নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি নিরপেক্ষ নই, আমি মুক্তিযুদ্ধের পক্ষে।

রাফা

ভালবাসি জন্মভুমি বাংলাদেশ ।অসহ্য মনে হয় যে কোন অন্যায়-কে।অসততার সাথে আপোষ নয় কখনই।গালি সহ্য করার মানসিকতা শুণ্যের কোঠায়।রাজাকার,আলবদর ,আল সামস মোট কথা বাংলাদেশের বিরোধী যে কোন শক্তিকে প্রচন্ড রকম ঘৃণা করি। তার চাইতে বেশি ঘৃণা করি নব্য ছাগিয়তাবাদিদের। যারা আশ্রয় প্রশ্রয় দেয় যুদ্ধাপরাধীদের ।

রাফা › বিস্তারিত পোস্টঃ

বিদায় জর্জ হার্বার্ট ওয়াকার বুশ।

০১ লা ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:৫৮



ইউনাইটেড স্টেট অফ আমেরিকার ৪৩তম প্রেসিডেন্ট জর্জ ওয়াকার বুশের পিতা 'জর্জ হার্বার্ট ওয়াকার বুশ ইন্তেকাল করেছে শুক্রবার দিবাগত রাত ১০টায়।উনি ছিলেন আমেরিকার ৪১তম প্রেসিডেন্ট।মৃত্যকালে তার বয়স ছিলো ৯৪ বছর।

জর্জ বুশ পারিবারিকভাবে তার মৃত্যর খবর নিশ্চিত করেছেন।গত কয়েক মাস যাবৎ তিনি অসুস্থ ছিলেন। ২য় বিশ্বযুদ্ধের সময় তিনি আমেরিকার নেভির এভিয়েটর ছিলেন।টেক্সাসের পেট্টোলিয়াম বিজনেসের পাইওনিয়ার ছিলেন তিনি।তার শেষকৃত্ব্যের সময় জানানো হবে পারিবারিকভাবে।

মন্তব্য ১২ টি রেটিং +০/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০১ লা ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:১০

চাঁদগাজী বলেছেন:


উনি ভালো প্রেসিডেন্ট ছিলেন না, ছিলেন যুদ্ধবাজ ও লোভী ব্যবসায়ী; বিশ্ব উনাকে কোনদিন ভালোবাসেনি

০১ লা ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:১৫

রাফা বলেছেন: ইরাকের সাথে যুদ্ধের সূচনা করে গেছেন তিনি।আমেরিকার অর্থনিতীর চরম ক্ষতি সাধিত হয়েছে তার সময়।

২| ০১ লা ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:৩৫

নাজমুল হক সাগর বলেছেন: সবাইকেই একদিন বিদায় নিতে হবে

৩| ০১ লা ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
বুস মানে জঙ্গল!!
কোন বুসই ভালো
প্রেসিডেন্ট ছিলেননা।

৪| ০১ লা ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২০

অর্ক বলেছেন: তিনি ভালো প্রেসিডেন্ট ছিলেন। ওটা আমেরিকা, বাংলাদেশ বা পাকিস্তান না যে কোনও প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী চুটকি বাজিয়ে কোনও সিদ্ধান্ত নিবে আর সবাই অন্ধভাবে তাঁকে অনুসরণ করবে। সাদ্দাম হোসেন’র মতো একজন রক্তপিপাসু বর্বর স্বৈরাচারী শাসকের বিরুদ্ধে যুদ্ধে যাবার সাহসী পদক্ষেপ সে সময় মধ্যপ্রাচ্যের জন্য যারপরনাই হিতকর ও প্রয়োজনীয় ছিলো। পরবর্তীতে ক্ষমতার পালাবদলে ডেমোক্র্যাটরা ক্ষমতায় এসে মধ্যপ্রাচ্যে নিষ্ক্রিয়তার দরুণ এ অঞ্চলের বিরাট ক্ষতি হয়।

ব্যক্তি হিসেবেও অত্যন্ত দেশপ্রেমিক, দেশের জন্য নিবেদিত প্রাণ একজন মানুষ ছিলেন। শেষ বয়সেও বিভিন্ন দেশ ও মানুষের জন্য বিভিন্ন চ্যারিটিতে বয়োজীর্ণ অসুস্থ শরীরে তাঁর অংশগ্রহণের দৃশ্যগুলো চোখে ভাসছে। নতুন করে ক্ষমতা বা কিছু পাবার জন্য নয়, শুধু মাতৃভূির জন্য একজন শতভাগ নিবেদিতপ্রাণ নাগরিক। তাঁর কাছে আমাদের দেশের নেতা নেতাদের অনেককিছু শেখার আছে। নব্বই পঁচাশি বছর বয়সে গনগনে রোদের মধ্যে দেশের জন্য বিভিন্ন প্রয়োজনে নিরলস কাজ করে চলেছেন অবিরাম।

