নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি নিরপেক্ষ নই, আমি মুক্তিযুদ্ধের পক্ষে।

রাফা

ভালবাসি জন্মভুমি বাংলাদেশ ।অসহ্য মনে হয় যে কোন অন্যায়-কে।অসততার সাথে আপোষ নয় কখনই।গালি সহ্য করার মানসিকতা শুণ্যের কোঠায়।রাজাকার,আলবদর ,আল সামস মোট কথা বাংলাদেশের বিরোধী যে কোন শক্তিকে প্রচন্ড রকম ঘৃণা করি। তার চাইতে বেশি ঘৃণা করি নব্য ছাগিয়তাবাদিদের। যারা আশ্রয় প্রশ্রয় দেয় যুদ্ধাপরাধীদের ।

রাফা › বিস্তারিত পোস্টঃ

আস্তাগফিরুল্লা-মৃত্যুর পরও নরপিশাচের চক্রান্তের শেষ নেই।

২৪ শে অক্টোবর, ২০১৪ সকাল ৭:২৪

বাংলাদেশের ইতিহাসের নিকৃষ্ট -জঘণ্যতম অপরাধীর মৃত্যুর পরও দু্ঃসাহস দেখায় শেষ ইচ্ছা পূরণ করার নামে।

ইতিহাসের একজন জঘণ্যতম অপরাধী কি করে আশা করে মৃত্যুর পর তার আশা পুরণ করা হবে!

আশা করি বর্তমান সরকার কোন কু-দৃষ্টান্ত স্থাপন করে আইনের পরিপন্থী কোন সিদ্ধান্ত গ্রহণ করবেনা।

বাংলাদেশ আজ

৭১-এর কুখ্যাত নিকৃষ্ট রাজাকারের সরদারে-র লাস পচা দুর্গন্ধ ছড়াইতেছে।



নাজাত পেলো নরপিশাচকে বহন করার দায় থেকে।
আমদের সোনার বাংলাদেশের আকাশে বাতাসে আর বিষবাস্প ছড়াতে পারবেনা...গো.আজম নামক পশুটি।

হে বাংলার জনগণ আসুন আমরা ২রাকাত নফল নামাজ পরে আল্লাহর দরবারে শুকরিয়া জানাই,গো আজম নামক নরপিশাচের নিঃস্বাস থেকে বাংলাদেশকে মুক্ত করার জন্য।



মইত্যা রাজাকার বা দৈল্লা রাজাকারের আশির্বাদ চায়...জানাজার নাটক করে।



জয় বাংলা~~বাংলাদেশের ইতিহাসের নিকৃষ্ট -জঘণ্যতম অপরাধীর মৃত্যুর পরও দু্ঃসাহস দেখায় শেষ ইচ্ছা পূরণ করার নামে।

ইতিহাসের একজন জঘণ্যতম অপরাধী কি করে আশা করে মৃত্যুর পর তার আশা পুরণ করা হবে!

আশা করি বর্তমান সরকার কোন কু-দৃষ্টান্ত স্থাপন করে আইনের পরিপন্থী কোন সিদ্ধান্ত গ্রহণ করবেনা।

বাংলাদেশ আজ নাজাত পেলো নরপিশাচকে বহন করার দায় থেকে।
আমাদের সোনার বাংলাদেশের আকাশে বাতাসে আর বিষবাস্প ছড়াতে পারবেনা...গো.আজম নামক পশুটি।

হে বাংলার জনগণ আসুন আমরা ২রাকাত নফল নামাজ পরে আল্লাহর দরবারে শুকরিয়া জানাই,গো আজম নামক নরপিশাচের নিঃস্বাস থেকে বাংলাদেশকে মুক্ত করার জন্য।



মইত্যা রাজাকার বা দৈল্লা রাজাকারের আশির্বাদ চায়...জানাজার নাটক করে।



জয় বাংলা~~

মন্তব্য ৯ টি রেটিং +৩/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ২৪ শে অক্টোবর, ২০১৪ সকাল ৭:৩৭

ডাইরেক্ট টু দ্যা হার্ট বলেছেন: ফেরাউনের মত গোলাম আযমের লাশ রেখে দেয়া উচিৎ নতুন প্রজন্মের জন্য।
যেন যুগ যুগ ধরে এই ঘৃনিত মানুষটাকে ঘৃণা প্রকাশ করতে পারে।

২৪ শে অক্টোবর, ২০১৪ সকাল ৯:৫৯

রাফা বলেছেন: হুম......হোলে ভালোই হয়।

প্রস্তাবনাটা পেশ করা হোক জাতিয় সংসদে।


ধন্যবাদ,ডাইরেক্ট টু দ্যা হার্ট।

২| ২৪ শে অক্টোবর, ২০১৪ সকাল ৭:৫৯

তুষার কাব্য বলেছেন: ডাইরেক্ট টু দ্যা হার্ট বলেছেন: ফেরাউনের মত গোলাম আযমের লাশ রেখে দেয়া উচিৎ নতুন প্রজন্মের জন্য।
যেন যুগ যুগ ধরে এই ঘৃনিত মানুষটাকে ঘৃণা প্রকাশ করতে পারে।

২৬ শে অক্টোবর, ২০১৪ সকাল ৮:৩৯

রাফা বলেছেন: আপনার তাহোলে একই মতামত,ডাইরেক্ট টু দ্যা হার্ট-এর মত।

ধন্যবাদ,তুষার কাব্য।

৩| ২৪ শে অক্টোবর, ২০১৪ সকাল ৯:১০

অপূর্ণ রায়হান বলেছেন: রাজাকারদের নিয়ে একটা 'দুঃসহ স্মৃতি' স্তম্ভ / ঘৃণ্য স্তম্ভ নির্মাণ করা হোক , যেখানে সাধারণ জনগণ ঐ সব রাজাকার স্তম্ভ/মুর্তির গয়ে পাথর ছুঁড়ে মারা জাতীয় কিছু করতে পারবে এবং নতুন প্রজন্ম এইসব রাজাকারদের ব্যাপারে একটা পরিষ্কার ধারনা পাবে ।

০৩ রা নভেম্বর, ২০১৪ রাত ২:৩০

রাফা বলেছেন: হ্যা ,একটা প্রচেস্টা মনে হয় হয়েছিলো এই বিষয়টা নিয়ে।
চারুকলার সবাই চেস্টা করেছিলো ১টা ঘৃণা-স্তম্ভ তৈরি করার।
কিন্তু কি কারনে যেনো বাস্তবায়িত হয় নাই।
আশা করি সবার সম্মিলিত প্রচেস্টায় একদিন হোয়ে যাবে।

ধন্যবাদ,অপূর্ণ-ব্রাদার।

৪| ২৪ শে অক্টোবর, ২০১৪ রাত ১১:০৬

এ কে এম রেজাউল করিম বলেছেন: হে বাংলার জনগণ আসুন আমরা ২রাকাত নফল নামাজ পরে আল্লাহর দরবারে শুকরিয়া জানাই,গো আজম নামক নরপিশাচের নিঃস্বাস থেকে বাংলাদেশকে মুক্ত করার জন্য।

৫| ২৫ শে অক্টোবর, ২০১৪ সকাল ৮:০১

বাড্ডা ঢাকা বলেছেন: হুম সত্যয় লেখেছে

৬| ২৬ শে অক্টোবর, ২০১৪ রাত ৮:০৯

খেলাঘর বলেছেন:


মৃত কয়েদী গোলামের জানাযা হওয়ার কথা ছিল জেলের ভেতর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.