নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি নিরপেক্ষ নই, আমি মুক্তিযুদ্ধের পক্ষে।

রাফা

ভালবাসি জন্মভুমি বাংলাদেশ ।অসহ্য মনে হয় যে কোন অন্যায়-কে।অসততার সাথে আপোষ নয় কখনই।গালি সহ্য করার মানসিকতা শুণ্যের কোঠায়।রাজাকার,আলবদর ,আল সামস মোট কথা বাংলাদেশের বিরোধী যে কোন শক্তিকে প্রচন্ড রকম ঘৃণা করি। তার চাইতে বেশি ঘৃণা করি নব্য ছাগিয়তাবাদিদের। যারা আশ্রয় প্রশ্রয় দেয় যুদ্ধাপরাধীদের ।

রাফা › বিস্তারিত পোস্টঃ

আজকে লন্ড্রি করতে বেরিয়েছিলাম ।

০১ লা এপ্রিল, ২০২০ সকাল ১০:২০

ভারতিয় মালিকানাধীন আপনা বাজার এখননও যথারীতি খোলা। জ্যাকসন হাইটস ৭৩ স্ট্রিটের আজকের বিকেল।

করোনার কাছে হেরে গেলেন বীর মুক্তিযোদ্ধা । তার প্রতিষ্ঠানের দড়জায় সাটানো মৃত্যু সংবাদ।

আমার গন্তব্য হালাল সুপার মার্কেট।

নিরাপদ দুরত্ব বজায় রেখে লাইনে দাড়িয়ে আছি প্রবেশের অপেক্ষায়

ঠিক মনে নেই এটা কোন সড়কের ছবি।

এই সড়কের অবস্থিত বিশাল প্যাটেল ব্রাদার্স।

মন্তব্য ২৯ টি রেটিং +০/-০

মন্তব্য (২৯) মন্তব্য লিখুন

১| ০১ লা এপ্রিল, ২০২০ সকাল ১০:২৫

বিপ্লব06 বলেছেন: সবগুলা ছবি ৯০ ডিগ্রি রোটেট করা দেখাচ্ছে। ঘাড় ঘুরাইয়া দেখা লাগতেছে।
একটু দেখেশুনে থাকবেন।

০১ লা এপ্রিল, ২০২০ সকাল ১০:৩২

রাফা বলেছেন: হ্য বুঝতে পারলামনা পোষ্ট করার পর দেখতেছি এমন হয়ে গেছে। ফোন থেকে আমি কখনও পোষ্ট করিনি ,এটাই প্রথম।পোষ্ট করার সময়'তো সোজা ছিলো।এখন এমন হলো কেনো!!!

২| ০১ লা এপ্রিল, ২০২০ সকাল ১০:৫৩

শের শায়রী বলেছেন: রাফা ভাই ঘাড় ব্যাথা বানাইয়া দিছেন :)

০১ লা এপ্রিল, ২০২০ সকাল ১১:১২

রাফা বলেছেন: এক্সারসাইজ হয়ে যাচ্ছে /করোনার জন্য খুব দরকার ফিজিক্যাল এক্সারসাইজ। ;)

৩| ০১ লা এপ্রিল, ২০২০ সকাল ১১:০৩

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আমার মনে হয় ঘারতেড়া হয়ে যাচ্ছে । :)

০১ লা এপ্রিল, ২০২০ সকাল ১১:১৪

রাফা বলেছেন: করোনা আক্রান্ত হয়ে গেছে পোষ্ট। শুয়ে শুয়ে দেখেন । ;)

