নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি নিরপেক্ষ নই, আমি মুক্তিযুদ্ধের পক্ষে।

রাফা

ভালবাসি জন্মভুমি বাংলাদেশ ।অসহ্য মনে হয় যে কোন অন্যায়-কে।অসততার সাথে আপোষ নয় কখনই।গালি সহ্য করার মানসিকতা শুণ্যের কোঠায়।রাজাকার,আলবদর ,আল সামস মোট কথা বাংলাদেশের বিরোধী যে কোন শক্তিকে প্রচন্ড রকম ঘৃণা করি। তার চাইতে বেশি ঘৃণা করি নব্য ছাগিয়তাবাদিদের। যারা আশ্রয় প্রশ্রয় দেয় যুদ্ধাপরাধীদের ।

রাফা › বিস্তারিত পোস্টঃ

৭১-এর মহান কুশিলব এটিএম আজহার রাজাকারের ফাঁসির রায়।

৩০ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:৫৭

কোন ধর্মিয় নেতা নয়-৭১ এর কুখ্যাত যুদ্ধাপরাধী এটিএম আজহারের ফাঁসির রায় কে স্বাগত জানিয়ে যত দ্রুত সম্ভব কার্যকর করার আহব্বান রইলো।

রংপুর অঞ্চলে গণহত্যা চলিয়ে ১ হাজার ২২৫ ব্যাক্তিকে হত্যা, ৪ জনকে খুন, ১৭ জনকে অপহরণ , ১ জনকে ধর্ষণ, ১৩ জনকে আটক ও নির্যাতন ও শত শত বাড়িঘরে অগ্নিসংযোগের মহানায়ক।

৭১সালে এটিএম আজহার ছিলো রংপুর কারমাইকেল কলেজের ইসলামি ছাত্রসংঘের সভাপতি।শুধু তাই নয় কুখ্যাত আলবদর বাহিনির নেতৃত্বেও তিনি ছিলেন খুবই তৎপর ১ জন নিবেদিত প্রাণ নেতা।

মন্তব্য ১০ টি রেটিং +২/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ৩০ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:২৮

নিজাম বলেছেন: যোগ্য শাস্তি

৩১ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:০৭

রাফা বলেছেন: যোগ্য শাস্তি কোন অর্থে বললেন বুজতে পারলাম না।

২| ৩০ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:৫০

নীল আকাশ ২০১৪ বলেছেন: কোন যুক্তিতে যোগ্য শাস্তি? আপনি কি ট্রাইব্যুনালে ছিলেন? বিচারকদের বিচার কাজ, তাদের অব্জারভেশন কি আপনার কাছে যুক্তিযুক্ত মনে হয়েছে? সদ্য এইচএসসি পাস করা একজন কিশোর কি করে সরকার গঠিত একটা অক্সিলারি ফোরসের নেতা হতে পারে - এই প্রশ্ন কি মাথায় খেলে কখনও? চেতনায় এত অন্ধ করে ফেলেছে আপনাদেরকে, যে স্বাভাবিক ভাবে চিন্তা করার শক্তিও লোপ পেয়েছে।

৩১ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:০৯

রাফা বলেছেন: যেভাবে কারমাইকেল কলেজের ছাত্রসংঘের সভাপতি হয়ে যায়।ঠিক সেভাবেই অক্সিলারি ফোর্সের নেতা হয়ে যায়।
কারন সেটাই ছিল তার যোগ্যতা নির্ণয়ের মাপকাঠি।

৩| ৩১ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:৩৪

খেলাঘর বলেছেন:


হায়েনা রাজাকার ৪৪ বছর বোনাস বেঁচেছিল।

০২ রা জানুয়ারি, ২০১৫ সকাল ৭:৩২

রাফা বলেছেন: আমাদের উল্টোপথে হাটার সুযোগ কাজে লাগিয়ে আজ তারাই প্রকৃতপক্ষে স্বাধীনতার সুফল ভোগ করছে।

