নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি নিরপেক্ষ নই, আমি মুক্তিযুদ্ধের পক্ষে।

রাফা

ভালবাসি জন্মভুমি বাংলাদেশ ।অসহ্য মনে হয় যে কোন অন্যায়-কে।অসততার সাথে আপোষ নয় কখনই।গালি সহ্য করার মানসিকতা শুণ্যের কোঠায়।রাজাকার,আলবদর ,আল সামস মোট কথা বাংলাদেশের বিরোধী যে কোন শক্তিকে প্রচন্ড রকম ঘৃণা করি। তার চাইতে বেশি ঘৃণা করি নব্য ছাগিয়তাবাদিদের। যারা আশ্রয় প্রশ্রয় দেয় যুদ্ধাপরাধীদের ।

রাফা › বিস্তারিত পোস্টঃ

স্বর্ণার পোষ্টের পরিপ্রেক্ষিতে -যা মন্তব্য আকারেই শুধু দিতে চেয়েছিলাম।

৩১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ২:৫৩

মডারেটরদের দৃষ্টি আকর্ষণঃ গেইম খেলা দেখেন
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
৩১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ২:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
কয়েকদিন ধরে শুরু হয়েছে ব্লগার চাঁদগাজীকে নিয়ে একের পর এক আক্রমণ। সবাই দেখে, শুধু মডারেটররা ছাড়া? নাকি গেইম খেলা দেখতে খুব ভাল লাগে? দেখেছি কয়েকটা নিক ব্যানড হয়েছে, আর বাকিগুলো? ব্যান করতে কয় ঘন্টা লাগে? একটা ক্লিকই তো যথেষ্ট। নাকি এইসব ব্লগারদের আক্রমণ ব্লগের নীতি ফলো করে? এত নিক কিভাবে পোষ্ট/কমেন্ট করার সুযোগ পায়? ব্লগ খুলার পর নাকি ৭ দিন লাগে অ্যাক্সেস পেতে। এরা দেখি ১ মিনিটেই অ্যাক্সেস পায়।

চাঁদগাজীর নাম, ইনফো, ছবি নকল করে একটা আইডি খুলা হয়েছে কয়েকঘন্টা আগে, যেটা দিয়ে তার নামে খারাপ কথা লিখা হচ্ছে। সেটাকে কোন মডারেটর অ্যাক্সেস দিয়েছে?

স্বর্ণার পোষ্টে এই কমেন্ট করতে চেয়েছিলাম।
অবাক হইতেছি কি করে এরা এক্সেস পায় সামহোয়ার-এর মত ব্লগে!ব্লগের কি এতই দুর্দিন চলছে যে যেভাবেই হোক হিট পাওয়া দিয়ে কথা।যা তিব্রভাবে ঘৃণা করি সেটা নিয়েই যদি লিখতে হয় ।তাহোলে মনে হয় এখান থেকে বিদায় নেওয়ার সময় হয়ে আসছে।৮ বছরের উপরে সামহোয়ারে আছি কিন্তু এত নিম্নমানের ব্লগার আমার চোখে অন্তত পড়ে নাই।

তিব্র ঘৃণা জানাইতেছি যথাযথ ব্যাবস্থা গ্রহণ না করার জন্য।সীমা লঙ্ঘনকারীর বিরুদ্ধে যথাযথ ব্যাবস্থা নিন দয়া করে।গালির পৃষ্ঠপোষকতা করতে চাইনা বলে কোন লিংক সংযুক্ত করতে পারলামনা দুঃখিত।

মন্তব্য ৬৮ টি রেটিং +৬/-০

মন্তব্য (৬৮) মন্তব্য লিখুন

১| ৩১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ২:৫৭

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
কমেন্ট করেন। ইট শুড ওয়ার্ক নাউ।

ভাই, আমাকে কত গালি দিলো। মডারেটররা কিছু করেছে? কয়েকদিন আগে যে একজন আমাকে নিয়ে কত কত খারাপ কমেন্ট করল, পোষ্ট দিল, মডারেটররা কিছুই করে নাই। আমি মডারেটরকে উল্লেখ করে মন্তব্যও দিয়েছিলাম, সে কিছু করে নাই।

২| ৩১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৩:০৩

চাঁদগাজী বলেছেন:



ধন্যবাদ

৩| ৩১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৩:১২

রামন বলেছেন: দুঃখজনক। এই বিষয়ে মডারেটদের নির্লিপ্ততা দেখে মনে হচ্ছে সর্ষের মধ্য ভুত আছে৷ বিনে পয়সায় লিখতে এসে যদি মান সন্মান বিসর্জন দিতে হয় তবে আগে ভাবে কেটে পরাই উত্তম।

৩১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৩:১৫

রাফা বলেছেন: আমার অনুমানও সেরকমই...।কিন্তু প্রমাণ ছাড়াতো বলা যাচ্ছেনা কিছুই।এখন আরো প্রখর দৃষ্টিতে দেখতে চেষ্টা করবো।

ধন্যবাদ,রামন।

৪| ৩১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৩:১৮

মাসূদ রানা বলেছেন: @জন রেসির বাপ ! তা প্রমাণ দেও দেখি ?
" শতদ্রু একটি নদী ... " চমৎকার একজন ব্লগার । ওনার সম্পর্কে বালছাল লেখাটা মানতে পারলাম না !

দূ:খিত @রাফা ।

৩১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৩:২৪

রাফা বলেছেন: আমিও বিশ্বাস করিনা শতদ্রু এটা করতে পারে।
ধন্যবাদ,মাসূদ রানা,

৫| ৩১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৩:২২

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
I DON'T care. It's been more than 3 years. They take actions only for people they like.

I don't care whatever they do against me for saying these things.

৩১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৩:৩১

রাফা বলেছেন: সেটা বলি না ব্লগের বিরুদ্ধে অভিযোগ অবশ্যই ব্লগে বলতে হবে।কিন্তু যে ব্লগাররা এত নিম্নমানের ও রুচির পোষ্ট দেয় তাদের পোষ্ট শেয়ার করার কি দরকার?

৬| ৩১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৩:২৯

জন রেসির বাপ বলেছেন: মাসূদ রানা@আমি কি আপনার দুলাভাই লাগি নাকি?তুই তোকারি করছেন কেনো ভাই?প্রমান আছে।দিমু?

৩১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৩:৩৪

রাফা বলেছেন: দয়া করে গালি দিবেননা তাহোলে ব্লক করতে বাধ্য হবো।আপনি অভিযোগ করেছেন সেটার সদুত্তর আপনাকেই দিতে হবে।

ধন্যবাদ।

৭| ৩১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৩:৩৫

জন রেসির বাপ বলেছেন: আমি গালি দিলাম কই ভাই?

