নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি নিরপেক্ষ নই, আমি মুক্তিযুদ্ধের পক্ষে।

রাফা

ভালবাসি জন্মভুমি বাংলাদেশ ।অসহ্য মনে হয় যে কোন অন্যায়-কে।অসততার সাথে আপোষ নয় কখনই।গালি সহ্য করার মানসিকতা শুণ্যের কোঠায়।রাজাকার,আলবদর ,আল সামস মোট কথা বাংলাদেশের বিরোধী যে কোন শক্তিকে প্রচন্ড রকম ঘৃণা করি। তার চাইতে বেশি ঘৃণা করি নব্য ছাগিয়তাবাদিদের। যারা আশ্রয় প্রশ্রয় দেয় যুদ্ধাপরাধীদের ।

রাফা › বিস্তারিত পোস্টঃ

দিজ ইজ নট এ মুভি রিভিউ।ভালো লাগলো তাই ২ লাইন লিখলাম।

১২ ই অক্টোবর, ২০১৫ সকাল ৮:২১



দিস ইজ এ ওয়ন্ডারফুল টিভি সিরিজ-

কোয়ানটিকো হোচ্ছে আমেরিকার ভার্জেনিয়া এস্টেট এর একটি শহর।সেই শহরেই এফবিআই'র ট্রেনিং সেন্টার।এখানেই কিছু নতুন রিক্রুটমেন্ট এফবিআই এজেন্ট আসে ট্রনিং নিতে।তাদের মধ্যেই এ্যালেক্স প্যারিস চরিত্রটি আসে( প্রিয়াংকা চোপড়া)এখানে আরো অনেকের সঙ্গে ট্রেনিং নিতে।মূলত প্রথম এপিসোডেই বাজিমাৎ করে ফেলেছে সিরিজটি।

নতুন ইনটারনি করতে আসা এজেন্টদেরকেও কড়া নজরে রাখা হয়।কাউকেই বিশ্বাস করেনা।মূলত গ্রান্ড সেন্ট্রালে টেরোরিস্ট এ্যাটাক হোলে সেখান থেকেই শুরু হয় কাহিনির।এরপর থেকেই দেখানো হয় প্রত্যেকের ব্যাক গ্রাউন্ড ইতিহাস।

এবং নতুন আসা এজেন্টদের সবাই এই টেরোরিস্ট আ্যটাকের সন্দেহ-ভাজন।সেই সুত্রেই গ্রেফতার করা হয় এ্যলেক্স প্যারিস-কে।তারপর তার পালানো ।এখন তাকেই প্রমাণ করতে হবে সে এই এ্যটাকের সাথে জড়িত নয়। মূলত এ্যালেক্স প্যারিসই প্রধান সন্দেহের তালিকায়।
কারন ধ্বংস স্তুপের মধ্যে সে ছিলো পুরোপুরি অক্ষত।যে কারনে তাকে টার্গেট করা হয়েছে।

অর্থাৎ ইনটারনি করতে আসা প্রত্যেককেই ,তাদের নিজেদের স্বার্থেই প্রমাণ করতে হবে তারা নির্দোষ।মনে হয় এই লক্ষেই এগোবে আগামি সিরিজ গুলো।

এটা আমার শুধুই অনুমান।একটা সিরিজই দেখেছি আমি।এই পর্যন্ত মনে হয় দু'টো এপিসোড প্রচারিত হয়েছে।

সাসপেন্স ও থ্রিলার ধর্মি সিরিজটি ভালোই হবে মনে হয়।ও এটা প্রচারিত হয় এবিসি টেলিভিশনে।

মন্তব্য ১৫ টি রেটিং +২/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ১২ ই অক্টোবর, ২০১৫ সকাল ৮:৩১

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
দেখি নাই এখনও। কিন্তু শন্ডা রাইমস এর সব শো ভাল লাগে।

১২ ই অক্টোবর, ২০১৫ সকাল ১১:৪৮

রাফা বলেছেন: হুমমম......।না আমি তেমন দেখার সময় পাইনা।
তবে এটার প্রতি লক্ষ রেখেছিলাম ,প্রিয়াংকা চোপড়া ও ১জন বাংলাদেশি মেয়ে স্ক্রিপ্ট রাইটার হিসেবে আছে তাই।

ধন্যবাদ,স্বর্ণা।

২| ১২ ই অক্টোবর, ২০১৫ সকাল ৮:৪৪

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
ওয়েটিং ফর দ্যা নিউ এপিসোডস অব 'গ্রেই'স অ্যানাটমি', 'স্ক্যান্ডাল', অ্যান্ড 'হাউ টু গেট অ্যাওয়ে উইথ মার্ডার' টু কাম অন নেটফ্লিক্স।

