নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি নিরপেক্ষ নই, আমি মুক্তিযুদ্ধের পক্ষে।

রাফা

ভালবাসি জন্মভুমি বাংলাদেশ ।অসহ্য মনে হয় যে কোন অন্যায়-কে।অসততার সাথে আপোষ নয় কখনই।গালি সহ্য করার মানসিকতা শুণ্যের কোঠায়।রাজাকার,আলবদর ,আল সামস মোট কথা বাংলাদেশের বিরোধী যে কোন শক্তিকে প্রচন্ড রকম ঘৃণা করি। তার চাইতে বেশি ঘৃণা করি নব্য ছাগিয়তাবাদিদের। যারা আশ্রয় প্রশ্রয় দেয় যুদ্ধাপরাধীদের ।

রাফা › বিস্তারিত পোস্টঃ

বি,এন,পি-র আইনজীবি মাহবুব উদ্দিন খোকন সাহেব মিথ্যার অপলাপ কেনো করছেন ?(কোকো একজন অপরাধী ছিলেন)

০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৯:০৮

গত ৩০ জানুয়ারি শুক্রবার যুক্তরাষ্ট্রে কর্মরত হাসান ফেরদৌসের ‘কোকো কাহিনি’ শিরোনামে প্রথম আলোয় যে লেখা ছাপা হয়েছে, তা পড়লে যেকোনো পাঠকেরই বিশ্বাসযোগ্য মনে হবে। কারণ, তাঁর লেখার ধরন খুবই সুন্দর। কিন্তু আমার কাছে জনাব ফেরদৌসের বেশির ভাগ বক্তব্য অসত্য ও বিভ্রান্তিমূলক বলে পরিলক্ষিত হয়েছে। হাসান ফেরদৌস লিখেছেন যে আরাফাত রহমান কোকোর বিরুদ্ধে ২০০৯ সালে করা মার্কিন আদালতে জার্মানির মেসার্স সিমেন্স এজি ও চীনের চায়না হারবার ইঞ্জিনিয়ারের কাছ থেকে টাকা নেওয়ার জন্য মামলা হয়েছে। সিমেন্স কোম্পানি মার্কিন আদালতে কোকোকে ঘুষ দেওয়ার জন্য দোষী সাব্যস্ত হয়েছে। এই টাকার একটি অংশ

মার্কিন ব্যাংক অ্যাকাউন্ট থেকে সিঙ্গাপুরে কোকোর অ্যাকাউন্টে জমা হয়েছে, যা জনাব ফেরদৌসের উল্লেখ করছেন -











আমি কমেন্ট করার চেষ্টা করলাম প্রথম আলো এবং আমাদের সময় পত্রিকায় প্রকাশিত লেখাটিতে ।কিন্তু কোন লেখায় কমেন্ট করতে পারলামনা ।তাই এখানে আমেরিকার জাস্টস ডিপার্টমেন্টের পাতা থেকে কিছুটা কপি করে এখানে দিলাম।



এখন যাচাই করার ভার থাকলো পঠকের উপর:-The forfeiture action was filed Jan. 8, 2009 , in U.S. District Court in the District of Columbia against funds located in Singapore held by multiple account holders. The forfeiture complaint relates primarily to alleged bribes paid to Arafat "Koko" Rahman, the son of the former prime minister of Bangladesh , in connection with public works projects awarded by the government of Bangladesh to Siemens AG and China Harbor Engineering Company. According to the forfeiture complaint, the majority of funds in Koko’s account are traceable to bribes allegedly received in connection with the China Harbor project, which was a project to build a new mooring containment terminal at the port in Chittagong , Bangladesh .

