নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি নিরপেক্ষ নই, আমি মুক্তিযুদ্ধের পক্ষে।

রাফা

ভালবাসি জন্মভুমি বাংলাদেশ ।অসহ্য মনে হয় যে কোন অন্যায়-কে।অসততার সাথে আপোষ নয় কখনই।গালি সহ্য করার মানসিকতা শুণ্যের কোঠায়।রাজাকার,আলবদর ,আল সামস মোট কথা বাংলাদেশের বিরোধী যে কোন শক্তিকে প্রচন্ড রকম ঘৃণা করি। তার চাইতে বেশি ঘৃণা করি নব্য ছাগিয়তাবাদিদের। যারা আশ্রয় প্রশ্রয় দেয় যুদ্ধাপরাধীদের ।

রাফা › বিস্তারিত পোস্টঃ

ছাত্রদের উপর কেনো এই অযাচিত ভ্যাট নামের উপদ্রপ....!! তাদেরকে মেরুদন্ড সোজা করে দাড়াতে দিন।

১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৭:১২

এইটার সাথে ঐটা আর সেটার সাথে ওটা.......এভাবে কেনো যুক্তি দেওয়া হোচ্ছে! ভ্যাট সমস্যার সমাধান নিয়ে আন্দোলনকে অন্য অনেক সমস্যার সাথে কেনো জড়ানো হোচ্ছে? দিন শেষে ভ্যাট যদি দিতেই হয় তাহোলে কিন্তু তার মাশুল গুনতে হবে শিক্ষার্থিকেই।আজ

এইটার সাথে ঐটা আর সেটার সাথে ওটা.......এভাবে কেনো যুক্তি দেওয়া হোচ্ছে! ভ্যাট সমস্যার সমাধান নিয়ে আন্দোলনকে অন্য অনেক সমস্যার সাথে কেনো জড়ানো হোচ্ছে? দিন শেষে ভ্যাট যদি দিতেই হয় তাহোলে কিন্তু তার মাশুল গুনতে হবে শিক্ষার্থিকেই।আজ পর্যন্ত কোন প্রতিষ্ঠান কি কোন দায় নিয়েছে প্রকৃতপক্ষে।

মানলাম বেসরকারি বিশ্ব বিদ্যালয়ে অনেক অনিয়ম হোচ্ছে।তার জন্য আলাদা করে সরকারি নিয়ম কানুন হোতে পারে।শিক্ষার্থিরাও হয়তো মাঠে নেমে আসবে সরকার যদি তাদের সার্থে কোন আইন করেন।এবং সেটা বাস্তবায়নে গড়িমসি করলে ছাত্ররা নিজেদের স্বার্থেই মাঠে নামবে।তাই বলে সেই অজুহাতে শিক্ষায় ভ্যাট ধার্য করা কি জায়েজ হয়ে যাবে!আমার হিসেবে বর্তমান সরকারই বেশি বেসরকারি বিশ্ব বিদ্যালয়ের অনুমোদন দিয়েছে।এবং এটার প্রয়োজন ছিলো অবশ্যই।সরকারেরইতো দায়িত্ব ছিলো বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সবকিছু ঠিমত হোচ্ছে কিনা তা পর্যবেক্ষনে রাখা।স্থান ,সুযোগ সুবিধা ভেদে টিউশন ফির তারতম্য হোতেই পারে কিন্তু সেই অজুহাতে ছাত্রদের গলাকাটার লাইসেন্স কি দিতে হবে বিশ্ববিদ্যালয় কতৃপক্ষকে?

আসলে আমাদের সব কিছুই নতুন করে ভেবে দেখতে হবে।শিক্ষার নামে যে বানিজ্য চালু হয়েছে তার লাগাম টেনে না ধরলে একটা সময় আসবে যখন কোটি টাকা না থাকলে উচ্চশিক্ষার কথা চিন্তাই করা যাবেনা।এখনও অনেক মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্তের সন্তানরা পাবলিক বিশ্ব বিদ্যালয়ে ভর্তি না হোতে পেরে বাধ্য হয়ে অনেক ত্যাগ স্বিকার করে পড়তে পারছে প্রাইভেট বিশ্ব বিদ্যালয়ে।কিন্তু এই হারে চলতে থাকলে শুধুমাত্র উচ্চবিত্তের জন্যই পড়ালেখা করা সম্ভবপর হবে। স্বাধিন জাতি হিসেবে যা কখনই আমাদের কাম্য নয়।

