নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি নিরপেক্ষ নই, আমি মুক্তিযুদ্ধের পক্ষে।

রাফা

ভালবাসি জন্মভুমি বাংলাদেশ ।অসহ্য মনে হয় যে কোন অন্যায়-কে।অসততার সাথে আপোষ নয় কখনই।গালি সহ্য করার মানসিকতা শুণ্যের কোঠায়।রাজাকার,আলবদর ,আল সামস মোট কথা বাংলাদেশের বিরোধী যে কোন শক্তিকে প্রচন্ড রকম ঘৃণা করি। তার চাইতে বেশি ঘৃণা করি নব্য ছাগিয়তাবাদিদের। যারা আশ্রয় প্রশ্রয় দেয় যুদ্ধাপরাধীদের ।

রাফা › বিস্তারিত পোস্টঃ

পাকিস্তানি সেকেন্ড সেক্রেটারির বাংলাদেশ বিরোধী চক্রান্ত!!

১৫ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:২৪



পাকিস্তানিরা আমাদের দেশকে -তাদের দেশের মত জাহন্নাম বানানোর মিশনে সর্বশক্তি নিয়োগ করেছে।বিএনপি জামাতের ক্ষমতায় থাকাকালিন খুব সহজেই তারা বিভিন্ন সরাকারি কর্মকর্তাদের সহযোগিতা পেয়েছে।সোই সোর্স তারা এখনও অব্যাহত রেখেছে।বহিসকৃত কুটনিতীক মাযহার খানের স্থালাভিষিক্ত হয়েছে।পাকিস্তান কনসুলেটের সেকেন্ড সেক্রেটারি "ফারিনা আরশাদ"।অনেক উচ্চপদস্থ কর্মকর্তাকে তার রুপের ফাদে ফেলে ভালো ধ্বংসাত্মক কাজে লেগেছে বর্তমান সরকারের বিরুদ্ধে।আমার মনে হয় বাংলাদেশে পাকিস্তানের এম্বেসি রাখার কোন যৌক্তিকতা নেই আর।

লিংকে গিয়ে পড়ুন -view this link
পাকিস্তানিরা আমাদের দেশকে -তাদের দেশের মত জাহন্নাম বানানোর মিশনে সর্বশক্তি নিয়োগ করেছে।বিএনপি জামাতের ক্ষমতায় থাকাকালিন খুব সহজেই তারা বিভিন্ন সরাকারি কর্মকর্তাদের সহযোগিতা পেয়েছে।সোই সোর্স তারা এখনও অব্যাহত রেখেছে।বহিসকৃত কুটনিতীক মাযহার খানের স্থালাভিষিক্ত হয়েছে।পাকিস্তান কনসুলেটের সেকেন্ড সেক্রেটারি "ফারিনা আরশাদ"।অনেক উচ্চপদস্থ কর্মকর্তাকে তার রুপের ফাদে ফেলে ভালো ধ্বংসাত্মক কাজে লেগেছে বর্তমান সরকারের বিরুদ্ধে।আমার মনে হয় বাংলাদেশে পাকিস্তানের এম্বেসি রাখার কোন যৌক্তিকতা নেই আর।

লিংকে গিয়ে পড়ুন -view this link

মন্তব্য ১৮ টি রেটিং +০/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ১৫ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:৩৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: এতো দেখি ভয়াবহ অবস্থা!!!!!!!!!!!!!!!!!

দেশের স্বার্থে অবশ্যই কঠোর ব্যবস্থা নিতে হবে। সে যেই হোক!!!!

১৫ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৩৯

রাফা বলেছেন: আপনার এটা পড়া বেশি জরুরী মনে করছি আমি-আমেরিকার তথ্য কারা বুদ্ধিজীবি হত্যা করেছিলো....http://www.dhakatimes24.com/2013/12/14/8274.

২| ১৫ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:৪০

কলাবাগান১ বলেছেন: আজ আবার ভিসা ছাড়াই পাকিস্হান অর্থ মন্ত্রানলয়ের আরেক উচ্চ কর্মকর্তা এসে বিমান বন্দরে উপস্হিত। তারা কি এখন ও মনে করে বাংলাদেশে আসতে পাকিস্হানের কোন ভিসা লাগে না?

