নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি নিরপেক্ষ নই, আমি মুক্তিযুদ্ধের পক্ষে।

রাফা

ভালবাসি জন্মভুমি বাংলাদেশ ।অসহ্য মনে হয় যে কোন অন্যায়-কে।অসততার সাথে আপোষ নয় কখনই।গালি সহ্য করার মানসিকতা শুণ্যের কোঠায়।রাজাকার,আলবদর ,আল সামস মোট কথা বাংলাদেশের বিরোধী যে কোন শক্তিকে প্রচন্ড রকম ঘৃণা করি। তার চাইতে বেশি ঘৃণা করি নব্য ছাগিয়তাবাদিদের। যারা আশ্রয় প্রশ্রয় দেয় যুদ্ধাপরাধীদের ।

রাফা › বিস্তারিত পোস্টঃ

আওয়ামী লীগ হারলেও বাংলাদেশকে হারতে দিবেনা শেখ হাসিনা।

০৬ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৮:৪৫

জয় বাংলা বাংলার জয়।জয় বাংলাদেশের আপামর শান্তিপ্রিয় জনসাধাণের জয়।



ধন্যবাদ,গণতন্ত্রের মানস কন্যা,জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের যোগ্য উত্তরশুরী -

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।



আপনার ডাকে সারা দিয়ে বাংলার অকুতোভয় জনতা,বোমা,গ্রেনেড,জালাও -পোড়াও,হত্যা ও সন্ত্রাসকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে

ভোটের মাধ্যমে তাদের ম্যান্ডেট প্রয়োগ করেছে।

এখন এই জনগণের ভোটের মর্যাদা রক্ষার দ্বায় আপনার ও প্রতিটি নির্বাচিত সাংসদের এবং আগামি সরকারের উপর বর্তেছে।

অনুগ্রহ করে মনে রাখবেন আজকের ভোট কোন স্বাভাবিক পরিবেশে হয় নাই।যারা ভোট দিয়েছে তারা প্রত্যেকে নিজের জিবনের ঝুকি নিয়ে আপনাদের ভোট দিয়েছে।



৭১-এ জাতির জনক বঙ্গবন্ধুর ডাকে সারা দিয়ে নিরস্র জনগণ ,পৃথিবীর অন্যতম দুর্ধর্ষ ও চৌকষ বাহিনী পাকিস্তানি হানাদার ও কতিপয় এদেশিয় দালালদের শোচনিয়-ভাবে পরাজিত করে যে বিজয় ছিনিয়ে এনেছিলো: তাকে পরিপুর্ণতা দিতেই আজকের সংগ্রাম।



যে বাঙ্গালীকে ট্যান্ক,কামান ও মেশিনগান রুখতে পারে নাই।সেই বাঙ্গালীকে রুখতে একতাবদ্ধ হয়েছে যুদ্ধাপরাধীদের দল জামাতে ইসলামি ও তথাকথিত ঝাতিয়তাবাদি (ছাগিয়তাবাদি )দল।এটা শুধু হাস্যকরই না শতাব্দীর সবচাইতে বড় কৌতুক।

খালেদা জিয়া ও তার তল্পিবাহকদের বাংলার মাটি থেকে নিশ্চিন্হ করার এটাই উপযুক্ত সময়।এই বিষবৃক্ষ শেকড় সুদ্ধ উপড়ে ফেলতে হবে।ইতিহাসের আস্তাকুড়ে নিক্ষেপ করতে হবে জামাতের নতুন সংস্করন ছাগিয়তাবাদি দলকে।

এর কোন বিকল্প নাই।

বাংলার মানুষ, ৩০ লক্ষ শহিদের রক্তে রন্জিত বাংলার মাটিতে কোন স্বাধীনতা বিরোধীর আস্ফালন দেখতে চায়না। চার লক্ষ মা বোনের সম্ভ্রমকে অবমাননা করে রাজনিতী করার কোন অধিকার নেই এই বাংলার মাটিতে।সেটা কোন সেক্টর কমান্ডারের উত্তরশুরি হোলেও।

এই দেশের শিরা,উপশিরা ও ধমনিতে প্রবাহিত হোচ্ছে মুক্তিযুদ্ধের চেতনা।এই চেতনাকে সালাম জানিয়ে রাজনিতী করতে হবে।তা-নাহোলে অলাইকুম আসসালাম বলে বিদায় নিতে পারেন সেই অপ-রাজনিতীবিদরা।



গণতন্ত্র মানে যদি হয় যুদ্ধাপরাধীদের সাথে বৈঠক ,প্রয়োজন নেই সেই গণতন্ত্রের।গণতন্ত্র মানে যদি হয় সন্ত্রাসী ও বোমাবাজদের সাথে আপোষ, প্রয়োজন নেই আমাদের সেই গণতন্ত্রের।

গণতন্ত্রের চাইতে বেশি মুল্যবান আমার মায়ের সন্মান।আর আমার মায়ের প্রতিরুপ হোচ্ছে আমার দেশ ,আমার সোনার বাংলাদেশ।যে গণতন্ত্র আমার মায়ের অবমাননা করে, প্রয়োজন নেই সেই গণতন্ত্রের।



পরিশেষে-ইস্পাত দৃঢ় মনোবল নিয়ে এগিয়ে যান।প্রকৃত যোদ্ধাদের পাশেই পাবেন আজিবন।২১-শে আগস্ট যে যোদ্ধারা নিজের জিবন বিপন্ন করে রক্ষা করেছে আপনাকে।এখন আর অরক্ষিত নন আপনি জননেত্রি শেখ হাসিনা।বাংলার মাটি থেকে নিশ্চিন্হ করে দিতে হবে পরাজিত অপশক্তিকে।যারা স্বিকার করেনা আমাদের স্বধীনতায় ।যারা সন্দিহান আমাদের বিজয়ে।বাংলাদেশ শুধু তাদের জন্য যারা মাথায় করে রাখবে আমাদের স্বাধীনতার চেতনাকে।



জয় বাংলা-জয় বঙ্গবন্ধু।



মন্তব্য ৭৫ টি রেটিং +০/-১

মন্তব্য (৭৫) মন্তব্য লিখুন

১| ০৬ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৮:৪৯

মুহসিন বলেছেন: এখন শুধু স্টীমরোলার দরকার। শুধু আওয়ামী লীগের লোকজন এদেশে থাকবে। এদেশ স্বাধীন করেছে আওয়ামী লীগ। সুতরাং আর কারো এদেশে থাকার অধিকার নেই। ভোট ও ভাতের অধিকার দরকার নেই।

০৬ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৮:৫৮

রাফা বলেছেন: মনে হয় আপনার যন্ত্রনা শুরু হয়েছে।উত্তরশুরি কি .......!

