নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি নিরপেক্ষ নই, আমি মুক্তিযুদ্ধের পক্ষে।

রাফা

ভালবাসি জন্মভুমি বাংলাদেশ ।অসহ্য মনে হয় যে কোন অন্যায়-কে।অসততার সাথে আপোষ নয় কখনই।গালি সহ্য করার মানসিকতা শুণ্যের কোঠায়।রাজাকার,আলবদর ,আল সামস মোট কথা বাংলাদেশের বিরোধী যে কোন শক্তিকে প্রচন্ড রকম ঘৃণা করি। তার চাইতে বেশি ঘৃণা করি নব্য ছাগিয়তাবাদিদের। যারা আশ্রয় প্রশ্রয় দেয় যুদ্ধাপরাধীদের ।

রাফা › বিস্তারিত পোস্টঃ

করোনাময় পৃথিবিতে কেমন আছেন সবাই?

৩০ শে মার্চ, ২০২০ রাত ১১:২৪



পোষ্ট লিখলাম একটা ক্ষুদ্র কিন্তু প্রথম পাতায় এলোনা ।সেটা জানতে এটা পরিক্ষামূলক পোষ্ট।সব সেটাপ'তো ঠিকই আছে তাহলে সমস্যা কোথায় ? আমি কি সামুতে নিষিদ্ধ নাকি?

ধন্যবাদ।

মন্তব্য ২৮ টি রেটিং +০/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ৩১ শে মার্চ, ২০২০ রাত ১২:০৬

সেলিম আনোয়ার বলেছেন: বহুদিন পর আপনার আগমন সুস্বাগতম।

৩১ শে মার্চ, ২০২০ রাত ১২:১৭

রাফা বলেছেন: থরহরি কম্পমান অবস্থায় আছি। সৃষ্টিকর্তার অনুকম্পা খুব বেশি প্রয়োজন।প্রার্থণা করুন সকল মানব জাতির জন্য।

ধন্যবাদ,সে.আনোয়ার ভাই।সামাজিক দুরত্ব নয় শারিরিক দুরত্বে থেকে সবাইকে নিরাপদ রাখুন নিজেও থাকুন।এখনি সময় প্রমাণ করার আমরা কতটা পরিচ্ছন্ন।

২| ৩১ শে মার্চ, ২০২০ রাত ১২:০৬

ইমরান আশফাক বলেছেন: দুই টাই আমার প্রথম পাতায় এসেছে।

৩১ শে মার্চ, ২০২০ রাত ১২:২১

রাফা বলেছেন: অনেক কসরৎ করে আনতে হয়েছে। পোষ্ট করে আবার ড্রাফ করে তারপর রিপোষ্ট করে আনতে হয়েছে আমাকে।

করোনাকে ভয় পেয়ে নয়,নিজেকে করোনার বিরুদ্ধে যুদ্ধ করার মত পরিচ্ছন্ন রাখুন।ধন্যবাদ,ই.আশরাফ।

৩| ৩১ শে মার্চ, ২০২০ রাত ১২:২৭

শায়মা বলেছেন: আমরা তো প্রথম পাতায় দেখতে পাচ্ছি ভাইয়া!

৩১ শে মার্চ, ২০২০ রাত ১২:৩১

রাফা বলেছেন: কসরৎ করে আনতে হয়েছে সিস্টার। করোনায় যাদের পাশে দাড়ানোটা জরুরী তাদের পাশে থাকুন সিস্টার।সচেতনতা আপনার আছে সেটুকু জানি।ভালো থাকুন ,ভালো রাখুন।ধন্যবাদ, শায়মা। ২য় টাই মূল পোষ্ট।

৪| ৩১ শে মার্চ, ২০২০ রাত ১২:৪০

শায়মা বলেছেন: ওকে ভাইয়া পাশে থাকবো। পাশে আছি..... তোমার পোস্ট আর পিছে না পড়ুক। সবাই বেঁচে থাকি .....

