নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি নিরপেক্ষ নই, আমি মুক্তিযুদ্ধের পক্ষে।

রাফা

ভালবাসি জন্মভুমি বাংলাদেশ ।অসহ্য মনে হয় যে কোন অন্যায়-কে।অসততার সাথে আপোষ নয় কখনই।গালি সহ্য করার মানসিকতা শুণ্যের কোঠায়।রাজাকার,আলবদর ,আল সামস মোট কথা বাংলাদেশের বিরোধী যে কোন শক্তিকে প্রচন্ড রকম ঘৃণা করি। তার চাইতে বেশি ঘৃণা করি নব্য ছাগিয়তাবাদিদের। যারা আশ্রয় প্রশ্রয় দেয় যুদ্ধাপরাধীদের ।

রাফা › বিস্তারিত পোস্টঃ

মডারেটর অথবা ব্লগ কতৃপক্ষের বিশেষ দৃষ্টি আকর্ষণ করছি।" জানা " আপা আপনি কোথায়?

০৮ ই মার্চ, ২০১৮ সকাল ১১:৩৪

অনুগ্রহ পুর্বক ব্লগে দৃষ্টি রাখুন।সুস্থ সাধারন মানুষ ব্লগে আসলে অসুস্থ হয়ে যাবে।নকিবের বিকৃত নামে যতগুলো নিক আছে সবগুলো ব্যান করুন/আইপি সহ ব্যান করুন।প্রয়োজনে আইন শৃখলা বাহিনির সাহায্য গ্রহণ করুন।যদি তা না করেন তাহোলে সরকারের কাছে অনুরোধ করে আপনাদের ব্লগই বন্ধ করে দিতে বলবো।

যদি সঠিক ব্যাবস্থা না রাখেন তাহলে এত বড় ব্লগ রাখার যৌক্তিকতা আছে কি?

এখানে ছোট বড় ছেলে মেয়ে সবাই ব্লগিং করছে এমনকি পারিবারিক ব্লগও আছে আমার জানামতে।যদি সঠিক দৃষ্টি না রাখতে পারেন তাহোলে উপকারের চাইতে সমাজের অপকারই বেশি করে ফেলবেন।আপনাদেরকে চিঠি লিখেও সমাধান হোচ্ছেনা।

জানা আপা`র দৃষ্টি আকর্ষণ করছি......

মন্তব্য ৬৭ টি রেটিং +৭/-০

মন্তব্য (৬৭) মন্তব্য লিখুন

১| ০৮ ই মার্চ, ২০১৮ সকাল ১১:৩৯

করুণাধারা বলেছেন: +++

০৮ ই মার্চ, ২০১৮ সকাল ১১:৪৬

রাফা বলেছেন: রিপোর্ট করুন সবাই...

২| ০৮ ই মার্চ, ২০১৮ সকাল ১১:৪০

তারেক_মাহমুদ বলেছেন: একমত

০৮ ই মার্চ, ২০১৮ সকাল ১১:৪৭

রাফা বলেছেন: ব্লক করবেন কেউ বাজে কিছু পোষ্ট করলেই।রিপোর্ট করুন প্লিজ।

৩| ০৮ ই মার্চ, ২০১৮ সকাল ১১:৫৪

সম্রাট ইজ বেস্ট বলেছেন: কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

০৮ ই মার্চ, ২০১৮ দুপুর ১২:০১

রাফা বলেছেন: সাথে সাথে সবাই রিপোর্ট করুন।তাহোলে দৃষ্টিতে আসবে।

৪| ০৮ ই মার্চ, ২০১৮ সকাল ১১:৫৫

ট্রাম্প বিন পুতিন বিন হিটলার বলেছেন:





হিটলার বলছেনঃ নিক রিপোর্টের উপায় আছে?

০৮ ই মার্চ, ২০১৮ সকাল ১১:৫৮

রাফা বলেছেন: হ্যা আছে ।উপরে দেখুন" সহযোগিতা" একটি সেকশন আছে সেখানে ক্লক করলেই পেয়ে যাবেন সরাসরি কতৃপক্ষকে লেখার সুযোগ।

৫| ০৮ ই মার্চ, ২০১৮ দুপুর ১২:১১

কাজী ফাতেমা ছবি বলেছেন: কাভা ভাইয়াকে জানিয়েছি। তিনি দ্রুত পদক্ষেপ নেবেন আশা করছি :(

০৮ ই মার্চ, ২০১৮ দুপুর ১২:১৪

রাফা বলেছেন: ধন্যবাদ,কা.ফা.ছবি।আমাদের সবার সচেতনতার প্রয়োজন আছে।

৬| ০৮ ই মার্চ, ২০১৮ দুপুর ১২:১৫

কামরুননাহার কলি বলেছেন: আহারে কি হয়ে গেলো আবার । ঠিক আছে আমিও বলছি সমস্যা যাতে না হয় সেই দিকেই সবাই খেয়াল রাখুন।

