![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভালবাসি জন্মভুমি বাংলাদেশ ।অসহ্য মনে হয় যে কোন অন্যায়-কে।অসততার সাথে আপোষ নয় কখনই।গালি সহ্য করার মানসিকতা শুণ্যের কোঠায়।রাজাকার,আলবদর ,আল সামস মোট কথা বাংলাদেশের বিরোধী যে কোন শক্তিকে প্রচন্ড রকম ঘৃণা করি। তার চাইতে বেশি ঘৃণা করি নব্য ছাগিয়তাবাদিদের। যারা আশ্রয় প্রশ্রয় দেয় যুদ্ধাপরাধীদের ।
অনুগ্রহ করে সকল ব্লগারা যারা এখন অনলাইন আছেন সবাই মডারেশনকে মেইল করুন। চাদগাজীর বিকৃত নিকের বিরুদ্ধে।
২| ০৩ রা এপ্রিল, ২০২০ সকাল ৮:৫৩
খায়রুল আহসান বলেছেন: ব্লগের মডারেশন প্যানেল, প্লীজ জেগে উঠুন! এসব বন্ধ করুন!
০৩ রা এপ্রিল, ২০২০ সকাল ৮:৫৯
রাফা বলেছেন: এভাবে হবেনা সবাই এই কথাগুলো লিখে অনবরত পোষ্ট করতে থাকুন।
৩| ০৩ রা এপ্রিল, ২০২০ সকাল ৯:০৯
স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: একদম নতুন ব্লগারদের ক্ষেত্রে মাস খানেকের জন্য ছবি আপলোড ফিচার ব্লক করা হোক |
০৩ রা এপ্রিল, ২০২০ সকাল ৯:১২
রাফা বলেছেন: এই কথাগুলো লিখেই পোষ্ট দিতে থাকুন।না হলে ঘুম ভাঙবেনা মডারেশনের।পোষ্ট দিয়ে ফ্লাড করে দিন।
৪| ০৩ রা এপ্রিল, ২০২০ সকাল ৯:১৫
করুণাধারা বলেছেন: ব্লগে আসতেই প্রথম আপনার পোস্ট চোখে পড়ল! এখনই চলে যাচ্ছি
এই অবস্থা এড়াতে অনেক ব্লগার সাজেশন দিয়েছিলেন, নতুন রেজিস্ট্রেশনের সাথে সাথে কাউকে যেন মন্তব্যে ছবি দিতে না দেয়া হয়। এই জিনিসটা করলে হয়তো ব্লগের পরিবেশ ভালো থাকতো।
০৩ রা এপ্রিল, ২০২০ সকাল ৯:২১
রাফা বলেছেন: পোষ্ট দিন পোষ্ট দিয়ে সিস্টেম ভাঙতে হবে।
৫| ০৩ রা এপ্রিল, ২০২০ সকাল ৯:২০
মলাসইলমুইনা বলেছেন: জাদিদ সাহেকে ইমেইল করলাম কিছুক্ষন আগে ।
০৩ রা এপ্রিল, ২০২০ সকাল ৯:২২
রাফা বলেছেন: লাভ নেই, সবাই মিলে পোষ্ট দিন।
৬| ০৩ রা এপ্রিল, ২০২০ সকাল ৯:৩৬
ইফতেখার ভূইয়া বলেছেন: বাঙালী জাতির ব্যাপারে খুব বেশী উচ্চ ধারনা পোষণ করি না। আর সেটা আমাদের কাজে কর্মে প্রকাশ পায়।
০৩ রা এপ্রিল, ২০২০ সকাল ৯:৩৯
রাফা বলেছেন: নিজেকে নিজে গালি দেওয়ার মত হয়ে গেলো ব্যাপারটা। এরকম কুলাঙ্গার সব জাতিতেই ২/১টা আছে। তাই এদের জন্য সমগ্র জাতিকে আমি অভিযুক্ত করবোনা অবশ্যই।
ধন্যবাদ,ই.ভূইয়া।
৭| ০৩ রা এপ্রিল, ২০২০ সকাল ৯:৪৫
ইসিয়াক বলেছেন: জাদিদ ভাইকে সাথে সাথে ফেবুতে মেসেজ দিয়েছি। এধরনের নোংরামি বন্দ হোক।
৮| ০৩ রা এপ্রিল, ২০২০ সকাল ১০:০৮
মলাসইলমুইনা বলেছেন: আমি পাঁচ ছয় লাইনের একটা পোস্ট করার আগেই দেখি জাদিদ সাহেবের ইমেইল --ব্যবস্থা নেওয়া হয়েছে ।
গুড । ভেরি গুড । দ্রুত ব্যবস্থা নেবার জন্য জাদিদ সাহেবকে ধন্যবাদ ।
রাফা --ব্লগের লোন রেঞ্জার ধন্যবাদ আপনাকেও ।
©somewhere in net ltd.
১|
০৩ রা এপ্রিল, ২০২০ সকাল ৮:৪৮
রাফা বলেছেন: কি ব্লগার ভাই বোনেরা আপনারা কি ঘুমিয়ে আছেন নাকি বুঝতে পারছেননা ? চাঁগাজীর রিসেন্ট যে কোন একটি পোষ্টে গিয়ে দেখুন কি অবস্থা।