![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভালবাসি জন্মভুমি বাংলাদেশ ।অসহ্য মনে হয় যে কোন অন্যায়-কে।অসততার সাথে আপোষ নয় কখনই।গালি সহ্য করার মানসিকতা শুণ্যের কোঠায়।রাজাকার,আলবদর ,আল সামস মোট কথা বাংলাদেশের বিরোধী যে কোন শক্তিকে প্রচন্ড রকম ঘৃণা করি। তার চাইতে বেশি ঘৃণা করি নব্য ছাগিয়তাবাদিদের। যারা আশ্রয় প্রশ্রয় দেয় যুদ্ধাপরাধীদের ।
নেফার সেটি নামক ব্লগারের এই পোষ্টটি কি স্টিকি করার মত বলে মনে হয় সন্মানিত ব্লগার বৃন্দ?
বিগত দিনগুলো হারিয়ে গেছে জানি।কিন্তু সামহোয়ারের এডমিনরা কি আসলেই তাদের সঠিক দায়িত্ব পালন করছেন!এই পোষ্ট যদি তাদের দৃষ্টি গোচরে না আসে তাহলে কি তাদের ভুমিকা প্রশ্নবিদ্ধ হয়না?এটাই কি সেই ব্লগ নয় যেখানে যুদ্ধাপরাধীদের বিচারের জন্য আলাদা বিভাগ হয়েছিলো।একটু কষ্ট করে লেখাটি পড়ুন।তারপরে বলুন লেখাটি কি স্টিকি করার মত নয় কি?
ধন্যবাদ । 1971
০৯ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:২৩
রাফা বলেছেন: মূল পোষ্টে মন্তব্য করে দাবী জানান দয়া করে।এটা খুব বেশি বড় পোষ্ট নয় ছবি এবং কিছু ইনফরমেশনের জন্য বড় মনে হয়।
ধন্যবাদ,বিদ্যুত।
২| ০৯ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:২২
লেখোয়াড়. বলেছেন:
আমি তো ওখানে ২য় মন্তব্যে বলে এসেছি ওই পোস্টটি স্টিকি করার জন্য।
আপনি পোস্টও দিয়ে ফেললেন।
ভাল লাগল রাফা।
০৯ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:২৬
রাফা বলেছেন: আমিও বলেছি-কিছুই দেখতেছিনা।তাই দৃষ্টি আকর্ষণের চেষ্টা বলতে পারেন।
ধন্যবাদ,লেখোয়ার।ঐটা কেউ পড়বেওনা তাই চেষ্টা করছি যাতে কিছু মানুষ অন্তত পড়ে মন্তব্য করে।
৩| ০৯ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:৩৯
রাফা বলেছেন: অনুগ্রহ করে সবাই মুল পোষ্টে মন্তব্য করুন...।
৪| ০৯ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:৩৪
জনম দাসী বলেছেন: সবিনয় নিবেদন জানাই সামুকে রাফার লিংক ১৯৭১ পোষ্টটি স্টিকি করার জন্য।
রাফা আপনার জন্য রইলো অনেক শুভ কামনা এমন সচেতনতার জন্য।
ভাল থাকুন সব সময়। ওই পোষ্টটি আমি আগেই পড়েছি শুধু অবাক বনে ছিলাম,
০৯ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:৩৭
রাফা বলেছেন: অনুগ্রহ করে মূল পোষ্টে কমেন্ট করে অনুরোধ জানান।তাহোলেই কাজ হবে।
ধন্যবাদ,জনম দাসী.।
৫| ০৯ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:৫২
জনম দাসী বলেছেন: রাফা আমি মুল পোষ্টে লিখেই তারপর আপনার এখানে করেছি। মিলিয়ে দেখতে পারেন সময়ের ব্যবধানে ...ভাল থাকুন ভাই সব সময়।
০৯ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:০০
রাফা বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ,কিন্তু আমি খুবই হতাশ দুপুরে ১২:২৫ মিনিটে পোষ্ট করা হয়েছে অথচ ২০০ জন ব্লগারও পরেনি এখন পর্যন্ত পোষ্ট-টি।আর স্টিকি'তো দেখতেই পারছেন কি অবস্থা।অথচ আমি ৫টার সময় এই অনুরোধটি লেখাতেই ১০০ জনের উপরে এসেছে।কিছুই বলার নেই।
৬| ০৯ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:২৭
কলাবাগান১ বলেছেন: কমেন্ট করে এলাম
১০ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:০০
রাফা বলেছেন: ধন্যবদ,কলাবাগান১ ।যখন কেউ ব্যাক্তিগত আক্রমণ বা আপত্তিজনক মন্তব্য করবে তখন আরো শান্তভাবে কঠিন ভাষায় প্রতিবাদ করবেন।কিন্তু আইনের ফাঁদে যাতে না পড়েন সেটা খেয়াল রাখবেন।মনে রাখবেন জাতের মেয়ে কালোও ভালো এটা শুধু কথার কথা নয়।মানুষের ব্যাবহারে অনেক কিছুই জানা হয়ে যায়।অনেক সময় উস্কানি দিয়ে বিভ্রান্ত করতে চায়।যে কোন রকম উস্কানি এরিয়ে আপনার যায়গা থেকে উত্তর দিবেন।আমরা কেউ পয়সার বিনিময়ে ব্লগিং করিনা।কাজেই অশ্লীল কিছু শোনার জন্য কোন ছাড় নেই।