১৫ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৫৯

রাফা বলেছেন: ১৯৭১-এ আছে এখনও-মনে হয় সব লাট-বাহাদুর ..।

৩| ১৫ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:৪৫

মেঘনা পাড়ের ছেলে বলেছেন: কঠোরে ব্যবস্থাগ্রহন দেখতে চাই

১৫ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:৩০

রাফা বলেছেন: সবাই মিলে আওয়াজ তুলুন-পাকিস্তানি মুক্ত দেশ চাই।

৪| ১৫ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:০৩

যোগী বলেছেন:
পাকিস্থানি মেয়েরা শুধুই জংগীবাদের দিকে ঝুকে পড়ছে। ব্যাপারটা খুবই হতাশার।

১৫ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:৪৬

রাফা বলেছেন: কারন ছাগল জঙ্গীদের উপর ভরসা করতে পারতেছেনা।তাই এখন ছাগিরাও মাঠে নামছে।

৫| ১৫ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:১৯

হাসান কালবৈশাখী বলেছেন:
ঘটনাটি সপ্তা খানেক আগে পত্রিকায় ছোট করে এসেছিল।
কেন এত ভয়াবহ ব্যাপারটি তেমন আলোচিত হয়নি, কেন বুঝলাম না।

১৫ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:০৫

রাফা বলেছেন: কারন হইতেছে বাংলাদেশ লিংক।অনেক গুরুত্বপুর্ন ব্যাক্তি জড়িত-এটাই মুল কারন হালকা করে দেখানোর।বাংলাদেশের যারা জড়িত তাদের প্রত্যেককে ফায়ারিং স্কোয়াডে গুলি করে মারা উচিত।

ধন্যবাদ-হা.কালবৈশাখী।

৬| ১৫ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৫৩

বাবু>বাবুয়া>বাবুই বলেছেন: ফারিনা বিদেশী, সে তার দেশের এজেন্ডা বাস্তবায়ন করছে যা আমাদের জন্য মারাত্মক হুমকি। সে জন্য অবশ্যই তাকে এদেশ থেকে বহিস্কার করতে হবে এবং যে দেশ আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে সে দেশের সাথে সম্পর্ক নিয়েও ভাবতে হবে।
সাংবাদিকরা এটাও নিশ্চয় জানে কারা এই "উচ্চপদস্থ কর্মকর্তা" তাদের নাম প্রকাশ হওয়া অতান্ত জরুরী। রুপের মহে আথবা রুপিয়ার মহে পড়ে যারা দেশের বিরুদ্ধে কাজ করে তাদের কঠোর শাস্তি হওয়া উচিত। ঘরের শত্রু বিভীষণ।

১৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৫০

রাফা বলেছেন: না আর শুধু বহিস্কারে কোন কাজ হয়না।এখন কঠোর ব্যাবস্থা গ্রহণ করতে হবে।আমেরিকাতে ভারতিয় কুটনিতিক তার কাজের মেয়েকে টর্চার করেছিলো বলেই এরেস্ট করে পুলিশ কাস্টডিতে নিয়ে গেছে।আর এটাতো বিরাট অভিযোগ তাই এবার আর কুটনৈতিক সুবিধা দেওয়ার কোন অর্থ হয়না।বাংলাদেশের যারা জড়িত তাদেরকে সরাসরি ফায়ারিং স্কোয়াডের সামনে দাড় করানো উচিত বলে মনে করি।এটা দেশের বিরুদ্ধে সরাসরি আঘাত।

৭| ১৫ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:০৫

বাংলার জামিনদার বলেছেন: ঐ ছাইয়া আর তার সাথের নাগরগুলাকে একসাথে প্যাকেট করে পাইক্যাদেশে পাঠানো হোক।

১৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:১৮

রাফা বলেছেন: পাকিস্তানে না পাঠিয়ে এখানে প্রকাশ্যে বিচার করা উচিত বলে মনে করি আমি।এখন আর হালকা ভাবে নেওয়ার ব্যাপার নেই এটা।

৮| ১৫ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:০৭

রানার ব্লগ বলেছেন: এরা হয়তো ফাকি দের গোয়ন্দা সংস্থার লোক। আশা করি এর পর থেকে দূতাবাস গুলাতে যারাই আসবে তাদের সিকুরিটি ক্লিয়ারেন্স অবশ্যই সরকারের নেয়া উচিৎ। বিশেষ করে ফাকিস্থানী দের তো অবশ্যই। ফাকি রা সাপের থেকেও ভয়ঙ্কর।

চিন্তায় আছি ফাকি প্রেমিরা না আবার আমারে ভাদা উপাদি দেয়। জানেনতো ফাকি গো কিছু কইলেই সে ভাদা। :D

১৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৩৬

রাফা বলেছেন: তাহোলেতো ডাবল বিচার করতে হব.।গুপ্তচরবৃত্তি ও জঙ্গী প্লাসা জাল টাকা ছড়িয়ে আমাদের অর্থনিতিতে ধ্বস নামানোর পরিকপনা।
সব মিলিয়ে কঠিন বিচার করতে হবে পাকিস্তানের।

৯| ১৬ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:০২

চাঁদগাজী বলেছেন:

পাকিস্তানকে ঢাকার বদলে কলিকাতায় পাঠায়ে দিলে ভালো হবে।

১৬ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৩২

রাফা বলেছেন: বাংলাদেশে পাকিস্তানি এম্বেসির দরকার নেই।থার্ড কান্ট্রি থেকেই কার্যক্রম চলতে পারে..।ভুটানে নিয়ে গেলে ভালো হয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.