নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি নিরপেক্ষ নই, আমি মুক্তিযুদ্ধের পক্ষে।

রাফা

ভালবাসি জন্মভুমি বাংলাদেশ ।অসহ্য মনে হয় যে কোন অন্যায়-কে।অসততার সাথে আপোষ নয় কখনই।গালি সহ্য করার মানসিকতা শুণ্যের কোঠায়।রাজাকার,আলবদর ,আল সামস মোট কথা বাংলাদেশের বিরোধী যে কোন শক্তিকে প্রচন্ড রকম ঘৃণা করি। তার চাইতে বেশি ঘৃণা করি নব্য ছাগিয়তাবাদিদের। যারা আশ্রয় প্রশ্রয় দেয় যুদ্ধাপরাধীদের ।

রাফা › বিস্তারিত পোস্টঃ

****সম্পর্কের যন্ত্রণা***** ‍‍‍

২৫ শে আগস্ট, ২০১৪ দুপুর ১২:০৮

তোমার শহরে কি আর কেউ নেই-

যাকে কষ্ট দিয়ে তুমি সুখ পেতে পারো।

আমাকেই কেনো তোমার প্রয়োজন?



সম্পর্কের নোংরা স্পর্শ আমাকে ছুয়ে যাক-

তা আমি চাইনা।

আমি দুর্বিনিত,আমি ধ্বংস,আমি উদ্দাম-

আমি বিধ্বংসী,আমাকে সম্পর্ক টানেনা।

আমাকে মায়ার বন্ধনে জড়াতে চেওনা।



পাশে বসে,চকলেট,আইসক্রিম বা ফুচকা-

খাওয়ার সঙ্গী আমার প্রয়োজন নেই।

প্রয়োজন নেই অন্ধকারে বসে আলোছায়ার

খেলা দেখার একজন সাথী।



নিয়ম রক্ষার নিয়ম মানতে আমি রাজি নই-

আমাকে আমার মত থাকতে দাও।

আমি নিজেকে উৎস্বর্গ করে দিয়েছি,

মাকে কথা দিয়েছিলাম-জন্মভুমি জননীকে

কখনই ভুলে যাবোনা।



আমার শেকড় থেকে আমি বিচ্ছিন্ন নই,

আমাকে ডাকছে আমার জন্মভুমি



ক্যাটেগরি:

কবিতা



মন্তব্য ১৫ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ২৫ শে আগস্ট, ২০১৪ দুপুর ১:৩৯

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: আমার শেকড় থেকে আমি বিচ্ছিন্ন নই,
আমাকে ডাকছে আমার জন্মভুমি----------অসম্ভব সুন্দর ----ভীষণ ভাল লেগেছে

২৭ শে আগস্ট, ২০১৪ সকাল ১১:৫৯

রাফা বলেছেন: ধন্যবাদ,লা ~আ~খা~লা.....কিছু লাইন মনের মাঝে আনাগোনা করছিলো তাই কিছু একটা লেখার ব্যার্থ চেস্টা আরকি।

আপনার ভালো লেগেছে জেনে খুব খুশি হলাম।

২| ২৬ শে আগস্ট, ২০১৪ রাত ১২:৫৮

আহসানের ব্লগ বলেছেন: ভালো লিখেছেন।
বানান গুলোর দিকে আরও খেয়াল রাখলে ভালো হতো। :)

২৮ শে আগস্ট, ২০১৪ সকাল ১১:১৮

রাফা বলেছেন: হুম.....যদি ভুল বানান গুলো বলতেন তাহোলে শুদ্ধ করে নিতাম।
ধন্যবাদ,কস্ট করে পড়ার জন্য।

৩| ২৬ শে আগস্ট, ২০১৪ রাত ২:৫৭

বাংলার পাই বলেছেন: সম্পর্কের নোংরা স্পর্শ আমাকে ছুয়ে যাক-
তা আমি চাইনা।



পাশে বসে,চকলেট,আইসক্রিম বা ফুচকা-
খাওয়ার সঙ্গী আমার প্রয়োজন নেই।
প্রয়োজন নেই অন্ধকারে বসে আলোছায়ার
খেলা দেখার একজন সাথী।



নিয়ম রক্ষার নিয়ম মানতে আমি রাজি নই-


আমার শেকড় থেকে আমি বিচ্ছিন্ন নই,
আমাকে ডাকছে আমার জন্মভুমি
-------------------------এক কথাই অসাধারন, চমৎকার। আমি মুগ্ধ। শুভেচ্ছা রইলো।

৩০ শে আগস্ট, ২০১৪ সকাল ৯:৫২

রাফা বলেছেন: ধন্যবাদ,বাংলার পাই -আপনার মুগ্ধতার জন্য।

৪| ২৮ শে আগস্ট, ২০১৪ সকাল ১১:৩৯

অপরাজেয় বিদ্রোহি বলেছেন: +++

৩১ শে আগস্ট, ২০১৪ রাত ৮:০১

রাফা বলেছেন: + চিহ্নের জন্য ধন্যবাদ~~অপরাজেয় বিদ্রোহি।

৫| ৩১ শে আগস্ট, ২০১৪ রাত ১০:১৩

আহসানের ব্লগ বলেছেন: এইযে কষ্ট বানান টা ভুল লিখলেন।

৬| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:১৬

লিমা মেহরিন বলেছেন: আমার শেকড় থেকে আমি বিচ্ছিন্ন নই,
আমাকে ডাকছে আমার জন্মভুমি----------বেশ সুন্দর ---- ভাল লাগলো।

০২ রা অক্টোবর, ২০১৪ রাত ১১:১৭

রাফা বলেছেন: ধন্যবাদ , লিমা মেহরিন।

শেকড় থেকে বিচ্ছিন্ন হোেল বেচে থাকা যায়না।

৭| ১৩ ই অক্টোবর, ২০১৪ রাত ২:১৪

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: সুন্দর কবিতায় +

২৩ শে অক্টোবর, ২০১৪ সকাল ৭:০৪

রাফা বলেছেন: ধন্যবাদ,তনিমা~~

৮| ২২ শে ডিসেম্বর, ২০১৪ ভোর ৬:১৯

নির্বোধ পাঠক বলেছেন: আমার শেকড় থেকে আমি বিচ্ছিন্ন নই,
আমাকে ডাকছে আমার জন্মভুমি


ভাল লেগেছ।

বানান দেখতে চেয়েছিলেন - ছুঁয়ে/দুর্বিনীত/উৎসর্গ

ভাল থাকুন। শুভেচ্ছা নিন।

২২ শে ডিসেম্বর, ২০১৪ ভোর ৬:৫৮

রাফা বলেছেন: ধন্যাবাদ,আপনার ভালো লাগা টুকু জানতে পারায়।

আমি বানান দেখতে চাইনি...আপনার কবিতার একটি লাইনের শেষ শব্দ ছায়া আছে সটাকেই বলেছি ছায়া না হোয়ে ছোঁয়া হোলে ভালো হোতো।

ধন্যবাদ,পাঠক।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.