্হিত রাজাকার গুলার পক্ষে সাফাই গায়েন না। এদের বিচার আওয়ামীলীগ কে করতে দিন। আর নেক্সট টাইম আওয়ামী রাজাকারদের বিচার বিএন পি কে করতে বলুন। যদি তারা বিচার করার অঙ্গীকার করে তাহলে অন্তত আমার পরিবারের ভোট বি এন পি পাবে।

আর যাদের বিচির সাইজ ব্রেইনের চাইতে বড় তারা কেন সবসময় ব্লগের ছাগুদের সাথে তাল মিলাইতে দেখা যায় সেটা এখন পর্যন্ত অস্টম আশ্চর্যের বিষয়।

প্রশ্ন টা করেই ফেললাম।

০৩ রা জানুয়ারি, ২০১৩ দুপুর ১:২০

রাফা বলেছেন: বলদের সাইজের ব্রেন লইয়া আপনার প্রশ্নের জবাব দিতে কস্ট হোচ্ছে ছাগিয়তাবাদিদের।

এন্টি আ. লীগ আর ভারত বিরোধীতার নাম দিছে ঝাতিয়তাবাদিতা।ঠেলায় পড়লে ১৮০ ডিগ্রি ঘুরে যা্য।

১৩| ০২ রা জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪১

লিটল রক বলেছেন: দেশি মামা চুপ! ব্লগে যদি ছাগুদের কোলে করে ঘোরে তাহলে ওদেরও ছাগু ডাকা হোক!

ছাগিয়তাবাদীদের বিচির সাইজ ব্রেনের সাইজের চাইতে বড়। =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

০৫ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:১৬

রাফা বলেছেন: @কুলাঙ্গার ছাগু মামা।

১৪| ০২ রা জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৪

প্যারানয়েড টীন বলেছেন: ছাগিয়তাবাদীদের বিচির সাইজ ব্রেনের সাইজের চাইতে বড়।


মশা উর খাঙ্কি ছাগুর বাচ্চা, শেখ হাসিনার বিয়াই রাজাকার , যে কবে কোথায় ৭১ সালে খুন করছে, ধর্ষণ করছে সেইটা প্রমাণ দেখা, দেখিয়ে ট্রাইবুনালে মামলা কর । যেইটা তোর বাপ সাঈদী, নিজামী,কামরুজ্জামানদের হত্যা, ধর্ষণের প্রমাণ আছে, সেরকম হাসিনার বিয়াই এর থাকলে ঐটা নিয়ে লেখালেখি কর, মামলা কর, হুদাই লাফাস কেন ?

তোর আম্মিজানের কাহিনী কিন্তু মানুষ ভুলে নায়

৭১-এ খালেদা জিয়া কেন ভারতে না গিয়ে ক্যান্টনমেন্টে পাকিস্তানী জেনারেলদের আতিথেয়তা উপভোগ করেছেন? খালেদা জিয়া ৭১ সালে অনেক পাকিদের সাথে আনন্দ ফুর্তি করেছেন। এই কথা মেজর হাফিজ পার্লামেণ্টেই বলেছেন। তখন মেজর হাফিজ সতন্ত্র মেম্বার ছিলেন। প্রধানমন্ত্রিত্বের প্রথম জমানায় খালেদা জিয়া ‘৭১-এ ঢাকায় অবস্থানকারী এক পাকি জেনারেলের মৃতু্যতে সকল কূটনৈতিক শিষ্টাচার লঙ্ঘন করে শোকবার্তা পাঠিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রীকে পর্যন্ত বিড়ম্বনায় ফেলে দিয়েছিলেন।