এইটা আমেরিকার জাস্টিস ডিপার্টমেন্টের ওয়েব সাইট থেকে কপি করা এখানে দেখুনতো কোকো-র নাম আছে কিনা? মিথ্যারও একটা সীমা আছে বি,এন,পি /জামাতের দালালরা সব সীমা অতিক্রম করেছে।



ধন্যবাদ।



http://www.prothom-alo.com/opinion/article/440482/‘কোকো-কাহিনি’-বিভ্রান্তিকর Click This Link

মন্তব্য ৩১ টি রেটিং +০/-০

মন্তব্য (৩১) মন্তব্য লিখুন

১| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৯:১০

বিডি আইডল বলেছেন: হ..সে আপনার মাকে চুদেছিলো

০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৯:১৯

রাফা বলেছেন: পোষ্ট নিয়ে কোন কথা বলার নেই মনে হয় আপনার?

আপনি মনে হয় মা ছাড়া জন্ম নিয়েছেন তাই এমন কথা বলছেন।আপনার কমেন্ট মুছে দিতে পারতাম ।কিন্তু মানুষের জানা উচিত আপনার মত লোকও বিএনপি করে।

২| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৯:১৬

যোগী বলেছেন: বিডি আইডলের মুখের ভাষা দেখেন। সবাই তার কমেন্টে রিপোর্ট করেন।

০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৯:২০

রাফা বলেছেন: না বাদ দিন,এটা দেখা উচিত সবার-এরাই বি,এন,পি-কে ডুবানোর জন্য যথেষ্ট।

৩| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৯:১৯

যোগী বলেছেন:
মাথামোটা মাতব্বর মডু এই সব কমেন্ট চোখে দেখেনা।

৪| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৯:৫৫

চলতি নিয়ম বলেছেন: ওইগুলা হইলো মামুর বেটা =p~ =p~ কিচ্ছু বলার নাই। ওরাই তো সামুর রেটিং টিকায় রাখছে।

০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১০:৩৭

রাফা বলেছেন: কয়েকদিন পূর্বে আমার একটি পোষ্ট মুছে দিয়েছে "সামু"-
আমি অপেক্ষা করতেছি সঠিক সময়ের জন্য।যখন আমার পোষ্টের স্বপক্ষে সব প্রমাণ প্রকাশিত হবে তখন আবার পোষ্ট করবো।
আমি প্রকাশিত সংবাদের লিংক নিয়ে রেখেছিলাম কিন্তু তারা সেটা চাইলোনা ।শুধু পোষ্ট মুছে দিয়েছে।

৫| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১০:৫৯

সরদার হারুন বলেছেন: আমার ধারণা ছিল যারা ব্লোগে লিখে তারা সবাই শিক্ষিত ও ভদ্র কিনতু
আজ জানলাম মায়ের পেটে মনুষ হয়েও মা জাতকে অপমান করার মত মানুয়ও
ব্লোগে আছে ।

০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:৫৮

রাফা বলেছেন: সবাই না হোলেও অধিকাংশ শিক্ষিত এতে কোন সন্দেহ নাই।

উনি এরকম করছেন প্রচন্ড রকম হতাশা থেকে।

ধন্যবাদ,সরদার হারুন।

৬| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:০৮

শাহানা বুলবুল বলেছেন: মামলা থাকলেই সে খারাপ হয় না ।

০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:৫৫

রাফা বলেছেন: অবশ্যই মামলা থাকলেই খারাপ হয়না।কিন্তু অপরাধ প্রামানীত হলে কি অপরাধী বলা যাবে?

আপনি আবার পড়ুন আমার পোষ্ট।

৭| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:২১

কলাবাগান১ বলেছেন: @শাহানা বুলবুল
উপরে একজন ব্লগার মা জাত কে নিয়ে গালি দিল....... আর আপনি আছেন কোকোর সাফাই গাইতে!!!! এখানে কোন মামলা নাই.. উনাকে ঘুষ দেওয়ার জন্য আমেরিকার ফেডেরাল আদালতে সিমেন্স কোম্পানী কনভিক্টেড হয়েছে