কাজেই সরকারের উচিত ভ্যাট নিয়ে উদ্ভুত পরিস্থিতির সুযোগে অন্য কোন গোষ্ঠি যেনো বিশৃংখলা সৃষ্টি না করতে পারে সেদিকে কঠোর দৃষ্টি রাখা।বাস্তবতা হোচ্ছে টিউশন ফি জোগার করে পড়ালেখা করা খুব সহজ কাজ নয়।নিজের অভিজ্ঞতা ও বাস্তবতা থেকেই জানি শিক্ষার ক্ষেত্রে যা কিছুই যোগ করা হোক যত যৌক্তিকভাবে করা হোক না কেনো তা দিন শেষে ছাত্রদের উপরই বর্তাবে।একজন ছাত্র যখন উচ্চ শিক্ষার জন্য একটি বিশ্ব বিদ্যালয়ে ভর্তি হয়ে যায় ।একটার পর একটা সেমিষ্টার শেষ করার পর যত কিছুই অন্তর্ভুক্ত করা হোক সে মাঝ পথে ছেড়ে যেতে পারেনা।না খেয়ে হোলেও তাকে টিউশন ফি যোগার করতেই হবে।ছাত্র এবং সিনিয়র সিটিজেনরা সারা পৃথিবিতে সাধারন অনেক সুযোগ পেয়ে থাকে আর আমাদের দেশে উল্টো ছাত্রদের আরো হয়রানি করা হোচ্ছে।

আশা করি বর্তমান সরকার ভ্যাট নয় শিক্ষিত জন-গোষ্ঠি গড়ার দিকে তার হাত বাড়িয়ে দিবেন।আরো অনেক খাত আছে ভ্যাট ধার্য করার জন্য সেদিকে দৃষ্টি প্রসারিত করুন। আল্লাহর ওয়াস্তে ছাত্রদের রেহাই দিন।শিক্ষার কোন বিকল্প নেই-দেশ ও জাতিকে এগিয়ে যেতে হোলে ।

ধন্যবাদ।

মন্তব্য ১৩ টি রেটিং +২/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৯:১১

চাঁদগাজী বলেছেন:


ছাত্রদের উপর বা মালিকদের উপর ভ্যাট প্রয়োগের দরকার ছিল না, দরকার ছিল, মালিকদের ইনকাম ট্যাক্স অনেক বাড়ানো, ডাকাতেরা টাকা বিদেশে নিয়ে যাচ্ছে।

২| ২২ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:৪০

শায়মা বলেছেন: ভাইয়া
সামওয়ান ইজ ট্রাইং টু কপি মি!!!
ভীষন মজা পাচ্ছি ।

তার নিক পরী আন্টি। আজই ব্লগে নিক খুলেছে মানুষকে কনফিউজ করতে। মানুষের খেয়ে কাজ না থাকলে কত কিছু যে করে তাই ভাবছি! :P

২২ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:৩২

রাফা বলেছেন: ভালোইতো কেউ যদি তোমাকে অনুকরন করে।তুমি যে আমাদের একমাত্র অপসরা এটাতো সবাই জানে।তোমার মত যদি অসাধারণ কেউ লিখতে পারে ,তাহোলেতো ভালো হয়।

সবাইকে কনফিউজ করা খুব সহজ কাজ না।দেখোই না কি হয়।

৩| ২২ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:২১

পরী আন্টি বলেছেন: স্যরি ভাইয়া কমেন্ট করার জন্যে এইখানে।তোমার নিকটা একদম অনলাইন ব্লগারদের লিস্টে উপরের দিকে থাকে।তাই ক্লিক করলাম আর এইখানে এসে দেখি একজন ভদ্রমহিলা আমার নিক নিয়ে তোমাকে অভিযোগ করলো যে আমি উনাকে কপি করছি?
তুমি ব্লগের মডু ভাইয়া?তোমাকে অভিযোগ করলো কেনো ভাইয়া?

@শায়মা ছিঃ ছিঃ আপনার মানুষিকতা এত নোংরা ?আমি একটা মাত্র পোস্ট দিলাম ।কিভাবে আপনাকে কপি করলাম?আমার নামে এইভাবে সবার সামনে বাজে কথা বলার জন্যে আল্লাহ আপনার বিচার করবে।আর কিছু বলার নাই।

২২ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:৪১

রাফা বলেছেন: না, আমি আপনাদের মতই একজন।মানুষকে না জেনেই হটাৎ করে একটা মন্তব্য করে ফেলা কি ঠিক?আপনি শায়মা'র ব্লগটা একবার ঘুরে আসুন।হয়তো এই মন্তব্য লিখতেই পারতেন না আপনি।

আপনি আপনার লেখনির মাধ্যমেই প্রমাণ করে দিন আপনি আপনার মতই।তাহোলেই আর কোন সমস্যা থাকবেনা।আপনারা দু'জনে ভালো বন্ধু হয়ে যান........প্রমাণ করুন মিলেমিশে থাকার আনন্দই আলাদা।

ধন্যবাদ।

৪| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:৩৫

পরী আন্টি বলেছেন: বাহ ভাইয়া বাহ।তুমিও বললে আমি উনাকে ফলো করি?আমার নিকের বয়স মাত্র একদিন একটা মাত্র পোস্ট দিলাম তাতেই উনার মনে হলো আমি উনাকে অনুকরন করছি?