০৮ ই মার্চ, ২০১৮ দুপুর ১২:১৭

রাফা বলেছেন: সবাই রিপোর্ট করুন।তাহোলে সতর্ক হবে।ধন্যবাদ,কা.কলি।

৭| ০৮ ই মার্চ, ২০১৮ দুপুর ১২:২৭

শাহ আজিজ বলেছেন: এই সমস্যার ভিকটিমকে কিছুদিন ব্লগ থেকে দূরে রাখাই উত্তম। বাকি ব্যাবস্থা সামুর কতৃপক্ষ করবেন । ভিকটিমের লেখার মানদণ্ড , উত্তেজনা সৃষ্টি , মন্তব্যে অপরকে হেয় প্রতিপন্ন ইত্যাদির পর্যালোচনার পর বাকি সিদ্ধান্ত ।

০৮ ই মার্চ, ২০১৮ দুপুর ১২:৩৫

রাফা বলেছেন: আমি কারো লেখার স্বাধিনতার বিপক্ষে নই।সেটা আমার মতের বিরুদ্ধে গেলেও।যদি দেশ,জাতি ও নিতিমালার সাথে সাংঘর্ষিক না হয়।ভিকটিম যদি এমন কিছু লিখে থাকেন যা প্রকাশের অযোগ্য তাহোলে অবশ্যই "সামুর" হস্তক্ষেম কাম্য।যদি তা না হয় তাহোলে তাকে ব্যান করা অন্যায় হবে।

ধন্যবাদ,শা.আজিজ ।আপনার মন্তব্যের জন্য।

৮| ০৮ ই মার্চ, ২০১৮ দুপুর ১২:৩৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: এত দীর্ঘ সময় মডারেটরদের দৃষ্টি পড়ছেনা পোষ্ট টা????????????????

প্লিজ ডু সামথিং! কমেন্ট ফ্লাডিংকারীকে ব্যান করুন। বিব্রতকর অবস্থায় আছি সাধারন সকল ব্লগার!


০৮ ই মার্চ, ২০১৮ দুপুর ১২:৩৭

রাফা বলেছেন: একটা না কয়েকটি পোষ্টেই এক অবস্থা।নির্বাচিত সেকশনে আছে ১টা।খুবই হতাশাজনক।

ধন্যবাদ,বি.ভৃগু।

৯| ০৮ ই মার্চ, ২০১৮ দুপুর ১২:৩৫

টারজান০০০০৭ বলেছেন: আমি বুঝিনা, এইসব নিক অনুমোদন পায় কিভাবে ? পোস্ট বা মন্তব্যের ফিল্টারিংয়ের এই অবস্থা কেন ? ফিল্টারিংয়ের ব্যবস্থা আরো সংহত করা উচিত !

০৮ ই মার্চ, ২০১৮ দুপুর ১২:৩৯

রাফা বলেছেন: বিশেষ করে নতুন নিক-গুলোকে কিছুদিন পর্যবেক্ষনে রাখা উচিত বলে মনে করছি।

ধন্যবাদ,টারজান০০০০৭।

১০| ০৮ ই মার্চ, ২০১৮ দুপুর ১:০৪

নতুন নকিব বলেছেন:



কিছু ফালতু মন্তব্য শুধু হাসিরই খোরাক যোগায়। কপিবাজ আবার অন্যের লেখার মানদন্ড খুঁজতে আসে!

পোস্টের জন্য লেখকের প্রতি কৃতজ্ঞতা। নিরাপদ ও নিরুপদ্রব ব্লগ পরিবেশ বজায় রাখার স্বার্থে এগিয়ে আসা সকল মন্তব্যকারী সহব্লগারকে অভিনন্দন।

০৮ ই মার্চ, ২০১৮ দুপুর ১:১৩

রাফা বলেছেন: আপনি মন্তব্য ডিলিট করছেননা কেনো ! আর ইচ্ছে করলেই ব্লক করে দিতে পারেন এইসব ব্লাগার নামক কুলাঙ্গারদের।রেড ফ্ল্যাগে ক্লিক করেই রিপোর্ট করতে পারেন নিজেই।ডিলিট করে দিন আপনার পোষ্টে যে বাজে ছবি গুলো আছে।

ধন্যবাদ,ন.নকিব।

১১| ০৮ ই মার্চ, ২০১৮ দুপুর ১:০৯

উম্মু আবদুল্লাহ বলেছেন: ঐ নিক আমার ব্লগেও এসে ছবি পোস্ট করেছিল। কিন্তু আমি ব্লগে কম সক্রিয় থাকায় আর উৎসাহ পায় নি।

যাদের পছন্দ হয় না, তাদেরকে এভাবে ফ্লাডিং করে সরিয়ে দেয়া এই ব্লগে বহু আগে থেকে চলছে। ব্লগ কর্তৃপক্ষ এই চ্যালেন্জ্ঞ মোকাবেলায় সফল হয় নি। যার ফলে বাংলা ব্লগের জনপ্রিয়তা কমে গিয়েছে। ইদানিং সুস্থ পরিবেশ আবার ফিরে আসায় পুরোনো নিকদের আনাগোনা দেখা যায়।