২| ০৬ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৮:৫২

অবুঝ পাঠক বলেছেন: eto dekhi manus na awamileague

০৬ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৯:০৫

রাফা বলেছেন: আপনার যদি তাই মনে হয় তবে তাই।তবে নিজের পরিচয় দিতে লজ্জাবোধ হয় নাতো আপনার?

৩| ০৬ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৮:৫৩

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
আওয়ামিলীগ তো হারেনি, আওয়ামিলীগ তো ভোট ছাড়াই জিতে গেছে B-)) B-)) B-))

০৬ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৯:০২

রাফা বলেছেন: আমি যে জয়ের জন্য অপেক্ষা করছি তা এখনও অর্জিত হয় নাই স্বর্ণা।
আশা করি বুঝতে পেরেছেন।
ধন্যবাদ।

৪| ০৬ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৯:০০

মোহাম্মদ মজিবর রহমান বলেছেন: দশম জাতীয় সংসদ ‘পাতানো’ নির্বাচনকে জনগণ স্বতঃস্ফূর্তভাবে ‘না’ করে দিয়েছে। সারাদেশের ভোটাররা শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের অধীনে নির্বাচন প্রত্যাখ্যানের নীরব বিপ্লব ঘটিয়েছে।এটাই বাস্তবতা।শুধু শুধু উল্টা-পাল্টা যুক্তি দেখিয়ে লাভ নেই,মহান মুক্তিযুদ্ধ নিয়ে আর রাজনৈতিক ব্যবসা করবেন না দয়া করে।

৫| ০৬ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৯:০১

চলতি নিয়ম বলেছেন: বাংলাদেশে এই প্রথম স্বচ্ছ-নিরপেক্ষ-আন্তর্জাতিক মানের ১০০ % রাজাকার মুক্ত সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

আর এই নির্বাচনে মানুষের ভোটাধিকার হরণ করেছে একমাত্র বিএনপি-জামাত। তাদের সমর্থকদের পাশাপাশি অনেক আওয়ামী সমর্থক দের ভোটাধিকার ও তারা হরণ করেছে।

দেখা যাক নেক্সট কি হয়।

০৬ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৯:০৭

রাফা বলেছেন: যার জন্য এত ত্যাগ তিতিক্ষা সেই চুড়ান্ত বিজয়ের অপেক্ষা করছি।
ধন্যবাদ।

৬| ০৬ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৯:২২

সেমিবস বলেছেন: এত ভালো নির্বাচন কখনও হয় নাই আর কখনও হবেও না।

৮% ভোট কাষ্ট হয়েছে......তারপরেও দেখালেন ৪৫%!

গণতন্ত্র আপনাদের কাছে শিখলাম!!!!!!!!!!

০৬ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৯:৩৪

রাফা বলেছেন: আপনি কি পোলিং এজেন্ট ছিলেন নাকি?
১% ভোট যদি পড়ে থাকে সেটাই ১০০%-এর চাইতে বেশি গুরুত্বপুর্ণ আজকের প্রেক্ষাপটে।
আওয়ামী লিগ ভাড়া করা ক্যাডার দিয়ে আন্দোলন অন্ততপক্ষে করেনা।
আজ থেকে শাড়ি আর চুড়ি পরে নাকে ক্ষত দেওয়া উচিত বিএনপি নামক দলটির নেতৃত্বের।রাজনিতী তাদের জন্য না।ঘরে বসে সংসার সামলানো উচিৎ তাদের।

৭| ০৬ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৯:২৫

মন্জুরুল আলম বলেছেন: ____________প্রাণঢালা অভিন্দন______________________
১০ম জাতীয় সংসদ নির্বাচনে অপ্রতিদ্বন্দি দল হিসেবে ৩০০ আসনের সবকয়টিতেই ৯৯.৯৯% ভোট পেয়ে বাংলাদশে আওয়ামীলীগ জোট নির্বাচিত হওয়ায় মাননীয় প্রধানমন্ত্রী, জননেত্রী, গণতন্ত্র কণ্যা, ডিজিটাল বাংলাদেশের রূপকার, উন্নয়নের অগ্রদূত, ধানকণ্যা, ভাষাকণ্যা, গণতন্ত্র ও সংবিধানের ধারক-বাহক-সংরক্ষক, এক ও অদ্বিতীয় দেশপ্রেমিক ডক্টর শেখ হাসিনা কে জানাই প্রাণঢালা অভিন্দন। জয় বাংলা।
-----শুভেচ্ছান্তে, শেখ মুহাম্মদ সুশীল চেৌধুরী (২য় মুক্তিযুদ্ধের অনলাইন সেক্টর কমান্ডার)

৮| ০৬ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৯:২৫

ম্যাংগো পিপল বলেছেন: লীগ হলো একটা বিশেষ প্রজাতির প্রানী। এরা দেখতে মানুষের মত, হয়তো বিবর্তনের ধারায় মানুষের মত আকৃতি পেয়েছে। অথবা ওদের বিশেষ জ্বিনগত বৈশিষ্ট্য আছে।

যার কারনে ওরা কল্পনাতীত নির্লজ্ব।

০৬ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৯:৪৫

রাফা বলেছেন: লীগ তবুও নিজের পরিচয় দিয়ে বলতে পারে তারা লীগ করে।
কিন্তু আপনারা পিছলানো ছাড়া আর কিছুই করতে পারেননা।

৯| ০৬ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৯:২৬

মোহাম্মদ মজিবর রহমান বলেছেন: মহান মুক্তিযুদ্ধের চেতনা নিয়া আর কত রাজনৈতিক ব্যবসা করবেন।মুক্তিযুদ্ধের চেতনা বলতে আপনারা কি বোঝেন দয়া করে খোলাসা করে বলেনতো দেখি।
মুক্তিযুদ্ধ আমার কাছে মহান ও গৌরবের,কারন আমি মুক্তিযোদ্ধার সন্তান।

