![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভালবাসি জন্মভুমি বাংলাদেশ ।অসহ্য মনে হয় যে কোন অন্যায়-কে।অসততার সাথে আপোষ নয় কখনই।গালি সহ্য করার মানসিকতা শুণ্যের কোঠায়।রাজাকার,আলবদর ,আল সামস মোট কথা বাংলাদেশের বিরোধী যে কোন শক্তিকে প্রচন্ড রকম ঘৃণা করি। তার চাইতে বেশি ঘৃণা করি নব্য ছাগিয়তাবাদিদের। যারা আশ্রয় প্রশ্রয় দেয় যুদ্ধাপরাধীদের ।
আমাদের স্বাধীনতা ,
আমাদের মুক্তিযুদ্ধ,
আমাদের বিজয়।
কোন রুপ কথার গল্প নয়।
আল্লাহর অশেষ রহমত ১৯৭১ -এর পুর্বে বিএনপি নামক দলটির জন্ম হয় নাই।
তাহোলে ৪২ বছরেও যুদ্ধাপরাধীদের বিচার হয় নাই অবস্থা দেখতে হইতো-না ।
দেখতে হইতো ৮৪ বছরেও আমরা স্বাধীন হইতে পারি নাই।
মাননীয় প্রধানমন্ত্রী ,
আর কোন সংলাপ কিংবা সহনশীলতার প্রয়োজন নেই।
সন্ত্রাসবাদ-জঙ্গীবাদের জননীকে নির্বাচনে আনার প্রক্রিয়া বাদ দিয়ে,দেশের মানুষ ও সম্পদ রক্ষার জন্য কঠোর ব্যাবস্থা গ্রহণ করুন।সন্ত্রাসকে রাজনৈতিক ভাবে মোকাবেলা আত্মহত্যার সামিল।এই দেশকে আফগানস্থান অথবা অপ পাকিস্তান বানানোর সর্বোচ্চ প্রচেস্টা চালাচ্ছে যুদ্ধাপরাধীর দল জামাতে ইসলাম আর তাতে সব রকমের সহযোগিতা করে যাচ্ছে খালেদা জিয়ার ছাগিয়তাবাদী দল।
এখন প্রধান এবং একমা্ত্র কাজ সাধারণ মানুষের জিবন এবং দেশের সম্পদ রক্ষা করা।
আমরা মনে প্রাণে বিশ্বাস করি জাতির জনকের যোগ্য কণ্যা হিসেবে এটা আপনার নৈতিক দায়িত্ব।বাংলাদেশে স্বাধীণতা বিরোধী বলে কোন শক্তির অস্তিত্ব আর দেখতে চায়না বাংলার মেহনতি মানুষ।
এখনই সন্মিলিত বাহিনির মাধ্যমে দেশ থেকে জঙ্গিবাদের শেকড় চিরকালের জন্য উপড়ে ফেলতে হবে।
যুদ্ধকে যুদ্ধ দিয়েই মোকাবেলা করতে হয়।
আপনি যা করে দেখিয়েছেন তাতে আপনার উপর ভরসা করতেই পারি।
আশা করি আপনি সফল হবেন ইনশাহ আল্লাহ।
-জয় বাংলা -জয় বঙ্গবন্ধু।
১৭ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৩৩
রাফা বলেছেন: আপনার জবাব আশা করি এর মধ্যেই পেয়ে গেছেন।
এই দেশে রাজাকারকে রাজাকার প্রমাণ করা যত কঠিন, ঠিক ততটাই সহজ আঃ লীগ হিসেবে প্রমাণ করা।
২| ১৬ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:১৮
রাফা বলেছেন: জবাব কি পেয়েছেন?
এই দেশে আওয়ামী লীগ হওয়া খুব সহজ
©somewhere in net ltd.
১|
১৬ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ৮:৩০
মিতক্ষরা বলেছেন: আপনার কি ধারনা মাননীয় প্রধানমন্ত্রী সন্ত্রাস দমনে কঠোর ব্যবস্থা নেবেন? তাহলে যে নিজের আদরের সোনার ছেলেরাই ফেসে যায়।
দেখুন, ছাত্রলীগের নাশকতা সংক্রান্ত খবর:
http://dailyinqilab.com/2013/12/16/149010.php