নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি নিরপেক্ষ নই, আমি মুক্তিযুদ্ধের পক্ষে।

রাফা

ভালবাসি জন্মভুমি বাংলাদেশ ।অসহ্য মনে হয় যে কোন অন্যায়-কে।অসততার সাথে আপোষ নয় কখনই।গালি সহ্য করার মানসিকতা শুণ্যের কোঠায়।রাজাকার,আলবদর ,আল সামস মোট কথা বাংলাদেশের বিরোধী যে কোন শক্তিকে প্রচন্ড রকম ঘৃণা করি। তার চাইতে বেশি ঘৃণা করি নব্য ছাগিয়তাবাদিদের। যারা আশ্রয় প্রশ্রয় দেয় যুদ্ধাপরাধীদের ।

রাফা › বিস্তারিত পোস্টঃ

স্বশিক্ষিত ৩বার জন্মগ্রহণকারীর থিসিস প্রকাশিত হইলো।

২২ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:২৫




৭১-সালের পুরো নয় মাস ক্যান্টনমেন্টের নিরাপদ আশ্রয়ে থেকে পাকিস্তানি জেনারেলদের দেওয়া তথ্যই থাকবে মোহতারেমা ঘোষেটি বেগমের নিকট।এতে এখন আর আশ্চর্য হওয়ার কিছুই নেই।পাকিস্তানের কথারই পুনরাবৃত্তি করে যাচ্ছেন -জেনারেল জিয়ার অছ্যুত বেগম সাহেবা।নরপিশাচ গো.আজম/মইত্যা /সাকা/দৈল্যা রাজাকারদের দেওয়া তথ্যই আউরিয়ে যাচ্ছেন তিনি ও তার কু-সন্তান।

আমাদের দূর্ভাগ্য যে ৫৭ হাজার বর্গমাইল জমির প্রতিটি ইঞ্চি মাটি শহীদের রক্তে রন্জিত।সেই মাটির উপর দাড়িয়ে একজন বেগম সাহেবা সেই শহিদদের সংখ্যা নিয়ে সংসয় প্রকাশ করতে পারে কেবল নরপিশাচ টিক্কা-ইয়াহিয়ার রক্ষিতারা।বাথরুমের ফ্রিজে যে মহিলা মদ রাখে তার মস্তিস্ক বিকৃতি নিয়ে কোন সন্দেহ আমাদের নেই।

সামরিক বাহিনির হাতে নিহত স্বামী শহিদ/প্রাণের দোষর সাকা/মুজাহিদ/কসাই কাদেরও খালেদা জিয়ার কাছে শহিদ।আসলে উনি শহিদের সংজ্ঞা জানেনতো!স্বশিক্ষিত বেগম সাহেবা তিন তিনটি জন্ম তারিখের অধিকারি।তার প্রধানমন্ত্রী থাকা কালীন সময়ে জাতিয় সৃতি সৌধের পাদদেশে দাড়িয়ে তখন কেনো তার এই সংশয় হলোনা।উনার কি মস্তিষ্ক বিকৃতি ঘটে গেছে ফাইনালি-নাকি যে কোন ভাবেই আলোচনার কেন্দ্রবিন্দুতে আসতে চান তিনি?বাংলাদেশের রাজনীতির কোথাও আজ নেই তিনি।এই শোক মনে হয় তাকে অস্থির করে ফেলেছে।

আর ছাড় দেওয়ার কোন কারন নেই পেট্ট্রোল বোমার রানীিকে।এই ধৃষ্টতাপূর্ণ উক্তির জন্য তাকে সরকারি মেহমান অথবা পাবনাতে স্থায়ী বসবাস করার ব্যাবস্থা গ্রহণ করা অতি জরুরী।
৭১-সালের পুরো নয় মাস ক্যান্টনমেন্টের নিরাপদ আশ্রয়ে থেকে পাকিস্তানি জেনারেলদের দেওয়া তথ্যই থাকবে মোহতারেমা ঘোষেটি বেগমের নিকট।এতে এখন আর আশ্চর্য হওয়ার কিছুই নেই।পাকিস্তানের কথারই পুনরাবৃত্তি করে যাচ্ছেন -জেনারেল জিয়ার অছ্যুত বেগম সাহেবা।নরপিশাচ গো.আজম/মইত্যা /সাকা/দৈল্যা রাজাকারদের দেওয়া তথ্যই আউরিয়ে যাচ্ছেন তিনি ও তার কু-সন্তান।

