নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি নিরপেক্ষ নই, আমি মুক্তিযুদ্ধের পক্ষে।

রাফা

ভালবাসি জন্মভুমি বাংলাদেশ ।অসহ্য মনে হয় যে কোন অন্যায়-কে।অসততার সাথে আপোষ নয় কখনই।গালি সহ্য করার মানসিকতা শুণ্যের কোঠায়।রাজাকার,আলবদর ,আল সামস মোট কথা বাংলাদেশের বিরোধী যে কোন শক্তিকে প্রচন্ড রকম ঘৃণা করি। তার চাইতে বেশি ঘৃণা করি নব্য ছাগিয়তাবাদিদের। যারা আশ্রয় প্রশ্রয় দেয় যুদ্ধাপরাধীদের ।

রাফা › বিস্তারিত পোস্টঃ

রিওয়ার্ড ঘোষণা করে কোন কুখ্যাত আসামি ধরা নতুন কোন বিষয় নয়।

২৮ শে জানুয়ারি, ২০১৫ সকাল ৮:২২

এটা একটি আইনের সাহায্যকারি অংশ হিসেবে ইউরোপ আমেরিকাতে ব্যাপক প্রচলিত।

এখানে ইভেন কোন ইনফরমেশন টেলিফোন করে দিলেও সেই জন্য পুরস্কৃত করা হয়।এটা সাধারণ সময়েও প্রযোজ্য থাকে। যখন সাধারণত কোন কুখ্যাত অপরাধীকে পুলিশ লোকেট করতে পারেনা তখনই, বিশেষভাবে এই ভাবে পুরস্কার ঘোষণা করে।কাজেই বাংলাদেশের পুলিশ,বিজিবি অথবা র‌্যাব পুরস্কার ঘোষণা করে কোন অপরাধতো করছেইনা বরং তারা জন গণকে সম্পৃক্ত করতে চাইছে এর মাধ্যমে।



কাজেই এই ঘোষণাকে বিকৃত ভাবে যে সকল বুদ্ধিজিবী বিতর্কিত করতে চাইছে পক্ষান্তরে তারা সন্ত্রাসের মাধ্যমে যা পরিচালিত হোচ্ছে তাকেই সমর্থন জানাচ্ছেন ।অবশ্য দলকানাদেরকে বুদ্ধিজিবী বলে সবার অবমাননা করার পক্ষে আমি নই।



প্রকৃত সত্য স্বিকার করে সাদাকে সাদা আর কালোকে কালো বলাই যুক্তি সঙ্গত মনে করছি।

অরাজকতা ও সন্ত্রাস দুর করার জন্য সকল পদক্ষেপই যাচাই করা উচিত।

সাধারণ মানুষের জিবন রক্ষা করাই এখন সরকারের ও সকল দলের প্রধান দায়িত্ব বলে মনে করছি।আমার মনে হয় যখন কোন কনভয় যাবে তখন উপর থেকে হেলিকপ্টার দিয়েও নজর রাখা যেতে পারে।

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২৮ শে জানুয়ারি, ২০১৫ সকাল ৮:৫১

খেলাঘর বলেছেন:


ভালো আইডিয়া, খারাপ লক্ষণ; মানুষের সাপোর্ট কম থাকলে এগুলোর দরকার হয়।

২৯ শে জানুয়ারি, ২০১৫ সকাল ৮:৫১

রাফা বলেছেন: মানুষের জিবন বাচানোটাই প্রধান লক্ষ হওয়া উচিত বর্তমানে সরকারের।
বাংলাদেশের মানুষ এখনও মিয়ার বেটাদের কথা শুনে ভোট দেয়।
সমস্যাটা এখানেই।

২| ২৮ শে জানুয়ারি, ২০১৫ সকাল ৮:৫৪

কলাবাগান১ বলেছেন: "কাজেই এই ঘোষণাকে বিকৃত ভাবে যে সকল বুদ্ধিজিবী বিতর্কিত করতে চাইছে পক্ষান্তরে তারা সন্ত্রাসের মাধ্যমে যা পরিচালিত হচ্ছে তাকেই সমর্থন জানাচ্ছেন ।"

