নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি নিরপেক্ষ নই, আমি মুক্তিযুদ্ধের পক্ষে।

রাফা

ভালবাসি জন্মভুমি বাংলাদেশ ।অসহ্য মনে হয় যে কোন অন্যায়-কে।অসততার সাথে আপোষ নয় কখনই।গালি সহ্য করার মানসিকতা শুণ্যের কোঠায়।রাজাকার,আলবদর ,আল সামস মোট কথা বাংলাদেশের বিরোধী যে কোন শক্তিকে প্রচন্ড রকম ঘৃণা করি। তার চাইতে বেশি ঘৃণা করি নব্য ছাগিয়তাবাদিদের। যারা আশ্রয় প্রশ্রয় দেয় যুদ্ধাপরাধীদের ।

রাফা › বিস্তারিত পোস্টঃ

গন্ড মূর্খ একটি পরিবারের রাজনীতির বলি আজকের শিক্ষা ব্যাবস্থা।

৩০ শে জানুয়ারি, ২০১৫ সকাল ১১:৪৬

আন্দোলনের জন্য পরীক্ষার সময় সূচি পরিবর্তনে কোন বাধা নেই।দরকার হোলে এই দেশ থেকে পরীক্ষা তুলে দেওয়া হোক তবুও রাজনীতির নামে সন্ত্রাস করে অশিক্ষিত প্রধানমন্ত্রী আমাদের চাই।



আসুন এমন একটি নির্বাচনের ব্যাবস্থা করি যাহাতে জামাত/বিএনপি ছাড়া আর কেউ জয়লাভ না করতে পারে।নিজামি রাস্ট্রপতি /খালেদা জিয়া প্রধানমন্ত্রী/মুজাহিদ স্বরাস্ট্রমন্ত্রী।



সারা জিবন শুনে আসলাম শিক্ষাই জাতির মেরুদন্ড ।আজকে বিএনপির সন্ত্রাসীমূলক রাজনীতির কল্যাণে জানতে পারলাম।শিক্ষার চাইতে নাকি রাজনীতি অধিক গুরুত্ব পাওয়ার দাবি রাখে।এ কিসের রাজনীতি, কার রাজনীতি ,কেমন রাজনীতি ?

মন্তব্য ৩৬ টি রেটিং +২/-১

মন্তব্য (৩৬) মন্তব্য লিখুন

১| ৩০ শে জানুয়ারি, ২০১৫ সকাল ১১:৫৩

কপোতাক্ষের তীরে এক অসামাজিক বলেছেন: এমন এক শিক্ষা আর পরীক্ষার ব্যবস্থা করেছে, পাশের বন্যা। দলকানা কুকুরেরা কখনো বুঝবে না, কি লেভেলের নিম্নমানের ছাত্র পাইতেছি ফাস্ট ইয়ারে, ডবল ৫ পাওয়া।

৩১ শে জানুয়ারি, ২০১৫ সকাল ৮:৫৭

রাফা বলেছেন: হুমম......আপনার মত বিবেক বর্জিত মানুষ গুলো অনেক কিছু বুঝে।
তাইতো স্ব-শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ উদ্ধার করার ব্ড়তে নেমেছি পেট্রল বোমা দিয়ে।

৪৩ বছরের মধ্যে অর্ধেকের বেশি সময় আপনদের তথাকথিত গণতন্ত্রের ধ্বজ্জাধারিরা ক্ষমতায় ছিলো শিক্ষার জন্য কি করছে একটু ফিরিস্তি দেন দেখি।

২| ৩০ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:১০

তাহের অন্তরা বলেছেন: শিক্ষা,সে তো মরীচিকা ।

৩১ শে জানুয়ারি, ২০১৫ সকাল ৯:৫৪

রাফা বলেছেন: কেনো শিক্ষা মরীচিকা হবে কেনো ! শিক্ষা গ্রহণ কি নিষিদ্ধ করা হয়েছে বাংলাদেশে।নাকি তালেবানি শিক্ষা নীতি বাস্তবায়িত করতে চান ?

