নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি নিরপেক্ষ নই, আমি মুক্তিযুদ্ধের পক্ষে।

রাফা

ভালবাসি জন্মভুমি বাংলাদেশ ।অসহ্য মনে হয় যে কোন অন্যায়-কে।অসততার সাথে আপোষ নয় কখনই।গালি সহ্য করার মানসিকতা শুণ্যের কোঠায়।রাজাকার,আলবদর ,আল সামস মোট কথা বাংলাদেশের বিরোধী যে কোন শক্তিকে প্রচন্ড রকম ঘৃণা করি। তার চাইতে বেশি ঘৃণা করি নব্য ছাগিয়তাবাদিদের। যারা আশ্রয় প্রশ্রয় দেয় যুদ্ধাপরাধীদের ।

রাফা › বিস্তারিত পোস্টঃ

মায়েশার মায়ের কান্না কি পৌছুবে দেশনেত্রীর কানে?

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:৩৯

মায়শার মায়ের কান্না কি পৌছুবে ,দেশনেত্রী খালেদা জিয়ার কানে..?
আপনি না দেশনেত্রী মনে করেন নিজেকে-কোন দেশের নেত্রী আপনি ?
কাদের নেত্রী আপনি,দয়া করে বলুন।যে মেয়েটির স্বপ্ন ছিলো পড়ালেখা করে ডাক্তার হবে।মৃত্যুর পূর্ব পর্যন্ত মায়শা মায়ের কোলে ঘুমিয়েছিলো।বাসের ছোট্ট পরিসরে।মায়শা বুঝতেও পারলোনা কেমন করে কে হত্যা করলো তাকে।কি অপরাধে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হলো।মায়শার পিতা নিজে পুড়ে গিয়েও রক্ষা করতে পারলোনা নিজের মেয়েকে।উনার পকেটের তজবিটি অক্ষত ছিলো ,মায়েশার মা সেটা দেখালো।

অনুগ্রহ করে সবাই মিলে একটা কথাই বলুন।মানুষকে পুড়িয়ে মারা বন্ধ করা হোক। যে রাজনীতি মানুষকে পুড়িয়ে মারে সে রাজনীতি আমরা চাইনা।গণতন্ত্র উদ্ধারের নামে মানুষকে কবরে পাঠিয়ে কিসের গণতন্ত্র !আমরা গণতন্ত্র চাইনা,ভোট দেওয়ার অধিকারও চাইনা আমাদেরকে বাচতে দিন দয়া করে।আর যদি তা না দেন তাহোলে ৭১-এর মত জিবন বাজী করে আবার ঝাপিয়ে পড়বো আপনাদের হাত থেকে দেশ ও দেশের মানুষকে মুক্ত করার জন্য।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:৪১

হাসান কালবৈশাখী বলেছেন:
কাকে কি বলছেন?

মাইশার মায়ের কান্না কোনদিনও ডাইনি মহিলার কানে পৌছুবে না।

২১ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৯:৪৬

রাফা বলেছেন: কিন্তু সাধারণ মানুষের অভিশাপ থেকে মুক্তি নেই।
যা পাকিস্তান,আফগানস্থান ও প্যালেস্টাইনে ঘটতে দেখেছি এতদিন টিভির পর্দায় তা খালেদা জিয়া আমাদেরকে বাস্তবে দেখিয়ে ছাড়লেন।
এই কাজের জন্য তাকে বহু মূল্য দিতে হবে।

আল্লাহর আরশ কাপছে সাধারণ মানুষের আহাজারিতে।উনি উপলব্দি করতে পারছেননা সব কিছুর শেষ আছে।সীমা লঙ্গনকারিকে আল্লাহও পছন্দ করেননা।পাপ যখন আকাশ ছোঁয়া হয়ে যায় তখন ধ্বংস অনিবার্য।

২| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:৪৭

যোগী বলেছেন:
বদ খালেদা জিয়ার দিন ফুরিয়ে আসছে। আন্দলোন আর কয়েক দিন পর এমনিতেই থেমে যাবে তার পর এই মহিলাকে জেলে ঢুকাতে হবে।

৩| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ২:২১

প্রোফেসর শঙ্কু বলেছেন: ভাল লাগে না এসব আর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.