০৬ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৯:৪১

রাফা বলেছেন: তারেক , কোকোও মুক্তিযোদ্ধার সন্তান।আপনি যদি মুক্তিযোদ্ধার সন্তান হয়ে থাকেন আপনার জন্য করুনা ছারা আর কিছুই নাই।

১০| ০৬ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৯:২৬

হাসিব০৭ বলেছেন: হায়রে বাকশালী বীর্য তোমরা যা বলবা তাই হল গনতন্ত্র। =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ দুপুর ২টা পর্যন্ত আমাদের কেন্দ্র ভোট পরছিল ১৫ টা কিন্তু বিকেল ৩ টার পরে ভোটার না থাকলেও ভোট পরেছে মোট ৬০০০+ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ এত ভোটার আই তাও আমরা দেখলাম না তারা কি জ্বীন ছিল????? =p~ =p~ =p~ =p~ =p~ =p~

০৬ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৯:৫১

রাফা বলেছেন: ছাগিয়তাবাদি এমনি এমনি বলি!
ভোটের সমিকরনতো শেষ হয়ে গিয়েছিলো বিএনপি নামক জামাতের বর্জনের পরই।
অপ্রাসাঙ্গীকভাবে যে প্যাচাবেন এটাতো জানাই ছিলো।

১১| ০৬ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৯:৩৮

রামন বলেছেন:
৯৬ সালে বি এন পি বৃহত্তর আওয়ামী লীগকে বাদ দিয়ে এক তরফা নির্বাচন করে সরকার গঠন করেছিল, পরবর্তিতে জনগনকে সাথে নিয়ে আন্দোলন করে সেই সরকারের পতন ঘটিয়েছিল আওয়ামী লীগ তবে এবারের প্রেক্ষাপট সম্পূর্ণ ভিন্ন।সংবিধান রক্ষার্থে এই নির্বাচন দিতে বাধ্য ছিল সরকার আর জনগনও সেটা উপলব্ধি করেই মৌন সম্মতি জানিয়েছে এই নির্বাচনের প্রতি। কিন্তু বিরোধী দল নির্বাচন বানচাল করতে যে ভাবে জালাও পোড়াও ও সহিংসতার আশ্রয় নিয়েছে তাতে জনগণ ১৮দল থেকে উল্টো মুখ ফিরেয়ে নিয়েছে। গত ২৯ ডিসেম্বরের অভিযাত্রা কর্মসূচি ব্যর্থতা তারই একটা নমুনা। এখন বিরোধী দল যদি ২৯ ডিসেম্বর থেকে শিক্ষা গ্রহণ না করে এবং সরকার পতনের জন্য আন্দোলনের নামে দিনের পর দিন হরতাল অবরোধ দিয়ে জালাও পোড়াও অব্যাহত রাখে তাহলে জনসমর্থন বৃদ্ধি তো দুরের কথা তাদের জনপ্রিয়তা একেবারে শুন্যের কোটায় নেমে আসবে। পৃথিবীতে সহিংসতা ও সন্ত্রাস করে দাবী আদায়ের দিন শেষ হয়ে গেছে। একমাত্র আলোচনার টেবিলে বসে সব কিছু অর্জন সম্ভব।

০৬ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৯:৫৭

রাফা বলেছেন: এটাই হোলো মৌলিক পার্থক্য দুই দলের।
একজন দাবি আদায় করতে আন্দোলন করে।আরেকজন সন্ত্রাস তাও আবার যুদ্ধাপরাধীদের শহায়তায়

১২| ০৬ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৯:৪৮

বিচার মানি তালগাছ আমার বলেছেন: তোমাদের পা চাটা বুদ্দিজীবিরা বলেছিল, মোবাইলের ক্যামেরা দিয়ে সবাই কারচুপি প্রচার করতে পারবে। অনেক মিডিয়‍া থাকলে কারচুপির সুযোগ নেই। অথচ সেই মিডিয়া আর ক্যামেরার এত প্রমাণ দেয়ার পরও এখন নাকি ভোট ৫০% হয়েছে! হায়রে BAL

১৩| ০৬ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৯:৫১

মেমননীয় বলেছেন: আওয়ামী লীগ হারলেও?

জনাব, এর মানে কি?

০৬ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১০:০৫

রাফা বলেছেন: এইতো একজন পেলাম যে না বুজলেও আমাকে প্রশ্ন করলো শিরোনামের তাৎপর্য কি?
আওয়ামী লীগ তার সমস্ত জিবনের অর্জন বাজি লাগিয়েছে।
যুদ্ধাপরাধীমুক্ত রাজনিতীর সুচনা করতে।এই নির্বাচনে আওয়ামি লীগ জিতেও হেরেছে।
ধন্যবাদ।

১৪| ০৬ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৯:৫৭

মোহাম্মদ মজিবর রহমান বলেছেন: লেখককে বলতে চাই,করুনার পাত্র আমি না আপনি।কারন,আমার বাপ-দাদারা মুক্তিযুদ্ধ করেছিল বাংলাদেশকে স্বাধীন করার জন্য,কারো তাবেদরি করার জন্য না।আপনারা মহান মুক্তিযুদ্ধের চেতনার নামে অন্য রাষ্ট্রের তাবেদারি করেন তাই আপনাদের মত লোকদের জন্য করুনা হয়।আপনাদের মত লোকেরা একদিন আস্তাকুরে নিক্ষিপ্ত হবেন।

১৫| ০৬ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৯:৫৮

হাসিব০৭ বলেছেন: কুত্তাদের কোন লজ্জা নাই থাকবইবা কেনমে ওরা তো কোন পোশাক ই পরে না। লাংটাদের আবার লজ্জা =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

০৬ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১০:১৪

রাফা বলেছেন: আপনার পরিচয় দিয়ে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

১৬| ০৬ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৯:৫৮

বোধহীন স্বপ্ন বলেছেন: আওয়ামী লীগের জয়ের মধ্য দিয়ে বাংলাদেশের পরাজয় নিশ্চিত হল। কারণ, আম্লীগ একটা বাল আর বম্পি আরেক আবাল। বাল আর আবালে ভরা দেশ। আমজনতা বলতে কিছুই নাই।