৩১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৩:৫১

রাফা বলেছেন: আশা করি আমার প্রোফাইল পড়েছেন ।সেভাবেই যুক্তিতর্ক করুন চেষ্টা করবো উত্তর দিতে ।মাসুদ রানা আপনাকে তেমন কিছুই বলেনি।তুমি করে বলা যায় সহ ব্লগারকে।আপনার ভালো লাগেনি/ আমি মাসুদ রানাকে নোটিশ করে দিচ্ছি।

এখন আপনি প্রমাণ দিন।শতদ্রুর জড়িত থাকার।

ধন্যবাদ।

৮| ৩১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৩:৪১

আমি মিন্টু বলেছেন: ব্লগটাকেও আপনেরা খেলার মাঠ বানিয়ে ফেলছেন ভাই । যে যার মন মত শুধু বলেই যাচ্ছেন । এসব কি হচ্ছে ভাই ।

৯| ৩১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৩:৪২

রক্তিম দিগন্ত বলেছেন: ওহ! এইটা নিয়ে আরো পোষ্ট হয়েছে?
দেখিনি আগে!

আমার কাছেও ব্যাপারটাকে এখন আর ভাল লাগছে না। মডারেটরদের পক্ষেও তেমন কিছু করার নেই ব্যান করা ছাড়া। আর ব্যান করে লাভও নেই। আবার তো আসবেই।

৩১ শে ডিসেম্বর, ২০১৫ ভোর ৪:২৪

রাফা বলেছেন: না অনেক কিছু করার আছে ,মডারেটরদের।আইপি সহ ব্যান করা যায়।আর নতুন নিকগুলোকে এক্সেস দিতে আরেকটু সময় নিতে পারে।
আপনি প্রমাণের জন্য স্ক্রিন শট নিয়ে রাখতে পারেন ।কিন্তু ব্লগ পরিচ্ছন্ন রাখতে চাইলে মুছে ফেলার বিকল্প নেই।

ধন্যবাদ,র.দিগন্ত।

১০| ৩১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৩:৫৭

চাঁদগাজী বলেছেন:



যাক, কারো নাম ইত্যাদি নিয়ে বিতর্কে যাবেন না; সামু বুঝতে পারবে, এরা কারা। আমার জন্য পুরো ব্লগকে বিশ্রী করা নিশ্চয় অপরাধের কাজ।

৩১ শে ডিসেম্বর, ২০১৫ ভোর ৫:৫১

রাফা বলেছেন: আপনি ডিলিট করে দিচ্ছেননা কেনো ।সব বাজে কমেন্ট ডিলিট করে দিন।

১১| ৩১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৩:৫৭

আমি মিন্টু বলেছেন: আমরা এখানে কেউ কারো প্রেমের খবর জানতে চাইনা ।
আমরা চাই সুস্থ ব্লগীং । :(

১২| ৩১ শে ডিসেম্বর, ২০১৫ ভোর ৪:২৮

ভাববাদী বলেছেন: জন রেসির বাপে কি প্রমাণ হাজির করে দেখি।

১৩| ৩১ শে ডিসেম্বর, ২০১৫ ভোর ৪:৩১

ভাববাদী বলেছেন: দেখুন ভাই,
এই মাল্টি নিকধারী স্বনামধন্য ব্লগার শায়মার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে খারাপ ভাষায় কমেন্ট করে থাকে। ব্লগের অন্যতম রত্ন জেন রসি, শতদ্রু একটি নদী সহ অনেকের বিরুদ্ধে তার ক্ষোভ কারণ শায়মার সাথে এদের ব্লগীয় সুসম্পর্ক আছে।

তাদের উদ্দেশ্য করে সে নোংড়া ভাষায় কমেন্ট করেছে সেটা তো আপনি নিজেই দেখতে পাচ্ছেন।

১৪| ৩১ শে ডিসেম্বর, ২০১৫ ভোর ৪:৩৮

রক্তিম দিগন্ত বলেছেন: ভাই কাহিনী তো অনেক বড়। কোথা থেকে শুরু করা যায়?

এগুলো আমি মুছবো না। থাকুক এগুলো। এদের ব্যবহার সম্পর্কে জানুক!

আর, এদের মাঝে এখন দুইটা গ্রুপ! একটা উলটাপালটা যুক্তিহীন গালাগালি করছে, আরেকটা আছে ভালোদের সাথে মিশে। এরা ভালোদের সাথে মিশে গালাগালি করছে। যেন - ভালো যারা আছে - তাদের বিপক্ষেও বলতে পারে - ওদেরও মাঝেও অকথ্য ভাষায় গালাগালি করে।

মনে করেছে - এইটা বুঝা খুব কঠিন!

প্রথমে চাঁদ্গাজী দিয়ে শুরু। এখন শায়মা আপু, নদী ভাই, জেন রসি, সেলিম আনোয়ার - এদেরকে নিয়েও শুরু করেছে। দ্যাটস গ্রেট!!!

কতদূর কী করতে পারে দেখি!!! অকথ্য ভাষা ছাড়া তো আর কিছুই জানে না!

৩১ শে ডিসেম্বর, ২০১৫ ভোর ৫:০৯

রাফা বলেছেন: যে ক'জন ব্লগারের নাম আপনি লিখেছেন তাদের স্ব ,স্ব যায়গায় অসাধারণ ব্লগার তারা।যারা এদেরকে নিয়ে বিতর্ক সৃষ্টি করতে চাইছেন তারা এদের নখ পরিমান যোগ্যতাও রাখেনা।

আমি কোন সার্কাস দেখতে চাইনা।এর সমাধান চাইতেছি ব্লগ কতৃপক্ষের কাছে।ধন্যবাদ/

১৫| ৩১ শে ডিসেম্বর, ২০১৫ ভোর ৫:৩৭

কলাবাগান১ বলেছেন: ব্লগিং করার পরিবেশ নাই.......আমাকেও যাচ্ছেতাই ভাবে গালাগালি করে হচ্ছে এই কীঠের নিক থেকে......

৩১ শে ডিসেম্বর, ২০১৫ ভোর ৫:৪৭

রাফা বলেছেন: প্রতিবাদ জানিয়ে পোষ্ট দিতে থাকেন প্রতিদিন সমাধান না হওয়া পর্যন্ত।মডারেটরদের দৃষ্টি আকর্ষণ করুন।

ধন্যবাদ,কলাবাগান।

১৬| ৩১ শে ডিসেম্বর, ২০১৫ ভোর ৬:১৬

রাশেদ ফাহিম বলেছেন: রাফা ভাইও চাদগাজীর মত ১০ বার ব্যান খাওয়া বিরক্তিকর লোকটার জন্য সময় দিচ্ছেন ? আপনি ব্লগে ছাগল দের সাথে নিয়মিত গালাগাল দেখেন না ? সমস্যার সুচনা তো এর থেকে । CPG গালাগাল যেমন যুক্তিক ছিল এটাও তা । এর ব্লক দরকার আগে ।