নকিবের উচিত হবে আপাতত কমেন্ট মডারেশন করা।

০৮ ই মার্চ, ২০১৮ দুপুর ১:১৮

রাফা বলেছেন: ধন্যবাদ,ব্লগার নকিবের দৃষ্টি আকর্ষিত হোক।

১২| ০৮ ই মার্চ, ২০১৮ দুপুর ১:২৮

ঠ্যঠা মফিজ বলেছেন: পোস্টের জন্য ধন্যবাদ ভাই রাফা ।কৃতপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। তবে ৭নং কমেন্টের মানে খুজলে অনেক ।
ভাই শাহ আজিজ এমন কোন কমেন্ট করে কারো প্রিয় থেকে অপ্রিয় হয়ে যাবেননা।
পোস্টটি নির্বাচিত এমনে এমনেই হয় নাই।লেখার মানদণ্ড হিসেব করেই হয়েছে।

০৮ ই মার্চ, ২০১৮ দুপুর ১:৫৪

রাফা বলেছেন: ধন্যবাদ,ঠাঠা মফিজ।অনুগ্রহ করে ব্যাক্তি আক্রমণ করবেননা কেউ কাউকে।আমাদের মধ্যে মতপার্থক্য থাকতেই পারে।আমরা প্রত্যেকেই আলাদা এক একজন মানুষ।নিয়মের মধ্যে থেকে প্রত্যেকেরই লেখার অধিকার আছে।নিচে শাহ আজিজ আপনাকে প্রতি উত্তর করেছেন আশা করি আর ভুল বোঝার কিছুই নাই।

১৩| ০৮ ই মার্চ, ২০১৮ দুপুর ১:৪৬

শাহ আজিজ বলেছেন: ঠাঠা মফিজ# আমি কখনই ওর পোস্টে কমেন্ট করিনি কারন ধর্মীয় ক্যাচাল আমার পছন্দ নয়। উপরে দেখুন ইতিমধ্যে আমাকে 'কপিবাজ' টিটকারি দিল , ঠিক এভাবেই তার ফ্লাডিং ফ্রেন্ড জুটে যায় । এরপর থেকে সর্ববস্থায় চুপ থাকব , ব্লগটা টিকে থাকুক ।

০৮ ই মার্চ, ২০১৮ দুপুর ২:০৯

রাফা বলেছেন: ব্যক্তি-আক্রমণ থেকে আমাদের প্রত্যেকেরই বিরত থাকা উচিৎ।এমনকি ভিন্ন মতের হোলেও।ধন্যবাদ,শা.আজিজ ভাই।

১৪| ০৮ ই মার্চ, ২০১৮ দুপুর ১:৪৯

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: জানা আপার খেয়ে দেয়ে অনেক কাজ আছে। পোস্ট দাতা নতুন নকিব মন্তব্যগুলি ডিলিট করছেন না কেন?বা দুষ্কৃতকারীকে ব্লক করছেননা কেন?

০৮ ই মার্চ, ২০১৮ দুপুর ২:০৫

রাফা বলেছেন: অনেক কাজ থাকলেও এখানে দৃষ্টি রাখতে হবে।সবকিছুরই ভালো ও খারাপ ভাবে ব্যাবহারের সুযোগ থাকে।সেটা নিয়ন্ত্রন করার জন্য অবশ্যই সজাগ থাকতে হবে।
মন্তব্য ডিলিট করার সাথে সাথে যদি দ্বিগুন মন্তব্য করা হয় কিভাবে ঠেকাবে সেটা।অনেকেই ব্লক করতে জানেনা।রিপোর্ট করতে জানেনা।সাথে আবার অন্য নিক থেকেও সেইম কাজ করা হয়।তখন কোন উপায় থাকেনা।সবাই আপনার মত এক্সপেরিয়েন্স নিয়ে ব্লগিং করেনা ,মি.গি.উ.লিটন ভাই,ধন্যবাদ।

১৫| ০৮ ই মার্চ, ২০১৮ দুপুর ২:২০

মোঃ মাইদুল সরকার বলেছেন: কি লজ্জাজনক কান্ড।

এসব যেন না হতে পারে কর্তৃপক্ষকে আরও সজাগ হতে হবে।

০৮ ই মার্চ, ২০১৮ দুপুর ২:৩৩

রাফা বলেছেন: শুধু লজ্জাজনক নয় ভয়ংকর ব্যাপার।ইমম্যাচুউর ব্লগাররা ভুল সংকেত পাবে এতে করে যা কখনই কাম্য নয়।

ধন্যবাদ,মো.মা.সরকার।

১৬| ০৮ ই মার্চ, ২০১৮ দুপুর ২:২৪

ঠ্যঠা মফিজ বলেছেন: ধন্যবাদ শাহ আজিজ ভাই,ভুল বুঝবেন না ভাই, আসলে কথাগুলো অন্যকিছু মেন করে বলি নাই ভাই।আমরা আমরাইতো সবাই এত ভুলবুঝা বুঝি হলে চলে । :(

