![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভালবাসি জন্মভুমি বাংলাদেশ ।অসহ্য মনে হয় যে কোন অন্যায়-কে।অসততার সাথে আপোষ নয় কখনই।গালি সহ্য করার মানসিকতা শুণ্যের কোঠায়।রাজাকার,আলবদর ,আল সামস মোট কথা বাংলাদেশের বিরোধী যে কোন শক্তিকে প্রচন্ড রকম ঘৃণা করি। তার চাইতে বেশি ঘৃণা করি নব্য ছাগিয়তাবাদিদের। যারা আশ্রয় প্রশ্রয় দেয় যুদ্ধাপরাধীদের ।
দৈল্লা রাজাকার নয়-আমার ফাসিঁ চাই।
=====================
মাননীয় আদালত ,আপনাদের কাছে আমার আকুল আবেদন রইল।
যে দেশে মুক্তিযোদ্ধার সন্তানের মাথা হেট করে বাচতে হয় সে দেশ কি আমরা চেয়েছিলাম!
রাজাকরের জয় জয়কার যে দেশের আকঁশে বাতসে সেই দেশ কি চেয়েছিলাম আমরা?
তাহোলে কি আমরা সত্যের পরাজয় ও শয়তানের জয় এই পথেই ধাবিত হইতেছি।
সন্দেহাতিত ভাবে প্রমাণিত একজন খুনিকে সর্বোচ্চ সাস্তি দেওয়া যাবেনা-এর চাইতে দুঃখজনক আর কিছুই হোতে পারেনা।
আর কোন যুদ্ধাপরাধীর বিচার চাইনা-সবাইকে রাজবন্দী বিবেচনা করে মুক্তি দিয়ে দেওয়া হোক।
১৭ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:০৫
রাফা বলেছেন: আমৃত্যু কারাদন্ড ইজ বুল-শিট।
হাসিনা আর একটি আগস্ট সৃস্টি করার পথ করে দিলো।
বাঘের সাথে এক খাচায় বাস করা যায়-কিন্তু জামাত/শিবির কি চিজ ,এটা সময় মত টের পাবে।
ধন্যবাদ,চলতি নিয়ম।
সবাই নির্বাক হোয়ে গেছে ,কি আর প্রতিক্রিয়া জানাবে।
সবাইকে হতবাক করে দিয়েছে এই রায়।
২| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:৪৩
আব্রাহাম মোর্শেদ বলেছেন: ''হায় রে বিচার, হায় বিচারক, হায় রে বিবেকবোধ,
আমার টাকায় বাঁচবে খেয়ে সাইদি মা*****দ???"
০৩ রা অক্টোবর, ২০১৪ রাত ১১:১৯
রাফা বলেছেন: প্রমাণিত সত্য হোচ্ছে সাইদি একজন খুনি, ধর্ষণকারি এবং জোড় করে মানুষের ধর্মান্তরকারি হোয়েও সর্বোচ্চ সাস্তি পেলোনা।
এর চাইতে বড় প্রহসন মনে হয় আর কিছুই নাই।
সাইদির জন্য আমার প্রার্থণা , ফিনারে জাহান্নামা খালেদিন।
৩| ০১ লা অক্টোবর, ২০১৪ সকাল ৯:১৫
রাতুলবিডি৪ বলেছেন: ++++++++++
২৬ শে অক্টোবর, ২০১৪ সকাল ৮:৩২
রাফা বলেছেন: ধন্যবাদ,রাতুলবিডি৪~~
৪| ২৫ শে অক্টোবর, ২০১৪ রাত ১১:০৬
আপেল মাহমুদ বলেছেন: অনেক আতেল শুধু মাত্র মুসলিম বিবেচনায় তাকে ক্ষমা করার কথা বলে। কিন্তু অপরাধীর কি কোন ধর্ম আছে??
লেখকের জন্য +++++++++++++++++++++++++++++++++++
©somewhere in net ltd.
১|
১৭ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:৪৫
চলতি নিয়ম বলেছেন: সকল ছাগু ফাইটার এবং আওয়ামী সমর্থকদের অনুভুতি জানতে চাই. আমার অনুভুতি নিয়ে খেলা করার অধিকার কারো নাই. আওয়ামীলীগের উদ্দেশ্য কি জামার কে ঠান্ডা রেখে বাকি সময় পার করা? গোখরা ও পোষ মানতে পারে বাট জামাত শুয়োর না. কথাটা মনে রাখা উচিত.