৩১ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৭:০৮

রাফা বলেছেন: আমি ব্লগের চরম ঐ সময়ে গালাগালির বিপক্ষে ছিলাম এখনও ঠিক তাই আছি।আমি কারো পক্ষ বিপক্ষে নই এখানে।লেখা অনেক আগেই ছেড়ে দিয়েছি ।এখন শুধু পড়ি আর মন্তব্য করি।যথারিতী মুক্তিযুদ্ধের বিরুদ্ধে যারা কথা বলে তাদের জবাব এবং প্রমাণ দেওয়ার চেষ্টা করি।কিন্তু ব্লগে অনেক পরিচিতজন আছে ।সবাই যখন এগুলো একসাথে দেখতে হয় তখন বিরক্তি সৃষ্টি হয় এমনিতেই।
ইভেন পিয়াল ভাইয়ের গালাগালিও আমি সমর্থন করি নাই।আমার অবস্থান খুব পরিস্কার।কাজেই সেই দ্বায়বদ্ধতা থেকেই এই পোষ্ট করা।দেখি মডারেশন যদি সঠিক পদক্ষেপ গ্রহণ করে তাহোলেই খুশি আমি।

১৭| ৩১ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৭:২২

হুঙ্কার বলেছেন: বেইমান পোডোফাইল টা আইসা যে খেলা অন্য দিকে নিয়া গেল এই ব্যাপারে আপ্নের অভিজ্ঞ চোখ কি কয়? এক গাজীর লাইগা এইসব কি ভাল হইল? আইডি খুলা ব্লগিং সব কঠিন হইব এর লাইগা। আমার তো ২০০র বেশি জমা হইছে। দুইমাসে বিলাইয়াও খতম করা কস্ট বইব

৩১ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৮:০১

রাফা বলেছেন: লক্ষ করছি সব কিছুই।আপনার ২০০০ নিক থাকলেও আমার নিক একটাই।তবুও আমি আপনার চাইতে বেশি শক্তিশালি মনে করি।
রং ইন্টারপ্রিট কইরেননা আমাকে।

ধন্যবাদ।

১৮| ৩১ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৭:২২

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
আপনি কি আমার পোষ্ট পড়েছেন ভাল করে? ১৯ নাম্বার কমেন্টের এসব কি জবাব? উনিই তো আসল চাঁদগাজীর বিরুদ্ধে খোলা নকল আইডি।

৩১ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৭:৪২

রাফা বলেছেন: ও বুজতে পারছি স্বর্ণা এটা নকল নিক।চাঁ

১৯| ৩১ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৭:৪৯

চাঁদগাজী বলেছেন:


১৯ নং কমেন্টটা হ্যাকার মন্তব্য করলো এইমাত্র (আমার নিক ব্যবহার করে); ৭ থেকে ১০ বছর জেলের অপরাধ করেছে, না বুঝে মন্তব্যও করছে।

২০| ৩১ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:১৫

হাসান কালবৈশাখী বলেছেন:
চাঁদগাজীর উপর একদল উৎপাতকারি ব্লগারদের মনস্তত্ত খুজেছি।

এরা বেতনভুক্ত সংগবদ্ধ ছাগুচক্রের অংশ। এরা মুলত ফেবুর, একেক জনের শত শত একাউন্ট, ছাগু প্রয়োজনে হাজার হাজার লাইক-কমেন্ট এরাই করে। প্রথম আলো পোলে মিনিটে হাজার হাজার ভোট দেয়। ডিজলাইক দেয়।
সম্প্রতি সামু ব্লগ উদার উম্মুক্ত হওয়ায় তাদেরকে গণহারে নিক খুলতে বলা হয়েছে।
মুল কাজের অবসর টাইমে এইসব নিক দিয়ে রাস্তার টোকাইদের মত এখানেসেখানে খোচাখোচি, লুলামি করে বেড়ায়।

চাঁদগাজীর উপর প্রবল ক্ষিপ্ত হওয়ার নানা কারন থাকলেও মুল কারন চাঁদগাজী একটি পোষ্টে তাদের কলিজায় হাত দিসে।
ক্যাডেট কলেজ নিয়ে পোষ্টে।

৩১ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৪৩

রাফা বলেছেন: আমিও নিশ্চিত কাঠালপাতা ভক্ষনকারীদের নিকই আনলিমিটেড।কমেন্টের ধরনও এক।ম্যাক্সিমাম টাইম তারা সবাই একই কমেন্ট করে।ব্লগ কেনো এই গুলোর ব্যাপারে কঠোর নয় সেটাই বুঝতে পারতেছিনা।আমি এখনও দেখলাম রং হেডেড নিক থেকে আপত্তিজনক মন্তব্য করে যাচ্ছে ।

ধন্যবাদ,হা.কালবৈশাখী।

২১| ৩১ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:৪১

বিপরীত বাক বলেছেন: হাসান কালবৈশাখী
বলেছেন:
চাঁদগাজীর উপর একদল
উৎপাতকারি ব্লগারদের
মনস্তত্ত খুজেছি।
...!...............
........ চাঁদগাজীর উপর প্রবল ক্ষিপ্ত হওয়ার
নানা কারন থাকলেও মুল কারন
চাঁদগাজী একটি পোষ্টে তাদের
কলিজায় হাত দিসে।
ক্যাডেট কলেজ নিয়ে পোষ্টে।

সহমত।

২২| ৩১ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৪৫

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আপনার পোস্টটিতে কিছু কথা বলা প্রয়োজন বলে মনে করছি। ইতিমধ্যে আপনারা সকলেই লক্ষ্য করেছেন, সাম্প্রতিক সময়ে কয়েকজন ব্লগার বা একজন ব্লগার মাল্টি নিকের সুবিধা ব্যবহার করে ব্লগে একটি অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে চলেছেন। এই ধরনের অসুস্থ আচরন ব্লগে বিরাজমান সুস্থ ও স্বাভাবিক ব্লগিং পরিবেশের জন্য অনভিপ্রেত। আমরা অবশ্যই এই ব্যাপারে ব্লগনীতিমালা অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহন করছি।

আমি ব্যক্তিগতভাবে কারো নাম উল্লেখ্য করে কোন মন্তব্য করতে চাই না, তবে অনেকেই আছেন যারা ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছেন। আশা করি তারা এই ধরনের আচরন মনোভাব থেকে বিরত থাকবেন এবং নতুন ব্লগারদের সামনে গঠনমুলক ব্লগিং এর দৃষ্টান্ত তৈরী করবেন।

আমরা সামগ্রিক বিষয়টিকে চূড়ান্ত ধৈর্য নিয়ে নিয়ন্ত্রনের চেষ্টা করছি। পাশাপাশি আমরা ব্লগ টিম থেকে এটাও জানিয়ে রাখতে চাই যে, আমরা সকলের পরিচয় সংক্রান্ত গোপনীয়তা রক্ষা করতে দায়বদ্ধ। তবে প্লাটফর্ম এ সুষ্ঠ পরিবেশ বজায় রাখার স্বার্থে কেউ যদি ইচ্ছেকৃতভাবে বার বার কোন বিশৃংখলা সৃষ্টি করেন, তাহলে আমাদের সবাইকে মনে রাখতে হবে, আমরা কেউই জবাবদিহীতার উর্দ্ধে নই।

আপনার সচেতনতার জন্য ধন্যবাদ। আশা করি আপনার মত যারা সচেতন ব্লগার আছেন, তাদের সবাইকে পাশে নিয়ে আমরা একটি চমৎকার ব্লগিং পরিবেশ নিশ্চিত করতে পারব।