৪| ০১ লা এপ্রিল, ২০২০ সকাল ১১:১৩

সেলিম আনোয়ার বলেছেন: আমি ও গতরাতে বের হয়েছি কেনাকাটা করতে। সালমানের গুড়ো দুধ শেষ তা কিনে আনতে। তবে বিরক্ত হয়েছি মানুষের তার ছেঁড়া কথা বার্তায়। একজন গর্ব করে বলছে রিকশায় কোথায় যেন গেছে একজন বললো কেনো বেয়াদব টা উত্তরে বললো এমনি ঘুরতে। দেখতে শিক্ষিত মনে হলো। যাইহোক বাঙালি তো মানুষ হয়নি। দেখলাম পথের পাশে তার জন মহিলা আড্ডা দিচ্ছে ফুটপাতে বসে রাত সাড়ে নয়টা বাজে। এরা যদি না মরে তাহলে মরবে কেন। আমি দ্রুত শপিং করে বাসায় ফিরলাম।

০১ লা এপ্রিল, ২০২০ সকাল ১১:২১

রাফা বলেছেন: ভয়টা সেখানেই ... আপনি অন্যের দোষে আক্রান্ত হয়ে যেতে পারেন। যা নিউ ইয়র্কে হয়েছে। যতদুর সম্ভব মানুষরুপি অমানুষদের এড়িয়ে চলুন এই সময়।

ধন্যবাদ,সে.আনোয়ার ভাই।

৫| ০১ লা এপ্রিল, ২০২০ সকাল ১১:১৭

কলাবাগান১ বলেছেন: সবই চেনা লাগছে...আমি ম্যারিল্যান্ডে থাকি...৩-৪ ঘন্টার ড্রাইভ জ্যাকসান হাইটস আগে প্রায় যাওয়া হত

০১ লা এপ্রিল, ২০২০ সকাল ১১:৩৬

রাফা বলেছেন: আপনার পোষ্ট টুইটার ও ফেসবুকে শেয়ার করে দিয়েছি।

৬| ০১ লা এপ্রিল, ২০২০ সকাল ১১:৩৯

কলাবাগান১ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ....

৭| ০১ লা এপ্রিল, ২০২০ দুপুর ১২:০২

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

কাকে লন্ড্রি করতে বের হয়েছিলেন দাদা ?
লন্ডি করতে সক্ষম হলেন নাকি ভগ্ন মনোরথ
হয়ে ফিরে আসলেন ?

০১ লা এপ্রিল, ২০২০ দুপুর ১২:৪৩

রাফা বলেছেন: এক সপ্তাহের জন্য বন্ধ লিখে ফোন নাম্বার দিয়ে দিয়েছে।এরপরে বের হওয়ার পুর্বে যেনো ফোন করে জেনে বের হই।
এটাকেই বলে সচেতনতা। ব্যার্থ হয়ে ফিরতে হয়েছে।

ধন্যবাদ,নু.মো.নুরু ভাই।

৮| ০১ লা এপ্রিল, ২০২০ দুপুর ১:২০

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: ছবিগুলো সোজা হলে দেখতে ভালো লাগতো। সাবধানে থাকুন আমরাও সাবধানে থাকি। ধন্যবাদ।

০২ রা এপ্রিল, ২০২০ রাত ৩:২৪

রাফা বলেছেন: সোজা করে দিলাম।এখন বলুন সাবধানতা অবলম্বন করছেন কিনা ? নিরাপদে থাকার অর্থই হলো অন্যকেও নিরাপদে রাখা।

ধন্যবাদ,দে.প্রে.বাঙালী।

৯| ০১ লা এপ্রিল, ২০২০ দুপুর ২:২৪

রাজীব নুর বলেছেন: ঘাড় ব্যথা হয়ে গেল।

০২ রা এপ্রিল, ২০২০ রাত ৩:৫০

রাফা বলেছেন: আর হবেনা..এবার দেখুন।করোনার চিকিৎসা করে এভাবেই সোঁজা করতে হবে পৃথিবিকে।

