![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভালবাসি জন্মভুমি বাংলাদেশ ।অসহ্য মনে হয় যে কোন অন্যায়-কে।অসততার সাথে আপোষ নয় কখনই।গালি সহ্য করার মানসিকতা শুণ্যের কোঠায়।রাজাকার,আলবদর ,আল সামস মোট কথা বাংলাদেশের বিরোধী যে কোন শক্তিকে প্রচন্ড রকম ঘৃণা করি। তার চাইতে বেশি ঘৃণা করি নব্য ছাগিয়তাবাদিদের। যারা আশ্রয় প্রশ্রয় দেয় যুদ্ধাপরাধীদের ।
কিছুক্ষণ পুর্বে " শিহরিত রাজনৈতিক " এই নামের ব্লগটি বাতিল বা স্থগিত করা হয়েছে।কিন্তু তার লাষ্ট পোষ্টের আংশিক কন্টেন্ট এখনও ব্লগে প্রদর্শিত হচ্ছে।এবং অটো মডারেশনের কারনে সেই পোষ্টের লিংকটি নির্বাচিত সংকলেনের স্থানে প্রদর্শিত হচ্ছে ।এবং সেই সুবাদে অনেক ব্লগার সেটি ক্লিক করার পর জানতে পারছে ব্লগটি স্থগিত অথবা বাতিল।
এটি একটি অসম্পুর্ণ কাজের নমুনা।এখনও প্রথম পাতায় প্রধানমন্ত্রীর বিকৃত ছবিটি এবং ২/৩টি লাইন পড়া যাচ্ছে।যা কিনা কারো বিকৃত রুচির পরিচয় বহন করছে।এটা কোনভাবেই কাম্য নয়। শত হলেও তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী।আমি তার মতাদর্শে বিশ্বাস না করলেও সামাজিক মাধ্যমে এমন বিকৃত রুচির প্রকাশ'কে অপরাধ বলেই মনে করছি আমি।
অনুগ্রহ পুর্বক ব্লগ কর্তৃপক্ষকে যথাযথ ব্যাবস্থা গ্রহণ করে নির্বাচিত পাতা থেকে এটি সরিয়ে নেবার অনুরোধ করছি।
ধন্যবাদ।
২| ১৬ ই ডিসেম্বর, ২০১৮ ভোর ৫:৪৪
জানা বলেছেন: প্রিয় ব্লগার,
উল্লেখিত সমস্যাটি আমার নজরে আছে এবং সমাধানের চেষ্টা করছি। এটি একটি অনাকাঙ্খিত টেকনিক্যাল সমস্যা। স্বভাবিক হতে কিছুটা সময় লাগতেই পারে। আমরা কেবল পোস্টটি নয়, আপত্তিকর এবং দায়িত্বহীন ব্লগীয় আচরণের পরিপ্রেক্ষিতে আমরা ঐ ব্লগটি সম্পূর্ণভাবে বন্ধ করে দিয়েছি। অনুগ্রহ করে ধৈর্য্য রাখুন।
সুস্থ এবং দায়িত্বশীল ব্লগিং বিষয়ে আপনাদের সচেতনতার জন্যে অশেষ কৃতজ্ঞতা এবং ধন্যবাদ।
১৬ ই ডিসেম্বর, ২০১৮ ভোর ৬:২৫
রাফা বলেছেন: ধন্যবাদ , আপনার সচেতন দৃষ্টির জন্য।সবার দায়িত্বশীল অংশগ্রহণই ব্লগকে সমৃদ্ধ করে।
৩| ১৬ ই ডিসেম্বর, ২০১৮ ভোর ৬:০৯
সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: যাক রাফা ভাই,
জানা আপু স্বয়ং এসে আপনার উত্তর দিয়ে দিছেন। এখন লেখাটি ড্রাফটে নিয়ে নিলেও আপনি সফল।
ধন্যবাদ, শুভপ্রভাত।
৪| ১৬ ই ডিসেম্বর, ২০১৮ ভোর ৬:৪৫
জানা বলেছেন: পোস্টটি আপাতত ড্রাফটে না নেয়াই সঠিক। তাতে, বিষয়টিতে যে তথ্য রয়েছে তা সবার নজরে থাকবে। ধন্যবাদ।
১৬ ই ডিসেম্বর, ২০১৮ ভোর ৬:৪৯
রাফা বলেছেন: তথাস্ত.... থাকুক : সবার অবগতির জন্য।
৫| ১৬ ই ডিসেম্বর, ২০১৮ ভোর ৬:৫৯
জসীম অসীম বলেছেন: দায়িত্বশীল ব্লগিংয়ের জন্য আমাদের আরও অনুশীলন করতে হবে। আমি নিজে যখন কোনো দায়িত্বহীন পোস্ট দেই, তখন শুধু আমি একাই দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় দেই না, অন্যদেরও বিব্রত করি এবং বিভিন্ন রকম ঝুঁকিতে ফেলে দেই। সুতরাং এক্ষেত্রে একমাত্র সমাধান দায়িত্বশীল ব্লগিং।
৬| ১৬ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৭:১৭
নজসু বলেছেন:
পোষ্টটা আমি দেখেছিলাম।
কিন্তু ছবিটার কারণে খুলিনি।
কিছু মানুষের মনটাই খুব ভয়াবহ।
৭| ১৬ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৭:২২
স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: জসীম অসীম বলেছেন: ..যখন কোনো দায়িত্বহীন পোস্ট দেই, তখন শুধু আমি একাই দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় দেই না, অন্যদেরও বিব্রত করি এবং বিভিন্ন রকম ঝুঁকিতে ফেলে দেই। সুতরাং এক্ষেত্রে একমাত্র সমাধান দায়িত্বশীল ব্লগিং।
সহমত
৮| ১৬ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:৪৫
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
সঠিক সময়ে সঠিক কাজটি করার জন্য
সামু জননী জানা আপুকে অসংখ্য ধন্যবাদ।
আলোচিত পোস্টে আমিও নেতিবাচক মন্তব্য
রেখে ছিলাম।
১৬ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:২৫
রাফা বলেছেন: এমন পোস্ট দৃষ্টি গোচরে আসার সাথে সাথে কর্তৃপক্ষের নজরে নিয়ে আসা সুস্থ ব্লগিং করার দায়িত্বের মধ্যে পড়ে।আপনার প্লাটফর্মটি নিরাপদ রাখার দায়িত্ব আপনারও।
ধন্যবাদ,নু.মো.নুরু।
৯| ১৬ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩৬
রাজীব নুর বলেছেন: এরকম করা ঠিক না।
সকলকে ব্লগের নিয়ম মেনে চলা উচিত।
১০| ২৪ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:১৮
পলাশবাবা বলেছেন: ধুর শালা মিস হয়ে গেল .। বাকশালীরা কোন পোস্ট স্থগিত করার দাবী জানাচ্ছে দেখা গেল না .। আফসোস।
©somewhere in net ltd.
১|
১৬ ই ডিসেম্বর, ২০১৮ ভোর ৫:২৮
বিচার মানি তালগাছ আমার বলেছেন: ব্যপারটা আমিও লক্ষ্য করেছি। আমরা কয়েকজন অভিেযোগ জানানোর পর স্থগিত করা হয়েছে। কিন্তু লিংক ও কিছু অংশ এখনো রয়ে গিয়েছে...