০৬ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১০:১৬

রাফা বলেছেন: আপনি যে কেমন আম জনতা তা না জানালেই ভালো করতেন।

১৭| ০৬ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৯:৫৮

হাসান কালবৈশাখী বলেছেন:
১% ভোট হলে সেটাও আইনত বৈধ।
ভোটার উপস্থিতি কম হওয়ার কারন মুলত প্রতিদ্বন্দ্বীতা বিহীন নির্বাচন।
আর সরকারি দল ইতিমধ্যেই বিনা প্রতিদ্বন্দ্বীতায় বেশীর ভাগ আসন পেয়ে অলিখিত ভাবে ভোটের আগেই সরকার গঠনের ম্যান্ডেট পেয়ে গেছে।
তাই ভোটার উপস্থিতি সঙ্গত কারনেই কম।
এতে অকারন হাহুতাস করার কিছু নেই।

এ ধরনের অথর্ব, জামাতি লেজুরবৃত্ত্বি করা বিরোধীদল থাকলে এরকমই হবে।
নির্বাচন পিছিয়েও কোন লাভ হতনা। এমনকি তত্তাবধয়ক রাখা হলেও কোন লাভ হতনা, তত্তাবধয়ক সরকার প্রধান সিলেক্সান নিয়ে দির্ঘ অচলাবস্তা থাকতো
শুশিলরা এটাই চেয়েছিল, দির্ঘ অচলাবস্থা মানেই সুযোগ সন্ধানি 3rd party.


দেশকে নব্য পাকিস্তান বানানোর ষড়যন্ত্র কখনো সফল হতে দেয়া যায় না। দেয়া হবে না। এই নির্বাচনের পর এদেশটিতে স্বাধীনতা মুক্তিযুদ্ধের বিরোধি শক্তি রাজাকারদের কবর রচিত হবে।

০৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:৪৯

রাফা বলেছেন: চুড়ান্ত বিজয় না অর্জন না করা পর্যন্ত হাসিনার পিছিয়ে যাওয়ার কোন সুযোগ নাই।
এখন প্রতিটি সিদ্ধান্ত গ্রহণ করতে হবে অত্যন্ত বিচক্ষন ও সততার সাথে।
সাধারন মানুষকে সম্পৃক্ত করতে হবে এই মহাযগ্গে সাধারন মানুষের শক্তির কোন বিকল্প নেই।
আশা করি কেনো বলেছি আওয়ামী লীগ হারলেও বাংলাদেশকে হারতে দিবেনা হাসিনা , তা বুঝতে পেরেছেন।

ধন্যবাদ।

১৮| ০৬ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১০:০২

বাবু>বাবুয়া>বাবুই বলেছেন: আওয়ামী লীগ হারলেও বাংলাদেশকে হারতে দিবেনা শেখ হাসিনা।


"মুঝ পার এক এহসান কারনা, মুঝ পার কোয়ী এহসান মাত কারনা।"
................ চুলবুল পান্ডে।

০৬ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১০:৫৯

রাফা বলেছেন: আপনাদের মত মাছির ঘিলু নিয়ে রাজনিতী করেনা হাসিনা।
অন্যপন্থায় ক্ষমতায় আসার রাস্তা বন্ধ করলো হাসিনা এই নির্বাচনের মাধ্যমে।

১৯| ০৬ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১০:২৬

হাসিব০৭ বলেছেন: ভোট যদি বৈধই হয় তাইলে জালিয়াতি করার মানেটা কি। আপনারা সবাই মানষিক ভাবে অসুস্থ আর সুস্থই বা থাকবেন কেমনে আপনাদের নেতাই তো আদালত থেকে প্রাপ্ত খেতাবধারী রংহেডেড

২৭ শে জানুয়ারি, ২০১৪ রাত ৩:১৩

রাফা বলেছেন: এখানে জালিয়াতি করার কি আছে.....।হারলেও আঃ লীগ সরকার গঠণ করবে,জিতলেও আঃ লীগই সরকার গঠণ করবে।

বিরোধী দল যখন অংশ-গ্রহণই করলোনা এই নির্বাচনে।

২০| ০৬ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১০:২৯

মহাজাগতিক বলেছেন: এই প্রকারের চাটুকরিতাই চিরকাল আম্লীগের ক্ষতি করে এসেছে। আম্লিগের অস্তিত্ব বিক্রি করে করে দু পয়সার লাভ পেয়েছে চাটুকাররা।

০৬ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১০:৪১

রাফা বলেছেন: কি বলবো নির্বোধ নাকি সরাসরি ছাগল বলবো !!

চাটুকারিতা কাকে বলে প্রথমে এটা ভালো করে বুঝতে শিখুন তারপর মন্তব্য করুন।

২১| ০৬ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১০:৪৭

কলাবাগান১ বলেছেন: "বাংলার মানুষ, ৩০ লক্ষ শহিদের রক্তে রন্জিত বাংলার মাটিতে কোন স্বাধীনতা বিরোধীর আস্ফালন দেখতে চায়না।"

২২| ০৬ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১০:৫১

মারজ সোহাগ বলেছেন: (শতকরা)% হিসাব কি প্রতি হাজারে নাকি প্রতি লাখে হয়? নাকি বর্তমানে গায়েবানা ভোটের সিস্টেম চালু আছে
Click This Link

২৩| ০৬ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১১:০১

বিপ্লব06 বলেছেন: কেমন আছেন রাফা ভাই?

০৬ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১১:১৯

রাফা বলেছেন:
ভালো...আপনার কি খবর?

২৪| ০৬ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১১:১০

বাংলার আকাশ বলেছেন: আমার এক গোপালী কলিগ এর বার বার অনুরোধ এর কারনে ভোট কেন্দ্রে যেতে চেয়েছিলাম , কিন্ত সর্ত দিয়েছিলাম সাহারা খাতুন কে ভোট দিবার রিকোয়েষ্ট করবেন না । উনি উত্তরে বলেছিল শুধু একবার কেন্দ্র যান। বাসার একদম কাছে ছিল বলে গিয়ে দেখি বিশাল বড় মাঠ এ কেউ নাই কিছু গুন্ডা মারকা পোলাপান আর পুলিশ ছাড়া ! মন আর চাইলো না , ব্যাক করলাম। এই নির্বাচন এর কোন মানে হয় না ।



০৬ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৩১

রাফা বলেছেন:

আমিতো কোথাও বলিনি নির্বাচন শতভাগ ভালো হয়েছে।
আমার চাওয়াকে আমি নির্বাচনের চাইতে বেশি গুরুত্বপুর্ণ মনে করি।

খালেদার কারনে যে সরকার এসেছিলো ২০০৬ সালে তারা কি নির্বাচিত ছিলো?

