![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভালবাসি জন্মভুমি বাংলাদেশ ।অসহ্য মনে হয় যে কোন অন্যায়-কে।অসততার সাথে আপোষ নয় কখনই।গালি সহ্য করার মানসিকতা শুণ্যের কোঠায়।রাজাকার,আলবদর ,আল সামস মোট কথা বাংলাদেশের বিরোধী যে কোন শক্তিকে প্রচন্ড রকম ঘৃণা করি। তার চাইতে বেশি ঘৃণা করি নব্য ছাগিয়তাবাদিদের। যারা আশ্রয় প্রশ্রয় দেয় যুদ্ধাপরাধীদের ।
এই মাত্র পাওয়াঃ
"এই সদ্য ফোঁটা শিউলি,
জেগে ওঠা কোলাহল,
সোনাঝরা আদুরে রোদ,
কিছুই জাগাতে পারেনি
আমার বেঁচে থাকা বোধ।"
হা হা হা হা হা হা।
কোনটাই*
তবু বেঁচে থাকি ঘুমন্ত শহরে,
কেউ তো থাকা চাই
যার কারণে বাঁচবে তুমি
সহস্র বছর।"
যার........................
বিঃ দ্রঃ-এই অসমাপ্ত কবিতাটি আমার লেখা নয়।একজন খুব ভলো মনের অধিকারি ব্ললগারের লেখা।২০১৬`তে উনি শেষ কবিতা পোষ্ট করেছিলেন এই ব্লগে।আমি যে অল্প কয়েকজন ব্লগারের সাথে অনলাইন কথা বলতাম উনি ছিলেন তাদের মধ্যে অন্যতম।এখন আর কোথাও তাকে খুজে পাচ্ছিনা তাই আমাকে দেওয়া তার উপহার কবিতাটি প্রকাশ করে দেখি যদি সে ফিরে আসে।কবিতাটির কোন শিরোনাম নেই।আমি চাইবো উনি ফিরে এসে উনার কবিতার একটি শিরোনাম দিবেন।
ধন্যবাদ।
২| ৩০ শে জুলাই, ২০১৯ সকাল ১০:৪২
কাজী ফাতেমা ছবি বলেছেন: ওয়াও .... ছবিটা আমার তোলা
এই ছবিটি আমি পোনের ট্রেনিং সেন্টার হতে তুলেছিলাম
সেদিনকার কথা মনে পড়ে গেলো।
গাছের নিচে এত শিউলী
মন ভরে যেতো
রোজ সকালে সেখানে যেতাম একলা একলা
অনেক ছবি তুলেছি।ওয়াও .... ছবিটা আমার তোলা
এই ছবিটি আমি পোনের ট্রেনিং সেন্টার হতে তুলেছিলাম
সেদিনকার কথা মনে পড়ে গেলো।
গাছের নিচে এত শিউলী
মন ভরে যেতো
রোজ সকালে সেখানে যেতাম একলা একলা
অনেক ছবি তুলেছি।
১।
২।
৩।
©somewhere in net ltd.
১|
৩০ শে জুলাই, ২০১৯ সকাল ৯:৪৯
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর হয়েছে।
অনেক ব্লগারই আজ নিখোজ।