কোকোর অবৈধ টাকা সিংগাপুর সরকার বাংলাদেশে ফেরত দিয়েছে.. তারপরও সাফাই গাইছেন??? আবার পোস্ট দিলেন চাকরির রেট কত... তা হাওয়া ভবন কে জিজ্ঞেস করুন

০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:২৯

রাফা বলেছেন: উনি না পড়েই মন্তব্য করেছেন । তাই বুঝতে পারছেন না কি বলছেন।আশা করি আবার পড়ে কিছু বলবেন।

ধন্যবাদ,কলাবাগান।

৮| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:১১

যোগী বলেছেন: মডু আমার সাথে একটু বেশি দুইনম্বরি করছে, আমার সেই পোষ্টটা শুধু অট ড্রাফ্টই করেনি আমাকে জেনারেলও করেছে। অথচ ঐ পোষ্টটা ছিল প্রথম আলোর কপি পেষ্ট যে খানে সূত্রও দেয়া ছিল।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:২৫

রাফা বলেছেন: লিখতে থাকুন তারপরও-কারন তা নাহোলে মিথ্যা ছড়াতে থাকে জামাত/শিবির ও বিএনপির অনুচরেরা.

৯| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:৩০

পালের গোদা বলেছেন: কারনটা খুবই সিম্পল: He is a lawyer. It's his job to lie for his clients. The best we can expect from him is a halfway decent lie that at least appears to have some credibility, instead of a blatant one.

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৮:৫৮

রাফা বলেছেন: ল-ইয়ার তো ভাড়া করা দালালের মত কথা বললে হবেনা।তথ্য প্রমাণের ভিত্তিতেই কথা বলে আইনজীবিরা।
আমারতো মনে হয়না সে একজন সত্যকারের আইনজীবি।

১০| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:৫১

অেসন বলেছেন: @শাহানা বুলবুল, মামলায় অপরাধী প্রমানিত হলে কি খারাপ হয় ?
দলকানাদের কাছে নিজপক্ষে কোন কিছুই খারাপ না আর বিপক্ষে সবই খারাপ।

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৯:০৯

রাফা বলেছেন: এদের কাছে প্রশ্ন করে কোন লাভ নেই।কারন উত্তরটা তাদের বিপক্ষে যাবে জানলে আর কোন কথা বের হয়না।

১১| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:৫৯

নিলু বলেছেন: লেখকের প্রথম জবাব সঠিক সিধান্ত বলে মনে করি ,

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:২৪

রাফা বলেছেন: যে যত খারাপ ব্যাবহার করবে তার সাথে তত ভালো ব্যাবহার করবেন।

১২| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:১৫

ক্ষতিগ্রস্থ বলেছেন: আপনি মিথ্যা বলছেন ও প্রতারণা করছেন। আমি নিশ্চিত করছি ইউএস জাস্টিস ডিপার্টমেন্টের যে লিংক প্রথম আলোর লেখায় হাসান ফেরদৌস দিয়েছেন তাতে Arafat Rahman Coco বা Arafat Rahman Koko বা Coco বা Koko বলে কোন শব্দ নাই।

ইউএস জাস্টিস ডিপার্টমেন্টের লিংক যা হাসান ফেরদৌস দিয়েছেন

প্রথম আলোতে হাসান ফেরদৌসের কোকো কাহিনীর লিংক

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:৫৭

রাফা বলেছেন: Click This Link

লিংক আসতেছেনা কেনো বুঝতে পারছিনা-আপনি এটুকু লিখে সার্চ দিন তাহোলেই পেয়ে যাবেন।
এফ বি আই-এরটা আসে কিন্তু জাস্টিস ডিপার্টমেন্টের পেজটা লিংকে আসেনা।আপনার সন্দেহ থাকলে ওখানে কোকো-র নাম লিখে সার্চ দিয়ে দেখতে পারেন।

১৩| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৯:১০

চলতি নিয়ম বলেছেন: Click This Link

@ক্ষতিগ্রস্থ এই লিঙ্ক টা কি ভুয়া?

