নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি নিরপেক্ষ নই, আমি মুক্তিযুদ্ধের পক্ষে।

রাফা

ভালবাসি জন্মভুমি বাংলাদেশ ।অসহ্য মনে হয় যে কোন অন্যায়-কে।অসততার সাথে আপোষ নয় কখনই।গালি সহ্য করার মানসিকতা শুণ্যের কোঠায়।রাজাকার,আলবদর ,আল সামস মোট কথা বাংলাদেশের বিরোধী যে কোন শক্তিকে প্রচন্ড রকম ঘৃণা করি। তার চাইতে বেশি ঘৃণা করি নব্য ছাগিয়তাবাদিদের। যারা আশ্রয় প্রশ্রয় দেয় যুদ্ধাপরাধীদের ।

রাফা › বিস্তারিত পোস্টঃ

জাফর স্যার যুদ্ধটা আমাদের চালিয়ে যেতেই হবে।

১৮ ই মে, ২০১৫ রাত ১২:১৬

স্যার ,আমরা আপনার পাশেই আছি ।যেমন ছিলাম বিগত দিন গুলোতে।আমরা অতি দরদি আওয়ামি প্রেমি নই।আমরা মুক্তিযুদ্ধের পক্ষের সৈনিক।আমাদের যুদ্ধটা অন্য ১০টা যুদ্ধ থেকে ভিন্নতর।আমাদের লড়তে হয় শত্রুর বিরুদ্ধে।এমনকি আমরা আমাদের মিত্রদের বিরুদ্ধেও রুখে দাড়াই ,অন্যায় দেখলে।কারণ আমরা নিরপেক্ষ নই ।একটি প্রশ্নে কখনই নিরপেক্ষ হতে চাইনা।সেটা হলো ১৯৭১ ও আমাদের মুক্তিযুদ্ধ।ভার্চুয়াল ওয়ার্ল্ডে যারা নিবেদিত প্রাণ হয়ে মুক্তিযুদ্ধের পক্ষে দাড়ান তাদের পাশে ছিলাম আছি ও থাকবো।শুধু আমাদের সতর্ক থাকতে হবে কোন সুযোগ সন্ধানি যেনো তাদের অপকৌশল প্রয়োগ না করতে পারে।ব্লগারদের একটি বড় অংশ মুক্তিযুদ্ধের পক্ষে নিরবে নিভৃতে কাজ করে যাচ্ছে।আর সেই ব্লগারদের পাশে আপনার মত মানুষদের খুব বেশি প্রয়োজন।আপনার কোন ভয় নেই ।
জাতির জনকের কণ্যার প্রাণ যেমন নিবেদিত প্রাণ মানব বর্ম দ্বারা পরিবেষ্টিত ।ঠিক তেমনি আপনার মত প্রেরণাদানকারিরাও সুরক্ষিত।নির্মোহ মানুষদের উপর আঘাত আসে এই জন্য যে শত্রুরা মনে করে এদেরকে নিকেশ করতে পারলে অযোগ্যদের পথচলা সুগম হবে।

হঠাৎ গজিয়ে উঠা কুলাঙ্গার আওয়ামি প্রেমি এমপি "মাহমুদ-উস-সামাদ"রা সব সময় সংকিত থাকে বিধায় নিজের পাছা রক্ষার্থে আবোল তাবোল বকতে থাকে।কুকুরের লেজ ১২ বছর চুঙ্গার ভেতর থাকলেও তা খুলে নিলেই আবার যথারিতি রুপ ধারন করে।ঠিক তেমনি রাজাকারের সন্তানেরা আওয়ামি লীগের ছায়ায় থেকেও তাদের অপারেশনে নিয়োজিত থাকে আজিবন।এবং তাদের পিতাদের পারপাস সার্ভ করার চেষ্টা করে প্রথম সুযোগেই।কাজেই এদেরকে গণনায় ধরলে আমরাই পিছিয়ে যাবো স্যার।

