![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভালবাসি জন্মভুমি বাংলাদেশ ।অসহ্য মনে হয় যে কোন অন্যায়-কে।অসততার সাথে আপোষ নয় কখনই।গালি সহ্য করার মানসিকতা শুণ্যের কোঠায়।রাজাকার,আলবদর ,আল সামস মোট কথা বাংলাদেশের বিরোধী যে কোন শক্তিকে প্রচন্ড রকম ঘৃণা করি। তার চাইতে বেশি ঘৃণা করি নব্য ছাগিয়তাবাদিদের। যারা আশ্রয় প্রশ্রয় দেয় যুদ্ধাপরাধীদের ।
আমার মনে একটি প্রশ্নের উদয় হয়েছে।কিছু সময় পর পর সাংবাদিকদের সামনে এবং বিভিন্ন টিভি চ্যানেলের সামনে উপস্থিত হয়ে বি,এন,পি-র পক্ষে কিছু মুখপাত্র আন্দোলনের কর্মসূচি দিচ্ছেন খালেদা জিয়ার নাম করে।
আবার কিছু কিছু শরিক দলের নেতারাও বর্তমানে তার অফিস কাম বাড়ি থেকে বের হয়ে এমন ভাবে বলছেন যেনো এই মাত্র খালেদা জিয়ার বার্তা নিয়ে উপস্থিত হয়েছেন তারা।
তাদের এ্যাকটিভিটিজে মনে হয় এই মূহুর্তেই তারা কথা বলে আসলেন খালেদা জিয়ার সাথে ।এবং তার কথার প্রতিধ্বনিই উচ্চারণ করছেন তারা।
তাহোলে উনি অসুস্থ থাকেন কিভাবে...? পিপার স্প্রেতে অসুস্থ ছেলের মৃত্যুর সংবাদ শুনে ঘরে খিল দিয়েছেন কারো সাথে কোন কথা বলছেন-না।তাহোলে সব কিছুতেই তার উপস্থিতিটা কোথা থেকে হইতেছে।
এখানে যদি আমরা এখন মনে করি খালেদা জিয়ার নামে সকল ওহি নাজেল হইতেছে লন্ডন থেকে।এতে কি আমাদেরকে খুব দোষ দেওয়া যায়? কারন যে রকম কর্মসূচি দেওয়া হোচ্ছে তা বাংলাদেশের প্রেক্ষাপট বিবেচনা করে দেওয়া হোচ্ছেনা এটুকু দিনের আলোর মত পরিস্কার।যেভাবে কর্মসূচি পালন করার নির্দেশ দেওয়া হইতেছে তা রিমোট কন্ট্রোলের মাধ্যমেই দেওয়া হইতেছে ।একমাত্র বিলাস বহুল এয়ার কন্ডিশন রুমে বসে থেকেই এই কর্মসূচি গুলো অনুমোদন করা সম্ভব।
আশা করি সাংবাদিক বন্ধুরা একটু খতিয়ে দেখবেন ব্যাপারগুলো।
২৬ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ২:০৫
রাফা বলেছেন: হুম......দেখেছি ,আবার সময় টেলিভিশনে সরাসরি বলেছেন ।তিনি তখন খালেদা জিয়ার অফিসে উপস্থিত ছিলেন।
উনি সরকারের বিরুদ্ধেও অনেক কথা বলেন অনেক সময়।উনি যে কোন কিছু পাওয়ার আশায় বা স্বার্থে কিছু বলেন না এটুকু পরিস্কার।
উনি খুব কঠিন ভাবে বলেছেন,কিসের সংলাপ?লাথি মারো সংলাপের প্রস্তাবে।আসলে মানুষ খুবই বিরক্ত হইতেছে এই আন্দোলনের নামে সহিংসতায়।
২| ২৬ শে জানুয়ারি, ২০১৫ সকাল ১১:৩৬
নিলু বলেছেন: লিখে যান
২৬ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ২:৪৩
রাফা বলেছেন: কি লিখবো-কোথায় লিখবো...?
৩| ২৬ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১:৩৭
হাসানুর বলেছেন: গাধাদের নিয়া রাজনীতি করলে এমন ভাবেই ঘুমাইতে হবে !
২৮ শে জানুয়ারি, ২০১৫ রাত ৩:১২
রাফা বলেছেন: এখনতো আর রাজনীতি করছে কিনা সেটাই ভেবে দেখতে হবে।
এখন ধীর স্থির ভাবে খুনের নির্দেশ জারি করা হইতেছে আন্দোলনের নামে।এদেরকে গাধা বলতে পারেননা ,এরা খুনিদের রক্ষা করার সার্থে মিশনে নেমেছে।
ধন্যবাদ,হাসানুর।
৪| ২৬ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ২:৫৮
সাগরের হাসি বলেছেন: কারও কাছে সম্মান পেতে চাইলে আগে সম্মান দিতে জানতে হয়।
তিন বারের প্রধানমন্ত্রী হিসেবে খালেদা জিয়া কেমন সম্মান পেয়েছেন হাসিনার কাছ থেকে?
- নিজের বাড়ি থেকে উচ্ছেদ
- একের পর এক মিথ্যা মামলা
- নিজের ছেলেদের কাছ থেকে দূরে সরিয়ে রাখা
- সর্বরকম গালিগালাজ
- ইট বালির ট্রাক দিয়ে বন্দী করে রাখা
- নিজ কর্মীদের নামে শত শত মিথ্যা মামলা
সেই হাসিনা কি সম্মান পাবার যোগ্য? নিজ চেহারা আয়নায় দেখা উচিত।
৫| ২৬ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:১০
এমএম মিন্টু বলেছেন: এ দেশ থেকে যেদিন হাসিনা আপু আর খালেদা খালাম্মা আর এরশাদ চাচায় মারা যাবে সেই দিন থেকে সুন্দর ভাবে চলবে ।
আপু আপনি কিন্তু ভালো গল্প লেখতে জানেন অথচ তা ছেড়ে কি সব পাগলামী শুরু করলেন বুঝি না ।
৬| ২৬ শে জানুয়ারি, ২০১৫ রাত ১০:১০
প্রফেসর মরিয়ার্টি বলেছেন: এমএম মিন্টু বলেছেন: এ দেশ থেকে যেদিন হাসিনা আপু আর খালেদা খালাম্মা আর এরশাদ চাচায় মারা যাবে সেই দিন থেকে সুন্দর ভাবে চলবে ।
আপু আপনি কিন্তু ভালো গল্প লেখতে জানেন অথচ তা ছেড়ে কি সব পাগলামী শুরু করলেন বুঝি না ।
আবার নতুন করে গল্প লেখা শুরু করেন।
©somewhere in net ltd.
১|
২৬ শে জানুয়ারি, ২০১৫ সকাল ১০:২৭
যোগী বলেছেন: খালেদা জিয়া ঘুমের নাটক করেছে। আমি বলিনি বলেছে ব্যারিস্টার রফিক-উল হক। কোন মা ছেলে মারা গেলে ঘুমাইতে পারে?