০৮ ই মার্চ, ২০১৮ দুপুর ২:৩৪

রাফা বলেছেন: একতাই শক্তি।

১৭| ০৮ ই মার্চ, ২০১৮ দুপুর ২:৫০

সিফটিপিন বলেছেন: গতকাল ঐ অবস্থার আড়াই ঘন্টার পরেও কোন প্রতিবাদ না দেখে আমি একটা পোস্ট করেছিলাম। রাত অব্দি নিজেকে একা একা লাগছিল। সবার এগিয়ে আশায় ভাল লাগছে।

আশার কথা হলো অভিযান চলছে।

প্রতিবাদ করায় ধন্যবাদ আপনাকে।

০৮ ই মার্চ, ২০১৮ দুপুর ২:৫৫

রাফা বলেছেন: প্রাথমিক ব্যাবস্থা গ্রহণ করার ধারনা থাকা উচিত প্রত্যেক ব্লগারের।তারপর অব্যাহত রাখতে হবে নোংরামির বিরুদ্ধে প্রতিবাদ।
তাহোলেই ব্লগের পরিবেশ ঠিক থাকবে বলে আমার বিশ্বাস।

ধন্যবাদ,সিফটিপিন-আপনার প্রথম পদক্ষেপের জন্য।

১৮| ০৮ ই মার্চ, ২০১৮ বিকাল ৩:০২

খায়রুল আহসান বলেছেন: খুবই লজ্জাজনক এবং বিব্রতকর একটা পরিস্থিতির নিরসনকল্পে সোচ্চার হবার জন্য আপনাকে আন্তরিক সাধুবাদ। বিবমিষার উদ্রেককারী এসব ফ্লাডিং দমনে শক্ত হাতের প্রয়োজন। আশা করছি, আপনার উচ্চকন্ঠ কর্তৃপক্ষের হাতকে শক্তিশালী করবে।

০৮ ই মার্চ, ২০১৮ বিকাল ৩:১৭

রাফা বলেছেন: একতাবদ্ধ-প্রতিবাদ আরো বেশি কার্যকর ।এমন পরিস্থিতে সবাই মিলে কথা বলবেন।তাহোলে সহজে সমাধান আসবে।

ধন্যবাদ,খা.আহসান।





১৯| ০৮ ই মার্চ, ২০১৮ বিকাল ৩:০৭

বারিধারা ২ বলেছেন: শাহ আজিজ বেচারা ইসলামের ইতিহাস সম্পর্কে উল্টাপাল্টা তথ্য দিতে গিয়ে এই সমস্যার ভিকটিমের কাছে চরমভাবে ধরা খেয়েছিলেন, লজ্জায় উনি আর সেই ব্লগের ধারে কাছে যাননি। যার জন্যে এই পোস্টের অবতার, সেই শুয়োরটা শাহ আজিজের কিছুটা উপকারই বোধ হয় করে যাচ্ছিলেন। কিন্তু বাকি ব্লগাররা ক্ষেপে ওঠায় উনি এখন কাল্প্রিটের ব্যাপারে কিছু না বলে ভিকটিমের পেছনে লেগেছেন।

০৮ ই মার্চ, ২০১৮ বিকাল ৩:৩৭

রাফা বলেছেন: যা জানা নেই তা অকপটে স্বিকার করে নেয়াই বুদ্ধিমানের কাজ।একে অপরের প্রতি শ্রদ্ধা রেখেই ব্লগিং করা উচিত।

ধন্যবাদ,বারিধারা ২।

২০| ০৮ ই মার্চ, ২০১৮ বিকাল ৩:১০

চাঁদগাজী বলেছেন:


আপনি লিখেছেন যে, সরকারের কাছে অনুরোধ করে ব্লগ বন্ধ করতে পারবেন! আসলেই?

সাবাস, আরা কাহার সনে ব্লগিং করছি! আপনি কি ছেলেমানুষী করছেন, নাকি আসলে আপনি এ রকম ক্ষমতাধর কোন একজন?

০৮ ই মার্চ, ২০১৮ বিকাল ৩:৩২

রাফা বলেছেন: আপনার কি মনে হয় আমি ব্লগ বন্ধ করার পক্ষে !!সৎ মানুষের শক্তি কি জানেন? বাংলাদেশটা খুব ছোট।আপনিতো আমার চাইতে বেশি ক্ষমতাধর-এটা আমার বিশ্বাস। আপনার অসুস্থতা কি কেটেছে এখন?

