নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি নিরপেক্ষ নই, আমি মুক্তিযুদ্ধের পক্ষে।

রাফা

ভালবাসি জন্মভুমি বাংলাদেশ ।অসহ্য মনে হয় যে কোন অন্যায়-কে।অসততার সাথে আপোষ নয় কখনই।গালি সহ্য করার মানসিকতা শুণ্যের কোঠায়।রাজাকার,আলবদর ,আল সামস মোট কথা বাংলাদেশের বিরোধী যে কোন শক্তিকে প্রচন্ড রকম ঘৃণা করি। তার চাইতে বেশি ঘৃণা করি নব্য ছাগিয়তাবাদিদের। যারা আশ্রয় প্রশ্রয় দেয় যুদ্ধাপরাধীদের ।

রাফা › বিস্তারিত পোস্টঃ

খালেদা জিয়ার নব গণতন্ত্র~~

১৮ ই জানুয়ারি, ২০১৫ রাত ৩:০৯



হরতাল আমার গণতান্ত্রীক অধিকার।অবরোধ আমার রাজনৈতিক কর্মসূচি।

আমাকে বাধা দেওয়া যাবেনা।তোমার গাড়ি আমি জ্বালিয়ে পুরিয়ে ছারখার করে দিবো।কারন তোমার গাড়ি জ্বালিয়ে দেওয়াটা আমার গণতান্ত্রীক অধিকার।যে অধিকার প্রয়োগ করে আমি ক্ষমতায় আরোহন করতে চাই।কাজেই আমাকে বাধা দেওয়ার কোন অধিকার তোমার নেই।





তোমাকে পে্ট্রোল ঢেলে আগুনে ঝলসে কাবাব বানাবো।কারন এটাও আমার গণতান্ত্রিক অধিকার।তোমার লাশের উপর দিয়ে রচিত হবে আমার সিংহাসনে আরোহন করা ।কাজেই তুমি বাধা দিতে পারোনা।







তোমাদের আইন আমার জন্য নয়,কারন আমি রাজনীতিবিদ।আমি সকল আইনের উর্ধে্ এবং এটাই আমার গণতান্ত্রীক অধিকার।







মাননীয় ,বিএনপি নেত্রী খালেদা জিয়া আপনি আপনার গণতান্ত্রিক অধিকার ফিরে পেতে মানুষকে কাবাব বানাইতেছেন।ক্ষমতার তৃষ্ঞায় আজ আপনি দিশেহারা।আমিও আমার গণতান্ত্রিক অধিকারের বলে আপনার গাড়িতে ও বাড়িতে অগ্নি সংযোগ করতে চাই।আপনি বাড়ি থেকে বেড়িয়ে আসুন -আপনার সন্ত্রাসীরা মানুষকে বাস থেকে নামিয়ে আগুন দিতেছে গণতন্ত্র উদ্ধারের জন্য।আমিও আপনাকে আপনার বাড়ি থেকে বেরিয়ে আসার জন্য বিনিত অনুরোধ করতেছি।আমার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করার জন্য।



[img|http://s3.amazonaws.com/somewherein/pictures/zzaman/01-2015/bee4dec97a00452ef60fd1c0fadbd368_tiny.jpeg



গণতন্ত্র মানে কিন্তু শুধু এটা নয় কি কি আমি করতে পারবো।

মাননীয় বিএনপির চ্যায়ার পার্সন দয়া করে জেনে নিন কি কি করতে পারবেন-না।তারপর গণতন্ত্রের জন্য লড়াই করাটাই মনে হয় সংগত হবে।আমার ন্যুনতম অধিকার হরণ করে আপনার গণতন্ত্র চলতে পারেনা-চলতে দেবোনা।বাংলার মানুষ এখন জেগে উঠুন ।জয় আপনাদের সুনিশ্চিত।

মন্তব্য ৭ টি রেটিং +১/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ১৮ ই জানুয়ারি, ২০১৫ ভোর ৪:০৮

রাফা বলেছেন: এই মানুষের হাহাকার ও অভিশাপ থেকে আপনাদের রক্ষা নেই।
http://www.prothom-alo.com/bangladesh/article/426559

২| ১৮ ই জানুয়ারি, ২০১৫ ভোর ৫:৩৬

কলাবাগান১ বলেছেন: This is what the new Bangladesh offers



kalerkonto

১৯ শে জানুয়ারি, ২০১৫ ভোর ৫:৪৪

রাফা বলেছেন: আগামি দিনের বাংলাদেশ নিয়ে আমরা এখন আকাশঁ ছোয়ার স্বপ্ন দেখতেই পারি।

ধন্যবাদ,কলাবাগান।

৩| ১৮ ই জানুয়ারি, ২০১৫ সকাল ৮:০৪

এস. দেওয়ান বলেছেন: খুব তাড়াতাড়ি বিএনপি একটি সন্ত্রাসবাদীর দল হতে যাচ্ছে ।

১৯ শে জানুয়ারি, ২০১৫ সকাল ১০:২৭

রাফা বলেছেন: না সে সুযোগ নেই....যদি সেই পথে পা বাড়ায় ধ্বংস অনিবার্য।
তবে বিএনপি জামাতের রাহুগ্রাস থেকে না বেরিয়ে আসলে বিলুপ্ত হয়ে যাবে।

ধন্যবাদ,এস দেওয়ান।

৪| ১৯ শে জানুয়ারি, ২০১৫ সকাল ১১:২৪

দ্যা লায়ন বলেছেন: খুব দ্রুত জামাত বিএনপি গৃহপালিত হাস মুরগী হতে যাচ্ছে,দেশের মানুষ এখন পড়ালেখা কাজে মন দিয়েছে, মেকাপ করার সময় নেই ।

২১ শে জানুয়ারি, ২০১৫ সকাল ১১:৫৩

রাফা বলেছেন: আর কোন অধিকার নেই বাংলার মাটিতে খালেদার/তারেকের অপ-রাজনীতি করার।
তাদের কফিনে শেষ পেরেকটি মারা হউক সাধারণ মানুষকে নির্দয় ভাবে জ্বালিয়ে পুরিয়ে মারার জন্য।

ধন্যবাদ, দ্যা লায়ন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.