আমাদের কোন ব্যাক্তিগত প্রত্যাশা নেই -আওয়ামি লীগ বা দেশের কাছে।দেশ আমাদের অনেক দিয়েছে এখন আমাদেরই দেশকে কিছু দেওয়ার পালা।এই দেশ আমাকে একটি বিশাল পরিচয় দিয়েছে বিশ্ব মানচিত্রে।সবুজ পাসপোর্টের বদৌলতে ছুটে বেড়াই এক মহাদেশ থেকে আরেক মহাদেশে।যা হয়তো কোনদিনই সম্ভব হতোনা নাপাক -পাকিস্তানিদের সাথে থাকলে।আমদের হারানোর কোন ভয় নেই।আমাদের পুর্ব পুরুষেরা আমাদের জন্য যা অর্জণ করে দিয়ে গেছেন এর সুরক্ষায় জিবন চলে গেলেও কোন দুঃখ নেই।'জাফর স্যার' আপনারা আমাদের পথের দিশারি ।আমাদের শেষ রক্ত বিন্দু দিয়ে হলেও আমরা আপনাদের পাশেই থাকবো ইনশাহ-আল্লাহ।

ভুল কথা বললে "জয়" কেনো ! "সেখ হাসিনার" কথারও প্রতিবাদ করবো আমরাই।কিন্তু কোন ধূর্ত শেয়াল যেনো শিকারির বেশে আমাদের মাঝে প্রবেশ করতে না পারে সে বিষয়ে শতভাগ সতর্কতা থাকতে হবে আমাদের।নিঃসংকোচে উচ্চারিত হোক সত্য-ভাষণ।সত্যের কোন পরাজয় নেই।

জয় বাংলা ,
জয় বঙ্গবন্ধু। আপনারা সজাগ থাকলে আমাদের পথ হারানোর কোন ভয় নেই।

মন্তব্য ২২ টি রেটিং +২/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ১৮ ই মে, ২০১৫ রাত ২:৪৭

চাঁদগাজী বলেছেন:


পড়লাম

১৮ ই মে, ২০১৫ সকাল ৭:৩০

রাফা বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ।

২| ১৮ ই মে, ২০১৫ ভোর ৪:১৪

জাহাঙ্গীর জান বলেছেন: জাফর স্যার একজন সম্মানিত ব্যক্তি আ,লীগ দলীয় এমপি ওঁনাকে নিয়ে যেই বক্তব্য দিয়েছে সেটি দুঃখজনক এক কথায় এটি বস্তিরপোলাপাইনের ভাষার বহিঃপ্রকাশ হয়েছে পৃথিবীটা বর্তমানে দুই দ্বারায় বিভক্ত এক পক্ষ সত্য বলার অভ্যাস হারিয়ে ফেলেছে আর জাফর স্যারের মতো সত্য বলতে অভ্যস্ত ব্যক্তিরা অসম্মানজনক ভাষা দ্বারা আক্রান্ত হওয়াটা সত্যিই দুঃখজনক ।

২১ শে মে, ২০১৫ সকাল ৮:৫৬

রাফা বলেছেন: অসন্মান করাটা আমরা আত্মস্থ করে ফেলেছি।তবে যে যাই বলুক সত্য বলা অব্যাহত রাখতে হবে।

ধন্যবাদ,জাহাঙ্গীর জান।

৩| ১৮ ই মে, ২০১৫ সকাল ৭:৩৮

কলাবাগান১ বলেছেন: "একটি প্রশ্নে কখনই নিরপেক্ষ হতে চাইনা।সেটা হলো ১৯৭১ ও আমাদের মুক্তিযুদ্ধ"

২১ শে মে, ২০১৫ সকাল ৯:০০

রাফা বলেছেন: শত চেষ্টা করলেও এখানে কোন আপোষ করতে পারবোনা।এই জন্য অনেকেই বিরুপ মন্তব্য করে ।তবুও আমি আমার নীতিতে অটল থাকবো ইনশাহ আল্লাহ।

ধন্যবাদ,কলাবাগান১।

৪| ১৮ ই মে, ২০১৫ দুপুর ২:০১

ভ্রমরের ডানা বলেছেন: একটি প্রশ্নে কখনই নিরপেক্ষ হতে চাইনা।সেটা হলো ১৯৭১ ও আমাদের মুক্তিযুদ্ধ।[/sb