আর সর্বোপরি কোকো কি দোষী ছিলো না ? প্রত্যেক অপরাধীর আইনজীবীই তার মক্কেল রে নিরপরাধ ভাবে সেটা তার কাজ।

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:০১

রাফা বলেছেন: আসছে উপরের লিংকটা একটু চেক করে দেখেনতো" চলতি নিয়ম "দেখতে পারেন কিনা.

১৪| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৫:৫২

ক্ষতিগ্রস্থ বলেছেন: আপনি আবারও যে লিংকটা দিয়েছেন তাতে কোন কিছু আসছে না, স্যরি। ব্লগার চলতি নিয়ম যে লিংক দিয়েছেন সেটা এফবিআই-এর, ইউএস জিস্টিস ডিপার্টমেন্টের না। তবে এফবিআই লিংকে যা দেয়া আছে তা হুবহু পাবেন জাস্টিস ডিপার্টমেন্টের এই পেজে (বুঝতেছি না, হাসান ফেরদৌসসহ কোন লিগার কেন এফবিআই খুঁইজা পায় কিন্তু জাস্টিস ডিপার্টমেন্ট খুঁইজা পায় না!)
Department of Justice, Office of Public Affairs

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:২১

রাফা বলেছেন: না,আমার দেওয়া লিংক-টা আপনি না দেখেই বলছেন।চেক করে দেখুন।এখন বলুন আমি মিথ্যা বলেছি কিনা-প্রতারনা কি একেই বলে নাকি বলুন ? আরাফাত রহমান কোকোর নাম কি পেয়েছেন ?শুধু এই জন্যই কোকো-কে নিয়ে কোন উচ্চবাচ্য নেই খালেদা জিয়ার পরিবারে,কারন তারা ভালো করেই জানে কোকো একজন প্রমাণিত ক্রিমিনাল।এখন শুধু তারেকের কূকর্ম প্রমাণের অপেক্ষায়।

আপনার কথা উইথড্র করুন এবার।

১৫| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:৩২

নিশাত তাসনিম বলেছেন: বাংলাদেশ ক্রিকেট দল আমাদের অহংকার আমাদের গর্ভ। বাংলাদেশ ক্রিকেট দল এখন পৃথিবীর যেকোনো দেশকে হারিয়ে দেওয়ার যোগ্যতা রাখে।

বাংলাদেশ ক্রিকেট দলের জন্য কোকোর অবদান ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। আওয়ামীলীগ তা স্বীকার করুক আর না করুক। সত্য সে তো সত্যই।

আসুন অনেক অভিযোগে অভিযুক্ত কোকোর খারাপ গুলোর পাশাপাশি ভালো দিক গুলো নিয়েও আলোচনা করি।

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৮:১৭

রাফা বলেছেন: সেটা কি টেনিস বলের ক্রিকেট নাকিরে ভাই ? =p~ =p~

আমিতো শুনছি গ্রিনিচ বুকে নাম উঠে গেছে সেই জন্য।আরো কিছু ভালো থাকলে বলেন দেখি ১টা উপন্যাস লেখা যায় কিনা।

১৬| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:২৩

চাঁদগাজী বলেছেন:


জেনারেল জিয়ার ২ ছেলেকেই চোর ডাকাত বানায়েছেন খালেদা জিয়া

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:৩৯

রাফা বলেছেন: জামাত-শিবিরের কাছে দাসখত দিয়ে রাজনীতি করছে এই দলটি।ভালো ভাবেই গ্রাস করে ফেলছে বর্তমান বি,এন,পি-কে।
তাই গো. আজমের ছেলে দাম্ভিকতার সাথে বলে বি,এন,পি জামাতের সাহায্য ছাড়া কখনই নির্বাচনে জয় লাভ করে নাই ভবিষ্যতেও করবেনা।এই কথার জবাব দেওয়ার মত সাহস হয়না বর্তমান বি,এন,পি নেতৃত্বের।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.