![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভালবাসি জন্মভুমি বাংলাদেশ ।অসহ্য মনে হয় যে কোন অন্যায়-কে।অসততার সাথে আপোষ নয় কখনই।গালি সহ্য করার মানসিকতা শুণ্যের কোঠায়।রাজাকার,আলবদর ,আল সামস মোট কথা বাংলাদেশের বিরোধী যে কোন শক্তিকে প্রচন্ড রকম ঘৃণা করি। তার চাইতে বেশি ঘৃণা করি নব্য ছাগিয়তাবাদিদের। যারা আশ্রয় প্রশ্রয় দেয় যুদ্ধাপরাধীদের ।
শুধু একদিন নয় বছরের ৩৬৫ দিনই হোক মায়ের জন্য/মা'কে ভালোবাসার জন্য।
এরা প্রত্যেকেই যদিও অভিনয়ের কারিগর কিন্তু এরাও আমাদের মতই মানুষ।অনুভুতিগুলো আমাদের মতই।একটু চেষ্টা করলেই বদলে ফেলতে পারি আমাদের জিবনটা।পৃথিবীর সব মায়ের প্রত্যাশা তার সন্তান যেনো থাকে সুখে।তার বিনিময়ে কিছুই চায়না কারো মা"।
আমাদের একটু সচেতনতা হোতে পারে মায়ের জন্য অন্য রকম অদ্ভুত সুন্দর পৃথিবী।এই মুহুর্ত থেকেই শুরু হোক সেই প্রচেষ্টা।
ধন্যবাদ,সবাইকে ও সবার মায়ের জন্য অতল শ্রদ্ধা।
উপরের লিংকটা ক্লিক করে দেখুন একটু।
©somewhere in net ltd.
১|
১৪ ই মে, ২০১৬ দুপুর ১২:৩১
শায়মা বলেছেন: অনেক সুন্দর ভাইয়া.......
মাকে মনে পড়ে আমার মাকে মনে পড়ে....