মজার ব্যাপার আমার পোস্ট প্রথম পাতায় ও যায়নি।উনি আমার আইডি কিভাবে খুজে পেলেন?উনি ভাত খান আমিও ভাত খাই তার মানে আমি উনাকে অনুকরন করি?তাই না?

আরেকটা কথা আমি তো তোমার পোস্টে কমেন্ট ও করি নাই।উনি তোমার পোস্টে এসে আমাকে নিয়ে কমেন্ট করার কারন কি?উনি কি ব্লগ রুলস ভঙ্গ করেন নাই?উনি আমার নাম দিয়ে কমেন্ট করেছেন।

যাই হোক ভালো থেকো ভাইয়ামনি।

২৩ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:০৯

রাফা বলেছেন: উহু.....আপনি আসলে বুঝতেই পারেন নাই।শায়মা আপু আপনার কমেন্ট করা দেখে বলেছে।আপনার পোষ্ট দেখে নয়।
আমি অনুসরন করার কথা বলি নাই ।অনুকরনের কথা বলছি।যদি লিখতে পারেন শায়মা'র মত আমি বরং আপনার প্রশংসাই করবো।
একটি লেখা লিখে দেখান হয় আপনার মত না হয় অন্য কারো মত।

ভালো থাকবেন,ধন্যবাদ।

৫| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:২৯

পরী আন্টি বলেছেন: এই রাতে হাসতে হাসতে মরলাম ভাইয়া তোমার কমেন্ট রিপ্লাই দেখে।উনি কি বাংলাদেশের কোন বিখ্যাত কবি কিংবা লেখক?আমি উনার মত হতে যাবো কেনো?আমি আমার মত থাকবো।আমার মাথায় একটা জিনিষ বুঝে আসছে না এত পুরান ব্লগার উনি কেনো আমার পিছনে লাগলেন?যেখানে আমার পোস্ট প্রথম পাতায় ও যায়না?

আমি নিশ্চিত উনি কোন মেন্টাল রোগে ভুগছেন।ইনফেরিওর ক্মপ্লেক্সিটিতে।

আর ভাইয়া তুমি আমাকে এত বোকা ভেবো না যে আমি উনাকে অনুকরন অনুসরন করতে যাবো।

কি লেখা দিয়ে দেখাতে হবে ভাইয়া?আমি হাজার হাজার ডক্টর ইঞ্জিনিয়ার দেখেছি একটা বাক্য ঘুছিয়ে লিখতে পারে না।আবার নিউইয়র্কে ট্যাক্সি চালিয়েও দেখেছি অনেকে খুব মজার পোস্ট লিখে ব্লগিং করে ।

তুমি কোনভাবে কাউকে জাজ করতে পারবে না ভাইয়া।সেই ডক্টরকেও না সেই ট্যাক্সি ড্রাইভারকেও না।

ভালো থেকো ভাইয়া।

২৩ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ২:৩৭

রাফা বলেছেন: লেখা দিয়ে ডক্টর ,ইন্জিনিয়ার চিনতে যাবো কেনো!লেখা দেখে তারা লেখনির শক্তির ধারনা পাওয়া যায় মাত্র।হুমম,অনেক অভিজ্ঞতায় অভিজ্ঞ মনে হোচ্ছে আপনাকে।

আপনার এই জাজমেন্ট আমার ভালো লাগলো না।কারো প্রফেশন জানার ইচ্ছেতো নেই ব্লগ কিংবা লেখা পড়ে।আর ব্যাক্তিগত জিবনে প্রফেশন যাই হোক লেখা দিয়ে তার বিচার করবো কেনো!!আর চিনতেই বা যাবো কেনো?

হাসির মত কমেন্ট কি করেছি বলে মনে হোচ্ছে আপনার!তাহোলেতো হাসতে মানা নেই ।হাসলে মন ভালো থাকে।

৬| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:০২

কাবিল বলেছেন: ঈদ মোবারক।

২৫ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:৩৮

রাফা বলেছেন: ঈদ মোবারক,কাবিল।

৭| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:৩১

শায়মা বলেছেন: ভাইয়া!!!!!!!!!!

ঈদ মুবারাক! :) :) :)

৮| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:০৪

চাঁদগাজী বলেছেন:

শিক্ষা ফ্রি করার দরকার, আমাদের সেই রিসোর্স আছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.