নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি নিরপেক্ষ নই, আমি মুক্তিযুদ্ধের পক্ষে।

রাফা

ভালবাসি জন্মভুমি বাংলাদেশ ।অসহ্য মনে হয় যে কোন অন্যায়-কে।অসততার সাথে আপোষ নয় কখনই।গালি সহ্য করার মানসিকতা শুণ্যের কোঠায়।রাজাকার,আলবদর ,আল সামস মোট কথা বাংলাদেশের বিরোধী যে কোন শক্তিকে প্রচন্ড রকম ঘৃণা করি। তার চাইতে বেশি ঘৃণা করি নব্য ছাগিয়তাবাদিদের। যারা আশ্রয় প্রশ্রয় দেয় যুদ্ধাপরাধীদের ।

রাফা › বিস্তারিত পোস্টঃ

শহিদের রক্ত বৃথা যেতে পারেনা-যদি থাকে একজন শেখ হাসিনা।

২২ শে নভেম্বর, ২০১৫ রাত ২:১০

ধন্যবাদ,মাননিয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।আমরা কিছুটা নিঃস্বাস ফেলতে পারছি সাকা/মুজাহিদ বিহিন বাংলার মাটিতে।আমরা অর্ধমৃত হয়ে জিবন অতিবাহিত করছিলাম স্বাধিন সার্ভবৌম বাংলার মাটিতে।শহিদের রক্ত দিয়ে কেনা পতাকা যখন ঐ রাজাকারদের বাড়ি ও গাড়িতে চরেছিলো আমাদের বুকের ভেতরে যে রক্তের ক্ষরন চলছিলো ।তার কিছুটা হোলেও প্রশমিত হলো আজকে দুই নরপশুর ফাসির মাধ্যমে।আল্লাহর দরবারে অশেষ শুকরিয়া ২১ শে আগষ্ট আল্লাহ স্বয়ং আপনাকে রক্ষা করেছিলো বাংলার মানুষের মুখের হাসি ফিরিয়ে আনার জন্য।

এই বিচারের জন্য ৪৪ বছরের কত রাত যে না ঘুমিয়ে কাটিয়েছি তা আর মনে নেই।একেক সময় মনে হোতো যুদ্ধে কি আমরা জয়ি হয়েছিলাম নাকি মইত্যা /গো.আজম/দৈল্লা/কসাই কাদের /সাকা/ফকারা জয়ি!আমরা জয়ি হয়েও ছিলাম পরাজিতদের কাতারে।আজ কিছুটা হোলেও দ্বায় মুক্ত হলো সমগ্র দেশ।আপনাকে সশ্রদ্ধ চিত্তে সালাম জানাই এই বিচারে আপনার ভুমিকার জন্য।যে বিচারের আশা করতেও ভুলে গিয়েছিলাম আমরা।তবে অন্তরের গহিণে এক চিলতে আশা নিয়ে প্রতিদিনের সূর্য দেখতাম।আজকের সুর্যটা আবার পুর্ব দিগন্তে ৭১-এর
মতই নতুন মনে হোচ্ছে।

আগামি দিনের সুর্যটা যেনো উজ্জল থেকে উজ্জলতর হয়।আশা করি আমাদের আর কেউ পেছনে নিয়ে যেতে পারবেনা।আপনার দৃপ্ত হাতে লাল সবুজের পতাকাটা নিরাপদ থাকবে। আর দিশা হারাবোনা আমরা।এবার শুধুই সামনে এগিয়ে চলার পালা।

জয় বাংলা ,জয় বঙ্গবন্ধু।

মন্তব্য ১৬ টি রেটিং +০/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ২২ শে নভেম্বর, ২০১৫ রাত ২:২০

চাঁদগাজী বলেছেন:

একটা দিক ঠিক রাখা হচ্ছে, অন্য দিক দিয়ে নেকড়ে ঢুকবে কিন্তু।

২২ শে নভেম্বর, ২০১৫ রাত ২:৪৩

রাফা বলেছেন: আগামি ১০ বছর যদি শেখ হাসিনা ক্ষমতায় থাকে-সব ফাক ফোকর বন্ধ হয়ে যাবে চিরতরে।আর কেউ শত চেষ্টা করলেও আমাদের পেছনে নিয়ে যেতে পারবেনা-ইনশাহ আল্লাহ।

জয় বাংলা,জয় বঙ্গবন্ধু।

২| ২২ শে নভেম্বর, ২০১৫ রাত ২:২১

ফ্লাইং সসার বলেছেন: কালকে মিটিং আছে নাকি? বক্তব্য ঝালাই করে নিচ্ছেন!

