নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি নিরপেক্ষ নই, আমি মুক্তিযুদ্ধের পক্ষে।

রাফা

ভালবাসি জন্মভুমি বাংলাদেশ ।অসহ্য মনে হয় যে কোন অন্যায়-কে।অসততার সাথে আপোষ নয় কখনই।গালি সহ্য করার মানসিকতা শুণ্যের কোঠায়।রাজাকার,আলবদর ,আল সামস মোট কথা বাংলাদেশের বিরোধী যে কোন শক্তিকে প্রচন্ড রকম ঘৃণা করি। তার চাইতে বেশি ঘৃণা করি নব্য ছাগিয়তাবাদিদের। যারা আশ্রয় প্রশ্রয় দেয় যুদ্ধাপরাধীদের ।

রাফা › বিস্তারিত পোস্টঃ

শুকুর-আলহামদুলিল্লাহ মইত্যা রাজাকারের ফাঁসির আদেশ বহাল।

০৬ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৯:৪১

Rajakar Nijami /what he is done.

রাজাকার -আলবদরের ২য় সর্বোচ্চ নেতা মইত্যা রাজাকারের ফাঁসি বলবৎ রাখায় ট্রাইবুনালের সাথে সম্পৃক্ত সবাইকে অসংখ্য ধন্যবাদ।
আল্লাহর দরবারে লাখ লাখ শোকর। তিনি এই পৃথিবিতেই এই নরপিশাচের সঠিক বিচার করার জন্য।রাত দিন অক্লান্ত পরিশ্রম করে যারা তথ্য প্রমাণের মাধ্যমে সন্দেহাতিতভাবে প্রমান করতে পেরেছেন ৪৪ বছর পুর্বে কৃত অপরাধের তাদেরকে জানাই সালাম।তিনটি অপরাধে এই রাজাকারের ফাঁসির আদেশ বলবৎ রইলো।এখন এই আদেশ কার্যকর করে বাংলাদেশ আরেকটি দ্বায় থেকে মুক্ত হোক।

মুক্তিযুদ্ধের অসমাপ্ত কাজকে যারা সঠিক গন্তব্যে নিতে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে তাদের প্রতি রইলো শুভেচ্ছা।আশা করি এই সকল চিহ্নিত রাজাকারের বিচার শেষ হলে আমরা নতুন একটি বাংলাদেশ পাবো।রাজাকারমুক্ত বাংলাদেশের, স্বপ্নের বাংলাদেশ তৈরিতে উদ্ভুদ্ধ করবে আমাদের সকলের জিবনকে।পাকিস্তানের যে প্রেতাত্মা আমাদের আষ্ঠেপিষ্ঠে চেপে ধরেছিলো তা থেকে মুক্ত হোতে আরো এক ধাপ এগিয়ে গেলাম আমরা।

এই বিচার পর্বের সাথে সাথে আমরা পাকিস্তানি হানাদার বাহিনির সেই কুখ্যাত জল্লাদ ও খুনিদের বিচার শুরু করার আহব্বান জানাচ্ছি ট্রাইবুনালের প্রতি।এবং সেই ধারাবাহিকতায় মুক্তিযুদ্ধ ও আমাদের স্বাধীনতা যুদ্ধ নিয়ে কটাক্ষ ও তুচ্ছ তাচ্ছিল্য করা প্রত্যককে আইনের আওতায় এনে কঠিন সাস্তী দিতে হবে।আর সমগ্র দেশবাসিকে এই কুখ্যাত যুদ্ধপরাধীদের আশ্রয় প্রশ্রয় দাতাদের জামায়াতাবাদি সহ সকল অপশক্তিকে প্রত্যাখ্যান করার জন্য অনুরোধ জানাচ্ছি।সকল ক্ষেত্রে এদেরকে বয়কট ও প্রতিরোধ করতে হবে।

এবং এগুলো সকল কিছু সমাপ্ত করতে পারলে।বাংলাদেশের অগ্রযাত্রা আর কেউ রুখতে পারবেনা।তখন আমরা বিদ্যুতের গতিতে উন্নতির শিখড়ে পৌছে যাবো ইনশাহ-আল্লাহ।বাংলাদেশ আর কখনও হোচট খেয়ে পরবেনা।

জয় বাংলা ,
জয় বঙ্গবন্ধু।

[link|http://www.somewhereinblog.net/blog/zzamanblog/30098998|ঈবলিশ পাকিস্তান।

মন্তব্য ২০ টি রেটিং +২/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ০৬ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৯:৪৫