৩| ৩০ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:৩৬

সুমাইয়া আলো বলেছেন: ফালতো লজিক

৩১ শে জানুয়ারি, ২০১৫ সকাল ১১:০৮

রাফা বলেছেন: আপনি একটা সঠিক লজিক দিয়ে দেন দয়া করে।

৪| ৩০ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:৫৫

যোগী বলেছেন:
এইট ফেল খালেদা জিয়া এসএসসি পরীক্ষা কি বুঝেনা বা এই পরীক্ষা কে হিংসা করে :)

৩১ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:০৯

রাফা বলেছেন: লক্ষ একটাই -তারেক জিয়াকে ফিরিয়ে এনে মসনদে অধিষ্ঠান।
যুদ্ধাপরাধীদেরকে রাজবন্দির কোটায় মুক্তি দিয়ে জঙ্গীবাদের উত্থান।

তালেবানি কায়দায় দেশ পরিচালনার জন্য শিক্ষাকে নির্বাসনে প্রেরণ করাই মূল লক্ষ।

ধন্যবাদ,যোগী।

৫| ৩০ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:৫৫

ঢাকাবাসী বলেছেন: গোল্ডেন জিপিএ পাওয়া একটা ছাত্রকে চার লাইন বাংলা থেকে ইংরেজী করতে বলুনম, সে শুয়ে পড়বে। অবশ্য আপনার বাংলা বানানের বহর দেখে মনে হয় আপনিও...!

৩১ শে জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৫৩

রাফা বলেছেন: জি ঠিকই বলছেন, এই জন্যইতো বলছি একটু শিখতে দিন দয়া করে।
ভাগ্যিস আপনি শুদ্ধভাবে লিখতে ও পড়তে শিখেছেন তাই ভুল ধরতে পারছেন।আমার মত নয় আপনার মত শিক্ষিত মানুষই কাম্য।

কি বলেন,ঢাকাবাসি ?

৬| ৩০ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:৫৮

যোগী বলেছেন:
দেখেনতো মডু আমার পোষ্ট মুছে দিছে

৩১ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১:৫৯

রাফা বলেছেন: ও কিছুনা.....আমারও ১টা মুছে দিয়েছে।

এমনভাবে লিখুন যাতে মুছতে না পারে।

৭| ৩০ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১:০৬

মোঃ মাহমুদুর রহমান বলেছেন: আজকাল মানে হয় বাল তার পেইড ব্লগারদের পেমেন্ট বাড়ায় দিছে। তাইতো সব জায়গায় এখন তাদের উপস্হিতি বেড়ে গেছে।

৩১ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ২:৩১

রাফা বলেছেন: নতুন আমদানি মনে হোচ্ছে.....জেগে ঘুমান নাকি ভিমরতিতে আক্রানত ভাইজান।

পেইড ব্লগার হইতে মুন্চায়।আছে নাকি আপনার জানাশুনা কোনো চ্যানেল ?

৮| ৩০ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১:৩১

চলতি নিয়ম বলেছেন: আবাল গুলার ভাগে কম পড়ছে!! =p~

৩১ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:৪৩

রাফা বলেছেন: সন্ত্রাসী আর জঙ্গীদের ভাষাই এরকম।কাজেই তাদের কাজ তারা করবেই।

৯| ৩০ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:০১

ভিটামিন সি বলেছেন: কপোতাক্ষের তীরে এক অসামাজিক বলেছেন: এমন এক শিক্ষা আর পরীক্ষার ব্যবস্থা করেছে, পাশের বন্যা। দলকানা কুকুরেরা কখনো বুঝবে না, কি লেভেলের নিম্নমানের ছাত্র পাইতেছি ফাস্ট ইয়ারে, ডবল ৫ পাওয়া।
ঢাকাবাসী বলেছেন: গোল্ডেন জিপিএ পাওয়া একটা ছাত্রকে চার লাইন বাংলা থেকে ইংরেজী করতে বলুনম, সে শুয়ে পড়বে। অবশ্য আপনার বাংলা বানানের বহর দেখে মনে হয় আপনিও...!

৩১ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:২৫

রাফা বলেছেন: সব শিয়ালের এক রা.....আমিতো আপনাদের মত এত ভালো ছাত্র না ।
অনেক ভুল হয় -ভুল করতে করতেই শিখতে চাই।

১০| ৩০ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:৩৫

গেন্না বয় বলেছেন: মাদার এ গনতন্ত্র খালেদা জেএসসি জিন্দাবাদ

৩১ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:৫২

রাফা বলেছেন: খালেদা-জেএসসি ।উর্দূতে কিন্তু ভালো মার্কস আছে।

১১| ৩০ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:৪৫

ক্ষতিগ্রস্থ বলেছেন: ছাত্রলীদের গোমূর্খগুলোকে আগে নিজে শিক্ষিত হয়ে, বানান ঠিক করে পোস্ট দিতে হবে... কিন্তু কে বোঝাবে?