২৯ শে জানুয়ারি, ২০১৫ সকাল ৯:১৬

রাফা বলেছেন: কিছু বুদ্ধিজিবী নামের আবর্জনা সব কিছুতেই সমস্যা খুজে পায়।
স্ট্রেইট কাট কিছু বলতে বললে বলতে পারেনা ,কথাকে শুধু ট্যুইস্ট করে।

ধন্যবাদ,কলাবাগান।

৩| ২৮ শে জানুয়ারি, ২০১৫ সকাল ৯:১৮

নিলু বলেছেন: সন্ত্রাস কোনও সমাজই সমর্থন করে না , সন্ত্রাসীরা কোনদিনই জিততে পারে না , সন্ত্রাস করে । তবে সাময়িক ভাবে এতে শাসক গোস্টটিকে অশান্ত করার অপপ্রয়াস মাত্র । তাই এই সন্ত্রাস রুখে দেওয়া আমাদের সকলেরই দায়িত্ব বলে মনে করি , জনগন খুব কম সময়য়েই নিজদের উদ্যোগে এসব সন্ত্রাসের বিরুদ্ধে সাপোর্ট করতে এগিয়ে আসে । তবে কোনও এক সময় , জনরোষের সৃষ্টি করে বোধ হয় । সমাজে অনেকেই বুদ্ধিজীবী আছেন , কিন্তু তারা তো , তাদের বুদ্ধি খাঁটিয়ে , সমাজের এসব সন্ত্রাস বন্ধ করছে না বা পারে না । তাহলে তাদের বুদ্ধিজীবী বলা কতটুকু সমর্থন যোগ্য ? লিখে যান ।

২৯ শে জানুয়ারি, ২০১৫ সকাল ১০:৪৮

রাফা বলেছেন: জানিনা ,তবে এখন দেখছি অন্যায় অবিচার ও মানুষ হত্যাকারিদের জয় জয়কার।
একটা মৃত্যু কিভাবে জ্বলিয়ে পুড়িয়ে ছারখার করে দেওয়া মৃত্যুর চাইতে গুরুত্ব বেশি পায়-তাই ভাবছি।

মৃত্যুর রাজনীতিতে বি,এন,পি সবসময় এগিয়ে-বঙ্গবন্ধু কে হত্যার পর লাভবান হয় তারা।জিয়ার মৃত্যুর মধ্য দিয়ে ক্ষমতা পেয়ে যায় খালেদা।
কোকোর মৃত্যু কি তাহোলে তারেককে পথ করে দিলো?

৪| ২৯ শে জানুয়ারি, ২০১৫ সকাল ৮:৫৩

যোগী বলেছেন:
আমি মনে করি পেট্রল বোমা হামলাকরীদের নির্মুল করার জন্য বাউন্টি হান্টার কল করা উচিৎ।

৩১ শে জানুয়ারি, ২০১৫ রাত ৮:৪৫

রাফা বলেছেন: সেই যুগতো অতীত হয়ে গেছে ভাইজান।এখন চিরুনি অভিযান পরিচালনা করা উচিত।আর বেশি করে ক্যামেরা লাগিয়ে ঢাকার সংযোগ স্থল গুলো গোয়েন্দা কার্যক্রমের আওতায় আনা উচিত।

ধন্যবাদ,যোগী।

৫| ৩১ শে জানুয়ারি, ২০১৫ রাত ৮:৫৫

দেশী ম্যান বলেছেন: যারা ধরা পড়ছে বা পড়বে তাদের **য় বোমা মারা হোক

৩১ শে জানুয়ারি, ২০১৫ রাত ১১:১৭

রাফা বলেছেন: কঠিন সাস্তীর ব্যাবস্থা করা উচিত।এই সহিংসতা বাংলাদেশের ইতিহাসে নেই।এটা যদি রাজনীতি হয় তাহোলে ভাবতে হবে সব কিছু নতুন করে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.