২১| ০৮ ই মার্চ, ২০১৮ বিকাল ৩:১১

চাঁদগাজী বলেছেন:



আপনি লিখেছেন যে, সরকারের কাছে অনুরোধ করে ব্লগ বন্ধ করতে পারবেন! এই কথাটি আমাকে বিশালভাবে হতাশ করেছে।

০৮ ই মার্চ, ২০১৮ বিকাল ৩:২১

রাফা বলেছেন: হতাশার কিছু কি আছে ! আপনি কি আপনার পরিবারের কাউকে ব্লগিং করতে দিবেন ,যে পরিবেশ ছিলো একটু আগে ব্লগে।
আপনি মনে হয় উপলব্দি করতে পারছেননা বাস্তবতা।

ধন্যবাদ,চাঁদগাজী।

২২| ০৮ ই মার্চ, ২০১৮ বিকাল ৩:২২

শায়মা বলেছেন: জানা আপুর দৃষ্টি আকর্ষণ করছি। এত এত পোস্টে এত এত বাজে ছবি ফ্লাডিং ঘন্টার পর ঘন্টা থেকে যাচ্ছে।

০৮ ই মার্চ, ২০১৮ বিকাল ৩:২৮

রাফা বলেছেন: চিঠি লিখে জানাও ,শায়মা আপু।সতর্কতার প্রয়োজন আছে।ধন্যবাদ।

২৩| ০৮ ই মার্চ, ২০১৮ বিকাল ৩:২৩

সৈয়দ ইসলাম বলেছেন:
স্ত্রীর অধিকার নিয়ে লেখা নাকিব ভাইয়ের ঐ ব্লগে আমিও একটি মন্তব্য করেছিলাম। প্রশংসাসূচক মন্তব্য করেছিলাম। কিন্তু মোডারেট সেটাকে সরিয়ে দিলেন কেন বুঝলাম না!

হয়ত ঐ অজ্ঞাত কারণ কখনো জানা হবে না। এখনো পর্যন্ত আমায় কোন নোটিশ দেয়া হয়নি! দেয়া হবে বলে মনেও হয় না

০৯ ই মার্চ, ২০১৮ সকাল ৯:৫৫

রাফা বলেছেন: হয়তো অসতর্কতার জন্য আপনার কমেন্ট মুছে গেছে।আবার একই কমেন্ট করে দেখুন-কি হয়।

ধন্যবাদ,সৈ.ইসলাম।

২৪| ০৮ ই মার্চ, ২০১৮ বিকাল ৩:৩৬

শায়মা বলেছেন: জানিয়েছি কালকেই।

০৮ ই মার্চ, ২০১৮ বিকাল ৩:৪২

রাফা বলেছেন: ধন্যবাদ,সবার সচেতনতার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।সন্মিলিতভাবে প্রতিবাদ অব্যাহত থাকুক।

২৫| ০৮ ই মার্চ, ২০১৮ বিকাল ৩:৫১

শায়মা বলেছেন: আগে প্রতিবাদ জানাবার ফলাফল দ্রুত পাওয়া যেত। ইদানিং কখন তাহা কর্তৃপক্ষের নজরে পড়িবে তাহার জন্য করজোড়ে অপেক্ষা করতে হয়। এই ফাঁকে ফ্লাডিং পাগলা বিকৃত রুচিটা শত শত নিক গর্বের সাথে বানিয়ে ফেলেন।

০৯ ই মার্চ, ২০১৮ সকাল ৯:৪৫

রাফা বলেছেন: ব্লগটা আর সত্যিই আগের মত নেই।সচেতনতার প্রচন্ড অভাব পরিলক্ষিত হোচ্ছে সর্বক্ষেত্রে।অটো-মডারেশন করেই দায় সারার ব্যাবস্থা।
জানা আপার ভেবে দেখা উচিত ,তার মেয়েও`তো ব্লগে আসতে পারে।সেটা তার জন্য কেমন হবে? আমার মনে হয় ভালো কিছু ব্লগারের হাতে কিছুটা দায়িত্ব দেওয়া উচিত।ইমার্জন্সি হলে যাতে সাময়িকভাবে হোলেও সমাধা করতে পারে।এই জন্যই জানা আপার উপস্থিতি চাইছিলাম।

২৬| ০৮ ই মার্চ, ২০১৮ বিকাল ৩:৫২

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: কি হয়েছিল ?

০৯ ই মার্চ, ২০১৮ সকাল ৯:৫৭

রাফা বলেছেন: কেউ একজন ব্লগের পরিবেশ নষ্ট করছিলো।

২৭| ০৮ ই মার্চ, ২০১৮ বিকাল ৫:১৮

রাজীব নুর বলেছেন: সহমত।

এবং নকিব ভাই ভালো ব্লগিং করে। যে বা যারা ব্লগের পরিবেশ নষ্ট করছে তাকে কান ধরে ব্লগ থেকে বের করে দেন।

০৯ ই মার্চ, ২০১৮ সকাল ৯:৪৮

রাফা বলেছেন: সবার উচিত একতাবদ্ধভাবে প্রতিবাদ করা ।ভালো ব্লগারদের ব্লগিংকে নির্বিগ্ন করা।