১০| ০১ লা এপ্রিল, ২০২০ দুপুর ২:২৪

নেওয়াজ আলি বলেছেন: নেতাবিহীন দেশ চলে না।

০২ রা এপ্রিল, ২০২০ সকাল ১০:৫৬

রাফা বলেছেন: ফটোসেশন আর প্রচারের জন্য যারা বিতরন করছে সবাইকে চিড়িয়াখানায় নিয়ে বানরের খাচা্য আটকে রাখা দরকার।ঐটা তাদের উপযুক্ত স্থান।কতদিন পর জানাজা আর কবরের সামনে সেলফি তুলে পোষ্ট করবে এই অমানুষগুলো।নিজেরাই নিজেদের ধ্বংসের জন্য দায়ী।করোনার ভয়াবহতা উপলব্দি করতে পারছেনা এরা।

এদের ছবি পোষ্ট করে ধিক্কার জানান সবাই।এতে যদি কিছুটা বোধদ্বয় হয় এদের।

ধন্যবাদ,নে.আলি।

১১| ০২ রা এপ্রিল, ২০২০ ভোর ৬:৩৩

এলিয়ানা সিম্পসন বলেছেন: আপনার কি মাথা নষ্ট? আপনি লন্ড্রি করতে বের হয়েছিলেন? আপনাদের প্রবলেম কি?

০২ রা এপ্রিল, ২০২০ সকাল ৭:১৯

রাফা বলেছেন: নিরুপায় হয়েই বের হোতে হয়েছে।কিছু খাবারও দরকার ছিলো।আমার ভাগ্নী একজন ডক্টর ম্যানহাটানের হাসপাতলে ডিউটি করছে ।প্রতি ৫দিন পরে বাড়ি ফিরতে পারছে ২ দিনের জন্য। এই ডাক্তার ,নার্সদের কথা একটু চিন্তা করে দেখুন।তাদের বিপদের কাছে'তো আমরা অনেক বেশি নিরাপদ।ভয় নয় শতভাগ সাবধানতা অবলম্বন করতে হবে এখন।

আপনার কি অবস্থা সেটা বলুন।পরিবারের সবাই কেমন আছে?ধন্যবাদ,সতর্ক করার জন্য।

১২| ০২ রা এপ্রিল, ২০২০ সকাল ৭:৩২

এলিয়ানা সিম্পসন বলেছেন: আপনি খাবার কিনবেন এনাফ অনেক দিনের জন্য। আর ৩১১ এ কল দিলে আপনাকে খাবার দিয়ে যাবে। এখন আপনি জব করতে যাবেন না যে আপনার লন্ড্রি করতে যেতে হবে। প্রয়োজনীয় লন্ড্রি বাসায়ও করা যায়।

আপনারা ভয় পান না দেখেই কি নিউইয়র্কে এভাবে মানুষ মারা যাচ্ছে?

view this link

সরি, মানুষের মৃত্যুতে আমি আপসেট।

০২ রা এপ্রিল, ২০২০ সকাল ৭:৪৯

রাফা বলেছেন: এই গ্রাফের চাইতে ভয়ানক হোতে পরে। নিউ ইয়র্কের ৬০% বাঙালী কমিউনিটি অলরেডি এ্যফেক্টেড।এখন হলো এক স্তর থেকে আরেক স্তরে যাবে।যদিও এটা আমি কল্পনায়ও আনতে চাইনা।কিন্তু বাস্তবতা অস্বিকারও করতে পারছিনা এই মুহুর্তে।আশা করি আল্লাহ আমাদের সকলকেই এই বিপদ থেকে রক্ষা করবেন।যারা চলে গেছে তাদের জন্য প্রার্থণা করুন।

সাবধানে থাকুন ও রাখুন। ধন্যবাদ...

