নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি নিরপেক্ষ নই, আমি মুক্তিযুদ্ধের পক্ষে।

রাফা

ভালবাসি জন্মভুমি বাংলাদেশ ।অসহ্য মনে হয় যে কোন অন্যায়-কে।অসততার সাথে আপোষ নয় কখনই।গালি সহ্য করার মানসিকতা শুণ্যের কোঠায়।রাজাকার,আলবদর ,আল সামস মোট কথা বাংলাদেশের বিরোধী যে কোন শক্তিকে প্রচন্ড রকম ঘৃণা করি। তার চাইতে বেশি ঘৃণা করি নব্য ছাগিয়তাবাদিদের। যারা আশ্রয় প্রশ্রয় দেয় যুদ্ধাপরাধীদের ।

রাফা › বিস্তারিত পোস্টঃ

দূর্ঘটণা বলে মেনে নেওয়া যায়না সৌদি বাদশার ছেলের এই হত্যাকান্ডকে।

০২ রা অক্টোবর, ২০১৫ সকাল ৭:৫৫

|https://www.youtube.com/watch?t=4&v=DugTIUYLH8o] এই ভিডিও দেখার পরে মোটামুটি একটি ধারণা হয়ে যায় সৌদিদের কাছে হাজিরা কতটা নিগৃহিত।কল্পনাও করা যায়না মৃত মানুষকে তারা বস্তার মত টানা হেচরা করে বের করতেছে স্তুপ থেকে।
এরা সেই জংলিই রয়ে গেছে।স্বয়ং আল্লাহর রহমত আছে বলেই তারা এখনও এই পৃথিবিতে রাজত্ব করে যাচ্ছে।

আমার মনে হয় সমগ্র মুসলমানদেরকে একতাবদ্ধ হয়ে এর বিরুদ্ধে বলতে হবে।আমদের দেশেও একটি বৃহৎ জমায়েত হয় মুসলমানদের।
আমরা আর কিছু না পারলেও বিদেশি মেহমানদের আতিথেয়তাটুকু করার চেষ্টা করি।এই ভিডিওটি প্রমাণ করে অবশ্যই কোন ভিভিআইপির জন্য রাস্তা বন্ধ করে স্কট করে নিয়ে যাওয়া হোচ্ছে।আর সব চাইতে বড় সাক্ষি আমাদের দেশের বেচে ফিরে আসা হাজিরাই বলতেছে।বাদশাহর ছেলের জন্যই ঘটেছে এত বড় দুর্ঘটণা।

বাংলাদেশে ১জন সৌদি নাগরিকের হত্যায় তারা আমাদের ভিসা দেওয়া পর্যন্ত বন্ধ করে দেয় সাময়িক সময়ের জন্য।
তাহোলে এই হত্যাকান্ডের জন্য তাদের কেনো সাস্তি হবেনা!এটা সরাসরি হত্যাকান্ড-এড়িয়ে যাওয়ার কোন কারন নেই।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০২ রা অক্টোবর, ২০১৫ সকাল ৮:০৭

রাফা বলেছেন: Click This Link

০২ রা অক্টোবর, ২০১৫ সকাল ৮:০৮

রাফা বলেছেন: এই লিংকে দেখুন,উপরেরটা কাজ করছেনা।

২| ০৩ রা অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:১৯

চাঁদগাজী বলেছেন:


সৌদীরা বাহিরের মানুষকে মানুষ মনে করে না; ওদের দাস মনে করে; ওরা রাজ পরিবারের বাহিরের সৌদীদের প্রজা মনে করে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.