২৩ শে নভেম্বর, ২০১৫ ভোর ৬:০৫

রাফা বলেছেন: আচ্ছা তাই নাকি !

৩| ২২ শে নভেম্বর, ২০১৫ রাত ৩:০৮

চাঁদগাজী বলেছেন:



"লেখক বলেছেন: আগামি ১০ বছর যদি শেখ হাসিনা ক্ষমতায় থাকে-সব ফাক ফোকর বন্ধ হয়ে যাবে চিরতরে।আর কেউ শত চেষ্টা করলেও আমাদের পেছনে নিয়ে যেতে পারবেনা-ইনশাহ আল্লাহ। "

- ১০ বছর?

১০ বছরে লোক সংখ্যা হবে মোটামুটি ২১ কোটী; মানুষ মানুষ খাবে, উনি কি করতে যাচ্ছেন কেহ জানে না।

২৩ শে নভেম্বর, ২০১৫ রাত ১:০০

রাফা বলেছেন: নিশ্চই এর কোন না কোন সমাধান আছে।আমরা ২১ শতকের মানুষ-আমাদের নেতৃত্য দিচ্ছে আমাদের মতই কোন মানুষ ।এটা আমার একানত বিশ্বাস।

ধন্যবাদ,চাদগাজি।

৪| ২২ শে নভেম্বর, ২০১৫ সকাল ৯:৫৯

বিপরীত বাক বলেছেন: তিল কে তাল বানানো এ জাতির একবারে রক্তগত আচরণ।

আরে বাবা সিম্পলি একটা কিছু ঘটেছে।। আমাদের রেঞ্জের বাহিরে।।

জাস্ট ওয়াচ এন্ড লিসেন।।

২২ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:৪০

রাফা বলেছেন: সব কিছুর শুরুটা কিন্তু ,আপনার ঐ সিম্পলি থেকেই।সমালোচনার বেলায় ামরা আমাদের সর্বশক্তি নিয়ে ঝাপিয়ে পড়ি।
আর প্রশংসা করার বেলায় আমরা খুবই কৃপণ।এই সিম্পলিটুকু বাস্তবায়ন করতে ৪৪ বছর পেরিয়ে এসেছি আমরা।

ধন্যবাদ।

৫| ২২ শে নভেম্বর, ২০১৫ সকাল ১১:৪৯

শামছুল ইসলাম বলেছেন: প্রফাইলে আপনার কথাটিরই প্রতিধ্বনি করতে চাইঃ
//আমি নিরপেক্ষ নই, আমি মুক্তিযুদ্ধের পক্ষে।//

২৩ শে নভেম্বর, ২০১৫ রাত ১২:০৯

রাফা বলেছেন: ধন্যবাদ,শামছুল ইসলাম।

৬| ২৭ শে নভেম্বর, ২০১৫ রাত ৩:১৬

বাংলার ফেসবুক বলেছেন: আগামি দিনের সুর্যটা যেনো উজ্জল থেকে উজ্জলতর হয়।আশা করি আমাদের আর কেউ পেছনে নিয়ে যেতে পারবেনা।আপনার দৃপ্ত হাতে লাল সবুজের পতাকাটা নিরাপদ থাকবে। আর দিশা হারাবোনা আমরা।এবার শুধুই সামনে এগিয়ে চলার পালা।

৭| ০৭ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:২১

নূর মোহাম্মদ নূরু বলেছেন: জঙ্গি দমনে দরকার
শেখ হাসিনার সরকার।
অন্য দল একবার
আওয়ামী লীগ বার বার।

৮| ০৯ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১:৩৫

উল্টা দূরবীন বলেছেন: শেখ হাসিনার হাতে থাকলে দেশ, পথ হারাবেনা বাংলাদেশ। যতই করুর শিয়াল কুকুর ঘেউ ঘেউ, শেখ হাসিনার দরকার বিনা অন্য কেউ। লেখায় প্লাস। অনেক ধন্যবাদ এবং আমার ব্লগে আমন্ত্রণ।

০৯ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১:৪৮

রাফা বলেছেন: সময়ে আমরা কোন কিছুর মূল্যায়ন করিনা।শেখ হাসিনা বেচে থাকবে যুগ যুগ প্রতিটি শহিদের পরিবার ও দেশ প্রমিক মানুষের অন্তরে।

ধন্যবাদ।

৯| ০৮ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৫৪

Manirul Alam বলেছেন: জয় বাংলা জয় বঙ্গবন্ধু

০৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:১৪

রাফা বলেছেন: জয় বাংলা,
জয় বঙ্গবন্ধু।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.