শুভ ব্লগিং।

৩১ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:২১

রাফা বলেছেন: ধন্যবাদ,কা.ভা. কিন্তু মাত্রা ছাড়িয়ে যাবার পরও যখন আমরা কোন প্রতিকার দেখিনা ।তখন সত্যিকার অর্থেই আমরা মডারেটরদের কাজে হতাশ হই।ব্লগের সুস্থ পরিবেশ বঝায় রাখার জন্য মডারেশন প্যানেলের যথাযথ পদক্ষেপ কামনা করে সবাই।আমি আপনি কেউ নিশ্চই ব্লগ আইনের উর্ধ্বে নই।অনেক সময় ধৈর্যের বাধ ভেঙ্গে যায় অনেকের অনেক নিরিহ ব্লগারও তখন ভুল করে ফাঁদে পা দিয়ে ফেলে।কাজেই কোন কিছু সীমা লংঙ্গনের পুর্বেই ব্যাবস্থা গ্রহণ করলে অনেকেই এসব অযাচিত ঝামেলা থেকে বেচে যায়।

স্বর্ণা উপকার করতে গিয়ে তার কমেন্ট করার অধিকার হারিয়েছে সাময়িক সময়ের জন্য।যা পুরোপুরি অনভিপ্রেত।

আবারো ধন্যবাদ,আসুন সবাই মিলে ব্লগের পরিবেশ সুন্দর রাখি।

২৩| ৩১ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৪৬

যোগী বলেছেন:
@রাফা, এই ছাগুটাকে আমার অত্যন্ত নিম্ন মানের মনে হচ্ছে তাই তার উৎপাত নিয়ে চাঁদগাজী সাহেব কে বিচলিত হতে নিষেধ করব। সত্যিই এই ছাগুটার সব কিছুই যুক্তিহীন। ও এই ভাবে কখনোই কাওকে ব্লগ ছাড়া করতে পারবে না।

@চাঁদগাজী, আপনি কী আপনার পোষ্টে কমেন্ট বন্ধ করে রাখছেন?

৩১ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:০৫

রাফা বলেছেন: জি..চাঁদগাজী বাধ্য হয়ে বন্ধ রেখেছে কমেন্ট গ্রহণ।আশা করি সব ঠিক হয়ে যাবে।সবাই মিলে নোংরামির বিরুদ্ধে প্রতিবাদ অব্যাহত রাখুন।নোংরা মন্তব্য সবাই মিলে রিপোর্ট করুন।মডা্রেটরদের দৃষ্টিতে আনুন।

ধন্যবাদ,যোগী।

২৪| ৩১ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৪৭

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আপনার পোস্টটিতে কিছু কথা বলা প্রয়োজন বলে মনে করছি। ইতিমধ্যে আপনারা সকলেই লক্ষ্য করেছেন, সাম্প্রতিক সময়ে কয়েকজন ব্লগার বা একজন ব্লগার মাল্টি নিকের সুবিধা ব্যবহার করে ব্লগে একটি অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে চলেছেন। এই ধরনের অসুস্থ আচরন ব্লগে বিরাজমান সুস্থ ও স্বাভাবিক ব্লগিং পরিবেশের জন্য অনভিপ্রেত। আমরা অবশ্যই এই ব্যাপারে ব্লগনীতিমালা অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহন করছি।

আমি ব্যক্তিগতভাবে কারো নাম উল্লেখ্য করে কোন মন্তব্য করতে চাই না, তবে অনেকেই আছেন যারা ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছেন। আশা করি তারা এই ধরনের আচরন মনোভাব থেকে বিরত থাকবেন এবং নতুন ব্লগারদের সামনে গঠনমুলক ব্লগিং এর দৃষ্টান্ত তৈরী করবেন।

আমরা সামগ্রিক বিষয়টিকে চূড়ান্ত ধৈর্য নিয়ে নিয়ন্ত্রনের চেষ্টা করছি। পাশাপাশি আমরা ব্লগ টিম থেকে এটাও জানিয়ে রাখতে চাই যে, আমরা সকলের পরিচয় সংক্রান্ত গোপনীয়তা রক্ষা করতে দায়বদ্ধ। তবে প্লাটফর্ম এ সুষ্ঠ পরিবেশ বজায় রাখার স্বার্থে কেউ যদি ইচ্ছেকৃতভাবে বার বার কোন বিশৃংখলা সৃষ্টি করেন, তাহলে আমাদের সবাইকে মনে রাখতে হবে, আমরা কেউই জবাবদিহীতার উর্দ্ধে নই।

আপনার সচেতনতার জন্য ধন্যবাদ। আশা করি আপনার মত যারা সচেতন ব্লগার আছেন, তাদের সবাইকে পাশে নিয়ে আমরা একটি চমৎকার ব্লগিং পরিবেশ নিশ্চিত করতে পারব।

শুভ ব্লগিং।

২৫| ৩১ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:১৩

যোগী বলেছেন:
মডারেটররা আর একটু এ্যাক্টিভ থাকলে ব্লগ পরিবেশটা অনকটাই ভালো থাকতো।
আমি বুঝিনা সামুতে মাল্টি নিকের অবৈধ সুযোগ এতটা ব্যাবহার করতে পারে কি ভাবে।

মডারেটরের উচিৎ তার ব্যার্থতা স্বীকার করা।

৩১ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:২৯

রাফা বলেছেন: আমার ধারনাও তাই /আরেকটু এ্যাকটিভ হতে হবে মডারেশন প্যানেলকে।সব ঠিক হয়ে যাবে ইনশাহ্ আল্লাহ।

২৬| ৩১ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:১৭

যোগী বলেছেন:
আমি বলবো চাঁদগাজীর পোষ্টে কমেন্ট করার অপশন খুলে দিতে।

২৭| ৩১ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:৩০

যোগী বলেছেন:
@ কাল্পনিক_ভালোবাসা আপনি কী সত্যিই মডারেশনের নীতিমালা অনুযায়ি ব্যাবস্থা নিচ্ছেন নাকি ন্যায় অন্যায় বিচার না করে দুই পক্ষেরই কিছু কমেন্ট মুছে দেখাচ্ছেন যে আপনি নিরোপেক্ষ?