৩১ শে মার্চ, ২০২০ রাত ১২:৫০

রাফা বলেছেন: যে পোষ্টের জন্য এই পোষ্ট সেই পোষ্টটা একটু পড় আপু।তাহলেই আমার কাজটুকু সফল বলে মনে করবো।

৫| ৩১ শে মার্চ, ২০২০ রাত ১২:৪৫

সেলিম আনোয়ার বলেছেন: ভয় পেলে চলবে না। সম্মিলিত প্রচেষ্টায় এগিয়ে যেতে হবে মানবতার সেবায়। তবে পোস্ট দিয়ে সচেতনতা সৃষ্টি কম গুরুত্বপূর্ণ নয়। আল্লাহ আমাদের সবার মঙ্গল করুন।

৩১ শে মার্চ, ২০২০ রাত ১২:৫৪

রাফা বলেছেন: ভয় নিজেকে নিয়ে নয় অন্যকে নিয়ে।অন্যের জন্য বিপদটা খুব কাছাকাছি ঘোরাফেরা করে।আশা করি বুঝাতে পেরেছি।প্রলয় হলে আবর্জনার সাথে ভালো কিছুও ভেসে চলে যায়।প্রতি-উত্তরের জন্য ধন্যবাদ।

৬| ৩১ শে মার্চ, ২০২০ রাত ১২:৫০

নেওয়াজ আলি বলেছেন: লেখকের জন্য ভালোবাসা ও শুভ কামনা।

৩১ শে মার্চ, ২০২০ রাত ১২:৫৭

রাফা বলেছেন: ধন্যবাদ,নে.আলি।মূল পোষ্টে মন্তব্য করুন। ভালো থাকুন ,ভালো রাখুন।সামাজিক নয় শারিরিক দুরত্ব খুব জরুরী করোনার বিরুদ্ধে।

৭| ৩১ শে মার্চ, ২০২০ ভোর ৬:১৮

এলিয়ানা সিম্পসন বলেছেন: আপনি কোথায়? জ্যাকসন হাইটস?

৩১ শে মার্চ, ২০২০ সকাল ১০:০৪

রাফা বলেছেন: জি হ্যা, আপনি কোথায় ⁉️

৮| ৩১ শে মার্চ, ২০২০ সকাল ৭:৫৯

হাসান কালবৈশাখী বলেছেন:
বর্তমানে সারা পৃথিবীই লকডাউন বা স্টে হোম পর্যায়ে।
ঢাকা থেকে দেড়কোটি লোক গ্রামে যেয়ে ঢাকার উপর চাপ কমেগেছে অনেকটাই।
মহামারি লাগলেও এত চাপে পরবে না ঢাকার হাসপাতালগুলো।
এই রোগ মুলত প্রবিনদের রোগ। বাংলাদেশের বুড়োরা পশ্চিমাদের মত বারে রেষ্টুরেন্টে বসে সময় কাটায় না, ঘন্টার পর ঘন্টা পোকার মেশিনে বসে থাকে না, তাই প্রথমে সতর্ক না থাকায় অনেক বেশী মৃত্যু হয়েছে ইউরোপ আমেরিকায়। বাংলাদেশ সহ দক্ষিন এশীয়ায় কম মৃত্যু হয়েছে।
আমার মনে হয় মাসখানেকের ভেতর সামলে উঠবে পৃথিবী, করোনা সম্পুর্ন নির্মুল না হলেও চীনের মত ৬ ফুট দুরত্ত বজায় রেখে আবার সাবধানে সবকিছু চালু হবে।

কিন্তু বাংলাদেশে চিহ্নিত একদল অস্থির হয়ে উঠেছে - কেন এখনো লাশের পাহাড় জমছে না।?