ধন্যবাদ।
৭| ০৯ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:২৪
জনম দাসী বলেছেন: সৎ এবং সত্যর মাঝে আল্লাহ আছেন, চিন্তার কিছু নেই। উদ্দেশ্য ভাল হলে এগিয়ে যাবেই তাতে কোন ভুল নেই। ''আমিন''
১০ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:০১
রাফা বলেছেন: আপনার কথার প্রমাণ হয়ে গেলো নগদেই।
ধন্যবাদ,জনম দাসী।
৮| ০৯ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:৪৮
বিদ্যুৎ বলেছেন: ধন্যবাদ রাফা আপনাকে। শেষ পর্যন্ত আপনার নেওয়া উদ্যোগ আর আমাদের সবার সহযোগিতায় সম্পাদক/ অ্যাডমিন মহদয়ের দৃষ্টি আকর্ষণ করা গেছে। ধন্যবাদ সংশ্লিষ্ট সকলকে। সবাই ভাল থাকবেন সব সময় শুভ কামনা রইল।
১০ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:০৪
রাফা বলেছেন: ধন্যবাদ,বিদ্যুত।সৎ কাজে ও সৎ উদ্দেশ্যে সহযোগিতা অব্যাহত রাখুন।অন্যায় ও অশ্লীলতার বিরুদ্ধে কঠিন প্রতিবাদ করুন।
সবাইকে ধন্যবাদ।এখানে মন্তব্য করার প্রয়োজন নেই ।সবাই মূল পোষ্টে চলে যান সরাসরি।
৯| ১০ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:১১
জনম দাসী বলেছেন: আমার দোয়া কখনো বিফলে যেতে দেখিনি রাফা, তোমার আত্মার ক্রন্দন দয়াল দেখেছেন, আর আমি অনুভব করে বলেছি, দয়াল আজ মধ্য রাতের আগেই, ব্যবস্থা করে দিন।
দেখ রাফা মধ্য রাত আসার আগেই তোমার সু সংবাদ টি শুনে আমার যে কি ভাল লাগছে, আগে মানত দু রাকাত শুকরানা নামাজ আদায় করে আসি ... পরে কথা হবে ভাই।
১০| ১০ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:১৮
বিদ্যুৎ বলেছেন: আমি কিন্তু মূল পোস্টে ইতিমধ্যে ২টি কমেন্ট করেছি। খেয়াল করলে দেখবেন আমি মূল পোস্টের চতুর্থ নাম্বার কমেন্টকারী। সব সময় সৎ কাজে ও সৎ উদ্দেশ্যে সহযোগিতা অব্যাহত রাখব।
১১| ১০ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:২৫
নেফার সেটি বলেছেন: সবাইকে অনেক ধন্যবাদ।
১১ ই জানুয়ারি, ২০১৬ ভোর ৪:৪৮
রাফা বলেছেন: নেফার সেটি -আপনার লেখাটি আমি অন্য একটি ব্লগে দিতে চাইতেছি।আপনার যদি আপত্তি না থাকে তাহোলেই দিবো।
কষ্ট করে একটু জানালে খুশি হবো।
ধন্যবাদ।
১২| ১১ ই জানুয়ারি, ২০১৬ ভোর ৪:১১
চাঁদগাজী বলেছেন:
ভালো পোস্টের জন্য ওকালতি করেছিলেন।
১১ ই জানুয়ারি, ২০১৬ ভোর ৪:১৫
রাফা বলেছেন: হা....হা...হা সব ভালোর সাথেই আমি আছি।ঠিক যেমন নেই সব অন্যায়ের সাথে বা পাপের সাথে।
১৩| ১১ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৭:০৯
নেফার সেটি বলেছেন: হ্যা দিতে পারেন
১১ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৭:১৩
রাফা বলেছেন: ধন্যবাদ,আপনার নামেই দিবো।
©somewhere in net ltd.
১|
০৯ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:১৮
বিদ্যুৎ বলেছেন: ধন্যবাদ রাফা আপনাকে বিষয়টি সবার দৃষ্টিগোচরে আনার জন্য।
হয়ত ব্যাপারটি মনে হয় এরকম যে,
একটু বড় লেখা দেখলে সবাই মুখ ফিরিয়ে নেয়। আসলে সম্পাদক বা সম্পাদকমণ্ডলী আছেন কিনা এটাই তো নিশ্চিত না। অনেক সময় সারমর্ম হীন পরিচিত কিছু ব্লগের লেখা স্টিকি করা হয়। ভাল লেখার জন্য সময় লাগে কিন্তু এখানে অনেকটা এরকম যে লেখার মান যাই হোক প্রতিদিন বেশি বেশি লিখলে সংখ্যার বিচারে মঝে মাঝে স্টিকি করা হয়। মনে হয় বড় লেখা দেখে সম্পাদক ভয়ে আর পড়েননি।