আর হাসিনাকে ধন্যবাদ এই জন্য যে উনি উনার সমস্ত অর্জনকে বিষর্জন দিয়ে আমাদের ৪৩ বছরের যে চাওয়া তা পুরন করছে।

এই নির্বাচনের মাধ্যমে বন্ধ করা হয়েছে অবৈধ পথে ক্ষমতায় আসার রাস্তা।
ইতিহাস নির্ণয় করবে শেখ হাসিনার আজকের ভুমিকাকে।

আপনি বুকে হাত দিয়ে বলেনতো জামাতের সাহায্যে ক্ষমতায় এসে খালেদা যুদ্ধাপরাধীদের বিচার কি করতে পারবে?

আশা করি এরপর কেউ অপ্রসাঙ্গীক মন্তব্য করবেনা।

ধন্যবাদ।

২৫| ০৬ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১১:২৭

নিকষ বলেছেন: স্বাধীনতা বিরোধী তথা জামাত শিবিরের রাজনীতি কেন নিষিদ্ধ করে না আওয়ামী লীগ, আইন করে ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করা তো ওয়ান টুয়ের এর কাজ আওয়ামী লীগের জন্য।

আওয়ামী লীগ কখনওই জামার শিবির/ ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করবে না - কারণ এইটা বেচতে না পারলে আওয়ামী লীগের পেটে ভাত থাকবে না; আর সাথে এক চিমটি লবনের মত মুক্তিযুদ্ধের চেতনা তো আছেই।

যদি আওয়ামী লীগ সাপোর্টার হয়ে তাহলে জোর গলায় দাবি করেন, আইন করে জামাতের রাজনীতি নিষিদ্ধের। এবং এটা দেশের স্বার্থের জন্য এটা করা দরকার, যাতে জামাতের সাথে সাথে আওয়ামী লীগও ভ্যানিস হয়ে যায়।

০৬ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৪৬

রাফা বলেছেন: আওয়ামী লীগ এটা করেনা আওয়ামী লীগ সেটা করেনা।
আর বাকি দলগুলো কি করেছে বাংলাদেশের জন্য?
আপনাদের মত কিছু উদ্ভট লোকের আনাগোনা অহরহই আছে।
আর যাই করুক আইন করে বিচারের রাস্তা বন্ধ করেনা আওয়ামী লীগ।
বিচার করবেনা/বিচার করলে সাস্তি দিবেনা/সাস্তি দিলে রায় কার্যকর করবেনা।
আর কত নোংরামি করবেন আপনারা?নির্লজ্জতার একটা সীমা থাকা উচিত।
আপনাদের কোন নৈতিক অধীকার নেই এটা নিয়ে প্রশ্ন করার।

২৬| ০৬ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৫০

আনিসুর র বলেছেন: এটা কি যুক্ত করা যায়।

আমাদের দেশের উপর দিয়ে কোন দেশের গাড়ি বিনা মাশুলে যেতে দিবনা।

আমাদের ভর্তুগি দেয়া তৈল অন্যকোন দেশের যাবাহনে ব্যাবহার করতে দিবনা।

আমাদের দেশটাকে কারো বাজার হতে দেব না।

২৭| ০৬ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৫৫

ইসটুপিড বলেছেন: রাফা ভাই, আপনাকে পারসোনালি আমি রেসপেক্ট করি। একজন পুরান ব্লগার আপনি এবং জামাতের এগেইনস্টে বছরের পর বছর আপনি যেভাবে প্রটেস্ট করে আসছেন ব্লগে এবং ব্লগের বাইরে সেটা যে কারও জন্য প্রশংসনীয় এবং অনুকরণীয়। কিন্তু আপনার আজকের এই পোস্ট আপনার প্রতি আমার এতদিনের রেসপেক্টকে নড়িয়ে দিলেন, অবাক করে দিলেন।

কয়েকটা কমেন্টের রিপ্লাইএ বললেন দেখানোর জন্য কোথায় জাল ভোট পড়েছে। একজনকে জিজ্ঞেস করলেন সে পোলিং এজেন্ট কিনা। রাফা ভাই এটা আপনাকে মানায় না। আপনি অনেক বার জামাতের লোকজনকে এভিডেন্স দেখিয়ে লেজ গুটিয়ে পালানোর অবস্হা করেছেন; আপনি আজকে লীগের কেন্দ্র দখল, প্রিসাইডিং অফিসারদের নিজেদের ভোট কাস্ট করার সময় নিজের চোখ বন্ধ রাখছেন!! আজকের প্রায় প্রতিটি পেপারে, টিভিতে আছে, জানিনা কেন আপনার চোখে পড়ছে না সেগুলো।

১% ভোট যদি পড়ে থাকে সেটাই ১০০%-এর চাইতে বেশি গুরুত্বপুর্ণ আজকের প্রেক্ষাপটে।

কথাটা তাৎপর্যপূর্ণ। এটা দরকার ছিল বলতে পারেন, যেখানে সফলভাবে একটা জারজ বেজন্মাকে ফাঁসি দিতে পেরেছে লীগ। কিন্তু সেটাকে তাহলে একের পর এক সেন্টারে এরকম জাল ভোট মারার মাধ্যমে ৫০% এর কাছে নিয়ে যাওয়ার দরকারটা কেন পড়ল লীগের? সেটা নিয়েই অনেক আমজনতাও বাংলাদেশে এখন কথা বলছে। এটা কি আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়ার জন্য নয়? জানিনা লীগের এগেইনস্টে কথা বললেই আপনি জামাত বলা শুরু করেছেন কিনা।

ছাগিয়তাবাদীরা অনেক পিছলায়, ওদের গণায় ধরছি না, কখনও ধরিনি। কিন্তু সত্যিই তো ৯৬এ লীগের সাথে জামাতের মিটিংগুলো- সে ছবি কি লীগাররা আমজনতার স্মৃতি থেকে মুছতে পেরেছে? পেপারকাটিং-গুলো?