আর বঞ্চিত হোয়েছে ইতিহাসের সবচাইতে বেশি কৃতিত্বের দাবিদার মুক্তিযোদ্ধা ও জনতা।

৪| ৩১ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:১০

নীল আকাশ ২০১৪ বলেছেন: রাফা, বিবেক খাটিয়ে চিন্তা করুন। ধরুন তো, বর্তমান সরকার সন্ত্রাস দমনে সিভিলিয়ানদেরকে নিয়ে একটা আধা-সামরিক বাহিনী গঠন করল। সেই বাহিনীর কাজ সঠিকভাবে করতে প্রশিক্ষিত কর্মীর দরকার। এখন, এরকম একটি বাহিনীর নেতৃত্ব কি কোনভাবেই একটা ১৮-১৯ বছর বয়সী ছেলের হাতে তুলে দেবে, হোক না সে ঐ কলেজের ছাত্র সংগঠনের একজন নেতা?

আজহারের কেইসে এরকম আরও অনেক অসঙ্গতি আছে, ট্রাইব্যুনাল যা আমলেই নেয়নি। কেন? কারণ জনতা =p~ =p~ =p~ ফাঁসী ছাড়া অন্য কোন রায় মানবেনা, তাই!

০২ রা জানুয়ারি, ২০১৫ সকাল ৭:৪০

রাফা বলেছেন: আপনি বেবেক খাটান নিজের,অবশ্য সেটা যদি আপনাদের থেকে থাকে।

আপনি একটা বিশেষ সময়ের কথা বলছেন সেটা ভুলে যাবেন-না।

১৪ বছর বয়সের মুক্তিযোদ্ধা দেখেছেন? দেখেননি....কিশোর বয়সের অনেকেই অস্র তুলে নিয়েছিলো তখন মাতৃভুমির ডাকে।

আর এদেরকে মোকাবেলা করার জন্যই ,মইত্যা,দেইল্যা,মুজাইদ্দা,আজাহাইর‌্যা,কসাই ,মান্নাইনারা তখন ছিলো বীর তুর্কিবাহিনি নরপিশাচ পাকিদেরে দালাল।

৫| ০২ রা জানুয়ারি, ২০১৫ ভোর ৫:১৯

খেলাঘর বলেছেন:

@নীল আকাশ ২০১৪,

এরা বিচারকের বিচার পাচ্ছে; কিন্তু ঐ জল্লাদেরা মানুষকে হত্যা করেছে কোন কারণ ছাড়াই।
আপনার কথা বার্তায় মনে হচ্ছে যে, ঐসব জল্লাদের মগজ আপনার মাথায়ও আছে।

৬| ০৩ রা জানুয়ারি, ২০১৫ সকাল ১০:০৬

নীল আকাশ ২০১৪ বলেছেন: ১৪ বছর বয়েসী মুক্তিযোদ্ধার কথা শুনেছি, দেখিনি। বা কারো বীরত্বের কাহিনীও জানা নেই। কিন্তু ২০ বছর বয়েসী মুক্তিযোদ্ধা কমান্ডার ছিল বলে শুনিনি, শুনলেও বিশ্বাস করবোনা। মুক্তিযোদ্ধাদের মত গেরিলা টীম যদি অল্প বয়েসী কাউকে কমান্ডার না বানিয়ে থাকে, তবে সরকার কি কারণে এত অল্প বয়েসী এক কিশোরের হাতে এত দায়িত্বপূর্ণ (যার উপর দেশের সার্বভৌমত্ব ও অখন্ডতা নির্ভর করছে) পদ দেবে - বেবেক খাটিয়ে এটা তো উদ্ধার করতে পারছিনা।

@ খেলাঘর, এরা যেসব বিচারকের বিচার পাচ্ছে, আপনার কি মনে হয় তাদের সাথে জল্লাদের কোন পার্থক্য আছে? আছে, জল্লাদরা কোন দায়িত্বপূর্ণ পদে থেকে কাউকে হত্যা করার আদেশ দেয়না। কিন্তু এইসব বিচারক না কোন ন্যায় নীতির পথে চলে, না তো তাদের আল্লাহ্‌র ভয় আছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.