নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি নিরপেক্ষ নই, আমি মুক্তিযুদ্ধের পক্ষে।

রাফা

ভালবাসি জন্মভুমি বাংলাদেশ ।অসহ্য মনে হয় যে কোন অন্যায়-কে।অসততার সাথে আপোষ নয় কখনই।গালি সহ্য করার মানসিকতা শুণ্যের কোঠায়।রাজাকার,আলবদর ,আল সামস মোট কথা বাংলাদেশের বিরোধী যে কোন শক্তিকে প্রচন্ড রকম ঘৃণা করি। তার চাইতে বেশি ঘৃণা করি নব্য ছাগিয়তাবাদিদের। যারা আশ্রয় প্রশ্রয় দেয় যুদ্ধাপরাধীদের ।

রাফা › বিস্তারিত পোস্টঃ

৭১-এর কুখ্যাত গোলাম শাবক আংশিক সত্য বলিয়াছে~~~

৩১ শে অক্টোবর, ২০১৪ সকাল ৮:৫২

৭১-এর কুখ্যাত রাজাকার শিরোমণি -র শাবক সঠিক কথা বলে নাই।



বিএনপির অবদানেই গোলাম এই দেশের নাগরিকত্ব পেয়েছে,যা বাতিল করে দিয়েছিলো বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের সরকার।

এই দেশে বহু দলীয় গণতন্ত্রের নামে যুদ্ধাপরাধী একটি দল জামাতে ইসলামি -কে রাজনিতী করার সুযোগ দিয়েছে।সেই ধারাবাহিকতায়...গোলাম সেই দলের আমির হোতে পেরেছে।কাজেই জামাতে ইসলামি ও রাজাকারেরা সারা জিবনেও বি,এন,পি-র সেই ঋণ শোধ করতে পারবেনা।



রাজাকার পুনর্বাসনের কাজ খুব সুচারুভাবে সম্পন্ন করেছিলো বলেই বরাহ শাবক সেনাবাহিনিতে যোগ দিতে পেরেছিলো।আওয়ামি লিগ বরখাস্ত না করলে এখন হয়তো কোন জেনেরেলের পদে অধিস্ঠিত থাকতো অকৃতজ্ঞ

বরাহ শাবক।



বি,এন,পি হয়তো বুঝতে পারে নাই যে ফ্রান্কেনস্টাইনকে লালন পালন করে বড় করেছে।সেই ফ্রান্কেনস্টাইন একদিন তাদের গিলে ফেলবে।

তবে বরাহ শাবক ১টি কথা সঠিক বলেছে, ক্ষমতায় যেতে হোলে বি,এন,পি-র এখন জামাতের কথায় উঠ বস করতে হবে্।যা তারা প্রতি পদে পদে করে চলেছে।জামাত যেভাবে আন্দোলন করতে চেয়েছে বি,এন,পি সেই পথেই হেটেছে। এখন দেখা যাক কে কার প্রতি কতটা কৃতজ্ঞতা দেখাতে পারে।



সর্বশেষ এখন দেখার বিষয় মানিক-জোড়ের কাহিনি কোথায় গিয়ে শেষ হয়।

মন্তব্য ১৫ টি রেটিং +১/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ৩১ শে অক্টোবর, ২০১৪ সকাল ৯:০০

চলতি নিয়ম বলেছেন: এই কথা গুলাই গত ৩ বছর যাবত বলার চেষ্টা করেছি। আর এক দল ছাগু জাতীয়তাবাদীর লেবাসে ম্যা ম্যা করে গেছে। =p~

আজকে কই সেই সকল ছাগিয়্তাবাদীরা?