তোরা তো তো মায়ের মতই পাকি আর ছাগুপন্থী সেইটা বুঝায় যায় । রক্তেই তো প্রব্লেম ।

০৫ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৪২

রাফা বলেছেন: @ছাগিয়তাবাদি মশিউর।

১৫| ০২ রা জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৪

নিঃসঙ্গ ঢেউ বলেছেন: বি এন পর সাথে জামাতের জোট কৌশলগত , রাজনৈতিক আদর্শগত না। সুতরাং এটা নিয়ে এত চেতনার চোদনামির কিছু নাই। চেতনা বেঁচে তো কম খান নাই, আর কত? এসবের ভাত এখন আর নাই। অন্য পথ ধরেন। ৯৬ তে যখন গোয়ার হোগায় আওয়ামী মুখ ঘষা হচ্ছিলো তখন চেতনা জাগে নাই? জামাতের সাথে বি এন পির জোটে দুনিয়া অশুদ্ধ হয়ে যায় কিন্তু রাজাকার বেয়াইরে বাঁচানোর জন্য , 'সব রাজাকার যুদ্ধাপরাধী না' এই তত্ত্বের প্রসব হলে তখন আর চেতনার হোগা জাগে না। রাজাকাররে দলের কোষাগার সম্পাদক বানাইলেও চেতনা হোগা দিয়ে বাইর অয় না। থাকেন ম্যারিকায়, নিজের আখের গুছাচ্ছেন আর ব্লগে এসে অবসর সময়ে আওয়ামী-বিম্পি-জামাত চোদান। সব ভন্ড শুয়োরের দল। জামাতকে বি এন পি ছেড়ে দিক এটা সব বি এন পি সমর্থকই চায়, বি এন পিও চায়। কিন্তু মুনাফেক কুত্তালীগ যে সুযোগমত রাজাকারের হোগা চেটে সাজানো নির্বাচন করবে না তার নিশ্চয়তা কি? এত চেতনার চোদন দেখান, তত্ত্বাবধায়ক সরকারের কথা বলেন না কেন? কিসের এত ভয়? এত চেতনার ফেরিওয়ালা আপনেরা তাহলে নিরপেক্ষ নির্বাচনে ভয় কেন? এইসব শুয়োর মার্কা কাজ আগে সলভ করেন, জামাত অটোতে আউট হবে। আর তা না পারলে ব্লগীয় চেতনার বাল চোদান।

০৩ রা জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫৯

রাফা বলেছেন: কৌশলগত জোটের নমুনা:- ৯১-এর নির্বাচনের পর সরকার গঠনের জন্য বি,এন,পির প্রয়োজন ছিল জামাতের সমর্থন।জামাত বিএনপিকে সমর্থন দিয়েছে শর্ত সাপেক্ষে।শর্ত ছিলো বিএনপি ক্ষমতায় এসে গো. আজমকে বাংলাদেশের নাগরিকত্ব ফিরিয়ে দেবে।

৭১-এ পাকিস্তানি হানাদার বাহিনির দালালী ও যুদ্ধাপরাধের জন্য গো.আজম সহ ৩৯ জনের নাগরিকত্ব বাতিল করেছিলো বঙ্গবন্ধুর সরকার।

৯৬ সালে জামাত বিএনপিকে শিক্ষা দেওয়ার জন্য এবং নিজেদের একক শক্তি প্রদর্শনের জন্য আলাদা নির্বাচন করে।এতে বিএনপি ধরাশায়ি হোলেও আ.লীগকে সরকার গঠনের জন্য হাত বাড়াতে হয় জাতিয় পার্টির দিকে।তথাকথিত জোট বলা হয় যুগপত আন্দোলনকে।অথচ আ. লিগের কোন মঞ্চেই যায়গা হয়নি জামাতিদের।(জামাত যদি সরাসরি তার সমর্থকদের বলেও দেয় তবুও জিবনেও জামাতের ১টা ভোটও আ.লীগ কোনদিন পাবেনা।