জামাতকে **ানি দেয়ার জন্য/দেশছাড়া করার জন্য অন্ধ লীগ করা লাগে না, বিএনপির নোমান হওয়া লাগে না, লাগে দেশপ্রেম। সেটা গতবছর খুলনার লোকজন দেখিয়েছিল, শাহবাগের শুরুতে এই ব্লগের ব্লগাররা দেখিয়েছিল। আমি আপনার কাছে কালবৈশাখীর মগজধোলাই টাইপের এধরণের ব্লগিং কখনই আশা করিনি রাফা ভাই।

০৬ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:০৫

রাফা বলেছেন: ধন্যবাদ, অনুগ্রহ করে আপনি আমার প্রতিটি কমেন্টের রিপ্লাই-গুলো মনোযোগ দিয়ে পড়ুন।

আমি কোথাও বলিনি নির্বাচন ভালো বা স্বচ্ছ হয়েছে।এমনকি আমি নির্বাচন নিয়ে একটি শব্দও লিখিনি।

যদি পয়েন্ট আউট করে বলেন খুশি হবো।
ধন্যবাদ।

২৮| ০৬ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:০০

আনিসুর র বলেছেন: ছোট্ট করে একটা কথা বলি। সবাই কিন্তু আওয়ামিলীগের কাছে শিখে। রাজনীতিতে তারাই বস যেমন।

১. জামাত নিয়ে আন্দোলন আওয়ামিলীগ বিএনপি কে শিখিয়েছে১৯৯৪-১৯৯৬।
২. দেশে তত্ত্বাবদায়ক ব্যাবস্তা আওয়ামিলীগ বিএনপি কে শিখিয়েছে১৯৯৬।
৪. মানুষ মেরে আন্দোলন চাঙ্গা করা আওয়ামিলীগ বিএনপি কে শিখিয়েছে ১৯৯৬।
৩. এক এগারো আনার ব্যাবস্তা আওয়ামিলীগ বিএনপি কে শিখিয়েছে ২০০৭।
৪. ভোট চুরি কি ভাবে করতে হয় আওয়ামিলীগ বিএনপি কে শিখিয়েছে২০১৪।

দেখেন না আওয়ামিলীগ নেতারা বলে বি এন পি কে শিখতে হবে আওয়ামিলিগের কাছে আন্দোলন কি ভাবে করতে হয়।


০৬ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:১৯

রাফা বলেছেন: ঘুরিয়ে ফিরিয়ে যা বললেন সবই ১৯৯৬।যদিও আমি আওয়ামী লীগের পক্ষে সাফাই গাইতে চাইনা।তবুও বলছি একই দাবি নিয়ে সমান্তরাল আন্দোলন আর জোটবদ্ধ হয়ে আন্দোলন এক কথা নয়।
তারপরও আমি আওয়ামী লীগের তাদে সাথে একসাথে বসারও সমর্থন করিনা।

ধন্যবাদ।

২৯| ০৬ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:০৮

নিকষ বলেছেন: প্রশ্ন করার নৈতিক অধিকার (!) নেই ...... উউউউউ ...... গায়ে লাগে তাই না?

আপ্নে তো আর দাবি করবেন না, জনগণের দাবি হোক - আওয়ামী লীগ জামাত শিবির আর ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করবে, দ্রুত যুদ্ধাপরাধীদের বিচার শেষ করবে; যাতে পরবর্তীতে আওয়ামী লীগ আর বাংলার মাটিতে রাজনীতি করার জন্য আর কোন ইস্যু না পায়।

০৬ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৪০

রাফা বলেছেন: আমার কমেন্ট যে শতভাগ সত্য তাই প্রমান করলেন।

আপনার এই প্রশ্নের উত্তর আদালতে আছে বর্তমানে।সমাধান হোক তারপর উত্তর দিবো।

৩০| ০৬ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৫৩

বাংলার আকাশ বলেছেন: হাসিনা কোন সমস্ত অর্জনকে বিষর্জন দিয়ে আমাদের ৪৩ বছরের কি কি চাওয়া তা পুরন করছে একটু বুঝিয়ে বলবেন ????

বি এন পি জামাতের সাহায্যে ক্ষমতায় আসবে কেন বুঝলাম না , আমার তো মনে হয় বর্তমান অবস্হায় নির্ভ্যাজাল নির্বাচন হলে বি এন পি ৯০ % সিট পাবে । জামাত নিয়া এত এল্যার্জি তো ওদের নিষিদ্ধ করে দিন না কেন ? ভারতের চাওয়া পাওয়ার জন্য আপনারা জামাত কে জংগি বানাতে চাচ্ছেন । সত্যিকার অর্থে আপনারা জামাত কে বার বার উস্কে দিচ্ছেন নিজেদের ফায়দার জন্য। আপনারা কথা দিয়া ওনেক কাজ করতে পারেন , ছোট ছিদ্র দিয়া বড় পাহারও বের করতে পারেন। একটা কাজ ই পারেন না , সেটা হচ্ছে মানুষকে শান্তি দেয়া।

০৬ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:১৭

রাফা বলেছেন: আপনাকে খুব কঠিন ভাষায় উত্তর দেওয়া উচিত ছিলো।কিন্তু সেটা আমি পারবোনা।এর পুর্বেও আমাকে অনেকে তাদের স্তরে নামিয়ে আনার চেস্টা করেছে সফল হয়নি ।

।আপনি যেমন বলেন আওয়ামী লীগকে জামাতকে নিষিদ্ধ করার আমি ত বলছিনা বি এন পিকে বলেন জামাত ছুড়ে ফেলে নির্বাচনে আসতে।

৩১| ০৬ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৩২

বাংলার আকাশ বলেছেন: আপনার বা আপনাদের মতো মহান কে আমাদের মতো আম জনতার স্তরে আনার কোন ধ্রষ্টতা আমার নাই।

জামাত কে বাদ দেন , আপনাদের কথাতেই ওদের ওনেক প্রচারনা হয়।

আপনি শুধু বলুন হাসিনা কোন সমস্ত অর্জনকে বিষর্জন দিয়ে আমাদের ৪৩ বছরের কি কি চাওয়া তা পুরন করছে ????