৩| ১২ ই অক্টোবর, ২০১৫ সকাল ৯:০৫

মানবী বলেছেন: এ্যালেক্সকে শূধু অক্ষত থাকার জন্য সন্দেহের প্রধান তালিকায় নয়, তার এপার্টমেন্টে লাইভ ভিডিও সহ যখন পুলিশ তল্লাশি করতে যায়, সেখানে এধরনের আক্রমনের ব্লু প্রিন্ট ও এ্যালেক্সের প্রতি নজর রাখার জন্য যে নতুন এজেন্টকে নিয়োগ করা হয়েছিলো তার মৃত দেহ পাওয়া যায়।

সম্পূর্ণ নিরীহ কাউকে ষড়যন্ত্রমূলক ভাবে সেটআপ করে কিভাবে দোষী প্রমান করা যায় এখানে তেমন কিছু দেখার সুযোগ হবে মনে হয়। যদিও বুঝা যাচ্ছে এক সময় এ্যালেক্স নিজের ইনোসেন্স প্রমানে সফল হবে।

ধন্যবাদ রাফা।

১২ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১২:৪০

রাফা বলেছেন: ধন্যবাদ,মানবী।
হুমম..আপনিও দেখেছেন তাহোলে।আমার মনে হোচ্ছে ঐ গুলো সেট-আপ।প্রেসার ক্রিয়েট করার জন্য।কেউ নিজের বাড়িতে প্রমাণ রেখে দেয়না।প্যারিসের উপর চাপ প্রয়োগের জন্যই করা হয়েছে।এখন সে জান প্রাণ দিয়েই এর সমাধান করার চেষ্টা করবে।অনেকটা স্ট্রিংরে অপারেশনের মতই।

৪| ১২ ই অক্টোবর, ২০১৫ সকাল ৯:২৪

সালাহউদ্দীন আহমদ বলেছেন:
এখন পর্যন্ত দেখে যাচ্ছি। মন্দ লাগছেনা। তিনটি পর্ব প্রচারিত হয়েছে।

১৩ ই অক্টোবর, ২০১৫ রাত ১:০২

রাফা বলেছেন: বাহ্ আপনিতো রকেটের গতিতে ছুটছেন।আমি হুলু থেকে দেখেছি।

ধন্যবাদ,দেখতে থাকুন।

৫| ১২ ই অক্টোবর, ২০১৫ সকাল ১০:০০

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর ।সিরিজটিতে প্রিয়াংকা খুব সাহসী চরিত্রে রূপদান করেছেন ।লুমান্টিক । :)

১৪ ই অক্টোবর, ২০১৫ রাত ১১:৫০

রাফা বলেছেন: হুমম....সাহসি চরিত্রেই করতে হবে,
এর কোন বিকল্প নেই।
রোমান্টিক কোথায় পেলেন-সেলিম ভাই!!

৬| ১৪ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৪:১৬

রোদেলা বলেছেন: ,প্রিয়াংকা চোপড়া ও ১জন বাংলাদেশি মেয়ে স্ক্রিপ্ট রাইটার হিসেবে আছে তাই।ব্যপক আগ্রহ পাচ্ছি,কিন্তু দেখবো কেমনে?

১৫ ই অক্টোবর, ২০১৫ রাত ১২:০৩

রাফা বলেছেন: Click This Link দেখতে পারেন প্রথম এপিসোড।

৭| ১৮ ই অক্টোবর, ২০১৫ ভোর ৬:৩৭

চাঁদগাজী বলেছেন:

শুনলাম এটুকুই, সিনেমা দেখা হয় না মোটামুটি।

৮| ২৪ শে অক্টোবর, ২০১৫ দুপুর ২:৫৪

নাইট রাইটার বলেছেন: সিরিজের কাহিনী অতি সাধারণ এবং প্রায় সব দর্শকই এটা দেখে হতাশ। সিরিজটা খুব সম্ভবত ক্যান্সেল হয়ে যাবে। এটা দেখা সময়ের অপচয় ছাড়া আর কিছু না। ভালো সিরিজ দেখতে চাইলে মি. রোবোট দেখেন।
http://www.imdb.com/title/tt4158110

৯| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ রাত ১:৪১

নাজমুল হাসান মজুমদার বলেছেন: দেখি নাই । স্ক্রিপ রাইটার কি বাংলাদেশি ?

০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:৩৮

রাফা বলেছেন: অনেকের মধ্যে একজন বাংলাদেশি আছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.