২০০১_এ আবার পুরনো প্রেম জেগে উঠে বিএনপি/জামাতের মধ্যে এর ফলশ্রুতিতে বিপুল বিজয় পেয়ে জামাতকে ২টি মন্ত্রনালয় দিয়ে পুরস্কৃত করা হয়।সাথে সাথে তালেবানি কায়দায় শুরু হোয়ে যায় তেলসমাতি কান্ড কারখানা।২০০১ থেকে ২০০৬ সাল হোচ্ছে জামাত/বিএনপির স্বর্ণযুগ।সেই পিড়িতি আজো অব্যাহত আছে ।২০০৮-এর নির্বাচনে জামাত বিএনপির গলার কাটা হোয়ে যায় কিন্তু পুরোনো প্রেমের সৃতি ভুলতে না পারায় তা অব্যাহত আছে আজো।

১৬| ০২ রা জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৪

নিঃসঙ্গ ঢেউ বলেছেন: বি এন পর সাথে জামাতের জোট কৌশলগত , রাজনৈতিক আদর্শগত না। সুতরাং এটা নিয়ে এত চেতনার চোদনামির কিছু নাই। চেতনা বেঁচে তো কম খান নাই, আর কত? এসবের ভাত এখন আর নাই। অন্য পথ ধরেন। ৯৬ তে যখন গোয়ার হোগায় আওয়ামী মুখ ঘষা হচ্ছিলো তখন চেতনা জাগে নাই? জামাতের সাথে বি এন পির জোটে দুনিয়া অশুদ্ধ হয়ে যায় কিন্তু রাজাকার বেয়াইরে বাঁচানোর জন্য , 'সব রাজাকার যুদ্ধাপরাধী না' এই তত্ত্বের প্রসব হলে তখন আর চেতনার হোগা জাগে না। রাজাকাররে দলের কোষাগার সম্পাদক বানাইলেও চেতনা হোগা দিয়ে বাইর অয় না। থাকেন ম্যারিকায়, নিজের আখের গুছাচ্ছেন আর ব্লগে এসে অবসর সময়ে আওয়ামী-বিম্পি-জামাত চোদান। সব ভন্ড শুয়োরের দল। জামাতকে বি এন পি ছেড়ে দিক এটা সব বি এন পি সমর্থকই চায়, বি এন পিও চায়। কিন্তু মুনাফেক কুত্তালীগ যে সুযোগমত রাজাকারের হোগা চেটে সাজানো নির্বাচন করবে না তার নিশ্চয়তা কি? এত চেতনার চোদন দেখান, তত্ত্বাবধায়ক সরকারের কথা বলেন না কেন? কিসের এত ভয়? এত চেতনার ফেরিওয়ালা আপনেরা তাহলে নিরপেক্ষ নির্বাচনে ভয় কেন? এইসব শুয়োর মার্কা কাজ আগে সলভ করেন, জামাত অটোতে আউট হবে। আর তা না পারলে ব্লগীয় চেতনার বাল চোদান।

০৩ রা জানুয়ারি, ২০১৩ দুপুর ১:২৫

রাফা বলেছেন: কোন তত্তাবদ্বায়ক ?ইয়েস উদ্দিন ,ফকরুদ্দিন নাকি ১৫ ফেব্রুয়ারি মার্কা।

১৭| ০২ রা জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:১৬

লিটল রক বলেছেন: নিঃসঙ্গ ঢেউ @ কথা একটু কম কইয়া চলতি নিয়মের প্রশ্নের উত্তর দে।

০৭ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৮:৪২

রাফা বলেছেন: ওদেরকে যথাস্থান থেকে উত্তর সাপ্লাই না দেওয়া হোলে ওরা কিছু বলতে পারেনা।

ঠিক সরকারি প্রেস রিলিজের মত।

১৮| ০২ রা জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:২০

বিষাদ বর্ণন বলেছেন: কিরে "লাফা" ভাগচোস নাকিরে??

০৪ ঠা জানুয়ারি, ২০১৩ সকাল ৭:৩৭

রাফা বলেছেন: কাকে নিয়ে?