সহমত

২১ শে মে, ২০১৫ সকাল ৯:০২

রাফা বলেছেন: ধন্যবাদ,ভ্রমরের ডানা-সহমতের জন্য।

৫| ১৮ ই মে, ২০১৫ বিকাল ৩:২৬

মোঃ আকাশ খান বলেছেন: এই জগন্য মৌলবাদী রাস্ট্রে এসব না বলাই ভালো! পরে চাপাতির আঘাত সহ্য করতে হবে!

২১ শে মে, ২০১৫ সকাল ৯:১৮

রাফা বলেছেন: আমি সেই দলে নই,যে দেশে এসে লিখতে ভয় পাই।কলম চলবেই -হার মানবোনা।

ধন্যবাদ,মোঃ আকাশ খান।

৬| ১৮ ই মে, ২০১৫ রাত ৮:৩২

আহমেদ জী এস বলেছেন: রাফা ,



আপনারই কিছু বক্তব্য তুলে ধরছি আমার ভাব প্রকাশার্থে - "একটি প্রশ্নে কখনই নিরপেক্ষ হতে চাইনা।সেটা হলো ১৯৭১ ও আমাদের মুক্তিযুদ্ধ।"
"..দেশ আমাদের অনেক দিয়েছে এখন আমাদেরই দেশকে কিছু দেওয়ার পালা। এই দেশ আমাকে একটি বিশাল পরিচয় দিয়েছে বিশ্ব মানচিত্রে । "

"নিঃসংকোচে উচ্চারিত হোক সত্য-ভাষণ।"

আর এই শিরোনামটি উচ্চকিত হোক আরো আরো .." জাফর স্যার যুদ্ধটা আমাদের চালিয়ে যেতেই হবে।"

৩১ শে মে, ২০১৫ সকাল ১১:৩৪

রাফা বলেছেন: ধন্যবাদ,আহমেদ জী এস।

৭| ১৮ ই মে, ২০১৫ রাত ৮:৩৪

নয়া দাদা বলেছেন: আমলীগের এমপি বলেছে প্রকাশ্যে "দোররা" মারবে আর ছাত্রলীগ মিছিল করেছে ".... "দালালের ২ গালে, জুতা মারো তালে তালে" ...............| আহা স্যার, আমলীগের ন্যায় বিচার| দালালডের ভাগ্যের নির্মম পরিহাস |

৮| ১৯ শে মে, ২০১৫ সকাল ৯:৫৩

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:

যুদ্ধটা আমাদের চালিয়ে যেতেই হবে।

৯| ২২ শে মে, ২০১৫ সকাল ১১:০৭

অরুদ্র বলেছেন: আমরা কোনো দলের নই। আমরা মুক্তিযুদ্ধের চেতনায় বেড়ে ওঠা যুবসম্প্রদায়।

১০| ১৬ ই আগস্ট, ২০১৫ সকাল ১১:১৭

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
Ki khobor?

২২ শে আগস্ট, ২০১৫ দুপুর ১২:১২

রাফা বলেছেন: হুম ভালো,
আপনার খবর কি?
কোন পোষ্ট নেই কেনো!!

১১| ২২ শে আগস্ট, ২০১৫ রাত ১০:০৪

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
Valo.

Emni.

২৩ শে আগস্ট, ২০১৫ সকাল ৭:২৬

রাফা বলেছেন: গুড, তাহোলেতো ভালোই।

১২| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৮:৩৬

দ্বীন মুহাম্মদ সুমন বলেছেন: চামুউউউউচা

০৭ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১০:৫৮

রাফা বলেছেন: বরাহ শাবকদের এটাই মনে হবে।
দুষিত রক্তের প্রবাহ আছে মনে হয় শরিরে......

১৩| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৪৫

দ্বীন মুহাম্মদ সুমন বলেছেন: হাহাহাহাহা ... মজা পাইলাম :-B ...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.