৩১ শে অক্টোবর, ২০১৪ সকাল ৯:১২

রাফা বলেছেন: আমিও.....অপেক্ষায় আছি বি,এন,পির সেই নিবেদিত প্রাণ কুশিলবদের।
তাদেরকে কোনভাবেই বুঝাতে পারিনি...আপনারা জামাত ছেড়ে আসেন
বাংলাদেশের কল্যাণে রাজনিতী করেন প্রয়োজনে আপনাদের পাশে পাবেন।

উনারা সব কিছু এক পাল্লায় ওজন করে ফেলেছেন,জানিনা এখনও বোধদয় ঘটেছে কিনা।

ধন্যবাদ,চলতি নিয়ম।

২| ৩১ শে অক্টোবর, ২০১৪ সকাল ৯:১০

কলাবাগান১ বলেছেন: "বি,এন,পি হয়তো বুঝতে পারে নাই যে ফ্রান্কেনস্টাইনকে লালন পালন করে বড় করেছে।সেই ফ্রান্কেনস্টাইন একদিন তাদের গিলে ফেলবে।"

০১ লা নভেম্বর, ২০১৪ সকাল ৮:৫১

রাফা বলেছেন: এখনও যদি কোন মানুষ ভাবে বি,এন,পি ক্ষমতায় আসলে যুদ্ধাপরাধের বিচার অব্যাহত থাকবে।তাদেরকে বলবো নিজের বর্জ্য নিজে যদি খেতে পারেন তাহোলেও বিশ্বাস করার কোন কারন নাই।

কথা কিন্তু সত্য-কলাবাগান১,ধন্যবাদ।







৩| ৩১ শে অক্টোবর, ২০১৪ সকাল ৯:৫৭

লাতি বলেছেন: তবে বরাহ শাবক ১টি কথা সঠিক বলেছে, ক্ষমতায় যেতে হোলে বি,এন,পি-র এখন জামাতের কথায় উঠ বস করতে হবে্।যা তারা প্রতি পদে পদে করে চলেছে।জামাত যেভাবে আন্দোলন করতে চেয়েছে বি,এন,পি সেই পথেই হেটেছে। এখন দেখা যাক কে কার প্রতি কতটা কৃতজ্ঞতা দেখাতে পারে।

সর্বশেষ এখন দেখার বিষয় মানিক-জোড়ের কাহিনি কোথায় গিয়ে শেষ হয়।

৪| ৩১ শে অক্টোবর, ২০১৪ সকাল ১০:০০

লাতি বলেছেন: আপনার লেখাটি অতিক্ষুদ্র কিন্তু খুবই গুরুত্ব পূর্ণ , আপনি অল্পকথাতে অনেক সুন্দর এবং দারুণ একটি অসাধারণ গরুত্বপূর্ণ বক্তব্য তুলে ধরেছেন, ধন্যবাদ।

০১ লা নভেম্বর, ২০১৪ সকাল ৮:৫৫

রাফা বলেছেন: বেশি কথা লেখার ধৈর্য্য হারিয়ে ফেলেছি ভাইজান।পড়তেও ভালো লাগেনা বড় লেখা।তাই সব কিছু এরিয়ে চলি।

ধন্যবাদ,আপনার অকুন্ঠ প্রশংসার জন্য।
ভালো থাকবেন,লাতি।

৫| ৩১ শে অক্টোবর, ২০১৪ সকাল ১০:০৯

লাতি বলেছেন: Boar (বরাহ শাবক) বন্য শূকর,

৬| ০১ লা নভেম্বর, ২০১৪ সকাল ৯:৫১

ইমরান আশফাক বলেছেন: বিএনপি শেষ।

০৩ রা নভেম্বর, ২০১৪ রাত ২:৩৪

রাফা বলেছেন: বি,এন,পি গোলামের জানাজা দেখে ভয় পেয়েছে।তাই সবাই এখন প্রলাপ বকতেছে....অথচ এইটা বুজলোনা.২দিন সময় পাইলে সারা বাংলাদেশ থেকে ২/১ লক্ষ জানোয়ারের অনুসারী যোগার করা কঠিন কোন বিষয় না।

দেখা যাক বিএনপি জামাতের চ্যালেন্জ গ্রহন করে কিনা...