১৯| ০২ রা জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩২

নিঃসঙ্গ ঢেউ বলেছেন: @লিটল রক- গোয়া , সাইদি, মুজাহিদ , বাচ্চু, নিজামি , সাকা এগুলান রাজাকার। এদের বিচার চাই। আওয়ামীলিগ করুক তাই ই চাই। এগুলানরে নিয়া কোন মাথা ব্যাথা আমার নাই। আওয়ামীলিগ যেমনে ইচ্ছা তেমনে এগুলার বিচার করুক।


এবার আমার প্রশ্নের উত্তর দে। তত্ত্বাবধায়ক সরকার চাস না ক্যান তুই? এত ভয় কিয়ের? এন্ড রাজা্কারের চোদা খাইতে মাইয়ার বিয়া দিতে এত আগ্রহ ক্যান? উহ হের লগে , মাল্টি থিকা কথা চোদাচ্ছিস কেন হাসান মাহবুব উরফে পরাবাস্তবতার ম্যাতকার। নিজের নিক থেকে আসতে ভুই পাস? আর বাকি মাল্টিগুলান কই? যেগুলান দিয়ে নিজের পোষ্টে খাজুইরা আলাপ চলে? তোর পরাবাস্তবতার ম্যাতকার গুলান কোন লেখকের লেখা থেকে কপি মারা তা জানা আছে :( :( উতওব , কম লাফা।

০৫ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:০৮

রাফা বলেছেন: কোন তত্তাবধায়ক ইয়েস উদ্দিন মার্কা/ফখরুদ্দিন মার্কা না ১৫ই ফেব্রুয়ারির মত?

২০| ০২ রা জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪৫

চলতি নিয়ম বলেছেন: এত চেতনার চোদন দেখান
এন্ড রাজা্কারের চোদা খাইতে
মাল্টি থিকা কথা চোদাচ্ছিস


=p~ =p~ =p~ মধু মধু

@নিঃসঙ্গ ঢেউ , ইস্যু ঘুড়ায়য়েন না। টপিকে থাকেন।

০৭ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:১১

রাফা বলেছেন: @নিঃসঙ্গঢেউ

২১| ০২ রা জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪৮

সংশপ্তক২০১৩ বলেছেন: ছাগীয়তাবাদীরা সব হাজির :P

০৪ ঠা জানুয়ারি, ২০১৩ সকাল ৭:৪০

রাফা বলেছেন: এখনও ধারী ছাগিয়তাবাদিরা কোন মন্তব্য করলোনা।চুপচাপ পোস্ট পড়ে প্রস্থান করছে। =p~ =p~

২২| ০২ রা জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫১

প্যারানয়েড টীন বলেছেন: আমি তোর হামা বাপ না, চটি কুবি নাটকির পোলা । তোর শাউড়ার মধ্যে পাড়া দিমু , দেশে ফিরে নেই আগে । X((

২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ৩:৫৪

রাফা বলেছেন: কে,কাকে,কিভাবে? :|| :||

২৩| ০২ রা জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:১২

নিঃসঙ্গ ঢেউ বলেছেন: প্যারানয়েড , এইভাবে নিজের মাল্টি চেনালি ;) কুসছেন করি হামারে আর উত্তর দিস তুই =p~ দেশে আর আইবি কি হামা। দেশেই তো মাল্টি চুদাচ্ছিস। ফেয়ার নির্বাচন হোক। দেখবো, কে কারে পাড়ায়। কবিতা চোদানোর জিনিস আমি না। অসব কবিতা-গল্প তোর মত লুইচ্চা বালের চোদানোর জিনিস।

চলতি, ইস্যুর ঘুরানোর কি আছে? কুশ্চেন হইলো মামার দিকে। এরপর ও এন্সার আমি দিলাম। এখন তুমার ভাইয়েরা এন্সার দেয় না ক্যানে? তুমি দাও না ক্যানে? চেতনার হোগায় খুব ঢুইকা গেছে নাকি?