ধন্যবাদ,রা.নুর।

২৮| ০৮ ই মার্চ, ২০১৮ বিকাল ৫:২৮

সেলিম আনোয়ার বলেছেন: আমার হিসেবে সুন্দর নিক ই ভালো।

০৯ ই মার্চ, ২০১৮ সকাল ৯:৫২

রাফা বলেছেন: কার কমেন্ট কোথায় করলেন,সেলিম ভাই।
কেমন আছেন?
ধন্যবাদ।

২৯| ০৮ ই মার্চ, ২০১৮ রাত ৯:২৪

আবু তালেব শেখ বলেছেন: সমস্যার কিছুটা সমাধান হয়েছে মনে হয়

০৯ ই মার্চ, ২০১৮ সকাল ১০:০০

রাফা বলেছেন: মনে হয় সাময়িক সমাধান হয়েছে।সবাই সতর্ক থাকুন।

ধন্যবাদ,আ.তা.শেখ।

৩০| ০৯ ই মার্চ, ২০১৮ সকাল ১০:২৮

শায়মা বলেছেন: আমি আশাবাদী মানুষ। নাই নাই করেও ভেবেছিলাম এই ব্লগটা হারাবে না। এখনও হারায়নি বটে তবে এই টাইপ কুরুচিপূর্ণ আচরণ বা কমেন্ট বা ছবির বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহনে এমন উদাসীনতা ব্লগারদেরকে হতাশ করে তুলছে। সত্যি বলতে অনেকেই আজ ভাবতে বসেছে "আর না"।


ব্লগের নানা ক্রাইটেরিয়াগুলি অবহেলিত বা উপেক্ষিত। তার থেকেও বেশি ভয়ংকর এই টাইপ মানুষের কার্য্যকলাপ। এই ধরণের মানুষ ছিলো আছে এবং থাকবে কিন্তু সাথে থাকতে হবে তাৎক্ষনিক যথাযথ ব্যবস্থা গ্রহনের ব্যবস্থা। যদিও এই ব্যস্ততম যুগে কার সে সময় আছে আগাছা নিধনের?

১০ ই মার্চ, ২০১৮ সকাল ৭:৪২

রাফা বলেছেন: সেটাই, তাৎক্ষনিক ব্যাবস্থা গ্রহণ করার জন্য বিশেষ দৃষ্টি রাখতে হবে।এবং সেটা মনে হয় ব্লগারদের সংযুক্ত করতে পারলে বেশি ভালো হয়।যদি তেমন কিছু না করা হয় তাহোলে অনেকেই চলে যাবে নিরবে।এবং ব্লগটাই হয়তো কোন একদিন মৃত ব্লগে পরিণত হবে।

৩১| ০৯ ই মার্চ, ২০১৮ সকাল ১০:৪৭

কানিজ রিনা বলেছেন: সবাই এগিয়ে প্রতিবাদ করেছে দেখে ভাল
লাগল। ব্লগের পরিবেশ ভাল রাখার দায়ীত্ব
সব ব্লগারের। ধন্যবাদ।

১০ ই মার্চ, ২০১৮ সকাল ৭:৫০

রাফা বলেছেন: আপনার উপলব্দি যথাযথ।সচেতনতার বিকল্প নেই।যদি কোন পো্স্টের কন্টেন নিয়ে কারো আপত্তি থাকে এবং এরকম ভয়ংকর পরিবেশের সৃষ্টি হয় সে ক্ষেত্রে উচিত হবে সেটি সরিয়ে নেয়া।তবে অসুস্থ মানিসকতার বিকারগ্রস্থ মানুষ যেহেতু আছেই তাদের শত উপদেশেও কোন কাজ হয়না বলেই আমার বিশ্বাস।তাই আখেরে তাদেরকে ব্লগ থেকে কঠোরতার সাথে চির বিদায় দেওয়া উচিত।

ধন্যবাদ,কা.রিনা।

৩২| ০৯ ই মার্চ, ২০১৮ দুপুর ১২:০৯

নতুন নকিব বলেছেন:



শাহ আজিজ বলেছেন: ঠাঠা মফিজ# আমি কখনই ওর পোস্টে কমেন্ট করিনি কারন ধর্মীয় ক্যাচাল আমার পছন্দ নয়। উপরে দেখুন ইতিমধ্যে আমাকে 'কপিবাজ' টিটকারি দিল , ঠিক এভাবেই তার ফ্লাডিং ফ্রেন্ড জুটে যায় । এরপর থেকে সর্ববস্থায় চুপ থাকব , ব্লগটা টিকে থাকুক।

-ভিন্ন মতের হলেও কারও প্রতি শ্রদ্ধা একেবারে হারিয়ে ফেলা উচিত নয়। শাহ আজিজ এই ব্লগের মোটামুটি পুরাতন ব্লগার। যতটুকু জেনেছি, বয়সেও তিনি প্রবীন ব্যক্তি। কিন্তু তার আচরন অদ্ভূত। মতপ্রকাশের অধিকারে বোধ করি তিনি ততটা বিশ্বাসী নন। তিনি ধর্মীয় ক্যাচাল তার পছন্দ নয় বললেও ঘটনা কিন্তু মোটেই সেরকম নয়। ঘটনাটা একটু না বলে পারছি না-