আমাদের দূর্ভাগ্য যে ৫৭ হাজার বর্গমাইল জমির প্রতিটি ইঞ্চি মাটি শহীদের রক্তে রন্জিত।সেই মাটির উপর দাড়িয়ে একজন বেগম সাহেবা সেই শহিদদের সংখ্যা নিয়ে সংসয় প্রকাশ করতে পারে কেবল নরপিশাচ টিক্কা-ইয়াহিয়ার রক্ষিতারা।বাথরুমের ফ্রিজে যে মহিলা মদ রাখে তার মস্তিস্ক বিকৃতি নিয়ে কোন সন্দেহ আমাদের নেই।

সামরিক বাহিনির হাতে নিহত স্বামী শহিদ/প্রাণের দোষর সাকা/মুজাহিদ/কসাই কাদেরও খালেদা জিয়ার কাছে শহিদ।আসলে উনি শহিদের সংজ্ঞা জানেনতো!স্বশিক্ষিত বেগম সাহেবা তিন তিনটি জন্ম তারিখের অধিকারি।তার প্রধানমন্ত্রী থাকা কালীন সময়ে জাতিয় সৃতি সৌধের পাদদেশে দাড়িয়ে তখন কেনো তার এই সংশয় হলোনা।উনার কি মস্তিষ্ক বিকৃতি ঘটে গেছে ফাইনালি-নাকি যে কোন ভাবেই আলোচনার কেন্দ্রবিন্দুতে আসতে চান তিনি?বাংলাদেশের রাজনীতির কোথাও আজ নেই তিনি।এই শোক মনে হয় তাকে অস্থির করে ফেলেছে।

আর ছাড় দেওয়ার কোন কারন নেই পেট্ট্রোল বোমার রানীিকে।এই ধৃষ্টতাপূর্ণ উক্তির জন্য তাকে সরকারি মেহমান অথবা পাবনাতে স্থায়ী বসবাস করার ব্যাবস্থা গ্রহণ করা অতি জরুরী।

মন্তব্য ২৫ টি রেটিং +২/-০

মন্তব্য (২৫) মন্তব্য লিখুন

১| ২২ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:৫৩

সাদী ফেরদৌস বলেছেন: আমি অবাক হচ্ছি না , উনি যেটা বিশ্বাস করেন সেটা উনি প্রকাশ করলেন । খালেদার কাছে এই কথা খুব স্বাভাবিক ।

এখন আমাদের লজ্জা হচ্ছে , এই মহিলা স্বাধীন বাংলাদেশের ২ বারের প্রধানমন্ত্রী ছিল ।

২৩ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১:৫৩

রাফা বলেছেন: আমার প্রশ্ন সেখানেই ,উনিতো ক্ষমতায় ছিলেন ১০ বছরের বেশি সময়।তখন কেনো সমাধান করেন নাই! এই বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন ।এবং জানতেন যে ৩০লক্ষ শহিদ ও ২লক্ষ মা/বোনের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত আমাদের স্বাধীনতা।সংশয় নিয়ে কি করে প্রধানমন্ত্রীর পদে শপথ নিয়েছিলেন?

ধন্যবাদ,সা.ফেরদৌস।

২| ২২ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:৫৪

সাদী ফেরদৌস বলেছেন: বি,এন,পি নামক বাতিটা অনেক আগেই নিভে গেছে। এখন শুধু সলতেটা জ্বলছে। ইতিহাস বিকৃতি আর মিথ্যা সেন্টিমেন্ট প্রচার করা দলটির পুরোপুরি ভাবে নিভে যাওয়ার সমস্ত আয়োজন নিজেরাই তৈরী করে নিচ্ছেন।

