![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভালবাসি জন্মভুমি বাংলাদেশ ।অসহ্য মনে হয় যে কোন অন্যায়-কে।অসততার সাথে আপোষ নয় কখনই।গালি সহ্য করার মানসিকতা শুণ্যের কোঠায়।রাজাকার,আলবদর ,আল সামস মোট কথা বাংলাদেশের বিরোধী যে কোন শক্তিকে প্রচন্ড রকম ঘৃণা করি। তার চাইতে বেশি ঘৃণা করি নব্য ছাগিয়তাবাদিদের। যারা আশ্রয় প্রশ্রয় দেয় যুদ্ধাপরাধীদের ।
আমার বুকের পাজড় থেকে তুমি নও-
তাহোলে তুমি শুধু আমারি হতেই।
এতটা পথ হেটে আসার পর বললে-
এবার তাহোলে যাই।
আর কতটা পথ একসাথে চললে ,
তুমি শুধু আমারি হতেই।
আসলে তুমি আমার ছিলেনা কখনই:
আমি হিমালয়ের মত অটল দাড়িয়ে ছিলাম।
"অরণী" শধু তোমার জন্যই।
তুমি ঝর্ণাধারা হয়ে বয়ে যাওনি আমার বুকে,
তাহোলে তুমি আমার হোলে কি করে!
ঈশ্বরের অপার মহিমার সৃস্টি তুমি-
তাই তোমাতেই বিমোহিত আমি।
আসলে তুমি শুধু ভেবেছো তোমার কথাই
তাই আমার হোতে পারনি কখনই।
১১ ই এপ্রিল, ২০২০ ভোর ৫:৪২
রাফা বলেছেন: এটুকুতেই চলবে। কবিতায় প্রকাশ করা কবিদের জন্যই সহজ।
এটা হলো সময়। সময় কখনও কখনও গুল গুলিয়া‘তে নিয়ে যায়।
ধন্যবাদ,পাঠক ০০৭
২| ০৯ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৩:০৪
মিতক্ষরা বলেছেন: ভালো। কিন্তু বিএনপির সমালোচনা বাদ দিয়ে কবিতা লিখছেন যে!
৩| ০৯ ই ডিসেম্বর, ২০১৩ ভোর ৪:০৩
নষ্ট কাক বলেছেন: সুন্দর হইছে
৪| ০৯ ই ডিসেম্বর, ২০১৩ ভোর ৪:০৯
বেঈমান আমি. বলেছেন: সে বুল শিট
৫| ০৯ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৫৭
আজ আমি কোথাও যাবো না বলেছেন: সে কার জন্য ছিলো?
৬| ০৯ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:৫১
আমিনুর রহমান বলেছেন:
কার জন্য এত কষ্ট? ভালো থাকুন।
৭| ১০ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:০৯
রাধাচূড়া ফুল বলেছেন: এতটা পথ হেটে আসার পর বললে-
এবার তাহোলে যাই।
আর কতটা পথ একসাথে চললে ,
তুমি শুধু আমারি হতেই।
আসলে তুমি আমার ছিলেনা কখনই:
খুব মিল খুজে পেলাম। মনে হল এই কথাগুলো আমার নিজের কথা।
৮| ১০ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:১২
স্বপ্নীল. বলেছেন:
৯| ২১ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:৪৯
অদ্ভুত_আমি বলেছেন: আসলে তুমি শুধু ভেবেছো তোমার কথাই
তাই আমার হোতে পারনি কখনই।
©somewhere in net ltd.
১|
০৯ ই ডিসেম্বর, ২০১৩ রাত ২:১৮
পাঠক০০৭ বলেছেন: ভালোই।