শাহ আজিজ তার একটি পোস্টে ইসলাম ধর্মের প্রবর্তক মহানবী হযরত মুহাম্মাদ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যার জামাতা খলিফাতুল মুসলিমীন হযরত আলী রাদিআল্লাহু তাআলা আনহুকে নবীজীর মহিয়সী স্ত্রী উম্মুল মুমিনীন হযরত আয়িশা রাদিআল্লাহু তাআলা আনহার সৎ-পিতা বলে আখ্যায়িত করেন। তিনি তার সে পোস্টে ইসলামের ইতিহাসের আরও কিছু তথ্য কিছুটা বিকৃতভাবে উপস্থাপন করেন। তার সেই পোস্টে এসব নিয়ে বেশ কয়েকজন ব্লগার প্রতিবাদ করেন। কিন্তু দু:খজনকভাবে লক্ষ্য করি, তিনি তার বিরুদ্ধ মতের সকলের মন্তব্য সেখান থেকে মুছে দেন। আমি সেই পোস্টে শালীনতা রক্ষা করে তার দৃষ্টি আকর্ষন করার চেষ্টা করে রীতিমত অপমানিত হয়েছি। অনেকটা 'বিনা মেঘে বজ্রপাত' এর মতই তিনি আমাকে 'রাজাকার', 'ধর্মব্যবসায়ী', 'তুই বুঝস' ইত্যাদি ন্যাক্কারজনক ভাষা ব্যবহার করে গালাগাল করেন। পরবর্তীতে আবার যখন তার এসব নিয়ে কথা বলি, তিনি আমার যৌক্তিক কমেন্টের জবাবে বলেন, 'তোমাকে আর কথা বলতে দেয়া হবে না'। পরে দেখি, ঠিকই, তিনি তার সেই পোস্ট থেকে আমার সবগুলো কমেন্ট মুছে দিয়েছেন এবং শুধু তাই নয়, তার পোস্টে আমার কমেন্ট ব্যান করে রেখেছেন। যা ছিল অনেক পীড়াদায়ক। আমি তাকে তার গালিগালাজের জবাবে মোটেই গালি দিইনি। কিন্তু তারপরেও তিনি কমেন্ট ব্যান কেন করলেন? এতটা 'ভিন্নমত-অসহিষ্ণু' হলে কি হয়!

শাহ আজিজ বলেছেন: এই সমস্যার ভিকটিমকে কিছুদিন ব্লগ থেকে দূরে রাখাই উত্তম। বাকি ব্যাবস্থা সামুর কতৃপক্ষ করবেন । ভিকটিমের লেখার মানদণ্ড , উত্তেজনা সৃষ্টি , মন্তব্যে অপরকে হেয় প্রতিপন্ন ইত্যাদির পর্যালোচনার পর বাকি সিদ্ধান্ত ।

একজন দায়িত্বহীন মানুষ ন্যূড ছবি দিয়ে ব্লগ ভরে দিচ্ছেন, ব্লগের স্বাভাবিক পরিবেশ ব্যহত করছেন, ব্লগারগন চরমভাবে হতাশ, বিব্রত এবং বিরক্ত হচ্ছেন আর এরকম মুহূর্তে তিনি প্রেসক্রাইব করছেন, 'ভিকটিমকে ........ দূরে .......... রাখাই ....... ।'

হায় খোদা! কী সুন্দর প্রেসক্রিপশন! তিনি কিন্তু ফ্লাডিংকারীর বিপক্ষে একটি কথাও বলেননি। তার মানেটা বোঝার জন্য, অত্যন্ত বিনীতভাবে তার নিকট জানতে ইচ্ছে করছে, ব্লগে এ ধরনের জঘন্য পরিস্থিতি হলে কি তিনি খুশি হন? যদি তাই না হবেন, তাহলে ফ্লাডিংকারীর ব্যাপারে সম্মানিত অনেক ব্লগার যেখানে তীব্র আপত্তি জানালেন, তিনি কেন বিষয়টি সযত্নে এড়িয়ে গেলেন? উল্টো ভিকটিমের হাত-পা তিনি কেন বাঁধতে বললেন? ভিকটিমের মুখে তালা লাগানোর পরামর্শ তিনি কেন দিলেন? বরং, এই কথাটি বলে প্রকারান্তরে তিনি কি নিজেকে ফ্লাডিংকারীর পক্ষে দাড় করালেন না? তার সাথে মতের বৈপরিত্ব আমার যতই থাক না কেন, তিনি অন্যায়কে তো প্রশ্রয় দিতে পারেন না।

তিনি আবার বললেন, 'কপিবাজ' বলে নাকি তাকে 'খোঁচা' দেয়া হয়েছে। 'খোঁচা' কেন দিতে যাব? 'খোঁচা' দেয়ার কাজ করলেই তো 'খোঁচা' খেতে হয়। দৈনিক সংবাদপত্রের দৈনন্দিন অনেক নিউজই যে তার ব্লগে এসে ‘পোস্ট’ নামে আখ্যায়িত হয়ে যায়, সেটা এই ব্লগের অনেকেরই সম্ভবত: অজানা নয়।

