নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি নিরপেক্ষ নই, আমি মুক্তিযুদ্ধের পক্ষে।

রাফা

ভালবাসি জন্মভুমি বাংলাদেশ ।অসহ্য মনে হয় যে কোন অন্যায়-কে।অসততার সাথে আপোষ নয় কখনই।গালি সহ্য করার মানসিকতা শুণ্যের কোঠায়।রাজাকার,আলবদর ,আল সামস মোট কথা বাংলাদেশের বিরোধী যে কোন শক্তিকে প্রচন্ড রকম ঘৃণা করি। তার চাইতে বেশি ঘৃণা করি নব্য ছাগিয়তাবাদিদের। যারা আশ্রয় প্রশ্রয় দেয় যুদ্ধাপরাধীদের ।

রাফা › বিস্তারিত পোস্টঃ

অব্যাহত থাক ক্রিকেটের জয়-যাত্রা~~ধনবাদ,খালেদা জিয়া।~~

১২ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১০:০৬



অসংখ্য ধন্যবাদ, জাতিয়তাবাদী (বিএনপি)দলের চ্যায়ার পার্শন খালেদা জিয়া।



আসন্ন শ্রিলংকা সফর ও এশিয়ান কাপ আয়োজনের সময় রাজনৈতিক কর্মসূচি-

না দেওয়া বা স্থগিত রাখার জন্য।



দেশের প্রকৃত দেশপ্রেমিক একজন নাগরিকের মতই কাজ করেছেন আপনি।

আপনাদের মত নেতৃত্বের নিকট থেকে আমরা এমন দায়িত্বশীল আচরনই আশা করি।

আপনার এই দায়িত্ব সম্পন্ন আচরণের জন্য যারা বাংলাদেশের ক্রিকেটকে ভালোবাসে-

তারা আপনার নিকট চিরকৃতজ্ঞ থাকবে।



বাংলাদেশের ক্রিকেটকে আরো এক ধাপ এগিয়ে দিলেন আপনি ।

বাংলাদেশের সকল ক্রিড়ামোদি দর্শক সমর্থক সহ আপামর জনসাধারণের পক্ষ থেকে,

আপনাকে আবারো জানাই অনেক অনেক ধন্যবাদ।



আপনার রাজনিতী আমি নাও পছন্দ করতে পারি,কিন্তু জনগণের কল্যাণে নেওয়া যে কোন

পদক্ষেপের সাথে, আপনার যে কোন যৌক্তিক সিদ্ধান্তকে স্বাগত জানাই।

সহজ সরল ভাষায় বাংলাদশের আপামর জনকল্যান ও মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রাখতে

আপনার ভুমিকাকে আমরা আরো জোড়ালো দেখতে চাই।



ধন্যবাদ।

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১২ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১০:৫৪

হাসান কালবৈশাখী বলেছেন:
চ্যায়ার পার্শন খালেদা জিয়া কবে বলেছেন
শ্রিলংকা সফর ও এশিয়ান কাপ আয়োজনের সময় রাজনৈতিক কর্মসূচি-না দেওয়া বা স্থগিত রাখার জন্য?

সুত্র?

এটা পড়ুন
Click This Link

২| ১২ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৫৯

মুহাই বলেছেন: humm.right

৩| ১২ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৫৯

মুহাই বলেছেন: humm.right

৪| ১২ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:০৬

সোহানী বলেছেন: যদি কথাটা সত্য হয় তাহলে অবশ্যই প্রশংসার দাবীদার...

৫| ১৪ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৭:০৮

খেয়া ঘাট বলেছেন: সোহানী বলেছেন: যদি কথাটা সত্য হয় তাহলে অবশ্যই প্রশংসার দাবীদার...

৬| ১৪ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:০৬

রাফা বলেছেন: এটা বিএনপির ক্রিড়া সম্পাদক জোড় দিয়ে টিভি-তে বলেছেন।
খালেদা জিয়া পজেটিভ মনোভাব প্রকাশ করেছেন...আমরা মনেপ্রাণে কামনা করি দেশের কথা চিন্তা করে উনি অবশ্যই একজন দেশপ্রেমিকের মতই ভাববেন।
আমাদেরও দায়িত্ব সাধুবাদ জানিয়ে তাকে উৎসাহিত করা।বাংলাদেশ হয়েছে বলেই তিনি প্রধানমন্ত্রী ও বিরোধী দলিয় নেতা হোতে পেরেছেন।
কাজেই সর্ব-প্রথম দেশের কথাই ভাবতে হবে।

ধন্যবাদ সবাইকে।

৭| ১৪ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:১০

স্বপ্নজয় বলেছেন: এটা নিশ্চিত নয়।

২৭ শে জানুয়ারি, ২০১৪ রাত ২:৪২

রাফা বলেছেন: এটাই নিশ্চিত সংবাদ.....।আশা করি আপনার সংশয় দুর হোয়েছে।

ধন্যবাদ।

৮| ২৬ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৫৯

ইখতামিন বলেছেন:
সহমত।

৯| ৩১ শে জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:১০

পাঠক১৯৭১ বলেছেন: কম বুঝলে সাবাইকে ধন্যবাদ দিতে সুবিধা হয়; খালেদার পতন হয়েছে, সে পারলে হরতাল, মরতাল, অবরোধ সবই দিতো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.