১৩| ০২ রা এপ্রিল, ২০২০ সকাল ৯:৩৭

দীপংকর চক্রবর্ত্তী বলেছেন: ব্রংক্সের অবস্থাও ঠিক ভালো ঠেকছে না এখন। অসংখ্য বাঙালী প্রতিদিনই আক্রান্ত হচ্ছেন। অনেকে পরিচিত বিধায় জানতে পারছি। মনে হচ্ছে এখানকার বাঙালী কমিউনিটির উপরও ঝড় আসন্ন।

যাইহোক, সবার ভালো হোক এটাই কাম্য।

০২ রা এপ্রিল, ২০২০ রাত ১১:৩৩

রাফা বলেছেন: প্রথমদিকে ব্রংক্সেই শনাক্ত হয়েছিলো করোনা।কাজেই ঝুকি ছিলোই ,কিছুটা সামলে নেওয়ার পর।এখন আবার বিস্তার লাভ করবে এটাই স্বাভাবিক।কারন গরুত্ব না দেওয়াই ছড়ানোর মূল কারন।

যেখানেই থাকুন নিজের নিরাপত্তা নিজে নিশ্চিত করার চেষ্টা করুন।বাকিটা সৃষ্টিকর্তার সাহায্য কামনা করুন।

ধন্যবাদ,দী চক্রবর্ত্তী।

১৪| ০২ রা এপ্রিল, ২০২০ সকাল ১০:৪০

শামছুল ইসলাম বলেছেন: রাফা ভাই, আল্লাহ আপনাকে, পরিবারে সকলকে ও নিউইয়র্ক শহরের সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন।
আমিন।

০২ রা এপ্রিল, ২০২০ রাত ১১:৪০

রাফা বলেছেন: আমিন,সুম্মামিন....আল্লাহ তার সকল বান্দাদের হেফাজত করুন।আপনাদের জন্যও মঙ্গল কামনা করছি ষৃষ্টিকর্তার কাছে ।ভালো থাকুন ও ভালো রাখুন।

ধন্যবাদ,শা.ইসলাম।

১৫| ০২ রা এপ্রিল, ২০২০ রাত ৮:৫১

সোহানী বলেছেন: মাত্র ক'দিন আগেই ঘুরে এলাম কুইন্স থেকে। আপনা বাজার থেকে বাজারও করেছিলাম। এতো বেশী লোকজন ওখানে অনেকটা মিরপুরের মতো। ফুটপাথে ফুটপাথে বাজার! কানাডায় বসে এটা চিন্তাই করা যায় না।

প্রথম থেকেই এরা তেমন গুড়ুত্ব দেইনি। এর ফলাফল মাত্রই শুরু হয়েছে...। খুব টেনশানে আছি সবাইকে নিয়ে।

সাবধানে থাকুন, ভালো থাকুন।

০৩ রা এপ্রিল, ২০২০ রাত ১২:৩০

রাফা বলেছেন: এই সুপার মার্কেটগুলো ভারতিয়দের কিন্তু ক্রেতা ৯০% বাংলাদেশী। এবং শতকরা আশিভাগ রোগ ছড়ানোর জন্য এই ষ্টোরগুলোর অবদান আছে। মাত্র ৫ দিন পুর্বেও মানুষ একজনের গায়ে গা লাগিয়ে লাইনে দাড়িয়েছে এখানে।পাগলের মত কেনাকাটা করে সাথে করোনা নিয়ে গেছে ফ্রিতে।
আমরা জিবনেও মানুষ হবোনা।যত উন্নত দেশেই থাকিনা কেনো।নিজেদের দেশের মত পরিবেশ ছাড়া যেনো চলেইনা আমাদের।বিদেশি স্টোর ছাড়া এখানে কোথাও সাস্থবিধি হেল্থ ডিপার্টমেন্টের রুল মানা হয়না।কিছুদিন পর পরই দেখা যায় রিপোর্ট পেন্ডিং।অথবা বি গ্রেড নিয়ে ব্যাবসাগুলো পরিচালিত হোচ্ছে।রেস্টুরেন্টগুলো একেকটা জার্মের কারখানা।

ধন্যবাদ,সোহানী।সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করুন।ভালো থাকুন ,ভালো রাখুন।আল্লাহ আমাদের সকলের সহায় হোন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.