শাহ আজিজ ভাই, আপনার প্রতি পরিপূর্ন শ্রদ্ধা রেখে বলছি- ব্লগটা ভার্চুয়াল জগত, বাস্তব জীবন ভিন্ন। বাস্তব জীবনে আমাদের ভাল হওয়া প্রয়োজন। অন্তত: আমার নিজের জন্য এমনটাই ভাবি। তাহলে ব্লগেও তার ছায়া পড়বে। ব্লগে আপনার সাথে দু'দিনের পরিচয়। কেন অনর্থক আপনার মনোকষ্টের কারন হতে যাব? মানুষ হিসেবে আমারও কিছু ত্রুটি-বিচ্যুতি থাকা স্বাভাবিক। আমিও ভুল করে থাকতে পারি। কিন্তু আমার মনে হয়, আমি দাম্ভিক নই কখনও। ক্ষমা, মহত্ব ইত্যাদি সদ গুনাবলি আমাদের ভুলে যাওয়া উচিত নয়। ব্লগে লেখার ব্যাপারেও আমাদের আরও বেশি দায়িত্ববান এবং সচেতন হওয়ার প্রয়োজন রয়েছে। আপনার প্রতি বিনীত অনুরোধ, যদিও আমার ইচ্ছাকৃত ছিল না, আমি চেয়েছিলাম, আপনার সেই পোস্টে প্রদত্ত তথ্য বিভ্রাটের পরিমার্জন-সংশোধন, হয়তো আমার বলার ভঙ্গিটা আপনার মনপুত: হয়নি, হয়তো আমি বিষয়টি সঠিকভাবে উপস্থাপন করতে পারিনি, যাই হোক, যেহেতু আপনি আমার আচরনে কষ্ট পেয়েছেন, আশা করি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনার প্রতিও আমার কোন বিদ্বেষ, রাগ কিংবা এই জাতীয় কিছু আমি রাখছি না। কারও প্রতিই রাখা উচিত নয়।

আপনার জন্য অনেক অনেক শুভকামনা। আপনার অবারিত কল্যান হোক।

সামুর সুস্থ সুন্দর পরিবেশ রক্ষায় সামুর পুরনোদের একজন উচ্চকন্ঠ প্রতিবাদ নিয়ে সামনে এগিয়ে এসেছেন দেখে আপ্লুত। সম্মানিত ব্লগার রাফা ভাইকে অভিনন্দন এই পোস্টটির জন্য। মন্তব্যে যারা জোরালে প্রতিবাদে উচ্চকিত আওয়াজ তুলেছেন, হৃদয় নিংড়ানো শুভকামনা প্রত্যেককে। সামহোয়্যার ইন ব্লগের সম্মানিত মডারেটরগনের প্রতি আন্তরিক অভিবাধন, সমস্যাটির সমাধানে যথাযথ ব্যবস্থা গ্রহন করায়।

১০ ই মার্চ, ২০১৮ সকাল ৮:৫৪

রাফা বলেছেন: শাহ আজিজ ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করছি।আশা করি আপনাদের দু`জনের ভুল বোঝাবুঝির অবসান হবে এখানেই।কারো মতের সাথে না মিললে কঠোর সমালোচনা ভদ্র ভাষায়ই করা যায়।এতে মনে হয় ব্যাক্তি আক্রমণ হবেনা।যদি সঠিক সমালোচনা করেন।আর একান্তই যদি কেউ না বুঝে তাহোলে এড়িয়ে চলাই ভালো।

ধন্যবাদ,ন.নকিব।

৩৩| ১০ ই মার্চ, ২০১৮ সকাল ৮:৪০

সেলিম আনোয়ার বলেছেন: আছে বাজে নিক আমার পছন্দ নয়। ব্লগে সেসবের উপস্থিতি ব্লগ কে হেয় করে। আর আপনি যে ব‍্যাপারটি বলেছেন সেটি তো একেবারে বর্জনীয়। কর্তৃপক্ষের দ্রুত একশন নেয়া উচিৎ।

১০ ই মার্চ, ২০১৮ সকাল ৮:৫৯

রাফা বলেছেন: ব্লগারদেরও সচেতনতার প্রয়োজন আছে।প্রোপিক নিয়ে খুবই বাজে অবস্থা।আমার মনে হয় কর্তৃপক্ষ ঘুমিয়ে ঘুমিয়ে এন্ট্রান্স দিয়ে দিচ্ছে।

ধন্যবাদ,সে.আনোয়ার।

৩৪| ১০ ই মার্চ, ২০১৮ সকাল ৯:৩৩

নতুন নকিব বলেছেন:



ফ্লাডিংয়ে লিপ্ত ব্যক্তির অশ্লীল বাজে কমেন্টটি মুছে দিয়েছেন বলে ধন্যবাদ। গতকাল এই একই আইডি থেকে আমার বিভিন্ন পোস্টে প্রায় অর্ধশত বাজে কমেন্ট করা হয়েছে। ব্লগ কর্তৃপক্ষের আন্তরিকতায় সমস্যার সমাধান করা সম্ভব হয়েছে। তাদের প্রতি কৃতজ্ঞতা।

পূর্বোক্ত দীর্ঘ মন্তব্যে সুন্দর প্রত্যুত্তর নিয়ে আসায় কৃতজ্ঞতা।

অনেক ভাল থাকুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.