নাঈম বলেছেন: জয় বাংলা।

০৬ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:০৯

রাফা বলেছেন: পুরোটা বলেন-
জয় বাংলা,
জয় বঙ্গবন্ধু।

২| ০৬ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১০:০৯

সরদার হারুন বলেছেন: পাপ কোন দিন যেমন চাঁপা থাকেনা তেমনি পাপেরও শা্স্তি হয় ।

০৬ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:৫৮

রাফা বলেছেন: চিরন্তন সত্য।আমরা কিছুটা হোলেও শহীদ পরিবারদের পাশে দাড়ালাম।

জয় বাংলা,
জয় বঙ্গবন্ধু।

৩| ০৬ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১১:১২

ডরোথি গোমেজ বলেছেন: সেটা আমরা সবাই চাই, এসব পাপ গোড়া থেকে নির্মূল করতে হয়।
তবে বিদ্যুৎ গতিতে উন্নতির শিখরে …
সেটা একটু বেশি চাওয়া হয়ে গেল। তার জন্য আবার নতুন করে যুদ্ধ করতে হবে, সেটা আর কখনো হবেনা। বাঙালির রক্ত ওই যুদ্ধে ঠান্ডা হয়ে গেছে।

০৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ২:২১

রাফা বলেছেন: ভুল বললেন ,বাঙ্গালী সুযোগ পেলে বিপ্লব ঘটিয়ে ফেলে প্রতিটি ক্ষেত্রে ।তার প্রমাণ প্রবাসে রাখছে প্রতিটি বাঙ্গালী।আমাদের অভাব শুধু সঠিক নেতৃত্বের।২১টি বছর আমাদের ভুল পথে পরিচালিত করা হয়েছে।সেখানেতো ২টা জেনারেশন আছেই।একটা দেশ স্বাধীন হওয়ার পর যদি অধিকাংশ সময় পরাজিত শক্তি ক্ষমতায় থাকে তাহোলে কতটা সর্বনাশ হয় তার জলজ্যান্ত প্রমাণ বাংলাদেশ।
তবে আমরা যে সঠিক পথ খুজে পেয়েছি আবার ৪৪ বছর পরে তাতেই আমি আশাবাদি।আবারো আমরা একাত্তরের চেতনায় এক সাথে জেগে উঠবো।

জয় বাংলা,
জয় বঙ্গবন্ধু।

৪| ০৬ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১১:১৩

সাদী ফেরদৌস বলেছেন: জয় বাংলা , জয় বঙ্গবন্ধু ।

মইত্তারে ঝুলাই দেয়া হোক , যত তাড়াতাড়ি সম্ভব ।

০৭ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৭:২২

রাফা বলেছেন: অযথা আর এক্সটেনশন করে কোন লাভ নেই।এমনিতেই ৪৪ বছর বোনাস পাইছে।

ধন্যবাদ,সাদী ফেরদৌস।

৫| ০৬ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:২২

বাংলার জামিনদার বলেছেন: শুভ কাজে দেরী করে কি ফায়দা।

০৭ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৮:১৭

রাফা বলেছেন: শেষ ইচ্ছার অপশন বাদ দিতে হবে।

৬| ০৬ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:৪৩

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

শুকুর

০৭ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৯:৫০

রাফা বলেছেন: কোন সন্দেহ নাই।বাংলাদেশের অক্সিজেন বিষাক্ত হয়ে গেছে এই হায়েনাদের নিঃস্বাসে।

আলহামদুলিল্লাহ।

৭| ০৬ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:৫২

বিপরীত বাক বলেছেন: মইত্যা রে লটকানো উচিৎ অনতিবিলম্বে।

০৭ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১:১৫

রাফা বলেছেন: সেইটাই ....

৮| ০৭ ই জানুয়ারি, ২০১৬ ভোর ৫:২২

রুদ্র জাহেদ বলেছেন: যথাযথ।আমাদের বাংলাদেশ চাই

০৭ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১:৩৬

রাফা বলেছেন: রাহুমুক্ত সোনার বাংলা হবেই হবে।
হায়েনাদের নিঃস্বাস আর বিশাক্ত করবেনা বাংলার আকাশ বাতাস।

৯| ০৭ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৮:২৪

ডাইরেক্ট টু দ্যা হার্ট বলেছেন: শব্দটা শোকর হলে ভালো হয়, :)

০৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:৩৯

রাফা বলেছেন: আমরা কথায় যেভাবে বলি সেটাই লিখলাম।

ধন্যবাদ,ডা.টু দ্যা হার্ট।

১০| ০৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:৩১

প্রামানিক বলেছেন: যার হায়াত যতটুকু তার পর এক মুহুর্তও বেঁচে থাকার ক্ষমতা নাই।

০৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ১:৪০

রাফা বলেছেন: একটু বেশি বোনাস পেয়ে গেছে।
তবে কৃতকর্মের ফল যে পায় সেটা প্রমাণিত সত্য।

ধন্যবাদ,প্রামানিক।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.