হোলে
রাস্ট্রপতি
স্বরাস্ট্রমন্ত্রী
জিবন
মেরুদন্ড
সন্ত্রসীমূলক
কিশের

৩১ শে জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৫১

রাফা বলেছেন: ভাগ্যিস আপনার মত একজন স্ব-শিক্ষিত মানুষ ছিলো ।তাই ভুলগুলো ধরতে পারলেন।

এই শিক্ষাটাই দিতে পারেন কিনা আপনাদের নেত্ববৃন্দকে একটু চেষ্টা করে দেখেন।

১২| ৩০ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:৪৭

ক্ষতিগ্রস্থ বলেছেন: জন্য - ছাত্রলীদের
পড়ুন - ছাত্রলীগের

৩১ শে জানুয়ারি, ২০১৫ রাত ৮:১৩

রাফা বলেছেন: আমিতো দল দেখতেছি-লীগ পড়ি কি করে?

১৩| ৩০ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:০৪

বেদুইন জাহিদ বলেছেন: যে শিক্ষা দেশে এখন চলছে তাতে ভিমরি খেতে হয়।

একটি বাস্তব অভিগ্ঞতা শেয়ার করছি.....

২০১৩ সালে একটি SSC পরীক্ষার্থীকে English পড়াতাম। ছেলেটা কি করে ক্লাস টেন পর্যন্ত আসলো, তা নিয়ে বেশ অবাক হয়েছিলাম। কারণ সে তো গ্রামার জানেই না বরং সঠিকভাবে রিডিং পড়তেও পারে না। রচনা, প্যারাগ্রাফ, লেটার কিছুই সে পারতো না।

আমি ধরেই নিয়েছিলাম সে কমপক্ষে ইংলিশে ফেল করবেই!!
কিন্তু আশ্চর্যের বিষয় এই যে, সে A- পেয়ে পাশ করে!!!


এই হলো আমাদের শিক্ষার অবস্থা :|

৩১ শে জানুয়ারি, ২০১৫ রাত ৮:৩৯

রাফা বলেছেন: এর দ্বায়তো আপনার উপরও বর্তায় কিছুটা।যেহেতু আপনি নিজেই বলছেন আপনি শিক্ষকতা করেন।

কি পড়াতেন তাহোলে ?

১৪| ৩১ শে জানুয়ারি, ২০১৫ সকাল ১০:০৪

তাহের অন্তরা বলেছেন: আমার এত সাধ্য আমি কিছু বাস্তবায়ন করবো। কিন্তু পরিবর্তন একটা আসা খুব দরকার। আপনারা এগিয়ে যান। আমি আছি যা ভালো তার সাথে।-------------আর "শিক্ষা,সে তো মরীচিকা" মন্তব্য দেয়ার কারন হল বর্তমানে যে রাজনৈতিক অবস্থা একটি সুস্থ স্বাভাবিক শিক্ষা আশা করা আর চোখে মরীচিকা দেখা একি কথা.........আশা করি শ্রদ্ধেয় ভাইয়া এটা বুঝতে পেরেছেন ।

৩১ শে জানুয়ারি, ২০১৫ রাত ৯:৪৯

রাফা বলেছেন: বুঝিয়ে দিলে বুঝবোনা কেনো ?

১৫| ৩১ শে জানুয়ারি, ২০১৫ সকাল ১০:৩৪

শরীফ মাহমুদ ভূঁইয়া বলেছেন: শিক্ষার্থীদের ক্লাসে ভালোভাবে পাঠদানে বাধ্য করার মাধ্যমেও কিন্তু জিপিএ ৫ বাড়ানাে সম্ভব। শিক্ষামন্ত্রী জনাব নাহিদ দেশের এ ক্রান্তিলগ্নে একটা যুগোপুযোগী সিদ্ধান্ত নিতে পারেন, সেটা হলো - শুধু টেলিভিশনে বক্তৃতা বিবৃতি না দিয়ে দেশের সুশীল সমাজকে সাথে নিয়ে দেশের মাননীয় রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় বিরোধীদলীয় নেত্রী এবং মাননীয় বিএনপি নেত্রীর সাথে দেখা করে এ বিষয়ে তাদের সকলের সরাসরি হস্তক্ষেপ এবং সহায়তা চাইতে পারেন। এ শিক্ষামন্ত্রীর আমলে অধিক হারে পাশ এবং জিপিএ প্রাপ্তির অভিযোগ, গণহারে প্রশ্নপাশের অভিযোগ রয়েছে।