৩| ২২ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:০৬

বাংলার জামিনদার বলেছেন: মানুষ কেনো আশ্চর্য হয়, সেটাই বিষম ব্যাপার।

২৩ শে ডিসেম্বর, ২০১৫ রাত ২:৩৭

রাফা বলেছেন: মানুষ আশ্চর্য হয় ,কারন তারা মুক্তযুদ্ধের পক্ষের রাজনীতি করছে বলে দাবি করে তাই।জিয়া একজন সেক্টর কমান্ডার ছিলো তাই।আরো কত কিছু যে দাবি করে তার ইয়াত্তা নেই।
এটা আশ্চর্যের চাইতে বেশি আহত করে মানুষের মনকে।

৪| ২২ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:১১

মাহমুদুর রহমান সুজন বলেছেন: আসলে কি আমরা চেতনাদারি তাই.....................।

৫| ২২ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:২৪

হাসান নাঈম বলেছেন: কোন তদন্ত বা হিসেব নিকেশ ছাড়া একটা সংখ্যা বিশ্বাস করতেই হবে - এটা কেমন কথা?
যারা সব সময় অন্ধ বিশ্বাসের বিরুদ্ধে কথা বলে, মুক্ত বিবেক, মুক্ত মন এর দ্বাবি জানায় তারাই দেখি এই একটি বিষয়ে সামান্য সন্দেহও সহ্য করতে পারে না। কেন? চেতনা ব্যাবসার স্বার্থে আঘাত লাগবে বলেই কি?

যাই হোক, দেরিতে হলেও কিছু কাজ শুরু হয়েছে। সিরাজগঞ্জ জেলা প্রশাষকের ওয়েব সাইটে ৩৬৭ জনের তালিকা প্রকাশ করা হয়েছে যা পাওয়া গেছে দুই বছরের তদন্তে। এভাবে সবগুলি জেলা প্রশাষক একটু উদ্যোগী হলেই একটা নির্ভরযোগ্য তালিকা পাওয়া যাবে। সংখ্যা যেটাই হোক, সেটা মেনে নেয়ারমত মানষিক প্রস্তুতি আমাদের থাকা উচিত।

আর চিন্তা করা দরকার যারা শহীদদের নিয়ে এই রকম মিথ্যাচার করতে পারে তাদের কোন কথা বিশ্বাস করা উচিত কি না।
সিরাজগঞ্জের শহীদের তালিকা

২৩ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৮:৪৮

রাফা বলেছেন: না কোন কারন নেই বিশ্বাস করার ।দাড়ান গুনে নেই এইদেশে কয়জন শহিদ আছে।এক-শহিদ জিয়া/দুই-কসাই কাদের/তিন-সাকা/চার-কামারু/পাঁচ-মুজাহিদ...।কি ঠিক আছে না হা.না ভাইজান।

ভন্ডামির একটা সীমা থাকা উচিত-হত্যা চলাকালীন কি আদম শুমারি চলে নাকি যে বলবে দাড়ান গুনে লিস্ট করি তারপরে হত্যা করেন।

ঊনার হিসাব ঠিক আছে কারন খালেদা জিয়া আর জিয়ার পরিবারে কোন শহিদ নেই।তাই বাংলাদেশে শহিদের সংখ্যা ৩০লক্ষ নয়/সর্বসাকুল্যে তিন হাজার হইতে পারে।

বাংলাদেশে দরকার নাই পাকিস্তানে গিয়ে হিসেব শুরু করেন।

৬| ২২ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৪৮

আমি আবুলের বাপ বলেছেন: চেতনার ল্যাঞ্জায় পাড়া দিলেন খালেদা জিয়া!!!

২৩ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:৫৯

রাফা বলেছেন: এই বিজ্ঞাপনের কাজটা খুব ভালো পারে ছাগু আর ছাগিয়তাবাদিরা।সবাই এক সুরে ম্যা ,ম্যা ম্যাতকারের জন্য বিশেষ গুন সম্পন্ন।

৭| ২২ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৫৫

হাসান কালবৈশাখী বলেছেন:
২য় বিশ্বযুদ্ধে রাশিয়ার ২ কোটি লোক প্রাণ হারিয়েছিল
২য় বিশ্বযুদ্ধে ৬০ লাখ ইহুদী মারা হয়েছিল।
চীনে দুর্বিক্ষে ১ কোটি মারা গেছিল।