২৮| ৩১ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:২৩

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: @রাফাঃ

আপনি অবশ্যই জানেন যে, ব্লগকে নিয়ে নেতিবাচক চর্চা কম হয় নি, প্রপাগান্ডা কম ছড়ানো হয় নি। ব্লগকে ব্যবহার করার চেষ্টা করা হয়েছে রাজনৈতিক প্রপাগান্ডা ছড়ানো থেকে শুরু করে ধর্মীয় প্রপাগান্ডা বা উস্কানী তৈরীর মাধ্যম হিসেবে। পাশাপাশি অনেক পুরানো অনেক ব্লগারগন নিজেদের ব্যস্ততা বা নানাবিধ কারনে ব্লগে অনিয়মিত থাকার ফলে সাময়িকভাবে একটি শূন্যতা সৃষ্টি তৈরী হয়েছিল। আমরা অবশ্যই কৃতজ্ঞ যে, আমাদের সম্মানিত ব্লগারগন এই সকল কাজের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন, প্রতিবাদ করেছেন এবং ধৈর্য ধরে সুস্থ স্বাভাবিক ও গঠনমুলক ব্লগিং করে নতুনদেরকে পথ হারাতে দেন নি।

দুঃখের বিষয়, আমরা বিভিন্ন মাধ্যমে তাদের হাহাকার শুনেছি আর শুনেছি 'ব্লগ আর আগের মত নেই' কিন্তু ব্লগে এসে সেই শূন্যতা মেটানোর দায় দেখি নি। আমরা এর জন্য হয়ত কাউরে দোষারপ করতে পারি না, কারন ব্লগিং যার যার ব্যক্তিগত বিষয় এবং প্লাটফর্ম হিসেবে আমরা ব্লগারদের উপর নির্ভরশীল।

তাই আমরা সর্বদা চেষ্টা করেছি মানুষের কাছে ব্লগিং এবং ব্লগ সম্পর্কে ইতিবাচক ধারনা তুলে ধরতে। সেই লক্ষ্যে গতবছর থেকে আমরা ব্লগে প্রকাশিত ভালো পোস্টগুলো সামহোয়্যারইন ব্লগের অফিসিয়াল ফেসবুক পেইজে নিয়মিত প্রোমোট করে থাকি। এতে আমরা দারুন সাড়া পেয়েছি। নতুন অনেকেই ব্লগের প্রতি আগ্রহী হচ্ছেন, নিজেদের চিন্তাভাবনা বা ডায়েরীর লেখাগুলো ব্লগে প্রকাশ করছেন। এই সময়ে আমরা লক্ষ্য করেছিলাম যে, নতুন ব্লগাররা বিভিন্ন ব্লগ পোস্টে তাদের মন্তব্য প্রকাশ করতে চাইলেও ব্লগ নীতিমালার কারনে তা সম্ভব হয়ে উঠছিল না। বিষয়টি নতুন ব্যবহারকারীদের প্রেক্ষাপট থেকে কিছুটা হতাশাজনক বা নতুন একটি মাধ্যম সম্পর্কে আগ্রহের ব্যাপারে বাঁধা। তাই আমরা পরীক্ষামুলকভাবে বর্তমানে নিবন্ধন সম্পন্ন করার সাথে সাথে প্রথম পাতার সুবিধা ব্যতীত যে কোন পোস্টে মন্তব্য করার সুযোগ দেয়ার বিষয়টি চালু করেছি।

নতুন ব্লগ নিক অনুমোনের এই ব্যাপারটি স্বনিয়ন্ত্রিত বা অটোমেটিক। নতুন কোন ব্লগার ছাড় পেলে আমরা যদি তা আপত্তিজনক মনে করি, তার ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করি।

আশা করি বর্তমান সময়ে এক ঝাঁক নতুন মেধাবী ব্লগারগণ আমাদের এই পদক্ষেপের কার্যকারীতা প্রমান করেছে। পাশাপাশি, যে ভালো জিনিসের যে একটি মন্দ দিক থাকতে পারে, তার প্রমাণও সাম্প্রতিক সময়ে আমরা সকলেই লক্ষ্য করেছি।

মন্তব্যটি বিশাল হয়ে যাচ্ছে, তথাপি বলছি, আইপি সহ ব্যান বর্তমানে ঠিক কার্যকরী নয়। এখনকার অধিকাংশ আইএসপিগুলো ক্লায়েন্টকে প্রতিবার সংযোগের সময় তাদের সংরক্ষিত আইপি পুল থেকে একটি আইপি বরাদ্ধ করে। অর্থাৎ ধরুন আপনি কিউবি ব্যবহার করছেন। কিউবিতে কানেক্ট হবার সময় আপনার আইপি হলো ১০। আমিও কিউবি ব্যবহার করছি, লগ ইন করলাম, আমার আইপি হলো ২৫। কিছুক্ষন পর আপনি আবার লগ আউট হয়ে লগ ইন করার পর আপনার আইপি হলো ১৯৯। আর আমিও কিছুসময় পর আবার লগ ইন করলাম, তখন আমার আইপি হলো ১০।

এখন মডারেশন যদি ১০ নাম্বার আইপিকে কোন কারনে আইপি সহ ব্যান করেন তাহলে আমি ব্লগে প্রবেশ করতে পারব না। আবার এই আইপি যদি কালকে অন্য একজন ক্লায়েন্ট ব্যবহার করেন, তিনিও ঐ আইপি থেকে লগ ইন করতে পারবেন না। তাহলে যার বিরুদ্ধে শাস্তিমুলক এই ব্যবস্থাটি গ্রহন করা হবে, তার ক্ষেত্রে কি সঠিক শাস্তির ব্যাপারটি কার্যকর হবে? হবে না।

আর মডারেশন নিয়ে অভিযোগের ব্যাপারে নতুন করে কিছু বলার নেই। আমাদের মডারেশন টিমটা খুবই ছোট হওয়া স্বত্তেও আমরা আন্তরিকভাবে চেষ্টা করি ব্লগারদের সমস্যা এবং ব্লগ সংক্রান্ত প্রয়োজনীয় ব্যাপারে দৃষ্টিপাত করতে। মডারেশনের উন্নয়নের চেষ্টা একটি চলমান প্রক্রিয়া। আমরা চেষ্টা করছি ব্লগারদেরকে আরো বেশি সেবা প্রদান করার জন্য।

আমরা নিজেরাও নিজেদেরকে পুরোপুরি সফল বলে মনে করি না, তাই ব্যর্থতার ব্যাপারে যদি কোন অভিযোগ উঠে তা যৌক্তিক বা অযৌক্তিক কিনা তা ভেবে দেখার দায়িত্বও ব্লগারদের। তবে সার্বিকভাবে আমরা সকলেই যে অনাকাংখিত পরিস্থিতি দেখতে পেয়েছি, তার জন্য দুঃখ প্রকাশ করছি।

তবে হ্যাঁ, যদি কেউ ইচ্ছেকৃতভাব উদ্দেশ্যপূর্নভাবে মডারেশন সম্পর্কে সাধারন ব্লগারদেরকে বিভ্রান্ত করেন, তাহলে সেই ব্যাপারে অবশ্যই আমরা ব্যবস্থা গ্রহন করি। আগেও বলেছি, আপনি আমি এবং তারা কেউই জবাবদিহীতার উর্দ্ধে নই।

শুভ ব্লগিং।

৩১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৫৯

রাফা বলেছেন: ধন্যবাদ,কা.ভা. আশা করি আপনার বক্তব্যটি ব্লগ কতৃপক্ষের বক্তব্য।এর মাধ্যমে সাধারণ ব্লগাররাও হয়তো সঠিক মেসেজটি পেয়ে গেছে।সব কিছু ঠিকই আছে ,উত্তেজনার বশে আমরা অনেক সময় ভুল করে ফেলি।কারন যখন অনবরত কেউ উত্তক্ত করতে থাকে অনেকের সংযমের বাধ ভেঙ্গে যায়।এবং তখনকার করা ভুল গুলো আর ইচ্ছাকৃত ভুল গুলো এক কাতারে ফলে সিদ্ধান্ত নেওয়াও ঠিক নয় মনে হয়।কাজেই সেই ব্যাপার গুলোর প্রতিও দৃষ্টি রাখা প্রয়োজন।আর আপনি নিজেও স্বিকার করে নিলেন মডারেশনেও কিছু দুর্বলতা আছে।অনেক সময় ঘটনা ঘটে যাওয়ার পরে সেটার সমাধান করলেও ।তার রেশ থেকে যায় অনেকটা সময়।কাজেই আমরা মডারেশন প্যানেলের আরেকটু তরিৎ সক্রিয়তা কামনা করি।আশা করি এই ব্যাপারটার এখানেই পরিসমাপ্তি ঘটবে।সবাইকে ধন্যবাদ,যারা যার যার অবস্থান থেকে এটা সমাধানের জন্য সক্রিয় ছিলেন।