২৪| ০২ রা জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:২১

ধ্রুব তারা বলেছেন: ছাগীয়তাবাদী সব নিক আসে নাই এখনও । বিদেশী কামলাটা আসছে শুধু । :-B

০৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:১৭

রাফা বলেছেন: :> :>আমি চাই সবাই এসে ঝাতিয়তাবাদের চেতনা ছরিয়ে যাক।

ধন্যবাদ

২৫| ০২ রা জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:২২

নিঃসঙ্গ ঢেউ বলেছেন: আই্চচা পারু, প্রোপিকে মুন্সীরে ঝুলাছো ক্যান? এটা আগে চ্যাঞ্জ করো /:)

২৬| ০২ রা জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:২২

মাগুর বলেছেন: ভালো লিকসেন, তয় একটা কথা কি জানেন? ৭১ সালে বাংলাদেশে যত রাজাকার, আল-বদর ছিলো এই ২০১৩ সাল পর্যন্ত আইসা তার সংখ্যা ব্যাপুক হারে বৃদ্ধি পাইসে! ছাগু আর ছাগীয়তাবাদীর রূপ ধইরা এরা দ্যাশটারে ঘুণপোকার মতো কাটতাসে...!

০৭ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৩৭

রাফা বলেছেন: সেটাইতো ভয়ংকর।সিন্ডিকেটের খেলা অলরেডি শুরু হোয়ে গেছে।

উপরে দেখুন একজনও আমার পোস্ট নিয়ে কোন কথা বলে নাই।

জ্বালাপোড়া শুরু হোয়েছে তার প্রকাশই দেখতে পাচ্ছি।

দেখি কোথাকার পানি কোথয় যায়।

ধন্যবাদ

২৭| ০২ রা জানুয়ারি, ২০১৩ রাত ৮:৪৮

জেনারেশন সুপারস্টার বলেছেন: এদেশের জাতীয়তাবাদীদের আদর্শ বলতে যা বোঝায় তা হল আওয়ামি বিরোধীতা করা।নিজস্ব উদ্ভূত যেসকল আদর্শ আছে তা বালির পাহাড়ের মতই ভেঙ্গে পড়ার পথে।সাধারণ মানুষ এখন আর অত বোকা না যে তাদের কথায় মগজ ধোলাই হবে।তথাকথিত জাতীয়তাবাদীরা এদেশে মুক্তিযুদ্ধের ইতিহাস ও চেতনা বাস্তবায়নে সবচেয়ে বড় বাঁধা হিসেবে প্রতিষ্ঠিত করে নিজের কবর নিজেই খূড়ে রেখেছে।এজন্য উনারা আবার আওয়ামিলীগকেই দোষারপ করবে /:)

০৭ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫০

রাফা বলেছেন: ভারত বিরোধীতার যবনিকা টেনে এখন নতুন তত্ত্ব হাজির করছে।

সবকিছু আ.লীগ পরিস্কার পরিচ্ছন্ন করে তাদেরকে কেনো ক্ষমতার মসনদে বসিয়ে দেওয়া হোচছেনা।যুদ্ধাপরাধের বিচার করতে হবে আ.লীগের।ভারতের সাথে অমিমাংসিত বিষয়ের ফায়সালা করতে হবে আ. লীগের।বিদ্যুত সমস্যার সমাধান করতে হবে আ.লীগের।

কিন্তু ক্ষমতায় ছিলেন তারাই অধিকাংশ সময়।ক্যান্টনমেন্টের রাজনিতী যে শেষ তা তারা বুঝতে পারছেনা এখনও।