এসব কেউ গুনে দেখেনি। তবুও এগুলো বাস্তব সত্য, চির সত্য। সেসব দেশের কেউ এসব নিয়ে সন্দেহ করে না। কেউ করে না।
কারন সেসব দেশে আমাদের দেশের মত ২০% ছাগু সমর্থক স্বাধীনতা বিরোধী নেই।

২৩ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৪৬

রাফা বলেছেন: শুধু তাই নয়...ইউরোপ ,আমেরিকা ও জার্মান-এ আইন আছে এগুলো নিয়ে কোন আপত্তিজনক মন্তব্য করলে আপনাকে আইনের মুখোমুখি দাড়াতে হবে।

পাকিস্তান/নিজামি/গো.আজম যদি এক সুরে কথা বলে তাহোলে কেনো তাকে রাজাকার বলা যাবেনা...

৮| ২২ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:০৩

বিষক্ষয় বলেছেন: আওয়ামী গো এই এক খসিলত কথায় না পারলে গালাগালি শুরু করে

২৩ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৫৭

রাফা বলেছেন: আপনি পুরো জাতিকে গালি দিবেন ।আর আশা করবেন আপনাকে আলিঙ্গন করবে সবাই।গালি কাকে বলে সেটা ছাগিয়তাবাদিরা আমার ব্লগেই সব চাইতে বেশি দৃষ্টান্ত রেখেছে।
কাউকে গালি দেওয়া হয় নাই শুধু স্বরুপ প্রকাশ করা হয়েছে।

৯| ২২ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:০৭

বিষক্ষয় বলেছেন: আর হাকা সাহেব ২য় বিশ্বযুদ্ধে কোন দেশের কত লোক মারা গেছে তার বেশ ভাল রকম ডাটাই আছে....................এই ইন্টারনেটের যুগে এইসব ফাউ কথা বলে পার পাবেন না................
অবশ্য এই জন্যই জাতির বোন ফেসবুক ইত্যাদির উপর মনে হয় নাখোস...................।

১০| ২২ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:১১

বিষক্ষয় বলেছেন: আর হাকা সাহেব ২য় বিশ্বযুদ্ধে কোন দেশের কত লোক মারা গেছে তার বেশ ভাল রকম ডাটাই আছে....................এই ইন্টারনেটের যুগে এইসব ফাউ কথা বলে পার পাবেন না................
অবশ্য এই জন্যই জাতির বোন ফেসবুক ইত্যাদির উপর মনে হয় নাখোস...................
Question: How many Jews were murdered in each country and what percentage of the pre-war Jewish population did they constitute?
(Countries are listed in alphabetical order. Source: Encyclopedia of the Holocaust)
Austria: 50,000 -- 27.0%
Belgium: 28,900 -- 44.0%
Bohemia/Moravia: 78,150 -- 66.1%
Bulgaria: 0 -- 0.0%
Denmark: 60 -- 0.7%
Estonia: 2,000 -- 44.4%
Finland: 7 -- 0.3%
France: 77,320 -- 22.1%
Germany: 141,500 -- 25.0%
Greece: 67,000 -- 86.6%
Hungary: 569,000 -- 69.0%
Italy: 7,680 -- 17.3%
Latvia: 71,500 -- 78.1%
Lithuania: 143,000 -- 85.1%
Luxembourg: 1,950 -- 55.7%
Netherlands: 100,000 -- 71.4%
Norway: 762 -- 44.8%
Poland: 3,000,000 -- 90.9%
Romania: 287,000 -- 47.1%
Slovakia: 71,000 -- 79.8%
Soviet Union: 1,100,000 -- 36.4%
Yugoslavia: 63,300 -- 81.2%

১১| ২২ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:১৩

বিষক্ষয় বলেছেন: তা লেখক ভাই শেখ সাহেবের পরিবার কাদের হেফাজতে ছিলো?

২৪ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৫৩

রাফা বলেছেন: কেনো খালেদা জিয়ার হেফাজতে।আপনি জানতেন না...!!

