![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভালবাসি জন্মভুমি বাংলাদেশ ।অসহ্য মনে হয় যে কোন অন্যায়-কে।অসততার সাথে আপোষ নয় কখনই।গালি সহ্য করার মানসিকতা শুণ্যের কোঠায়।রাজাকার,আলবদর ,আল সামস মোট কথা বাংলাদেশের বিরোধী যে কোন শক্তিকে প্রচন্ড রকম ঘৃণা করি। তার চাইতে বেশি ঘৃণা করি নব্য ছাগিয়তাবাদিদের। যারা আশ্রয় প্রশ্রয় দেয় যুদ্ধাপরাধীদের ।
আমি গভীরভাবে শোকাহত,
আমি প্রচন্ড রকম মর্মাহত,
আমি আজ দুঃখ ভারাক্রান্ত।
আজ বাংলাদেশের একটি বিমান নেপালের বিমানবন্দরে বিদ্ধস্ত হয়ে যরা মৃত্যুবরণ করেছেন তাদের রুহের মাগফেরাত কামনা করছি।
প্রতিটি পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে কামনা করছি আল্লহ তাদের এই শোক কাটিয়ে উঠার মত শক্তি দান করুন,আমিন।
১৪ ই মার্চ, ২০১৮ সকাল ১০:৩৭
রাফা বলেছেন: সবকিছুর পুর্বে আপনার বীমার টাকার কথা মনে পড়লো কেনো!!
২| ১৩ ই মার্চ, ২০১৮ রাত ১২:২০
সেলিম আনোয়ার বলেছেন: আমি গভীর ভাবে শোকাহত।এতগুলো প্রাণ ঝরে গেল ।
১৪ ই মার্চ, ২০১৮ সকাল ১০:৪০
রাফা বলেছেন: প্রার্থণা করুন সৃষ্টিকর্তা যেনো সকলকে ধৈর্য ধারন করার ক্ষমতা দান করেন।ও সকলের সহায় হোন।
ধন্যবাদ,সে.আনোয়ার।
৩| ১৩ ই মার্চ, ২০১৮ রাত ১২:২৩
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: সকলের জন্য গভীর ভাবে দুঃখ প্রকাশ ও সমবেদনা জ্ঞাপন করছি।
৪| ১৩ ই মার্চ, ২০১৮ রাত ১২:৩২
সম্রাট ইজ বেস্ট বলেছেন: দুঃখ ও সমবেদনা সবার জন্য। কিন্তু গাফিলতিটা কার সেটা তো জানা গেল না।
১৬ ই মার্চ, ২০১৮ দুপুর ১২:৫৮
রাফা বলেছেন: এখনও অনেক কিছু বুঝতে চেষ্টা করতেছি।অনেক ,অনেক প্রশ্ন মনের মধ্যে।ঠিকমত মেলেনা অনেক কিছুই।
ধন্যবাদ,আল্লাহ সকলের সহায় হোন।স.ই.বেস্ট।
৫| ১৩ ই মার্চ, ২০১৮ রাত ৩:৫৭
মলাসইলমুইনা বলেছেন: এতগুলো মানুষ মারা গেলো খুবই দুঃখের খবর | ঠিক কি কারণে প্লেন ক্র্যাশ হলো সেটা জানা গেলো কি এখন পর্যন্ত ? ফ্লাইটের আগে ইঞ্জিনের চেকিং, ফ্লাইট ওকে করলো কে এসব জানা গেলো কি?
৬| ১৩ ই মার্চ, ২০১৮ সকাল ৮:২৭
নতুন নকিব বলেছেন:
দু:খজনক মর্মান্তিক দুর্ঘটনায় ব্যথিত! সমবেদনা স্বজন হারাদের প্রতি। যারা দু'দিনের এই পার্থিব জগতের মায়া কাটিয়ে প্রবেশ করলেন অনন্ত জীবনে, শুভকামনা তাদের জন্যও। প্রত্যেককে তার কর্ম ও বিশ্বাসানুযায়ী প্রতিদান প্রদান করা হোক- মালিকের দরবারে প্রার্থনা।
৭| ১৩ ই মার্চ, ২০১৮ সকাল ৮:৪৫
খায়রুল আহসান বলেছেন: সকল নিহতদের জন্য সৃষ্টিকর্তার কাছে ক্ষমা প্রার্থনা করছি। ওদের শোক সন্তপ্ত পরিবারের সকল সদস্যের প্রতি আল্লাহ সহায় হউন!এয়ারলাইন্সের কাছ থেকে প্রয়াতদের ওয়ারিশগণ যেন প্রাপ্য ক্ষতিপূরণ দ্রুত লাভ করেন, নির্ঝঞ্ঝাটভাবে। আহতদের সুচিকিৎসার জন্য যেন এয়ারলাইন্স এবং সরকার এগিয়ে আসেন উদার সহায়তা নিয়ে!
১৩ জন নেপালী ছাত্র তাদের ফাইনাল মেডিক্যাল প্রফেশনাল পরীক্ষা শেষ করে দেশে ফিরছিল, পরিজনের কাছে। ফলপ্রকাশ হলেই তাদের এমবিবিএস ডাক্তার হবার কথা ছিল। তাদের পরিবার পরিজনের প্রতি এই অপূরণীয় ক্ষতির জন্য সমবেদনা প্রকাশ করছি।
৮| ১৩ ই মার্চ, ২০১৮ সকাল ৯:১৪
অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: নিহতদের আত্নার মাগফিরাত কামনা করছি সেইসংগে সংশ্লিষ্ট পরিবারগুলোর জন্য রইলো সমবেদনা।
৯| ১৩ ই মার্চ, ২০১৮ সকাল ১০:৪০
রাজীব নুর বলেছেন:
©somewhere in net ltd.
১|
১২ ই মার্চ, ২০১৮ রাত ১১:৫৫
চাঁদগাজী বলেছেন:
আল্লাহ যেন পরিবারগুলোকে কমপক্ষে যাত্রীদের জীবন বীমার টাকাগুলো পেতে সাহায্য করেন; বীমা কোম্পানী ম্যাঁওপ্যাঁ করে যেন ফাঁকী দিতে না পারে।