![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভালবাসি জন্মভুমি বাংলাদেশ ।অসহ্য মনে হয় যে কোন অন্যায়-কে।অসততার সাথে আপোষ নয় কখনই।গালি সহ্য করার মানসিকতা শুণ্যের কোঠায়।রাজাকার,আলবদর ,আল সামস মোট কথা বাংলাদেশের বিরোধী যে কোন শক্তিকে প্রচন্ড রকম ঘৃণা করি। তার চাইতে বেশি ঘৃণা করি নব্য ছাগিয়তাবাদিদের। যারা আশ্রয় প্রশ্রয় দেয় যুদ্ধাপরাধীদের ।
আপনি আপাতত কমেন্ট মডারেশন চালু করুন । আর ,কমেন্টগুলো ডিলিট করে ঐ ব্লগারকে ব্যান করুন আপনার ব্লগে।
২| ০৩ রা এপ্রিল, ২০২০ দুপুর ১২:২৪
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
গাজীসাবের জন্য কষ্ট হয়।
তার অনেক গবেষণালব্ধ পোস্টে
পাজিদের উচ্ছিষ্ট বর্ষণ শিষ্টাচার
বহির্ভূত। ওরা নিপাত যাক।
৩| ০৩ রা এপ্রিল, ২০২০ দুপুর ১:২৭
চাঁদগাজী বলেছেন:
ধন্যবাদ রাফা; এখন রাত ৩:২২, ঘুম থেকে উঠে ব্লগে এসেছি, দেখলাম, এডমিন সাহেব ওসব কমেন্ট মুছে দিয়েছেন, ও উহাদের ব্যান করেছেন; উনাকে ধন্যবাদ।
০৪ ঠা এপ্রিল, ২০২০ রাত ৩:৩৯
রাফা বলেছেন: আমি জানিনা কখন কমেন্টগুলো করা হয়েছিলো।আমি একটি পোষ্টে এরকম দেখেই ।তাকিয়ে দেখি রিসেন্ত কমেন্ট সেকশনে একজনই কমেন্ট করে রেখেছেন অনেকের পোষ্টে।তখনি আমার সন্দেহ হয়।প্লাস নিকটি একটি কুরুচিপূর্ণ শব্দের হওয়ায় আরো বেশি সন্দেহ হয়।তখন কিন্তু আপনার নিকটাও লগইন দেখি আমি।এজন্যই আপনার দৃষ্টি আকর্ষণের চেষ্টা করি। আপনি কমেন্ট মডারেশন অন করে রাখুন ।
সামু সঠিক পদক্ঃেপ গ্রহণের পর আবার নরমাল করে দিয়েন।ধন্যবাদ,চাঁদগাজী।
৪| ০৩ রা এপ্রিল, ২০২০ দুপুর ২:০১
পলাতক মুর্গ বলেছেন: এর আগেরবারও একজন বিশিষ্ট ব্লগার পর্নগ্রাফি আক্রমনের সময় ঘুমিয়ে ছিলেন, ব্যাপারটা নিশ্চয়ই কাকতাল!
৫| ০৩ রা এপ্রিল, ২০২০ দুপুর ২:৩৪
সেলিম আনোয়ার বলেছেন: আবার কি হলো?
৬| ০৩ রা এপ্রিল, ২০২০ দুপুর ২:৩৯
কুকরা বলেছেন: বাংলা ভাষায় একটা প্রবাদ আছে, "চোরের মন পুলিশ পুলিশ", এইজন্যই হয়তো পর্নো এটাকের সময় তিনি যে ঘুমিয়ে ছিলেন, তা বার বার বলতে হয়।
৭| ০৩ রা এপ্রিল, ২০২০ দুপুর ২:৪২
সেলিম আনোয়ার বলেছেন: অশ্লীল ছবি পোস্ট করা হলে যে নিক থেকে হবে আমি সেগুলোর ব্যান চাই। নতুন নিক যেন কমেন্ট করার অনুমতি লাভ করে একটা নির্দিষ্ট সময় অবজারভেশনে থাকার পর।
অশ্লীল নামের নিক সরাসরি ব্যানের পক্ষে আমো। নতুন ব্লগার কমপক্ষে ৫টি পোষ্ট করার পর সেগুলোর গুণগত মান বিচার করে তারপর অন্য পোস্টে কমেন্ট করার সুযোগ প্রদানের পক্ষে ।
০৪ ঠা এপ্রিল, ২০২০ রাত ৩:৩৩
রাফা বলেছেন: আমি একটা জিনিশ বুঝতে পারছিনা এমন বিকৃত নিক কিভাবে এলাউ হয়। নিকের রেঝিস্ট্রেশনেই'তো আটকে যাওয়ার কথা কুৎসিত নোংরা নিক।এই শব্দের নিক ছাড়পত্র পায় কিভাবে!!!!
নতুন করে ভাবতে হবে মডারেশন প্যানেলকে।শুধু এই জন্যই এরকম নিক ছাড়া পেলেও মিনিমাম #টি পোষ্ট না লেখার আগে যানো কমেন্ট করতে না পারে ।তাহলে পোষ্ট আসলেই সবাই নিকের ব্যাপারে তাদের আপত্তি জানাতে পরে।এই সাধারণ জ্ঞানটুকুও কি এদের নাই?
৮| ০৩ রা এপ্রিল, ২০২০ বিকাল ৩:৩৪
রাজীব নুর বলেছেন: হারামজাদা গুলো শিক্ষা দিতে হবে। ওদের বাপ মা ওদের কি শিক্ষা দিয়েছে? ছিঃ
©somewhere in net ltd.
১|
০৩ রা এপ্রিল, ২০২০ সকাল ১০:৫৩
পলাতক মুর্গ বলেছেন: আবার কি হল?