![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভালবাসি জন্মভুমি বাংলাদেশ ।অসহ্য মনে হয় যে কোন অন্যায়-কে।অসততার সাথে আপোষ নয় কখনই।গালি সহ্য করার মানসিকতা শুণ্যের কোঠায়।রাজাকার,আলবদর ,আল সামস মোট কথা বাংলাদেশের বিরোধী যে কোন শক্তিকে প্রচন্ড রকম ঘৃণা করি। তার চাইতে বেশি ঘৃণা করি নব্য ছাগিয়তাবাদিদের। যারা আশ্রয় প্রশ্রয় দেয় যুদ্ধাপরাধীদের ।
মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার ,জনাব এ,কে খন্দকার সাহেব এই বক্তব্যের কোন সঠিক জবাব কি আছে আপনার কাছে।
শেখ মুজিবর রহমান পাকিস্তানকি রিয়সাত কি খিলাফ খুলি ভাগওয়াত কি এলান কিয়া।
খুন জাব হামনে দিয়া হায় ,খুন আওর দেঙ্গে।লেকিন ইছ দেশকো ইছ মুলক-কো আজাদ কারকে ছোরুঙ্গী ইনশাহ-আল্লাহ।
ইছ বার কি তারিখ আজাদি কি তারিক হ্যায়।ইছ বাত কি তারিখ নাফরাতি কি যাহা পাকিস্তান জিন্দাবাদ কাহেনা হ্যায় উহা উছনে জয় বাংলা কাহা।(An eyewitness of the event, a Pakistani and ex-student of Dhaka Nabakumar High School Mohd. Iqbal translates the final verse and accuses Mujib for calling Joy Bangla instead of Pakistan Zindabad.)
Click This Link
|পাকিস্তানিদের মুখেই শুনুন বঙ্গবন্ধু পাকিস্তান জিন্দাবাদ না বলে জয় বাংলা বলেছিলেন -৭ই মার্চের সেই অগ্নিঝরা বক্তৃতায়।
কৃতজ্ঞতায়-অমি রহমান পিয়াল~~
০৭ ই মার্চ, ২০১৫ বিকাল ৪:৫৮
রাফা বলেছেন: না বুঝলেও চলবে..।তবে সত্যটা জানা দরকার আছে সবার।
ধন্যবাদ,সুদীপ্ত সরকার।
২| ০৮ ই মার্চ, ২০১৫ রাত ১:০৭
হাসান কালবৈশাখী বলেছেন:
সত্যটা আমরা সবাই জানি।
আমি সে সময় খুবই ছোট, সেখানে না থাকলেও কাছাকাছি ছিলাম (হাতিরপুল) রাস্তায়ও প্রচুর লোক। আমি মনে করি সে দিন স্বাধিনতার দাবিতে মুক্তিকামি জনতার উত্তাল ঢেউয়ের ভেতর কারও পক্ষে পাকিস্তান জিন্দাবাদ বলা সম্ভব ছিলনা।
০৮ ই মার্চ, ২০১৫ সকাল ৮:৪৯
রাফা বলেছেন: যদি তখন এটা বলাও হইতো তবুও কিছু বলার ছিলোনা।কিন্তু মিথ্যাকে সত্য বলা হোচ্ছে অন্য কারনে।তথাকথিত স্বাধীনতার স্বপনের ঘোষক বানানোর চেষ্টা।পুরো আন্দোলনের নেতৃত্ব দিলো যে সাধারনত সেই হবে সর্বাধিনায়ক।হুইসেল দিয়ে দেশ স্বাধীন করা যায়না।
ধন্যবাদ,হাসান কালবৈশাখী।
৩| ০৯ ই মার্চ, ২০১৫ সকাল ১০:৪৬
সাবু ছেেল বলেছেন: এ ব্যাপারে আপনি বাংলাদেশের নতুন জাতির জনক টাহমুদুর বহমান ধান্না হুজুরকে জিজ্ঞেস করতে পারেন।খোকা বাবুও যেন বাদ না পরে।
০৯ ই মার্চ, ২০১৫ সকাল ১১:২৩
রাফা বলেছেন: মাহমুদুর রহমানকে দয়া করে আওয়ামি লীগ সুযোগ দিয়েছিলো রাজনীতি করার।কিন্তু ভুল রাজনীতি থেকে কখনই বের হতে পারেনি এই লোকটা।
৪| ১৬ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:৩০
হাইড্রোক্লোরাইড এসিড বলেছেন: কিছু জানি না বুঝি না, আমরা জয় বাংলা ,জয় বঙ্গবন্ধু স্লোগান দিতে সবসময় প্রস্তুত।
১৩ ই এপ্রিল, ২০১৫ সকাল ৯:৩৮
রাফা বলেছেন: কারন এটাই সত্য....আর সত্যটা সব সময় নির্দিদ্বায় উচ্চারণ করা যায়।
©somewhere in net ltd.
১|
০৭ ই মার্চ, ২০১৫ দুপুর ১:৫২
সুদীপ্ত সরদার বলেছেন: যারা এখন পর্যন্ত বোঝেনি,তারা বুঝবেও না। শুভকামনা রইলো!