৩১ শে জানুয়ারি, ২০১৫ রাত ১০:৩৩

রাফা বলেছেন: অবশ্যই সংশোধন করা যায় -যে কোন কিছু ভালো করার জন্য।আশা করি ধীরে ধীরে সব কিছু ঠিক হয়ে আসবে।

কিন্তু এর বিপরীতে হরতাল ,অবরোধ ও সন্ত্রাস কাম্য হতে পারেনা।

ধন্যবাদ,শরীফ মাহমুদ ভূঁইয়া।

১৬| ৩১ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ২:৪৪

রঙতুলি বলেছেন: ভিটামিন সি বলেছেন: কপোতাক্ষের তীরে এক অসামাজিক বলেছেন: এমন এক শিক্ষা আর পরীক্ষার ব্যবস্থা করেছে, পাশের বন্যা। দলকানা কুকুরেরা কখনো বুঝবে না, কি লেভেলের নিম্নমানের ছাত্র পাইতেছি ফাস্ট ইয়ারে, ডবল ৫ পাওয়া।
ঢাকাবাসী বলেছেন: গোল্ডেন জিপিএ পাওয়া একটা ছাত্রকে চার লাইন বাংলা থেকে ইংরেজী করতে বলুনম, সে শুয়ে পড়বে। অবশ্য আপনার বাংলা বানানের বহর দেখে মনে হয় আপনিও...
:P :P :P :P :P :P :P :P :P :P :P :P

১৯৯৬ সালে তত্ত্বাবধায়ক সরকারের জন্য অসহযোগ আন্দোলনে কারনে এস এস সি পরিক্ষা তিন মাস পিছিয়ে গিয়েছিল ,হাজারো অনুরোধ সত্ত্বেও কর্মসূচী স্থগিত করা হয় নাই ।
আর এখন ইনারাই কত ধরনের যুক্তি দিচ্ছেন .।

বড় বিচিত্র এই দেশের রাজনীতি ;) ;)

৩১ শে জানুয়ারি, ২০১৫ রাত ১১:২৩

রাফা বলেছেন: ১৯৯৬-এর আন্দোলন কি আপনি কোথাও খুজে পাইতেছেন ?

যা কিছু খারাপ তা বর্জনীয়,আশা করি এক সময় সব কিছুই সঠিকভাবে হবে।
আমার বানান ভুল হয় অস্বিকার করার কিছু নেই।আপনারটা কিংবা যার কথা টেনে কমেন্ট করলেন তারটা ঠিক আছেতো ।ভালো করে দেখুন।

সন্ত্রাস,বোমাবাজী,আগুনে পুড়িয়ে মারাকে আপনি আন্দোল বলছেন।
আপনার মাথা ঠিক আছেতো ?

১৭| ৩১ শে জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:১৮

আমি তুমি আমরা বলেছেন: কয়েকজনের মন্তব্য পড়ে হাসি আসল। ছাত্রছাত্রীদের মান খারাপ- এই যুক্তিতে কি হরতাল জায়েজ হয়ে যায়?

০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:০৩

রাফা বলেছেন: কারন উনারা স্বশিক্ষায় শিক্ষিত ।তাই যা বলবেন সব কিছুই মেনে নিতে হবে।হরতাল হলেতো কথা ছিলোনা ।কিন্তু জলজ্যান্ত অসহায় মানুষ হত্যার উৎসব করছে তারা।এই কঠিন পরিস্থিতির কোন ব্যাখ্যা তাদের কাছে নেই।

যে কোন উপায়ে ক্ষমতা অর্জনটাই মূল লক্ষ।দেশ জ্বলে পুড়ে ছারখার হয়ে যাক।

১৮| ৩১ শে জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৩১

দেশী ম্যান বলেছেন: বিএনপি হচ্ছে মূর্খের দল, যেই দলের প্রধান ফাইভ পাশ।

০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১:৩২

রাফা বলেছেন: কিছুই বলার নেই ,রাজাকারের দোষরদের দল বিএনপি নামক দলটি।
রাজাকারদের মিশন নিয়ে মাঠে নেমেছে।সাধারণ মানুষকে জিম্মি করে যে তান্ডব চালাচ্ছে আশা করি এর জবাব জনগণই দেবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.