২৮| ০৩ রা জানুয়ারি, ২০১৩ দুপুর ১:০৪

ঘর কুনো বলেছেন: বাল্পোস্ট। মাইনাস।

২৭ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:২৮

রাফা বলেছেন: ধন্যবাদ,আরো কিছু বলুন।

২৯| ০৩ রা জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৩৮

সবখানে সবাই আছে বলেছেন: গতকাল ধীবর সাহেব হাহাকার করে একটা পোস্ট দিসেন। সেইখানে গিয়ে ছাগুরা লাফালাফি শুরু করসে। তারা নাকি জাতীয়তাবাদী। শেখ হাসিনার বেয়াই এর বাবা রাজাকার। তার বিরুদ্ধে অভিযোগ নিয়ে আসেন। সমস্যা তো নাই। পাশে পাবেন। জাতীয়তাবাদীদের কাছে সবচেয়ে বড় রাজাকার হল শেখ হাসিনার বেয়াইএর বাপ। গোলাম আযম, সাঈদী এরা হল সুষ্ঠু বিচার পাচ্ছে না। জায়গামত ঘাই লাগছে। এইকারনে একটা ছাগীয়তাবাদী মুখ দেখায় গেল। বাকিরা পোস্ট পড়বে কিন্তু কমেন্ট করবে না। সবচেয়ে মজার ব্যাপার হল প্রজন্ম ৮৬ তার এক পোস্ট এ দাবি করসে বিএনপি নাকি জামাতরে ছেড়ে দিচ্ছে। আর ওইদিন রাতে মুক্তিযোদ্ধা খোকা সাহেব বললেন, গোলাম আযম, মুজাহিদ যুদ্ধপরাধী নয়। ওই পোস্ট এ প্রথম আলোর লিঙ্ক শেয়ার করার পর আর কোন কমেন্টের উত্তর দিল না। তারা নিজেরাও জানে বিএনপি এখন জামাতে বিলীন।কিন্তু বাস্তবতা মানতে তাদের খুব সমস্যা হয়। আবার তাদের কাছে আহবান পারলে শেখ হাসিনার বেয়াই এর বাপের বিচার চান, পাশে পাবেন।

০৩ রা জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৫২

রাফা বলেছেন: ঐ পোস্টের পরিপ্রেক্ষিতেই আমার এই পোস্ট।আোনেক ছাগিয়তাবাদিরাই আসছে নিরবে পোস্ট পড়ে চলে যাচ্ছে।ঐ পোস্টের অর্ধেক মন্তব্যকারী হোচ্ছে ছাগু। আর ছাগুদের কমেন্ট পেয়ে কি খুশি।৫জন রাজাকারের নাম বলতে বললে ১।হাসিনার বিয়াই।২ নুরু মিয়া।৩। পুতুলের শসুর।৪।ফড়িদপুরের রাজাকার ।শেখ হাসিনার বেয়াই। এই হোচ্ছে তাদের লিস্ট।

ধন্যবাদ

৩০| ০৫ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৫২

নিঃসঙ্গ ঢেউ বলেছেন: কেউ একজন সাইদী , গোয়ারে নিয়া কুশ্চেন করছিলো। এন্সার পাইছে? হাসিনার বেয়াই ছাড়া অন্য রাজাকারদের কথা বলছি। তু হাসিনার বেয়াইরে নিয়া এবার পুটকি মারামারি না কইরা আমার কথার এন্সার দাও আমেরিকান এবং বাংলাদেশী হাম্বার দল। আমার কথার এন্সার নাই ক্যান? এত কথা না প্যাঁচায়ে আওয়ামীরা জবাব দাও, তত্ত্বাবধায়ক সরকারে এত ভয় কেনু? এত তোমাদের চেতনার হোগায় বাতি জ্বলছে, জনসমর্থন নাকি উপচায়ে সাগরে পড়তাছে, তাহুলে তত্ত্বাবধায়ক দিতে ভয় কেনু? হাসিনার পিছে বইসা বালের নির্বাচন করবা আর আবার ক্ষমতায় আসবা, এই খোয়াব যারা দেখতাছো তারা অপেক্ষা করো। স্বপ্নদোষ সময়মত ভাংবে।

১৬ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৭:৩৫

রাফা বলেছেন: ছাগিয়তাবাদিরা যে আমদের আশেপাশেই থাকে তার প্রমান নিঃসঙ্গ ঢেউ।

পোস্টের কোথাও কি বলা হোয়েছে আমি তত্বাবধায়ক মানিনা কিংবা এই বিষয়ে কি একটি শব্দও আছে আমার পোস্টে?

