![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভালবাসি জন্মভুমি বাংলাদেশ ।অসহ্য মনে হয় যে কোন অন্যায়-কে।অসততার সাথে আপোষ নয় কখনই।গালি সহ্য করার মানসিকতা শুণ্যের কোঠায়।রাজাকার,আলবদর ,আল সামস মোট কথা বাংলাদেশের বিরোধী যে কোন শক্তিকে প্রচন্ড রকম ঘৃণা করি। তার চাইতে বেশি ঘৃণা করি নব্য ছাগিয়তাবাদিদের। যারা আশ্রয় প্রশ্রয় দেয় যুদ্ধাপরাধীদের ।
আজকের ম্যাচে টস জয় বড় ভুমিকা রাখবে।আমার আজকের ফেভারেট নিউজিল্যান্ড।গতানুগতিক চ্যাম্পিয়নের বাইরে নতুন চ্যাম্পিয়ন দেখার প্রত্যাশা রইলো আজকের ফাইনালে।
এক নজরে ফাইনালের দু"টি দল-
অস্ট্রেলিয়া:- MJ Clarke*, GJ Bailey, PJ Cummins, XJ Doherty, JP Faulkner, AJ Finch, BJ Haddin†, JR Hazlewood, MG Johnson, MR Marsh, GJ Maxwell, SPD Smith, MA Starc, DA Warner, SR Watson
নিউজিল্যান্ডB McCullum*, CJ Anderson, TA Boult, GD Elliott, MJ Guptill, MJ Henry, TWM Latham, MJ McClenaghan, NL McCullum, KD Mills, L Ronchi†, TG Southee, LRPL Taylor, DL Vettori, KS Williamson
সুন্দর ও পরিচ্ছন্ন একটি ফাইনাল দেখার প্রত্যাশা রইলো আজকের ম্যাচে।ব্লগার বন্ধুরা আপনাদের মন্তব্য ও আলোচনা আশা করছি আজকের ম্যাচ নিয়ে।
খেলার লিংক- খেলার লিংক
২৯ শে মার্চ, ২০১৫ দুপুর ১:০০
রাফা বলেছেন: নাও দিজ ইজ ওয়ান সাইডেড ম্যাচ।টোটালি ফ্লপ নিউজিল্যান্ড।
২| ২৯ শে মার্চ, ২০১৫ সকাল ১০:৫৬
কেউ এক জন বলেছেন: অস্ট্রেলিয়ার আরেকটা ওর্য়াল্ডকাপ জিততে যাচ্ছে। বাজি?
২৯ শে মার্চ, ২০১৫ দুপুর ১২:২০
রাফা বলেছেন: মনে হয় আপনার কথাই সত্যি হোতে যাচ্ছে।নিউজিল্যান্ডের মিডল অর্ডার পুরোপুরি ব্যার্থ।বড় ম্যাচের চাপ নেওয়ার স্বক্ষমতা নেই মনে হইতেছে।
এ্যাডভান্স কংগ্রাচুলেশন-কেউ এক জন।
২৯ শে মার্চ, ২০১৫ দুপুর ১২:৪৪
রাফা বলেছেন: ওনলি ওয়ান ম্যান ফাইটিং এগেইনস্ট অস্ট্রেলিয়া টিম।হি ইজ নো আদার দ্যান এলিওট...আই স্যালুট ইউ রিয়েল ফাইটার।
©somewhere in net ltd.
১|
২৯ শে মার্চ, ২০১৫ সকাল ৯:৪৩
রাফা বলেছেন: প্রথম ওভারেই ব্রক থ্রু ফ্রম স্টার্ক...ওয়েলডান অস্ট্রেলিয়া।
ম্যাককালাম নিউজিল্যান্ডকে ব্যাকফুটে ঠেলে দিলো পঞ্চম বলেই!