৩২| ০৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:৫৯

বেঈমান আমি. বলেছেন: কমেন্ট দেখলেই বুঝা যায় কার কোন জায়গায় লাগছে।কোন কথা নাই রাজাকার সব ঝুলানো হোক ।পরে না হয় আবার ইলেকশান হবে।

০৭ ই জানুয়ারি, ২০১৪ রাত ১:১৯

রাফা বলেছেন: চুড়ান্ত বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত সতর্কতা প্রয়োজন।
তরুন প্রজন্মের ভুমিকা কি হয় সেটাই প্রধান বিবেচনার বিষয় আজকে প্রেক্ষাপটে।

ধন্যবাদ।

৩৩| ০৭ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:০৬

সাইলেন্স বলেছেন: হাসিনা বাংলাদেশকে হারতে দিবে কিনা জানিনা তবে একটা কথা লিখে রাখতে পারেন, আগামী ৫ বছর যদি ক্ষমতায় থাকতে পারে তবে আরো কয়েকজন গডফাদার প্রসব করতে যাচ্ছে আওয়ামী লীগ যদি তা না হয় তবে আমি আকিকা করে আমার নাম বদলে এরশাদ রাখবো B-)

০৮ ই জানুয়ারি, ২০১৪ রাত ৩:০৮

রাফা বলেছেন: দেখা যাক আপনার প্রিডিকসন ঠিক হয় কিনা।
তবে ২০১৪ সালের বাংলাদেশে মনে হয়না সেরকম কিছু সম্ভব

৩৪| ০৭ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:১৭

নিয়েল হিমু বলেছেন: বাংলার মানুষ, ৩০ লক্ষ শহিদের রক্তে রন্জিত বাংলার মাটিতে কোন স্বাধীনতা বিরোধীর আস্ফালন দেখতে চায়না।
জয় বাংলা । জয় বঙ্গ বন্ধু ।

০৯ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৭:১১

রাফা বলেছেন: এটাই আমাদের মূল কথা।

ধন্যবাদ।

৩৫| ০৭ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৯:১৯

বিপ্লব06 বলেছেন: ভালোই আছি। চুপচাপ আছি। দেকছি, শিখছি আর মনে মনে ভাবছি কিচ্ছুহবে না।

১০ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:৩৭

রাফা বলেছেন: প্রতিকুলে যুদ্ধ করাই প্রকৃত সৈনিকের কাজ।
কেউ বুজলোই না আওয়ামী লীগের কত বিরাট হার হয়েছে।দলের চাইতে দেশ বড়।

৩৬| ০৭ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১০:১৯

বাংলার আকাশ বলেছেন: দেশ এর ইজ্জত বেইচ্চা খাইয়া এখন ভালো সাজার দরকার কি ?? ভারতী্য় দালাল, দালাল সন্তান আর মিথ্যা বাদিদের কশে একটা লা..ত্তি দিতে পারলে মনটা একটু ভালো থাকতো।

১০ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:৪৩

রাফা বলেছেন: এই তত্ব বেইচা রাজনিতী করার দিন শেষ।নতুন কিছু থাকলে পাকইস্তানের এদেশিয় এজেন্টের সাথে যোগাযোগ করতে পারেন।

লন্ডনে যোগাযোগ করলে ভালো পাউন্ডের বিনইময়ে বিক্রয় হবে।

৩৭| ০৭ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৫৫

ম্যাংগো পিপল বলেছেন: আমি মানুষের সাথে তর্ক করতে পারি, কিন্তু আওয়ামেলীগের সাথে নয়।

০৯ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৯:১৯

রাফা বলেছেন: সেটা নয় আপনি আপনার স্বজাতির সাথেই তো কথা বলবেন!
কারন আপনার ভাষা তাদের কাছেই বোধগম্য।
সেখানেই না-হয় ব্যা....ব্যা.....করেন।

৩৮| ০৮ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:১৫

মিতক্ষরা বলেছেন: "গণতন্ত্র মানে যদি হয় যুদ্ধাপরাধীদের সাথে বৈঠক ,প্রয়োজন নেই সেই গণতন্ত্রের।গণতন্ত্র মানে যদি হয় সন্ত্রাসী ও বোমাবাজদের সাথে আপোষ, প্রয়োজন নেই আমাদের সেই গণতন্ত্রের।"

এটাই তাহলে জাল ভোট সম্বলিত একতরফা নির্বাচনের পক্ষে যুক্তি। গনতন্ত্রের মানসকন্যার কেন জাল ভোটের দরকার সেটা এতক্ষনে বুঝলাম।

০৯ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৯:১৪

রাফা বলেছেন: কি বোঝাতে চাইলেন ঠিক বুঝতে পারলামনা।
আমি কি জাল ভোটের সমর্থনে পোস্ট লিখলাম নাকি?
আপনার কি মনে হয় আমার প্রেসক্রিপশনে আঃ লীগ চলে!!

৩৯| ০৯ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৯:২৮

মিতক্ষরা বলেছেন: "আপনার কি মনে হয় আমার প্রেসক্রিপশনে আঃ লীগ চলে!! "

সেইটাই যদি হয় তবে আওয়ামী লীগের পাপ আপনি নিজের কাধে তুলে নিচ্ছেন কেন? একটি জাল ভোটের নির্বাচন যাতে ১৫৩ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়, হাজারো নিরাপত্তা থাকা সত্ত্বেও মানুষ যেখানে ভোট কেন্দ্রে যায় নি - তেমন একটি নির্বাচনকে সমর্থন করার দায় নিজের কাধে কেন চাপাচ্ছেন?

৪০| ১০ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:১৫

রাফা বলেছেন: জাল ভোটকে সমর্থন করলাম কোথায়?
যারা জিবনের ঝুকি নিয়ে তাদের ভোট প্রয়োগ করেছে তাদের ভোটের মর্যাদা অবশ্য রাখতে হবে।সেটা যদি ১% হয় তবুও।
এটা কোন স্বাভাবিক পরিস্থিতির ভোট নয়।

আমার দাবী প্রতিস্ঠা করতে যা প্রয়োজন আমি তাই করেছি।এখন এটা রক্ষা করার দায়িত্ব সরকারের।

৪১| ১০ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:৫২

খােলদ িস বলেছেন:
খুব কষ্ট পাই যখন দেখি জাতির পিতার পরিবারে এক শেখ হাসিনা ছাড়া আর কারো বাংলাদেশি পাসপোর্ট নাই।

১০ ই জানুয়ারি, ২০১৪ রাত ২:৫৪

রাফা বলেছেন: যদিও পোস্টের সাথে সংস্লিস্ট নয়, তবুও খুব কস্ট হয় কিছু কিছু জিনিশ মেনে নিতে।

ধন্যবাদ।

৪২| ২৭ শে জানুয়ারি, ২০১৪ ভোর ৫:৪১

নীল জানালা বলেছেন:

ওরে হাচিনার পাচাটা গোলাম.... কামাই রুজির লাইগা কোন সৎ পথ খুঁইজা পাইলিনা?