ধনবাদ,সবার জন্য ইংরেজি নব বর্ষের শুভেচ্ছা ও শুভ হোক ব্লগিং এই কামণা থাকলো।

২৯| ৩১ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:৩১

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: যোগী বলেছেন:
@ কাল্পনিক_ভালোবাসা আপনি কী সত্যিই মডারেশনের নীতিমালা অনুযায়ি ব্যাবস্থা নিচ্ছেন নাকি ন্যায় অন্যায় বিচার না করে দুই পক্ষেরই কিছু কমেন্ট মুছে দেখাচ্ছেন যে আপনি নিরোপেক্ষ?


না যোগী, আমি নিরপেক্ষ নই। তবে যে দায়িত্বটি আমি পালন করি, তা সুর্নিদিষ্ট নীতিমালার আলোকেই করার চেষ্টা করি। ভুল ত্রুটি হতে পারে। সবচেয়ে বড় কথা, আমি জবাবদিহীতা এবং স্বচ্ছতায় বিশ্বাস করি। তাই এই পোস্টে এসে কথা বলছি, আপনার মন্তব্যের জবাবও দিচ্ছি।

তবে যদি শতভাগ নিরপেক্ষ হতে পারতাম, তাহলে বিভিন্ন পোস্টে অশ্লীল শব্দ প্রয়োগ করার জন্য আপনার নিক এতদিনে ব্যান হতো। আশা করি আপনিও জানেন দুর্বলতাটা কোথায়।

আশা রাখি, সামনে শতভাগ নিরপেক্ষ হয়ে কাজ করতে পারব।
ভালো থাকবেন। শুভেচ্ছা রইল।

৩০| ৩১ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:২১

গেম চেঞ্জার বলেছেন: ব্লগার রক্তিম দিগন্তের পোস্টে আমার মন্তব্যটি এখানে উল্লেখ করার প্রয়োজনবোধ করছি।

সামুর অন্যতম ব্লগার চাঁদগাজী'র মন্তব্যকে(একটি নয়, অনেকগুলো এবং মন্তব্যের ধরন) কেন্দ্র করে ব্লগে বর্তমানে যে বস্তির ক্যাচাল এসে জায়গা করে নিয়েছে তার জন্য দায়ী দুই পক্ষই।
চাঁদগাজী ও উনার সাথে যারা লড়ছেন তাদের চেয়ে যারা ওদের বিরুদ্ধে লড়ছেন কেউ কারো চেয়ে কম দায়ী নন। এর সমাধান নিক ব্যান করে নয়। এমনকি আইপি ব্যান করেও না।
সামুর এডমিনিস্ট্রশন প্যানেল থেকে যেটা করা খুবই কার্যকরী হতে পারে সেটা হলো- নতুন নিক করার সাথে সাথে কমেন্ট সুবিধা না দিয়ে মডারেশন থেকে পর্যবেক্ষণ করে জেনারেল করা।
প্রয়োজনে অটোমেটেড ১৫ দিন/অধিক সময় পরে অটো জেনারেল স্ট্যাটাস করা।
উভয় ব্লগার (চাঁদগাজী ও যার সাথে ঝামেলা) এর সাথে সামু থেকে ফোন দিয়ে বিষয়টার ব্যাপারে কথা বলে শেষ করার চেষ্টা করা।
প্রয়োজনে ট্রেস করে ঐ ব্যক্তির বিরুদ্ধে মামলা করা, যিনি এইসব অপতৎপরতার সাথে জড়িত থাকবেনই বলে হুংকার দেবেন।
উভয়ের কারণ ও তৎসংশ্লিষ্ট যৌক্তিক কারণের প্রতিকারমূলক ব্যবস্থা নেয়া। যেমন চাঁদগাজী'র কিছু কমেন্ট পোস্ট সংশ্লিষ্ট হয় না মনে হয়। আবার যার সাথে ঝামেলা হয়েছে তাকে নিশ্চয়তা দিতে হবে যে, চাঁদগাজী এইরকম বক্তব্য ও মত প্রকাশে নিজেকে সংযত রাখবেন।

আর নোংড়ামির চর্চা করে যারা নিজেদের মুখোশ উন্মোচন করছেন তাদের অনুরোধ করব, প্লিজ! যথেষ্ট হয়েছে। আর না। এইবার আমাদের ক্ষ্যামা দেন।

৩১| ৩১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৫০

যোগী বলেছেন:
@কাল্পনিক_ভালোবাসা, হ্যাঁ আমি কিছু অশ্লিল শব্দ ব্যাবহার করি যখন দেখি কিছু মানুষ নির্লজ্জ ভাবে রাজাকারদের সাপোর্ট করে।
আপনাকে ধন্যবাদ যে আপনি আমার কমেন্ট এ্যাড্রেস করে এখানে কমেন্ট করেছে জবাবদিহীতা এবং স্বচ্ছতায় বিশ্বাষ করে।

এখন সেই জবাবদিহীতা এবং স্বচ্ছতা থেকেই বলুন দেখি কেন আপনি চাঁদগাজীর আর তার পক্ষে কথা বলার জন্য অন্যদের কমেন্ট মুছে তাদের কমেন্ট ব্যান করলেন?

৩২| ০১ লা জানুয়ারি, ২০১৬ সকাল ৯:৩৬

আরণ্যক রাখাল বলেছেন: ছাগুদের অশ্লীল ভাষায় গালি দেয়াটা আমি সাপোর্ট করি| আমি মাল্টি নই বলে ছাগুদের ঠিক গালি দিতে পারি না| চাদগাজীকে একটা ছাগু গ্যাং আক্রমণ করেছে| এতে বিচলিত হওয়ার কিছু নেই তার

৩৩| ০১ লা জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:০২

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: @ যোগীঃ

কারো পক্ষে বা বিপক্ষে কথা বলার জন্য কোন ব্যবস্থা গ্রহন করা হয় নি, আমরা কারো মুখপাত্র নই, সেটা ব্যক্তি হোক কিংবা কোন রাজনৈতিক আদর্শ।