৩১| ০৫ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৫৬

হুমায়ুন তোরাব বলেছেন: Rajniti haram...
awameleuge bnp jamayat sob shalai haramir baccha..
dhandabaj..
dhonnobad

৩২| ০৫ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৫৬

হুমায়ুন তোরাব বলেছেন: Rajniti haram...
awameleuge bnp jamayat sob shalai haramir baccha..
dhandabaj..
dhonnobad

৩৩| ০৫ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:১৫

মাজহারুল হুসাইন বলেছেন: প্রকৃত দোষীদের বিচার চাই, এমন কথা শুনলে যাদের মাথার রক্ত ওঠে বুঝতে হবে >>> তারা গিরগিটি, তাদের পূর্বপুরুষের মাঝে থাকা রাজাকারের কারণে ইনফেরিওটি কমপ্লেক্স । তাদের নিকট একটাই প্রশ্ন পাক আর্মি কি আঙ্গুল চুষতে ছিল ?

আর বিচার করতে করেন । কিন্তু এ বিচার করতে ২০ দিনের বেশি লাগে না আজকে আবদুল মান্নানই বলেছে, কিন্তু ৪ + আগামী মেয়াদ লাগবে । কারণ এটা আওয়ামীলীগের রাজনীতির অংশ । এটা শেষ হয়ে গেলে, আওয়ামীলীগ কি বেচে খাবে ?

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:১০

রাফা বলেছেন: গো.আজম,নিজামি,মুজাহিদ,সাইদি,সাকা এরা কারা?আসল আর নকল কি?

রাজাকার,যুদ্ধাপরাধীদের যে আসল নকল আছে এই তত্ত্ব কোথা থেকে আমদানি করলো ছাগিয়তাবাদিরা?

৩৪| ০৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ৩:১৯

শুভ আত্মা বলেছেন: পোষ্টের বিষয়বস্তুর সাথে সহমত জানাই। অনেক সুন্দর লিখেছেন..

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:৩৩

রাফা বলেছেন: এখন উনারা ট্যাগিং নিয়ে মেতেছেন।পুত-পবিত্র হোতে চাইছেন ট্যাগ মুক্ত হোয়ে।

ধন্যবাদ,সহমতের জন্য শুভ আত্মা।

৩৫| ০৭ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৭:০৯

টয় বয় বলেছেন: ৯৬ তে যখন আম্লীগ জামাতের সাথে ঘষাঘষি করছিলো সেই সময় কি আপনার লজ্জা হয় নাই??

হাসিনার মেয়েকে রাজাকরের পুলার কাছে বিয়ে দিয়ে ৫ টা বাচ্চা ফুটানো কি লজ্জাজনক না?? না-কি আপনাদের ঘরের মেয়ে রাজাকারের পুলাদের সাথে সহবাস করলে সমস্যা নাই?

৩৬| ১৪ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:১৪

তা্নভীর মোরশেদ বলেছেন: :(
:(
:( :(

সবার জন্য শুভকামনা ।

৩৭| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:৫২

াহো বলেছেন: ধন্যবাদ

৩৮| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:০৯

এন্টিবায়োটিক বলেছেন: মুক্তিযুদ্ধের চেতনায় ঘুম আসেনা ,চোখে সুধু ধান্দা দেখি

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:২৬

রাফা বলেছেন: বেশি কইরা এন্টিবায়োটিক খান।তাইলে চারিদিকে শুধু ছাগু আর ছাগিয়তাবাদিদের দেখতে পাবেন।এবং তখন নিশ্চই ঘুম আসবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.