আমি তাঁর মহান জীবনকে শ্রদ্ধাভরে কুর্নিশ করছি।

ভালো লাগলো পোস্টটি। শুভেচ্ছা।

৫| ০১ লা ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২৩

অর্ক বলেছেন: তিনি ভালো প্রেসিডেন্ট ছিলেন। ওটা আমেরিকা, বাংলাদেশ বা পাকিস্তান না যে কোনও প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী চুটকি বাজিয়ে কোনও সিদ্ধান্ত নিবে আর সবাই অন্ধভাবে তাঁকে অনুসরণ করবে। সাদ্দাম হোসেন’র মতো একজন রক্তপিপাসু বর্বর স্বৈরাচারী শাসকের বিরুদ্ধে যুদ্ধে যাবার সাহসী পদক্ষেপ সে সময় মধ্যপ্রাচ্যের জন্য যারপরনাই হিতকর ও প্রয়োজনীয় ছিলো। পরবর্তীতে ক্ষমতার পালাবদলে ডেমোক্র্যাটরা ক্ষমতায় এসে মধ্যপ্রাচ্যে নিষ্ক্রিয়তার দরুণ এ অঞ্চলের বিরাট ক্ষতি হয়।

ব্যক্তি হিসেবেও অত্যন্ত দেশপ্রেমিক, দেশের জন্য নিবেদিত প্রাণ একজন মানুষ ছিলেন। শেষ বয়সেও দেশ ও মানুষের জন্য বিভিন্ন প্রয়োজনে স্বেচ্ছাসেবক হিসেবে বয়োজীর্ণ অসুস্থ শরীরে তাঁর অংশগ্রহণের দৃশ্যগুলো চোখে ভাসছে। নতুন করে ক্ষমতা বা কিছু পাবার জন্য নয়, শুধুমাত্র মাতৃভূির জন্য একজন শতভাগ নিবেদিতপ্রাণ কর্মী নাগরিক। তাঁর কাছে আমাদের দেশের নেতা নেতৃদের অনেককিছু শেখার আছে। নব্বই পঁচাশি বছর বয়সে গনগনে রোদের মধ্যে দেশের জন্য বিভিন্ন প্রয়োজনে নিরলস কাজ করে চলেছেন একজন মানুষ অবিরাম।

আমি তাঁর মহান জীবনকে শ্রদ্ধাভরে কুর্নিশ করছি।

ভালো লাগলো পোস্টটি। শুভেচ্ছা।

***আগের মন্তব্যে কিছু ভুল আছে, তাই আরেকবার মন্তব্য করলাম।

৬| ০১ লা ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২৮

রাজীব নুর বলেছেন: উনাদের কথা বাদ দেন। আমাদের দেশের রাষ্ট্রপতির খবর নিন।

৭| ০১ লা ডিসেম্বর, ২০১৮ রাত ৮:০৫

চাঁদগাজী বলেছেন:


আমেরিকা ও বিশ্বের অনেক খারাপ লোকজন এখন বুশকে ভালো লোক ছিলেন বলে ম্যাঁওপ্যাঁও করছে; বিশ্ব সব সময় ইডিয়টের সংখ্যা বেশী ছিলো।

৮| ০১ লা ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৪৭

নজসু বলেছেন:




মর্মাহত।

৯| ০১ লা ডিসেম্বর, ২০১৮ রাত ১০:২৯

সাইন বোর্ড বলেছেন: মৃত্যুর পর মানুষ সব কিছুর বাইরে চলে যায়, অামার মনে হয় না উনি এবং উনার পুত্র পৃথিবীকে ভাল কিছু উপহার দিতে পেরেছে ।

১০| ০২ রা ডিসেম্বর, ২০১৮ ভোর ৬:৩০

রাফা বলেছেন: সবাইকে ধন্যবাদ তাদের নিজস্ব মতামত রাখার জন্য।প্রত্যেকটি মানুষের অস্তিত্ব্য আলাদা ,তাদের চিন্তা ভাবনা ,দৃষ্টিভঙ্গী সম্পুর্ণ আলাদা।যেখানে ,যে পরিবেশে ,যে দেশে ঘটনা ঘটে তার মানদন্ড নির্ণয় করার অধিকার সে সময়ের সকলেরই আছে।এবং এর মাধ্যমেই বেরিয়ে আসে ন্যায় ,অন্যায় ও তার যথার্থতা।

আমার নিজস্ব একটি ভাবনা আছে ,আমার কাছে যে মানুষটি জিবীত থাকাকালীন তার কর্মকান্ডের জন্য নিন্দিত ছিলো ।মৃত্যুর পর সেই একই লোক আমার কাছে কখনই নন্দিত নয়।স্যরি, আমি জানিনা এটা ভুল নাকি শুদ্ধ ।তবে এটাই আমার চরিত্রে একটি বৈশিষ্ট।এই জন্য কারো খারাপ লাগলেও আমি আমার ধারণার প্রতি বিস্বস্ত থাকতে চাই।

ধন্যবাদ,সবাইকে।

১১| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৯:২৩

ইফতেখার ভূইয়া বলেছেন: যেতে হবে সবাইকেই কিন্তু সবার চলে যাওয়া এক নয়। একজন মার্কিন নাগরিক হিসেবে তার পরিবারের প্রতি সমবেদনা থাকবে অবশ্যই কিন্তু তার মৃ্ত্যুতে আমি শোকাহত নই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.