১২| ২২ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:১৯

এই আমি সেই আমি বলেছেন: আমরা অতীতেও দেেখেছি কোন গোষ্ঠী বা ব্যক্তি বিশেষ কে উদ্দেশ্যমূলক ভাবে বিশেষ দৃষ্টি কোণ থেকে মুক্তি যুদ্বে শহিদের সংখ্যা নিয়ে প্রশ্ন তুলতে । তারা কারা এবং কি উদ্দেশ্যে এই ধরনের বিতর্কের অপ প্রয়াশ চালাত তা আমাদের অজানা নয়।

কিন্তু কি উদ্দেশ্যে মুক্তিযোদ্বা জিয়ার স্ত্রী এই ধরনের প্রশ্ন তুললেন এবং কেন ঐ বিশেষ গোষ্ঠীর কাতারে নিজেকে শামিল করলেন তা বোধগম্য নয় ।

২৭ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৩৮

রাফা বলেছেন: উনিও ঐ পক্ষের পারপাস সার্ভ করতেছে..জিয়ার অসমাপ্ত মিশন কমপ্লিট

১৩| ২২ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৩৯

হাসান কালবৈশাখী বলেছেন:
@ বিষক্ষয় -
সব কিছুই গুগল মাইরা শেখা যায় না। বোঝার মত নিজস্য কিছু থাকা লাগে। আর আপনে তো ইংরাজিই বুজেন না।
এগুলো সব ইহুদি মৃত্যুর পরিসংখান; সবই রাউন্ড ফিগার, অর্থাৎ আনুমানিক পরিসংখান। এসব কেউ গুনে দেখেনি। তবুও এগুলো বাস্তব সত্য, চির সত্য। সেসব দেশের কেউ এসব নিয়ে সন্দেহ করে না। কেউ করে না। কারন সেসব দেশে আমাদের দেশের মত ছাগু নেই, স্বাধীনতা বিরোধী নেই।

আপনার তালিকায় মাধ্যমে আমার বক্তব্য বরং আরো জোরালো হইলো
আমি লিখেছি -
২য় বিশ্বযুদ্ধে রাশিয়ার ২ কোটি লোক প্রাণ হারিয়েছিল (এর ভেতর ১১ লাখ ইহুদি)
২য় বিশ্বযুদ্ধে ৬০ লাখ ইহুদী মারা হয়েছিল। (সমগ্র ইউরোপ-মধ্যপ্রচ্যে)
চীনে দুর্বিক্ষে ১ কোটি মারা গেছিল।

১৪| ২৪ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:১৭

ভ্রান্ত বিলাস বলেছেন: বহুত পুরানা লিংক। ছাগুগো লাইগা দিলাম।
view this link

এই মহিলা নিজের পুরা জীবনে নিজে কিছু করে নাই। জিয়ার ট্রফি ওয়াইফ। ওর পোলাডা মনে হ্য় কইছে। কি আর করা, দাউদ বিখাউস বরই বিলা জিনিস।

১৬ ই জানুয়ারি, ২০১৬ রাত ১:৪০

রাফা বলেছেন: আমার ব্লগে ছাগুরা খুব কমই আসে ।কারন তারা খুব ভালো করেই জানে এখানে সুবিধা হবেনা।খোয়ারে ঢুকিয়ে দেওয়া হবে।

১৫| ২৭ শে ডিসেম্বর, ২০১৫ রাত ২:০৮

চাঁদগাজী বলেছেন:


খালেদা জিয়া পাকী টাউট অফিসারদের কথায় মনে করেছিল যে, পাকীরা জয়ী হয়েই বসে আছে; পরে পাকীরা পরাজিত হলে, উনি মানসিকভাবে মেনে নিতে পারেননি।

যদি জিয়ার ভুল, শেষ অবধি খালেদা জিয়াকে জাতির মাথায় তুলে দিয়েছে, উনার মানসিক ব্যথা রয়ে গেছে পাকীদের পরাজয়ে।

২৮ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৪২

রাফা বলেছেন: আমাদের বুদ্ধিজীবিরা নির্বোধ ছিলেন তাই তাদেরকে পাকিস্তানি হানাদার বাহিনী ও এদেশের কিছু বরাহ শাবক দ্বারা নিহত হয়েছেন।
আর আমরা নির্বোধ বলেই সেই জারজদের সাথে নিয়ে খালেদা জিয়া বঙ্গবন্ধুর স্বাধীন বাংলায় রাজনিতী করতে পারতেছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.