০১ লা এপ্রিল, ২০২০ রাত ২:৪১

রাফা বলেছেন: আমার কাছে অস্থিরতার জন্য কারন আছে বলেই মনে হয়-

প্রথমত গ্রহণযোগ্য পরীক্ষা চালানো নিয়ে আমার মনেও সন্দেহ রয়েছে।কারন আপনি ব্রিফিং করছেন অথচ যথেষ্ট তথ্য উপাত্ত নেই।

৯| ৩১ শে মার্চ, ২০২০ সকাল ৮:০৩

কলাবাগান১ বলেছেন: মানবজমিন পত্রিকার হেডিং
করোনাতে প্রথম সরকার এর পতন....আশায় আছে দৃিতীয় পতন যেন দেশেই হয়...লাশের পাহাড় জমছে না কেন তাতে তাদের মন খারাপ

৩১ শে মার্চ, ২০২০ সকাল ১০:১২

রাফা বলেছেন: এটা নিয়ে যারা পলিটিক্স করবে তাদেরকে আমি অন্তত মানুষ হিসেবে গণ্য করবোনা। তারা নিশ্চিন্হ হয়ে যাবে করোনা পরবর্তি পৃথিবি থেকে। ধন্যবাদ-কলাবাগান। সানধানতা অবলম্বন করুন পরবর্তি একমাস।

১০| ৩১ শে মার্চ, ২০২০ সকাল ৮:২৪

চাঁদগাজী বলেছেন:


আপনি দেশে, প্রবাসে?

৩১ শে মার্চ, ২০২০ সকাল ১০:০১

রাফা বলেছেন: আপনি যেখানে আমিও সেখানে। এল্মহার্স্ট থেকে খুব বেশি দুরে নই। ভয় পাবেননা আর নিউজ দেখা থেকে বিরত থাকুন। ঠিকমত খাওয়া দাওয়া করে ইমিউন সিস্টেম ভালো রাখুন।হাসিখুশি থাকার জন্য কার্টুন দেখুন।ধন্যবাদ,চাঁদগাজী।

১১| ৩১ শে মার্চ, ২০২০ সকাল ৯:৫৮

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: ভালো থাকুন , সুস্থ থাকুন

৩১ শে মার্চ, ২০২০ সকাল ১০:১৫

রাফা বলেছেন: আপনারাও সবাই সাবধানে থাকুন

১২| ৩১ শে মার্চ, ২০২০ সকাল ১০:৪৬

কলাবাগান১ বলেছেন: একটা বিষয় জানতে চাচ্ছি....আসলেই কি খাবার বাড়ী মসজিদ এর মোয়াজ্জিন সাহেবের (যিনি মারা গিয়েছেন) ভেন্টিলেটর উনার থেকে খুলে নিয়ে অন্য কম বয়সের রোগীকে দিয়েছে? আজ সকালে এক ব্লগার তাই লিখল..। কিন্তু আমেরিকার হাসপাতালে, যতই জরুরী হোক) এটা হবে কল্পনা ও করা যায় না

০১ লা এপ্রিল, ২০২০ ভোর ৫:৪৮

রাফা বলেছেন: জানার চেষ্টা করছি।

১৩| ৩১ শে মার্চ, ২০২০ দুপুর ১২:১৭

রাজীব নুর বলেছেন: হে আল্লাহ ! তুমি রাহমানির রাহিম !! তুমি ক্ষমা করো !! সবাইকে হেফাজত করো !!

১৪| ৩১ শে মার্চ, ২০২০ রাত ৯:০০

রাজীব নুর বলেছেন: কোনটা সর্দি-কাশি আর কোনটা করোনা- অন্তত এটুকু জানার সুযোগ যদি থাকত তাহলে আতঙ্ক কমত। অনেক মানুষ শুধু এ-কারণেই আতঙ্কগ্রস্ত।

১৫| ৩১ শে মার্চ, ২০২০ রাত ১১:২১

নাসির ইয়ামান বলেছেন: রাজীব নূরের ঈমানী কথাবার্তায় ভাল লাগছে!

১৬| ০৪ ঠা মে, ২০২০ রাত ৯:৩২

মেহবুবা বলেছেন: সবাই ভাল থাকুক এই দুর্বিপাক এ ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.