মুক্তিযুদ্ধের চেতনা, বংগবন্ধুর কন্যা ইত্যাদি ইত্যাদি সবি বুঝলাম। কিন্তু জাতির সাথে নির্বাচন প্রতারনার কি হবে? সুষ্ঠু নির্বাচন দেওয়ার মাধ্যমে জাতিরে তার ভাগ্য নির্ধারনের অধিকার থেইকা গায়ের জোরে বন্চিত করার কি হবে? গনতন্ত্রের চরম অবমাননার কি হবে? শত কোটি টাকা লুটপাটের কি হবে? গত পাঁচ বছরের দুঃশাসনের কি হৈবে? অরাজকতার কি হবে? বিনা প্খারতিদ্লিবন্দিতায় চোর ডাকাতদের এমপি বানানোর কি হবে? খালি মুক্তিযুদ্ধের চেতনার কথা মুখে আউড়াইলেই যদি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হওয়া যাইতো তাইলে ইসলামের কথা বৈলা বৈলা জামাতে ইসলামও মুসলমান হয়া যাইতো। মুখে মুক্তিযুদ্ধের বুলি আর হাতে দেশের পাছায় ঠেলার বাঁশ তোদের। ঝাঁটাপিটা কৈরা গায়ের চামড়া তোলা দরকার তোদের।

৪৩| ২৭ শে জানুয়ারি, ২০১৪ ভোর ৫:৫৯

নীল জানালা বলেছেন: রাফা ছাগলডার মাথা খারাপ হয়া গেসে। হালায় চেতনার মায়াবড়ির বধজম হয়া গেসে। একবার কয় আমি কোথাও কও নাই নির্বাচন স্বচ্ছ হৈসে, আবার কয় এই এই নির্বাচনের মাধ্যমে অবৈধ পথে ক্ষমতা দখলের পথ বন্ধ হল। অবৈধ ভাবে ক্ষমতা দখল কৈরা অবৈধভাবে ক্ষমতা দখলের পথ বন্ধ করার বিষয়ডা মনে হয় চেতনা বড়ি খাইলে স্বপ্নে দেখা যাইতে পারে।
ওরে ছাগল, বাংলাদেশের মানুষরে তোর হাসিনা আম্মায় কি তোর মতন ছাগল মনে করসে? মানুষের উপর ভরসা কৈরা সৎ-সুষ্ঠু নির্বাচন দিলে মানুষ এমনিতেই আওয়ামিলীগের পক্ষে রায় দিত, অন্ততপক্ষে মৌলবাদ আর যুদ্ধাপরাধীদের দৌরাত্মরোধের খাতিরে হৈলেও অনেক কিছু ভুইলা মানুষ আওয়ামিলীগ এবং হাসিনার পাশে দাঁড়াইতো। সৎসাহস প্রদর্শনের মূল্যায়ন মানুষ করতো। আজকে হাসিনা এবং তার কুলাংগার চাটুকারের দল জাতির সাথে যেই বাটপারিটা করলো এইটা আওয়ামিলীগের বিগত সকল দুষ্কর্মের মধ্যে সবচে বড়। এইটা ক্ষমার অযোগ্য। এবং ক্ষমা তোরা পাবিনা। জামাতের সাথে সাথে তোরাও নিশ্চিহ্ন হবি।
কেউ যদি তোর কাছ থেকে ১০০ টাকা চায় তুই হয়তো দিবি, কিন্তু তোকে বোকা বানিয়ে যদি কেউ ৫০ টাকাও তোর কাছ থেকে নিয়ে নেয় তবে কি তুই তাকে ছেড়ে দিবি?
ময়াবড়ি কম খা।

৪৪| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১:২৫

উদদিন বলেছেন: ৭১ র মার্চে শেখ মজিব স্বইচ্ছায় এবং পূর্ব পরিকল্পনা অনুযায়ী পশ্চিম পাকিস্তান গমন করে ভুট্রোর দাওয়াতে ভুট্রোর অতিথি শালায় , এ কথাটি-ও যেমন সত্য , তেমনি সত্য -শেখ মজিব বাংলাদেশের শ্বাধীনতা চায়-নাই , শেখ মজিব চেয়েছিলো যুক্ত পাকিস্তানের প্রধান মন্ত্রী হতে , তাই শেখ মজিব যখন বুঝতে পারলো বাংলাদেশ শ্বাধীন হয়ে যাচ্ছে যুক্ত পাকিস্তানের প্রধান মন্ত্রী হওয়ার স্বপ্ন শেষ , কিন্তু "বুদ্ধী-জীবিদের যন্ত্রনায় তো বাংলাদেশের প্রধান মন্ত্রী হওয়ার কোন সুযোগ থাকবে-না তাই সে ভুট্রোকে আদেশ করে বাকি কাজটুকো সেরে দিতে অর্থাৎ ঢাকার বুকে বসবাস রত বাংলাদেশের সমস্ত "বুদ্ধী-জীবিদের হত্যা করে দাও এবং একটা লিষ্ট ভুট্রোর হাতে তুলে দেয় , শেখ মজিবের আদেশে , শেখ মজিবের স্বইচ্ছায়"ই শেখ মজিবের লিষ্ট অনুযায়ী"ই ঢাকার বুকে "বুদ্ধী-জীবিদের হত্যা করার আদেশ দেয় নর খাদক ভুট্রো তার সেনাদের , সহযোগিতা করে গনজাগরন মঞ্চের হোতা ডঃ ইমরান এইচ সরকারের বাপ-দাদা ! বাংলাদেশের সমস্ত "বুদ্ধী-জীবিদের হত্যা দ্বায় এবং দ্বায়িত্ব শুধু আওয়ামী লীগের , জামাত বা মুসলীম লীগ রাজাকার বা বুদ্ধী-জীবিদের হত্যাকারী তা আওয়ামী মুসলিম ট্রেরিষ্টদের সাজানো কাহিনী মাত্র ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.