সুনির্দিষ্ট কারন ব্যাতীত কারো বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হয় না। আপনি অবশ্যই জানেন, অশ্লীল শব্দ প্রয়োগের বিরুদ্ধে ব্লগ কর্তৃপক্ষ কঠোর অবস্থানের কথা। এখানে প্রতিদিন কয়েক শো পোস্ট আর মন্তব্য আদান প্রদান হয়। আমাদের স্বল্প জনবল নিয়ে আমরা প্রতিনিয়ত আন্তরিক ভাবে চেষ্টা করি, সবগুলো পর্যবেক্ষন করার জন্য। একজন সৎ মানসিকতার মানুষ অবশ্য বুঝবেন এই কাজটির ব্যপ্তি কত বিশাল এবং কঠিন। তাই মাঝে মাঝে হয়ত কিছু আমাদের চোখের বাইরে থেকে যায়, এটা অস্বাভাবিক নয়। এখন কেউ যদি বলেন, "কোন ভুল হতে পারবে না, ভুল কেন হবে? তাহলে সেটা যার নিজস্ব ব্যক্তিগত বিবেচনা, সেখানে আমাদের কোন বক্তব্য নেই।

কিন্তু তাই বলে আমরা এই সংক্রান্ত বিষয়ে কোন ব্যবস্থা গ্রহন করি না তা বার বার যদি বলেন, তাহলে সেটা হয়ে দাঁড়ায় প্রপাগান্ডা বা বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা। আমরা চাই না, কারো বিভ্রান্তিমুলক আচরন অন্য সাধারনদের মাঝে ভুল ধারনা ছড়িয়ে দিক। যদি কেউ মনে করে থাকেন, তিনি বা তারা জবাবদিহীতার উর্দ্ধে, তাহলে সেটা নিতান্তই ভুল ধারনা।

শুভেচ্ছা রইল। শুভ ব্লগিং!

৩৪| ০১ লা জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:০৬

চলতি নিয়ম বলেছেন: আমিও এই বিষয়ে একটা পোস্ট লিখতে গেছিলাম, কিন্তু স্ক্রিনশট নিতে নিতেই সময় শেষ। মডারেটর রা কি সুন্দর ভাবেই না নিজেদের দায় এড়িয়ে যায় ;)

কাভা ভাই, নতুন ব্লগ নিক অনুমোনের এই ব্যাপারটি স্বনিয়ন্ত্রিত বা অটোমেটিক। নতুন কোন ব্লগার ছাড় পেলে আমরা যদি তা আপত্তিজনক মনে করি, তার ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করি। এই প্রসেস টা অটোমেটিক করার কি কোনো সুবিধা আছে? আর ১/ ২ ঘন্টার মধ্যে কমেট করার সুবিধাও কি নতুন সংযোজন করা হয়েছে সামুতে? তাহলে তো এটা সামুর নীতির পরিপন্থী।

১গ. নতুন ব্লগারের জন্য প্রথম পাতার নীতিমালা:

এখন থেকে, সকল নতুন ব্লগারদের ইমেইল, নিক এবং প্রথম কয়েকটি পোস্ট একটি পর্যবেক্ষণ প্রক্রিয়ার মধ্য দিয়ে যাবে, যাচাই করা হবে ঐ ব্লগারের ইমেইল, নিক ও পোস্ট কন্টেন্ট যথার্থ এবং শ্লীল কিনা। আমরা ঐ ব্লগারের প্রথম পোস্টটি প্রথম পাতায় রাখার মতো মানসম্পন্ন কিনা সে বিষয়টিও যাচাই করবো। যদি পোস্টটিতে আপত্তিকর কিছু না থাকে তাহলে তা প্রথম পাতায় প্রকাশিত হবে। এই যাচাই প্রক্রিয়ায় ১ ঘন্টা থেকে ২৪ ঘন্টা সময় লাগতে পারে। কিছু ব্লগারের নতুন নিক রেজিস্ট্রেশন এর মাধ্যমে, প্রথম পাতায় ফ্লাডিং এবং ব্লগের পরিবেশ নষ্ট করার উদ্দেশ্যকে ঠেকানোর জন্য এই ব্যবস্থা নেয়া হয়েছে।

আপনারা যদি কোনো কিছু অটোমেটিক সুবিধা দিয়ে রাখেন তাইলে ছাগলেরাও কিন্তু অটোমেটিক আইডি তৈরী করে ফেলবে, যেমন ছাগল১, ছাগল২ ...... ছাগল৯৯..... একটা সাজেশন দেই, দেখেন সামুর টেকনিক্যাল টিম ইমপ্লিমেন্ট করতে পারে কিনা। খুব কঠিন কিছু না। যেমন যদি কোন কারণে ছাগল নিক ব্যান করা হয় তাইলে যেনো ছাগল লাগিয়ে কোনো নিক ওপেন করতে না পারে। :) কমেন্ট করার সুবিধা কয়েকদিন দেখেশুনে তারপরে দিন।




০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ১২:৩৬

রাফা বলেছেন: আপনি ভালো পয়েন্ট দিয়েছেন।সব কিছু অটোমেটেড করার পক্ষে নই।কম্পিউটার ততটুকুই করতে পারে যতটুকু তথ্য মানুষ তাকে দিয়েছে।সেখান থেকেই বিশ্লেষণ করে সমাধান দেয়।প্রথম পাতায় এক্সেস পেলে যেমন নতুন ব্লগাররা উৎসাহিত হয়।আবার তার অপব্যাবহারও হয়।আমরা ব্লগার বা মানুষ হিসেবে এখনও ঐ স্তরে পৌছানি ,মানিসিক দৈন্যতা রয়েই গেছে।

কাজেই সপ্তাহ খানেক কমেন্ট ও পোষ্ট পর্যবেক্ষন করেই এক্সেস দেওয়া উচিত।যদি কেউ প্রকৃতপক্ষে ব্লগিং করতে চায় তাহোলে সে এটুকু ধৈর্য রাখবে আশা করি।যারা অনিয়ম ও ক্যাচাল করতে চায় তারাই তৎখনাৎ সব কিছু চাইবে।একই নাম ছবি দিয়ে আমি ওপেন করতে পারি নাই আরেকটা আইডি।অথচ এই ব্লগাররা কিভাবে করলো সেটাই বুঝতে পারছিনা।একদম হুবহু একই নামে কিভাবে করলো !!আশা করি ব্লগ কতৃপক্ষ চিন্তা করে দেখবেন আপনার পয়েন্ট গুলো।

ধন্যবাদ,চলতি নিয়ম।

৩৫| ০১ লা জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:২৭

যোগী বলেছেন:
@কাল্পনিক_ভালোবাসা, আবারও আপনাকে ধন্যবাদ, আমি কিন্তু সত্যিই বুঝতে পারি এত বড় বিশাল প্লাটফর্মের জন্য আপনাদের জনবল কম।

আমি শুধু জানতে চাইছি চাঁদগাজীর কমেন্ট আর এই পোষ্টের -৩ নাম্বার কমেন্ট আপনার ব্লগের কী রুল ব্রেক করেছিল যে তাদের কমেন্ট ব্যান করতে হলো? অশ্লিলতা? নাকি বিশৃঙ্খলা সৃষ্টির উদ্দেশ্য? নাকি ব্যাক্তি আক্রমন? নাকি অন্য কিছু?