ধন্যবাদ,ইমরান আশফাক।

৭| ০৩ রা নভেম্বর, ২০১৪ রাত ২:৪৫

সাঈফ শেরিফ বলেছেন: বিএন পি এই পুনর্বাসনটা করেছিল বলেই রাজাকারদের টিকির সন্ধান পেয়েছিলেন আপনারা। তা না হলে রাজাকাররা অদৃশ্য, প্রবাসী বা পাকিস্তানে থেকে গেলে আপনাদের ফাসির মচ্ছব করে দায়মুক্তির উল্লাস করা লাগতোনা।

মাথায় রক্ত চড়েছিল যখন গোলামকে নাগরিকত্ব দেয়া হয়, যখন নিজামী মন্ত্রী হয়, কিংবা কাদের মোল্লা ভি সাইন দেখায়। এত কিছু ঘটনা না ঘটলে প্রতিহিংসা বশত বিচার বা প্রতিশোধের কথা উঠতোনা।

যুদ্ধাপরাধীদের দেশে ফিরিয়ে আনতে বি এন পিই সক্ষম হয়েছিল, কিছু ক্রেডিট বি এন পি পেতেই পারে।

০৩ রা নভেম্বর, ২০১৪ রাত ৩:১৮

রাফা বলেছেন: হ্যা,আমিতো সেই কৃতিত্ব বাংলাদেশের রাজাকার পূনর্বাসনকারি দলটিকে দিতেই চাই।

কে কাকে কত কৃতজ্ঞতায় আবদ্ধ করতে পারে সেটাই দেখার বিষয়।

আপনার মন্তব্য যথার্থ।

ধন্যবাদ,সাঈফ শেরিফ।

৮| ০৩ রা নভেম্বর, ২০১৪ রাত ১১:৫১

বাতাস০০০১ বলেছেন: আপনাকে ধন্যবাদ ভাই আপনার এমন ক্ষুদ্রাতীক লেখার জন্য। আমরাও চাই এই দেশথেকে সকল যুদ্ধাপরাধীদের বিচার হোক। আর বি এন পি কথা আর কি বলবো, হিজরা হইয়া এখন রাস্তায় ঘুরা বাকী।
লেখক ভাই বললেন ২দিন সময় পাইলে সারা বাংলাদেশ থেকে ২/১ লক্ষ জানোয়ারের অনুসারী যোগার করা কঠিন কোন বিষয় না। সময় ছিল না সময় ফেলে হয়তো ৭৫ সালেও যোগার করা কঠিন কোন বিষয় ছিল না।

৯| ২২ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:০০

সুস্মিতা শ্যামা বলেছেন: 'সর্বশেষ এখন দেখার বিষয় মানিক-জোড়ের কাহিনি কোথায় গিয়ে শেষ হয়।'
আপনার গোটা ব্লগটার মেন থিমই মুক্তিযুদ্ধের চেতনা এবং তার আলোকে বর্তমানের বিশ্লেষণ। এমনটা সচরাচর দেখা যায় না। অনেক তথাকথিত প্রগতিশীলেরা ভাবেন, অতীতকে ভুলে সামনে এগোতে হবে। েসইসব স্টুপিডেরা জানেন না যে, অতীতকে ভুলে নয়, অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে পথ চলা উচিত। ইতিহাসকে বুকে ধরে পথ চলা উচিত।
খুব ভাল লাগল। ভাল থাকবেন।

৩১ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:১৭

রাফা বলেছেন: একটু পেছনে ফিরে দেখুনতো সুস্মিতা-১০০ বা ২০০ বছরের মধ্যে এর চাইতে বড় কোন অর্জন কি আছে আমাদের ?

যতবার আপনি মুক্তিযুদ্ধকে স্বরণ করবেন দেখবেন আপনার শিরদাড়া ততটাই আপনাকে শক্তি যোগাবে।

এই গৌরবজ্ঝল ইতিহাস আমাদের মাথায় করে রাখা উচিত।

ধন্যবাদ,সুস্মিতা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.