আশাকরি যুক্তিপূর্ন উত্তর পাবো আর আপনার উদ্দেশ্যে দেয়া এটাই আমার শেষ কমেন্ট হবে।

৩৬| ০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ১২:৪১

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: @যোগীঃ
কোন ব্লগারের বিরুদ্ধে যদি নীতিমালা লঙ্ঘন করার অভিযোগে ব্যবস্থা গ্রহন করা হয়, তাহলে তা সংশ্লিষ্ট ব্লগারকেই জানিয়ে দেয়া হয়। আমরা বিষয়টি অন্য ব্লগারদের কাছ থেকে গোপন রাখি। যদি সংশ্লিষ্ট ব্লগার আপনাদেরকে জানাতে চান, সেটা তিনি পারেন।

তবে আমরা শুধু মাত্র একটি ধারনা দিতে পারি। তাই আপনার প্রতি আমার অনুরোধ হলো, অনুগ্রহ করে যদি আমার পূর্বের মন্তব্যটি পুনরায় পড়ে দেখুন। সেখানে আমি উল্লেখ্য করেছি, যদি কেউ ইচ্ছেকৃতভাব বা উদ্দেশ্যপূর্নভাবে মডারেশন সম্পর্কে সাধারন ব্লগারদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করেন, তাহলে সেই বিষয়টি আমরা নিয়ন্ত্রন করি। আশা করি উত্তর পেয়েছেন। ধন্যবাদ আলোচনায় অংশ নেবার জন্য।

আমি মনে করি, এই বিষয়ে আলোচনা শেষ হয়েছে। ধন্যবাদ। শুভরাত্রি।

৩৭| ০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ১২:৪২

কাল্পনিক_ভালোবাসা বলেছেন:
@চলতি নিয়মঃ মডারেশন দায় এড়িয়ে যাচ্ছে না, দায় এড়িয়ে গেলে এই সংক্রান্ত কোন আলোচনায় ব্লগ টিম থেকে কেউ অংশগ্রহন করত না। আপনি ব্লগনীতি মালার যে পয়েন্টটি উল্লেখ্য করেছেন, তার ব্যাপারে বিস্তারিত জানতে অনুগ্রহ করে আমার পূর্বের মন্তব্যগুলো পড়ূন।

যদি কোন ব্লগার অর্থহীন কোন নাম নিয়ে পরিচিতি পেতে চান, তা তাঁর নিজস্ব বিবেচনা। আমরা যদি লক্ষ্য করি , তাঁর এই অর্থহীন নামের পেছনে কোন ভিন্ন উদ্দেশ্য আছে, যার মাধ্যমে তিনি ব্লগে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে পারেন বা বাংলাদেশের প্রচলিত সমাজ ব্যবস্থায় অশালীন, অগ্রহনযোগ্য, তখন সেই ব্যাপারে ব্যবস্থা গ্রহন করা হয়।

৩৮| ০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ১:০০

যোগী বলেছেন: @কাল্পনিক_ভালোবাসা, আপনার সাথে সত্যিই আলোচনা শেষ হয়েছে।
আপনি বলেছেন "যদি কেউ ইচ্ছেকৃতভাব বা উদ্দেশ্যপূর্নভাবে মডারেশন সম্পর্কে সাধারন ব্লগারদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করেন, তাহলে সেই বিষয়টি আমরা নিয়ন্ত্রন করি।"
এবার আপনি বলেন মডারেটররা যদি সঠিক কাজটা করে তাহলে কী তাদের সম্পর্কে সাধারন ব্লগারদের বিভ্রান্ত করা সম্ভব? গনতন্ত্র কী তাই বলে? আর মডারেটররা বেঠিক কাজ করলে সেটা কী কোথাও বলাও যাবে না?

আপনি কী জানেন ডিক্টেটররা ঠিক আপনাদের এই নীতিতেই কাজ করে তাদের ডিক্টেটরশিপ ধরে রাখার জন্য? উদাহরন সৌদি রাজা, ব্রুনায়ের সুলতান বা কাতারের আমির। তারাও তাদের দেশে ঠিক এই আইনই চালু রেখেছে।

আপনার আন্সার দেয়া লাগবে না। আমি আপনার আন্সার হয়তো পেয়ে গেছি আপনারদের আসল মনভাব থেকে।

৩৯| ০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ১:০৬

মাসূদ রানা বলেছেন: মডারেটর খুব ভালো কাজ করে যাচ্ছেন । ওনাকে সবার সাপোর্ট দেয়া দরকার । তা না করে কিছু কিছু ব্লগারের মধ্যে ওনাকে ব্লেম করার চেষ্টা লক্ষ করা যাচ্ছে, এটা দুঃখজনক।

৪০| ০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ১:১৭

যোগী বলেছেন:
আমি শুধু একটা ব্যাপারে পরিস্কার ধারনা পাবার আশায় মডারেটরের সাথে আলোচনা করে যাচ্ছি। আরও আশা করবো মডারেটর তৃতীয় কারো তৈলবাজিতে এই শীতের রাত্রে উষ্ন অনুভব করে বিভ্রান্ত হবেন না।

৪১| ০২ রা জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:০৬

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
এখন ব্লগে ১/২ ঘন্টা না, আইডি খুলার সেকেন্ডের মধ্যেই আপনি সেইফ হয়ে যাবেন।

আপনাদেরকে অনুরোধ, দুধে ধোয়া তুলশী পাতা সামু ব্লগ নিয়ে আপনারা কোন কমপ্লেইন করবেন না =p~ ওয়ারশীপ ইট।

০২ রা জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:১৪

রাফা বলেছেন: হুমমম..নতুন ব্লগারদের উৎসাহিত করার জন্য এই প্রয়াস।কিন্তু হিতে বিপরীত ফল বয়ে আনতেছে।তাদের উচিত তাহোলে মডারেটরের সংখ্যা বাড়িয়ে ২৪ ঘন্টা সতর্ক দৃষ্টি রাখা।কি আর করা একটু সতর্ক থাকতে হবে ব্লগারদেরই।

তা বছরের প্রথম দিন কেমন কাটলো।এত রাতে জেগে আছেন যে!!

৪২| ০২ রা জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:১৬

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:

চাচার বাসায় দাওয়াত ছিল, ভাল কেটেছে। আমি এখন বাসায়, ভোরে ঘুমাই। এতদিন সারারাত পড়তে পড়তে না ঘুমানোর অভ্যাস হয়ে গেছে।

০২ রা জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:২৩

রাফা বলেছেন: ও তাহোলে ভালোই সেলিব্রেসন করছেন।আমিতো ছুটির দিনে লেট করে ঘুমাই।পড়ালেখা ঠিক মত হোচ্ছে মনে হয়?

৪৩| ০২ রা জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:২৬

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
জ্বী। অনেক ভাল। আই অ্যাম আ ভেরি স্টুডিয়াস পারসন।

০২ রা জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৩০

রাফা বলেছেন: সেটাই ভালো/এখানকার সম্পুর্ণ সুযোগ গ্রহণ করা উচিত।এটাই বাংলাদেশের সব স্টুডেন্টের ফার্স্ট প্রায়োরেটি হওয়া উচিত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.